tripnatica

tripnatica We are a group of people who are well-versed in the fun and rigors of traveling. Our travel agency c
(2)

16/01/2024

Assalamualaikum

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগুলো বাংলাদেশবাংলাদেশের পাসপোর্ট দিয়ে কয়টি ও কি কি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, জানেন? য...
14/01/2023

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগুলো বাংলাদেশ

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কয়টি ও কি কি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, জানেন?

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।

২০২২ সালের তুলনায় এ বছর শক্তিশালী হয়েছে বাংলাদেশের পাসপোর্ট। ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’-এর প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, এ বছর বাংলাদেশের অবস্থান ১০১তম অবস্থানে। গত বছর এই র‌্যাঙ্কিং-এ ১০৪ ছিল বাংলাদেশ। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ।বর্তমানে বিশ্বের ৪১ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা।এই ৪১ দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যাবে। দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

এশিয়া মহাদেশের ৬টি দেশ
ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ
কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ
কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ
বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আমেরিকার মাত্র একটি দেশ
বলিভিয়া।

বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।

চলুন দেখা যাক, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা—

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এই পাসপোর্টধারী ব্যক্তির বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার মেলে।

সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট যাঁদের আছে, তাঁরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা পান।

জার্মানি ও স্পেনের নাগরিকেরা বিশ্বের ১৯০টি দেশে যেতে পারেন আগাম ভিসা না নিয়েই।

ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্টে মেলে ১৮৯টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের পাসপোর্ট বিশ্বের পঞ্চম শক্তিশালী। এই পাসপোর্টে ১৮৮ দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।

ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্যের পাসপোর্টে মেলে ১৮৭টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ।

বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভিসামুক্ত সুবিধা পান ১৮৬টি দেশে।

অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস ও মাল্টার পাসপোর্টে ১৮৫টি দেশে ভিসামুক্তভাবে যাওয়া যায়।

হাঙ্গেরি ও পোল্যান্ডের নাগরিকেরা পান ১৮৪টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা।

লিথুনিয়া ও স্লোভাকিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা পান ১৮৩টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

লাটভিয়া ও স্লোভেনিয়ার নাগরিকেরা পান ১৮২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

এস্তোনিয়ার পাসপোর্টে ভিসামুক্তভাবে যাওয়া যায় ১৮১টি দেশে।

আইসল্যান্ডের পাসপোর্টধারী ব্যক্তিরা ১৮০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

Address

Kallyanpur Main Road, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when tripnatica posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to tripnatica:

Videos

Share

Category