03/02/2024
❤️ আসসালামু আলাইকুম সবাই। আসেন আপনাদেরকে আমাদের এনিভার্সারি ট্রিপের গল্প পড়াই।
✅ আমার বড় পোস্ট পড়ার ধৈর্য সবার হয় না। তাই এবার আসলেই চেষ্টা করব শর্ট করার।
🛵 আমাদের গত ২৭ জানুয়ারি ২০২৪ এর ট্রিপটা ছিল এনিভার্সারি ট্রিপ। ২০২৩ এর এই দিনেই আমরা প্রথম অর্গানাইজড ট্রিপ দেই। আর এরপরের টুকু শুধুই এক কাব্যিক রচনা। প্রতিমাসেই ট্রিপের পর ট্রিপ, মাওয়া চা আড্ডা, আন্ডারগ্রাউন্ড আড্ডা, উত্তরা আড্ডা, পোস্ট অফিস আড্ডা, ৩০০ ফিট আড্ডা, পুরান ঢাকার আড্ডা, রোদ, বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে ভাই ব্রাদারের টানে সময়ে অসময়ে আড্ডা আরও কত কি! এমন একটা অবস্থা যে ২ দিন যায় না এর আগে একদিন আমি ডাকি তো আরেকদিন অমুক ভাই ডাকে তার পরের দিন তমুক ভাই... এভাবেই চলছে।
✅ আসেন এইবার আমাদের ট্রিপে ব্যাক করি।
💠 ট্রিপের আগের রাতে ঘুমানোর রেকর্ড আমাদের নাই। এইবারও তার ব্যাতিক্রম হয় নাই। একেকজন দেখি রাত ২ টা পর্যন্ত ম্যাসেজিং করতেছে। যতই বলি ঘুমান ততই দেখি আরও আড্ডা জমে উঠে। অতঃপর আমি নিজেই নেট অফ করে ঘুম দিলাম। লাভ হয় নাই ভাই। ১০~১৫ মিনিট পরে আবার সবার টেক্সট পড়া শুরু করছি।
💠 সকাল ৭ঃ১৫ এর দিকে আমরা এসপি ফিলীং স্টেশনে পৌঁছাই। এখানে ফুয়েল নিয়ে আমরা একদল ( আমি, নেসার ভাই, কিশোর ভাই, নাসির ভাই, তামিম ভাই, মিতুল ভাই, তানভির ভাই) রওয়ানা হই মূল মিটআপ পয়েন্ট শহীদ মিনারের উদ্দেশ্যে। এখানে আমাদের জন্য ওঁত পেতে বসেছিল বাকি সবাই।
💠 শহীদ মিনারে আমরা টিম ভাগ করে দেই। ছোট ছোট টিম। এতে করে কি হয়, একেকটা টিমের একেকজন লীড থাকেন। যার যার টিম তার দায়িত্বে চালিয়ে নিয়ে যান। স্পীড ম্যাচিং থেকে শুরু করে একসাথে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পৌঁছানো সহজ হয়। প্রত্যেক লীড তার টিম মেম্বার হেড কাউন্ট করে নিয়ে পৌঁছাতে পারেন। অন্যান্য গ্রুপ যারা মাঝে মধ্যে রাইড (ট্রাভেল আমি বলবই না) করেন তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন। এতে করে আশা করি কাউকে ফেলেও আসতে হবে না। আর সেফটি সম্পর্কেও সতর্ক থাকা যায়। ❤️ প্লীজ টেক নোটস্
💠 আমরা শহীদ মিনার থেকে রওয়ানা হয়ে যার যার টিম নিয়ে ভাঙ্গা'র উদ্দেশ্যে। এখানে আমাদের জন্য অপেক্ষায় ছিলেন মুন্না ভাই। এখানে আমরা সকালের নাস্তা করি। যদিও তখন অনেক বেলা।
💠পরোটা, ডাল, সবজি আর ডিমভাজি দিয়ে নাস্তা করে আমরা এখানে কিছুক্ষণ ফটোসেশন করি। ছবি তোলা, আড্ডা সেরে আমরা রওয়ানা দেই আমাদের পরবর্তি ডেসটিনেশন বাইশ রশি জমিদার বাড়ির উদ্দেশ্যে।
