ভি আই পি রেন্ট-এ-কার

ভি আই পি রেন্ট-এ-কার Mohammadpur,dhaka-1207
(99)

আমাদের পথ চলা দীর্ঘদিনের

আমাদের জার্নিটা শুরু ২০০২ সাল থেকে। তখন আমরা শুধু ঢাকার মধ্যে গাড়ি ভাড়া সেবা প্রদান করা শুরু করলাম। ধীরে ধীরে আমাদের পরিচিতি বাড়তে থাকে। দেশের সব প্রান্ত থেকে আপনাদের ভালবাসা পেতে থাকি। বড় হতে থাকে আমাদের পরিবার। এখন আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার রেন্টাল কোম্পানী "ভি আই পি রেন্ট এ কার

"। আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোন ধরনের গাড়ি ভাড়ার সার্ভিস দিয়ে থাকি!�

�এভাবে আপনাদের ভালাবাসা/সাপোর্ট আমাদের সাথে সব সময় থাকলে‌ অনেক দূর এগিয়ে যেতে পারবো ইন-শা-আল্লাহ্

﷽  নতুনের সাথে, নতুন আয়োজনে সর্বদাই এগিয়ে ভি আই পি রেন্ট এ কার প্রতিষ্ঠানঃ নিয়মিত সেবা কার্যক্রমকে অব্যাহত রাখতে আমাদের ...
02/12/2024

﷽ নতুনের সাথে, নতুন আয়োজনে সর্বদাই এগিয়ে ভি আই পি রেন্ট এ কার প্রতিষ্ঠানঃ নিয়মিত সেবা কার্যক্রমকে অব্যাহত রাখতে আমাদের আরও কিছু সেবা নতুন হাইচ মাইক্রো করে যুক্ত হবার অপেক্ষায়। ইনশাআল্লাহ' পারিপার্শ্বিক প্রস্তুতির আলোকে আরও নতুন গাড়ি সমূহ সংযোজনকল্পে দ্রুতই সেবা পরিক্রমায়। আপনাদের আরও নিকটে পৌঁছাতে অগ্রসর হচ্ছি। আপনাদের সুদীর্ঘ সময়ের যাতায়াতের সঙ্গী !সর্বদা সর্বময় যাতায়াতে সাথেই থাকুক সকলের প্রিয় অপারেটর "ভি আই পি রেন্ট এ কার"!

🖥️ ঘরে বসে গাড়ি ভাড়া করতে পারেন অনলাইনেঃ

https://maps.app.goo.gl/9xaXne25C35iH...

♦️ আমাদের সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজের সাথে থাকুন। ফেসবুক পেইজ লিংক-

https://www.facebook.com/share/14T4uvVGaR/?mibextid=qi2Omg

🔝নতুন গাড়ি কালেশনের আপডেট পেতে নিয়মিত
আমাদের ফেসবুক পেইজে লাইক দিন।

୧⍤⃝💐আমাদের সাথে আপনার ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময়!

🖤⃝🤍 খুব সহজেই গাড়ি ভাড়া করতে কল করুনঃ

🖇 যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

❥༊ imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266 Hotline
01905-199266

↪️+8801795463171;

↪️+8801720277799;

↪️+8801715-124126;

❣️ গাড়ির বিভিন্ন মডেল অনুযায়ী আমরা দুই ধরণের প্যাকেজ অফার করে থাকি! শুধুমাত্র ইকোনোমি প্যাকেজ ভাড়া সামান্য কম ! প্রিমিয়াম প্যাকেজের ভাড়া সামান্য বেশি হয়ে থাকে! ভাড়ার বাহিরে কোনো প্রকার হিডেন চার্জ নেই!

❣️ তীব্র যানজট, দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত জ্বালানিসহ বিশেষ কিছু প্রয়োজনে ভাড়ার পরিমান কিছুটা ও বাড়বে না আমাদের গাড়ি ভাড়া করলে।

হাজী মোঃ খাইরুল আলম মিলন

21/11/2024

Toyota Xgio New Shape 2019 Silver
🪶আমাদের মূল্যবান কাস্টমার সার্ভিস বৃদ্ধি জন্য; যোগ করলাম আজকে।🪶 জাপান পোর্ট থেকে রিকন্ডিশন সম্পূর্ণ নতুন গাড়ি আমদানি করে; 😇বিক্রি করা হয় এবং ভাড়া দেওয়া হয়।🪶 ভবিষ্যত প্রযুক্তি সাথে আপনাদের চাহিদা আরো অনেক বেশি পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ

﷽  our courteous  😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্...
17/11/2024


our courteous
😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার রেন্টাল কোম্পানী "ভি আই পি রেন্ট এ কার"। আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোন ধরনের গাড়ি ভাড়ার সার্ভিস দিয়ে থাকি!