💠আমরা যখন বাইশরশি জমিদার বাড়ি পৌঁছাই তখন প্রায় ১২ঃ৩০+ বাজে ঘড়িতে। এখানে আমরা কিছুক্ষণ থেকে বেশ কিছু ছবি ভিডিও নেই আর ঘুরে দেখি সবটুকু এলাকা। এখান থেকে আমরা এবার নতুন তিনটা টিম হই। কেন? পড়তে থাকেন। সব উত্তরই পাবেন।
💠আমাদের ৪ জন OG মেম্বার, এবারের ট্রিপের ম্যানেজার তামিম ভাই, সাথে আমাদের অভিভাবক পায়েল ভাই, আব্দুর রহিম ভাই আর প্রিয় কচি কে পাঠিয়ে দেই আগে আগে সেরেন গার্ডেন যেয়ে আমাদের নতুন ট্রাভেলার+বাকি সবার জন্য সব এরেঞ্জমেন্ট চেক+মেনেজ করতে।
💠আমাদের আরও ৩ জন OG মেম্বার, সাদ ভাই, নাহিয়ান ভাই, মিতুল ভাইকে পাঠাই আমাদের এনিভার্সারি ট্রিপের কেক নিয়ে আসতে।
💠আর আমি আপনাদের ট্যাগ দেওয়া মানুষটা, সাথে OG মেম্বার পলাশ ভাই রয়ে যাই বাকি টিম নিয়ে সেরেন গার্ডেন পৌঁছানোর দায়িত্বে।
💠আমরা সব্বাই যখন সেরেন গার্ডেন পৌঁছাই তখন প্রায় ২ টা ছুই ছুই। যেয়েই প্রথমে যোহর আদায় করে নেই। তারপর একটুস খানি গল্প করে সবাইকে নিয়ে খেতে বসি আমরা। আর এদিকে কেক বাহিনী তখনও পৌঁছায় নাই খাওয়ার টেবিলে। কিন্তু যেহেতু আমাদের সময় নির্ধারিত তাই বাধ্য হয়ে খাওয়া শুরু করতেই হয়। আর আমরা সবাই ভাই ভাই, চিন্তার কোনও কারণ নাই। আমরা এইসব ব্যাপারে মাইন্ড খাই না।
💠কেক বাহিনী পৌছানোর পর যখন সবারই খাওয়া শেষ হয়, তখন আমরা আমাদের প্রথম ট্রিপ এর গল্প শেয়ার করি সবার সাথে। খাওয়া শেষে আমরা আসর আদায় করতে যাই পাশেই মসজিদে।
💠আমরা সেরেন গার্ডেন থেকে খাওয়া শেষ করে রওয়ানা হই খোকা মিয়ার নিষ্টির উদ্দেশ্যে। এখানে মিষ্টি পর্ব শেষ করে যখন আমরা রিটার্ন শুরু করি তখন প্রায় ৪ঃ৩০।
💠আমাদের টার্গেট ছিল সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু পারি এগিয়ে থাকব। আবার আগের টিম অনুযায়ী রাইড শুরু হয়। পথিমধ্যে রিফুয়েল করি। এইবারের ট্রিপে আমার এন্টর্কে মাইলেজ কম পাই। ৪৪+ কিলো/লিটার। এটার অবশ্য কারণ ভিন্ন। ঐ গল্প আরেকদিন।
💠আমাদের নেক্সট ব্রেক হয় ভাঙ্গায়। এইখানে বড়সড় কফি+চা ব্রেক নেই আমরা। একদম অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি। তারপর আবার রাইড শুরু করি পর্যায়ক্রমে সব টোল প্লাজা পার হয়ে আমরা যখন পলাশীর মোড়ে ঢুকি তখন ঘড়িতে সাড়ে ৮ টার মত বাজে মাত্র। এদিকে আমাদের প্রায় ২৫০+ কিলো রাইড শেষ ইতোমধ্যে আলহামদুলিল্লাহ। কোন প্রকার ঝামেলা ছাড়া। কোন প্রকার এক্সিডেন্ট ছাড়া। কিংবা কাউকে ফেলে আসা ছাড়া। পুরো টিম আলহামদুলিল্লাহ ইনট্যাক্ট।