🔮 সবসময় চেয়ে বতমানে! আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকে; আমাদের সম্মানিত যাত্রীদেরকে করোনামুক্ত যাত্রী সেবা দিতে! শতভাগ পরিষ্কার; জীবাণু মুক্ত গাড়ির সেবা দেওয়ার।

🐬 প্রতিটি ট্রিপ এর আগে ও পরে নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে আমরা প্রত্যেকটি গাড়ি জীবাণু মুক্ত করে থাকি

🐬 ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি আরো একবার জীবাণু মুক্ত করা হবে

🌷ঝামেলাবিহীন কার রেন্টাল সার্ভিসের প্রয়োজন হলে আমাদের এখুনি ফোন করুনঃ

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266;
↪️+8801795463171;
↪️+8801720277799;
↪️+8801715-124126;

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH76KA

page→ https://www.facebook.com/ভি-আই-পি-রেন্ট-এ-কার-গাড়ী-ভাড়া-দেওয়া-হয়-1964025573846705/

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

car rental bookings from VIP Rent-A-Car.

🚘যেসব গাড়ি ভাড়া দেওয়া হয়🚗

#আপনি_আমাদের কাছে যেকোন ধরনের গাড়ী ভাড়া পাবেন। আমরা আপনাকে দিচ্ছি সকল প্রকার সম্পূর্ণ নতুন ফ্রেশ ডুয়েল এসি গাড়ী → হাইচ; নোহা; এক্স-নোহা; মাইক্রোবাস; প্রাইভেট কার; জিপ, এম্বুলেন্স; বাস; কোস্টার এবং পিকাপ , কভার ভ্যান । আমরা আপনাকে সর্বনিম্ন রেটে গাড়ী ভাড়া দিচ্ছি।←

💐আমাদের প্রফেশনাল সার্ভিসের মধ্যে রয়েছেঃ
১. দৈনিক এবং ঘন্টা হিসেবে গাড়ি ভাড়া।

২. ডিসকাউন্ট প্রাইসে মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া।

৩. এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সার্ভিস।

৪. বিয়ে, কনসার্ট সহ যেকোন ছোট-বড় অনুষ্ঠানের জন্য গাড়ি ভাড়া দেই।

৫. অফিস/স্কুল/কলেজের জন্য পিক-ড্রপ সার্ভিস। মাসিক ভিত্তিতে অথবা কোনো পরীক্ষার রুটিন ভিক্তক।

৬. হরতালে নিরাপদে যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া। নিরাপদ সড়ক ব্যবহার করে অন্য অন্যান্য গাড়ি ভাড়া দেওয়া হয়।

৭. বাসা বদলের জন্য লেবার সহ পিকআপ ভাড়া দেওয়া হয়। (যদি লেবার প্রয়োজন হয় তখন।)

🌹কেনো আমাদের সার্ভিস নেবেনঃ

(১). অল-টাইম গাড়ি পাওয়ার নিশ্চয়তাসহ, পরিস্কার-পরিচ্ছন্ন গাড়ি, ভদ্র ও অভিজ্ঞ ড্রাইভার, ঝামেলাহীন সার্ভিস।

(২). কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন; শতভাগ নিশ্চিত ড্রাইভিংর লাইসেন্স করা; ড্রাইভার দ্বারা গাড়ির পরিচালনা করি।

(৩).বিকাশের; রকেট; নগদের মাধ্যমে ঘরে বসে অনলাইন বুকিং এবং পেমেন্ট।

(৪). নির্ধারিত সময়ের পর ও গাড়ির সেবা প্রয়োজন হলে; ওভার এক্সট্রা সময় দিয়ে আমরা আপনাকে সঠিক সেবা দেয়ার চেষ্টা করি।

(৫). চাইলে আপনি নিজেই গাড়ির গ্যাসের ও (যেখানে গ্যাস নেই তৈল ব্যবহার ব্যবস্থা রয়েছে) খরচ বহন করে। নিজের ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন।

(৬) গাড়ীতে ভ্রমণের সময় যে কোন রকম অসুবিধার জন্য ২৪ ঘন্টা যোগাযোগের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে।

(৭) ড্রাইভার ও তার গাড়ীর কোনো ত্রুটি দেখলে; আমাদের অবহিত করুন। সাথে সাথে গাড়ী রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে।

(৮) গাড়ীতে ড্রাইভার কোনো প্রকার বিড়ি/সিগারেট! নিলে আমাদের অবহিত করুন।
তবে আমাদের ড্রাইভারা গাড়ির মধ্যে বা সার্ভিসের সময় সিগারেটে খাই না।

(৯) যাত্রার সময় গাড়ীতে কোনো প্রকারের অপরিষ্কার দেখলে; আমাদের অবহিত করলে। রিপ্লেসমেন্ট করা হয় সাথে সাথে।

(১০) গাড়ির মধ্যে নিরাপত্তা সভিস হিসেবে ২৪ ঘন্টা GPRS সুবিধা রয়েছে।

#আপনাদের_ও_আমাদের কিছু শর্তাবলীঃ

⏳ভি আই পি রেন্ট এ কারের শর্তাবলী সমূহ:

🕯️(১) নির্ধারিত সময়ের পর... কাস্টমারদের অতিরিক্ত গাড়ী লাগলে; পরবর্তী ঘন্টা ২০০/৩০০ টাকা হারে ভাড়া বৃদ্ধি পাবে।

(২) গাড়ীর ধারণা ক্ষমতার বাহিরে অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করা হবে না।

🕯️(৩) রাষ্ট্রের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে ব্যবহারিত অস্ত্র; বিস্ফোরণ দ্রব্য; মাদক; অবৈধ মালামাল বহন করা যাবে না।

(৪) অসাম্প্রদায়িক ও অসামাজিক লিপ্ত কাজে গাড়ী ব্যবহার করা যাবে না।

🕯️(৫) কাঁচা রাস্তা; গাড়ী চলাচলের ঝুঁকিপূর্ণ রাস্তা ও চালকের বিবেচনায় অনুপযোগী রাস্তায় গাড়ী চালানো যাবে না!

🧞নিজেই সাজান নিজের ভ্রমণ :

↘️ গন্তব্য নির্বাচন করুন ও সেখানে অবস্থানের সময় নির্ধারণ করুন,

↘️ পিকআপ করার স্থান নির্বাচন করুন,

↘️ ফেরার আনুমানিক সময়,

↘️ আপনার যাতায়াত খরচ বহন করবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই সব খরচ অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ড্রাইভারের মধ্যাহ্নভোজ ও নৈশভোজের খরচ দেবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই তা অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ভ্রমণের নির্ধারিত সময় ১ দিনের বেশি হলে, 🔝ড্রাইভারের রাত্রিযাপনের খরচ কি আপনি বহন করবেন, নাকি তা আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই অন্তর্ভুক্ত থাকবে,

🔜নিজের ভ্রমণ পরিকল্পনার উদ্দ্যেশ্যে, উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে প্রদান করতে হবে।

🆓🔜সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পেইজে ইনবক্স করুন, আপনার প্রদানকৃত তথ্য পর্যালোচনার পর, ১৫ মিনিটে আপনার কাঙ্খিত তথ্য প্রদান করা হবে।

#সম্পূর্ণ_নিরাপদ সহজলভ্য; সুষ্ঠু-সুন্দর সেবা প্রদানের করা-ই আমাদের লক্ষ্য। সেবায় উওম ধর্ম‌

🪔বিঃদ্রঃ অবশ্যই গাড়ী বুকিংয়ের জন্য ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট অথবা পরিচয় শনাক্তকারী কাগজ পত্র প্রদান করতে হবে।

AC micro 8 seats
hiace Van 15 Seats






🌺ধন্যবাদ আমাদের সেবার সাথে থাকার জন্য। আপনাদের

বর্তমান সময়ে ট্রাফিক আইন ও জরিমানার তালিকা সম্পর্কে বিপুল সংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে। এক্ষেত্রে তারা জানতে আগ্র...
06/11/2024

বর্তমান সময়ে ট্রাফিক আইন ও জরিমানার তালিকা সম্পর্কে বিপুল সংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে। এক্ষেত্রে তারা জানতে আগ্রহী ট্রাফিক আইন অমান্য করার ফলে কত টাকা পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছেন। একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্য এই সকল বিষয়ে জানার প্রয়োজন রয়েছে । সেই সাথে নিজেকে সচেতন করবো অবশ্যই ট্রাফিক সকল আইন মেনে চলবো। নিজে মানার পাশাপাশি অন্য সকলকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার চেষ্টা করব। ট্রাফিক আইন সঠিকভাবে না জানার ফলে দুর্ঘটনা বাড়ছে। এক্ষেত্রে সকলের সচেতন হলে ট্রাফিক আইন সম্পর্কে জানলে দুর্ঘটনা কমবে বলে মনে করে ভি আই পি রেন্ট এ কার

বাংলাদেশের নতুন ট্রাফিক আইন ২০২৩ এর আগে বাংলাদেশ ট্রাফিক আইন পরিবর্তন করা হয়েছিল ২০১৮ সালে। কিন্তু ২০২৩ সালে তা আবারও পরিবর্তন করা হয়েছিলো । পরবর্তী সময়ে ট্রাফিক আইনের কিছু পরিবর্তন আসলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তা জানাবো। সুতরাং আপনারা যারা আইন বিষয়ক সকল কিছুতেই সচেতন! তারা অবশ্যই আইন গুলো মেনে চলার চেষ্টা করবেন নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবেন! ভালো থাকবেন! সেইসাথে অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।

﷽😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার র...
18/10/2024


😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার রেন্টাল কোম্পানী "ভি আই পি রেন্ট এ কার"। আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোন ধরনের গাড়ি ভাড়ার সার্ভিস দিয়ে থাকি!