💠আমরা আমাদের কিছু মূলনীতি মেনে চলি। ভাই ব্রাদারের প্রতি আমরা সহনশীল আর শ্রদ্ধাশীল তো বটেই এছাড়াও আমরা প্রতিটা মেম্বার নিজেদের একটা ফ্যামিলি মনে করি। কাউকে ছেড়ে আসার তো প্রশ্নই আসে না। আমাদের পরিবারের প্রতিটা মেম্বারের দায়িত্ব, অপর মেম্বারের সুবিধা, নিজের আগে, বিবেচনায় আনা। আর আমাদের কোনও ট্রিপই এর ব্যাতিক্রম নয় আলহামদুলিল্লাহ।
💠 আজহার ভাই, মোর্শেদ ভাই, আব্দুল্লাহ ভাই, সাইফুল ভাই, নাসির ভাই, হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রথমবার ট্রাভেল করার জন্য। আশা করি আপনারা রেগুলার হবেন, কি আড্ডা আর কি ট্রাভেল এ।
💠আর এবারের ট্রিপের সবচেয়ে বড় থ্যাংকস্ পাওয়ার দাবিদার সম্ভবত হিমেল ব্রো। যেভাবে আমাদের রোড ক্লিয়ারেন্স এর ডাইরেকশন দিয়েছেন শুরু থেকে শেষ অবদি। ম্যান! হ্যাটস্ অফ!! উই লাভড্ এভরি বিট অব ইউ। আমাদের সাথে রেগুলার হওয়ার আমন্ত্রণ।
💠এবারের ট্রিপে আমরা সবচেয়ে মিস করেছি শাহাদাত ভাইকে। আর হাসান ভাই আর সাদ্দাম ভাই ছাড়া আমাদের ট্রিপ জমে না। হাসান ভাইকে দুই একবার রেসকিউ না করলে আমাদের ট্রিপের ফীলটা আসে না ঠিকমত।
💠আপনাদের ভালোবাসায় আর অংশগ্রহণে, আমরা ৭ জন স্ট্রেঞ্জার, আমি সুহাদ মুন্তাসির , আব্দুর রহিম ভাই, পায়েল ভাই, সাদ ভাই, শাহাদাত ভাই, তামিম ভাই, বিশাল মামা আমরা ২৭ জানুয়ারি ২০২৩ তারিখে যেই সাহসটুকু নিয়ে পথচলা শুরু করেছিলাম তার ধারা অব্যহত রয়েছে আপনাদের সক্রিয় অংশগ্রহণে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ্ আপনারা সব সময়ই যেমন আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও আমাদের পাশে এভাবেই থাকবেন। আর কথা দিচ্ছি আমরা আরও অনেক এক্সাইটিং ট্রাভেল এর প্ল্যান নিয়ে বসে আছি। সময় মত সব সামনে আসবে।
💠যাদের এখনও আমাদের সাথে ট্রিপ দেওয়ার সুযোগ হয় নাই, তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলব, ভাই আসেন, আমাদের সাথে আড্ডায়, মিটআপে, ট্রাভেল এ একবার অংশ নেন। ইনশাআল্লাহ্ আপনি যদি জেন্টেলম্যান হউন, তাহলে আমরাও আপনাকে আপন করে নিব। আর আপনি নিজেও আমাদের খুঁজে আড্ডায় ট্রাভেল এ জয়েন করবেন ইনশাআল্লাহ্।
💠আমরা শতভাগ নন প্রফিট, সৌখিন স্কুটার ট্রাভেলার ভাই ব্রাদার। আমাদের ব্রাদারহুডে আপনাকে আমন্ত্রণ।
💠আমাদের জন্য দু'আ রাখবেন। আর এই পোস্ট টা একটু এলোমেলো মনে হয় তাই না? আসলে, একে তো ওয়ার্ক লাইফের ব্যস্ততা। তার উপর আপনাদের জন্য এপিক একটা স্টোরি লেখার প্রিপারেশন নিচ্ছি। আগামী বেশ কিছুদিন আপনাদের জালাব। রেডী থাইকেন ;)
🙏 আর এই পোস্ট এর সেকেন্ড লাইনের জন্য আমি দুঃখিত। শর্ট স্টোরি আমারে দিয়ে হবে না।
ইতি,
আপনাদের ভালোবাসায় ধন্য,
Shuhad Muntasir
আমাদের ফটো এলবামের লিংকঃ
https://www.facebook.com/media/set/?set=a.122116920272183749