🔮 সবসময় চেয়ে বতমানে! আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকে; আমাদের সম্মানিত যাত্রীদেরকে করোনামুক্ত যাত্রী সেবা দিতে! শতভাগ পরিষ্কার; জীবাণু মুক্ত গাড়ির সেবা দেওয়ার।

🐬 প্রতিটি ট্রিপ এর আগে ও পরে নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে আমরা প্রত্যেকটি গাড়ি জীবাণু মুক্ত করে থাকি

🐬 ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি আরো একবার জীবাণু মুক্ত করা হবে

🌷ঝামেলাবিহীন কার রেন্টাল সার্ভিসের প্রয়োজন হলে আমাদের এখুনি ফোন করুনঃ

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266;
↪️+8801795463171;
↪️+8801720277799;
↪️+8801715-124126;

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH76KA

page→ https://www.facebook.com/ভি-আই-পি-রেন্ট-এ-কার-গাড়ী-ভাড়া-দেওয়া-হয়-1964025573846705/

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

car rental bookings from VIP Rent-A-Car.

🚘যেসব গাড়ি ভাড়া দেওয়া হয়🚗

#আপনি_আমাদের কাছে যেকোন ধরনের গাড়ী ভাড়া পাবেন। আমরা আপনাকে দিচ্ছি সকল প্রকার সম্পূর্ণ নতুন ফ্রেশ ডুয়েল এসি গাড়ী → হাইচ; নোহা; এক্স-নোহা; মাইক্রোবাস; প্রাইভেট কার; জিপ, এম্বুলেন্স; বাস; কোস্টার এবং পিকাপ , কভার ভ্যান । আমরা আপনাকে সর্বনিম্ন রেটে গাড়ী ভাড়া দিচ্ছি।←

💐আমাদের প্রফেশনাল সার্ভিসের মধ্যে রয়েছেঃ
১. দৈনিক এবং ঘন্টা হিসেবে গাড়ি ভাড়া।

২. ডিসকাউন্ট প্রাইসে মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া।

৩. এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সার্ভিস।

৪. বিয়ে, কনসার্ট সহ যেকোন ছোট-বড় অনুষ্ঠানের জন্য গাড়ি ভাড়া দেই।

৫. অফিস/স্কুল/কলেজের জন্য পিক-ড্রপ সার্ভিস। মাসিক ভিত্তিতে অথবা কোনো পরীক্ষার রুটিন ভিক্তক।

৬. হরতালে নিরাপদে যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া। নিরাপদ সড়ক ব্যবহার করে অন্য অন্যান্য গাড়ি ভাড়া দেওয়া হয়।

৭. বাসা বদলের জন্য লেবার সহ পিকআপ ভাড়া দেওয়া হয়। (যদি লেবার প্রয়োজন হয় তখন।)

🌹কেনো আমাদের সার্ভিস নেবেনঃ

(১). অল-টাইম গাড়ি পাওয়ার নিশ্চয়তাসহ, পরিস্কার-পরিচ্ছন্ন গাড়ি, ভদ্র ও অভিজ্ঞ ড্রাইভার, ঝামেলাহীন সার্ভিস।

(২). কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন; শতভাগ নিশ্চিত ড্রাইভিংর লাইসেন্স করা; ড্রাইভার দ্বারা গাড়ির পরিচালনা করি।

(৩).বিকাশের; রকেট; নগদের মাধ্যমে ঘরে বসে অনলাইন বুকিং এবং পেমেন্ট।

(৪). নির্ধারিত সময়ের পর ও গাড়ির সেবা প্রয়োজন হলে; ওভার এক্সট্রা সময় দিয়ে আমরা আপনাকে সঠিক সেবা দেয়ার চেষ্টা করি।

(৫). চাইলে আপনি নিজেই গাড়ির গ্যাসের ও (যেখানে গ্যাস নেই তৈল ব্যবহার ব্যবস্থা রয়েছে) খরচ বহন করে। নিজের ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন।

(৬) গাড়ীতে ভ্রমণের সময় যে কোন রকম অসুবিধার জন্য ২৪ ঘন্টা যোগাযোগের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে।

(৭) ড্রাইভার ও তার গাড়ীর কোনো ত্রুটি দেখলে; আমাদের অবহিত করুন। সাথে সাথে গাড়ী রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে।

(৮) গাড়ীতে ড্রাইভার কোনো প্রকার বিড়ি/সিগারেট! নিলে আমাদের অবহিত করুন।
তবে আমাদের ড্রাইভারা গাড়ির মধ্যে বা সার্ভিসের সময় সিগারেটে খাই না।

(৯) যাত্রার সময় গাড়ীতে কোনো প্রকারের অপরিষ্কার দেখলে; আমাদের অবহিত করলে। রিপ্লেসমেন্ট করা হয় সাথে সাথে।

(১০) গাড়ির মধ্যে নিরাপত্তা সভিস হিসেবে ২৪ ঘন্টা GPRS সুবিধা রয়েছে।

#আপনাদের_ও_আমাদের কিছু শর্তাবলীঃ

⏳ভি আই পি রেন্ট এ কারের শর্তাবলী সমূহ:

🕯️(১) নির্ধারিত সময়ের পর... কাস্টমারদের অতিরিক্ত গাড়ী লাগলে; পরবর্তী ঘন্টা ২০০/৩০০ টাকা হারে ভাড়া বৃদ্ধি পাবে।

(২) গাড়ীর ধারণা ক্ষমতার বাহিরে অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করা হবে না।

🕯️(৩) রাষ্ট্রের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে ব্যবহারিত অস্ত্র; বিস্ফোরণ দ্রব্য; মাদক; অবৈধ মালামাল বহন করা যাবে না।

(৪) অসাম্প্রদায়িক ও অসামাজিক লিপ্ত কাজে গাড়ী ব্যবহার করা যাবে না।

🕯️(৫) কাঁচা রাস্তা; গাড়ী চলাচলের ঝুঁকিপূর্ণ রাস্তা ও চালকের বিবেচনায় অনুপযোগী রাস্তায় গাড়ী চালানো যাবে না!

🧞নিজেই সাজান নিজের ভ্রমণ :

↘️ গন্তব্য নির্বাচন করুন ও সেখানে অবস্থানের সময় নির্ধারণ করুন,

↘️ পিকআপ করার স্থান নির্বাচন করুন,

↘️ ফেরার আনুমানিক সময়,

↘️ আপনার যাতায়াত খরচ বহন করবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই সব খরচ অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ড্রাইভারের মধ্যাহ্নভোজ ও নৈশভোজের খরচ দেবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই তা অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ভ্রমণের নির্ধারিত সময় ১ দিনের বেশি হলে, 🔝ড্রাইভারের রাত্রিযাপনের খরচ কি আপনি বহন করবেন, নাকি তা আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই অন্তর্ভুক্ত থাকবে,

🔜নিজের ভ্রমণ পরিকল্পনার উদ্দ্যেশ্যে, উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে প্রদান করতে হবে।

🆓🔜সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পেইজে ইনবক্স করুন, আপনার প্রদানকৃত তথ্য পর্যালোচনার পর, ১৫ মিনিটে আপনার কাঙ্খিত তথ্য প্রদান করা হবে।

#সম্পূর্ণ_নিরাপদ সহজলভ্য; সুষ্ঠু-সুন্দর সেবা প্রদানের করা-ই আমাদের লক্ষ্য। সেবায় উওম ধর্ম‌

🪔বিঃদ্রঃ অবশ্যই গাড়ী বুকিংয়ের জন্য ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট অথবা পরিচয় শনাক্তকারী কাগজ পত্র প্রদান করতে হবে।

AC micro 8 seats
hiace Van 15 Seats






🌺ধন্যবাদ আমাদের সেবার সাথে থাকার জন্য। আপনাদের

22/09/2024
15/09/2024

আমাদের সম্মানিত ও মূল্যবান কাস্টমারদের সবসময় যাত্রায় নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ মূলক সফর নিশ্চিতের জন্য। ভিআইপি রেন্ট-এ-কারের প্রোপ্রাইটর →( হাজী মোঃ খাইরুল আলম মিলন ) স্বচক্ষে উপস্থিত থেকে প্রতিটি গাড়ির মেন্টিনেসের পর্যবেক্ষণ করেন সবসময়। পূর্বের বছরের সেবা সমূহের মত প্রতিবার বাড়ি ফেরা/ ঘুরতে বের হাওয়া মানুষের যাত্রায় আনন্দময়; আমাদের যানবাহন ও ড্রাইভার কর্মীগণের সর্বোচ্চ শান্তি ও স্বস্তির যাত্রা সহযোগিতা! আমাদের দিক থেকে অব্যাহত থাকবে (ইন-শা-আল্লাহ্)


our courteous
😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার রেন্টাল কোম্পানী "ভি আই পি রেন্ট এ কার"। আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোন ধরনের গাড়ি ভাড়ার সার্ভিস দিয়ে থাকি!

🔮 সবসময় চেয়ে বতমানে! আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকে; আমাদের সম্মানিত যাত্রীদেরকে করোনামুক্ত যাত্রী সেবা দিতে! শতভাগ পরিষ্কার; জীবাণু মুক্ত গাড়ির সেবা দেওয়ার।

🐬 প্রতিটি ট্রিপ এর আগে ও পরে নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে আমরা প্রত্যেকটি গাড়ি জীবাণু মুক্ত করে থাকি

🐬 ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি আরো একবার জীবাণু মুক্ত করা হবে

🌷ঝামেলাবিহীন কার রেন্টাল সার্ভিসের প্রয়োজন হলে আমাদের এখুনি ফোন করুনঃ

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266;
↪️+8801795463171;
↪️+8801720277799;
↪️+8801715-124126;

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH76KA

page→ https://www.facebook.com/ভি-আই-পি-রেন্ট-এ-কার-গাড়ী-ভাড়া-দেওয়া-হয়-1964025573846705/

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

car rental bookings from VIP Rent-A-Car.

🚘যেসব গাড়ি ভাড়া দেওয়া হয়🚗

#আপনি_আমাদের কাছে যেকোন ধরনের গাড়ী ভাড়া পাবেন। আমরা আপনাকে দিচ্ছি সকল প্রকার সম্পূর্ণ নতুন ফ্রেশ ডুয়েল এসি গাড়ী → হাইচ; নোহা; এক্স-নোহা; মাইক্রোবাস; প্রাইভেট কার; জিপ, এম্বুলেন্স; বাস; কোস্টার এবং পিকাপ , কভার ভ্যান । আমরা আপনাকে সর্বনিম্ন রেটে গাড়ী ভাড়া দিচ্ছি।←

💐আমাদের প্রফেশনাল সার্ভিসের মধ্যে রয়েছেঃ
১. দৈনিক এবং ঘন্টা হিসেবে গাড়ি ভাড়া।

২. ডিসকাউন্ট প্রাইসে মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া।

৩. এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সার্ভিস।

৪. বিয়ে, কনসার্ট সহ যেকোন ছোট-বড় অনুষ্ঠানের জন্য গাড়ি ভাড়া দেই।

৫. অফিস/স্কুল/কলেজের জন্য পিক-ড্রপ সার্ভিস। মাসিক ভিত্তিতে অথবা কোনো পরীক্ষার রুটিন ভিক্তক।

৬. হরতালে নিরাপদে যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া। নিরাপদ সড়ক ব্যবহার করে অন্য অন্যান্য গাড়ি ভাড়া দেওয়া হয়।

৭. বাসা বদলের জন্য লেবার সহ পিকআপ ভাড়া দেওয়া হয়। (যদি লেবার প্রয়োজন হয় তখন।)

🌹কেনো আমাদের সার্ভিস নেবেনঃ

(১). অল-টাইম গাড়ি পাওয়ার নিশ্চয়তাসহ, পরিস্কার-পরিচ্ছন্ন গাড়ি, ভদ্র ও অভিজ্ঞ ড্রাইভার, ঝামেলাহীন সার্ভিস।

(২). কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন; শতভাগ নিশ্চিত ড্রাইভিংর লাইসেন্স করা; ড্রাইভার দ্বারা গাড়ির পরিচালনা করি।

(৩).বিকাশের; রকেট; নগদের মাধ্যমে ঘরে বসে অনলাইন বুকিং এবং পেমেন্ট।

(৪). নির্ধারিত সময়ের পর ও গাড়ির সেবা প্রয়োজন হলে; ওভার এক্সট্রা সময় দিয়ে আমরা আপনাকে সঠিক সেবা দেয়ার চেষ্টা করি।

(৫). চাইলে আপনি নিজেই গাড়ির গ্যাসের ও (যেখানে গ্যাস নেই তৈল ব্যবহার ব্যবস্থা রয়েছে) খরচ বহন করে। নিজের ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন।

(৬) গাড়ীতে ভ্রমণের সময় যে কোন রকম অসুবিধার জন্য ২৪ ঘন্টা যোগাযোগের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে।

(৭) ড্রাইভার ও তার গাড়ীর কোনো ত্রুটি দেখলে; আমাদের অবহিত করুন। সাথে সাথে গাড়ী রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে।

(৮) গাড়ীতে ড্রাইভার কোনো প্রকার বিড়ি/সিগারেট! নিলে আমাদের অবহিত করুন।
তবে আমাদের ড্রাইভারা গাড়ির মধ্যে বা সার্ভিসের সময় সিগারেটে খাই না।

(৯) যাত্রার সময় গাড়ীতে কোনো প্রকারের অপরিষ্কার দেখলে; আমাদের অবহিত করলে। রিপ্লেসমেন্ট করা হয় সাথে সাথে।

(১০) গাড়ির মধ্যে নিরাপত্তা সভিস হিসেবে ২৪ ঘন্টা GPRS সুবিধা রয়েছে।

#আপনাদের_ও_আমাদের কিছু শর্তাবলীঃ

⏳ভি আই পি রেন্ট এ কারের শর্তাবলী সমূহ:

🕯️(১) নির্ধারিত সময়ের পর... কাস্টমারদের অতিরিক্ত গাড়ী লাগলে; পরবর্তী ঘন্টা ২০০/৩০০ টাকা হারে ভাড়া বৃদ্ধি পাবে।

(২) গাড়ীর ধারণা ক্ষমতার বাহিরে অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করা হবে না।

🕯️(৩) রাষ্ট্রের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে ব্যবহারিত অস্ত্র; বিস্ফোরণ দ্রব্য; মাদক; অবৈধ মালামাল বহন করা যাবে না।

(৪) অসাম্প্রদায়িক ও অসামাজিক লিপ্ত কাজে গাড়ী ব্যবহার করা যাবে না।

🕯️(৫) কাঁচা রাস্তা; গাড়ী চলাচলের ঝুঁকিপূর্ণ রাস্তা ও চালকের বিবেচনায় অনুপযোগী রাস্তায় গাড়ী চালানো যাবে না!

🧞নিজেই সাজান নিজের ভ্রমণ :

↘️ গন্তব্য নির্বাচন করুন ও সেখানে অবস্থানের সময় নির্ধারণ করুন,

↘️ পিকআপ করার স্থান নির্বাচন করুন,

↘️ ফেরার আনুমানিক সময়,

↘️ আপনার যাতায়াত খরচ বহন করবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই সব খরচ অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ড্রাইভারের মধ্যাহ্নভোজ ও নৈশভোজের খরচ দেবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই তা অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ভ্রমণের নির্ধারিত সময় ১ দিনের বেশি হলে, 🔝ড্রাইভারের রাত্রিযাপনের খরচ কি আপনি বহন করবেন, নাকি তা আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই অন্তর্ভুক্ত থাকবে,

🔜নিজের ভ্রমণ পরিকল্পনার উদ্দ্যেশ্যে, উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে প্রদান করতে হবে।

🆓🔜সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পেইজে ইনবক্স করুন, আপনার প্রদানকৃত তথ্য পর্যালোচনার পর, ১৫ মিনিটে আপনার কাঙ্খিত তথ্য প্রদান করা হবে।

#সম্পূর্ণ_নিরাপদ সহজলভ্য; সুষ্ঠু-সুন্দর সেবা প্রদানের করা-ই আমাদের লক্ষ্য। সেবায় উওম ধর্ম‌

🪔বিঃদ্রঃ অবশ্যই গাড়ী বুকিংয়ের জন্য ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট অথবা পরিচয় শনাক্তকারী কাগজ পত্র প্রদান করতে হবে।

AC micro 8 seats
hiace Van 15 Seats






🌺ধন্যবাদ আমাদের সেবার সাথে থাকার জন্য। আপনাদের

ঢাকার মতো ব্যস্ত শহরে প্রতিনিয়ত ছুটে চলার জীবন মোটেও সহজ নয়। এই অফুরন্ত ব্যস্ততা থেকে চাইলেই ছুটি মেলে না। তবে মাঝেমাঝে ...
26/06/2024

ঢাকার মতো ব্যস্ত শহরে প্রতিনিয়ত ছুটে চলার জীবন মোটেও সহজ নয়। এই অফুরন্ত ব্যস্ততা থেকে চাইলেই ছুটি মেলে না। তবে মাঝেমাঝে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে তখন ব্যস্ততা ও ছকে বাঁধা জীবনে কিছুটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে কিছুটা অবসর কিংবা নিজেকে দেওয়ার মতো সময় বের করতে ইচ্ছা হয়। এই মুহূর্তে গাড়ি ভাড়া প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের সাথে আপনার ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময়!

খুব সহজেই গাড়ি ভাড়া করতে কল করুন

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

🖇 যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

❥༊ imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266 Hotline

↪️+8801795463171;

↪️+8801720277799;

↪️+8801715-124126;


❣️ গাড়ির বিভিন্ন মডেল অনুযায়ী আমরা দুই ধরণের প্যাকেজ অফার করে থাকি! শুধুমাত্র ইকোনোমি প্যাকেজ ভাড়া সামান্য কম ! প্রিমিয়াম প্যাকেজের ভাড়া সামান্য বেশি হয়ে থাকে! ভাড়ার বাহিরে কোনো প্রকার হিডেন চার্জ নেই!

আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত যাত্রী ও শুভাকাঙ্ক্ষী "আল্লাহ্ তা'আলা আমাদের ও আপনার ভালো কাজ কবুল করুন। আপনার জীবনের প...
17/06/2024

আসসালামু আলাইকুম
আমাদের সম্মানিত যাত্রী ও শুভাকাঙ্ক্ষী

"আল্লাহ্ তা'আলা আমাদের ও আপনার ভালো কাজ কবুল করুন। আপনার জীবনের পরবর্তী সব গুলো ঈদে আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে। আপনি সুস্বাস্থ্য ও সফলকামী হোন । ঈদ মোবারক

🌼 ভি আই পি রেন্ট এ কারের পক্ষ থেকে আপনাকে বরকতময় ঈদের শুভেচ্ছা

খুব সহজেই গাড়ি ভাড়া করতে কল করুন

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266 Hotline

↪️+8801795463171;

↪️+8801720277799;

↪️+8801715-124126;

সবসময় সরাসরি গাড়ি ভাড়র জন্য সরাসরি অফিসে আসতে পারেন অথবা কল করুন নম্বর-এ ইনবক্স করুন মেসেঞ্জার


Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH...

page→ https://www.facebook.com/ভি-আ�...

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

YouTube channel→ https://youtube.com/channel/UClnqYpR-

আমাদের সম্মানিত ও মূল্যবান কাস্টমারদের ঈদ যাত্রায় নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ মূলক সফর নিশ্চিতের জন্য। ভিআইপি রেন্ট-এ-কার...
10/06/2024

আমাদের সম্মানিত ও মূল্যবান কাস্টমারদের ঈদ যাত্রায় নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ মূলক সফর নিশ্চিতের জন্য। ভিআইপি রেন্ট-এ-কারের প্রোপ্রাইটর →( হাজী মোঃ খাইরুল আলম মিলন ) স্বচক্ষে উপস্থিত থেকে প্রতিটি গাড়ির মেন্টিনেসের পর্যবেক্ষণ করছেন। পূর্বের ঈদ সমূহের মত এবারও বাড়ি ফেরা মানুষের যাত্রায়; আমাদের যানবাহন ও ড্রাইভার কর্মীগণের সর্বোচ্চ শান্তি ও স্বস্তির যাত্রা সহযোগিতা! আমাদের দিক থেকে অব্যাহত থাকবে (ইন-শা-আল্লাহ্)

সৌন্দর্যের দিক থেকে ফুলের প্রতি মানুষের আকর্ষণ সেই স্মরণাতীত কাল থেকে চলে আসছে। ফুল সুন্দরের প্রতীক।একটি সম্পূর্ণ সাদা ফ...
03/06/2024

সৌন্দর্যের দিক থেকে ফুলের প্রতি মানুষের আকর্ষণ সেই স্মরণাতীত কাল থেকে চলে আসছে। ফুল সুন্দরের প্রতীক।

একটি সম্পূর্ণ সাদা ফুল বিশুদ্ধতা এবং নির্দোষতার প্রতীক। এছাড়া ও সাদা হল শান্তির প্রতীক, আর সাদা ফুল শুধু শান্তি নয়; সৌন্দর্য্য এর প্রতীক। এই জন্যই ফুলের সাথে শিশুর তুলনা করা হয়। এটি একটি পুষ্পকে বোঝায় যা পরিপক্ক হয়েছে এবং এর জটিল গঠন প্রকাশ করার জন্য খোলা হয়েছে। এটি সাধারণত পুংকেশর এবং কার্পেলের মতো প্রজনন অংশগুলির কেন্দ্রীয় কেন্দ্রকে ঘিরে সাদা পাপড়ি নিয়ে গঠিত

(﷽) সাধারণত: সুনাম (goodwill) বলতে যশ বা খ্যাতিকে বুঝায়। কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক সুনাম বলতে যশ বা খ্যাতির কারণে ঐ প...
27/05/2024

(﷽) সাধারণত: সুনাম (goodwill) বলতে যশ বা খ্যাতিকে বুঝায়। কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক সুনাম বলতে যশ বা খ্যাতির কারণে ঐ প্রতিষ্ঠান একই প্রকৃতির! অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে বাড়তি সুনাম অর্জনের ক্ষমতা রাখে! তার কাস্টমার/গ্রাহক সন্তুষ্টি অর্জন ক্ষমতার মূল্যায়ন কে বুঝায়।
সুনামের অস্তিত্ব প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতার ওপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের কাস্টমার/গ্রাহক সন্তুষ্টি অর্জন ক্ষমতা বৃদ্ধি পেলে সুনামও বৃদ্ধি পায়।

🌳আমাদের সাথে আপনার ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময়!

❣️ গাড়ির বিভিন্ন মডেল অনুযায়ী আমরা দুই ধরণের প্যাকেজ অফার করে থাকি! শুধুমাত্র ইকোনোমি প্যাকেজ ভাড়া সামান্য কম ! প্রিমিয়াম প্যাকেজের ভাড়া সামান্য বেশি হয়ে থাকে! ভাড়ার বাহিরে কোনো প্রকার হিডেন চার্জ নেই!

❣️ তীব্র যানজট, দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত জ্বালানিসহ বিশেষ কিছু প্রয়োজনে ভাড়ার পরিমান কিছুটা ও বাড়বে না আমাদের গাড়ি ভাড়া করলে।

🪴প্রথম ট্রিপ ভালো লাগলে
🪴পরবর্তী ট্রিপ এ আপনি পাবেন ডিসকাউন্ট অফার!
🪴অফার পেতে ড্রাইভার নয়, সরাসরি অফিস এর সাথে যোগাযোগ করুন!
আমাদের সাথে আপনার ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময়!

🍃খুব সহজেই গাড়ি ভাড়া করতে কল করুন

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266 Hotline

↪️+8801795463171;

↪️+8801720277799;

↪️+8801715-124126;


💐 আমাদের সার্ভিস কেন?

✅ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ, বিশ্বস্ত, অধূমপায়ী ড্রাইভার যাদের স্বাস্থ্য নিয়মিত ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়! এছাড়াও ড্রাইভিং এর সময় প্রত্যেক ড্রাইভার এর জন্য ফোনকল "রিসিভ" করা এবং অযথা কথা বলে যাত্রীকে বিরক্ত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ!

✅ আমাদের গাড়িগুলো অপেক্ষাকৃত নতুন; বর্তমান সময় উপযোগী সবচেয়ে আপডেট এবং সেগুলোর যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা আর মেইনটেন্যান্স করা হয়! ফলে যাত্রা পথে যান্ত্রিক ত্রূটির কারণে কোনোরূপ ভোগান্তির সম্ভবনা নেই

সবসময় সরাসরি গাড়ি ভাড়র জন্য সরাসরি অফিসে আসতে পারেন অথবা কল করুন নম্বর-এ ইনবক্স করুন মেসেঞ্জার

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH...

page→ https://www.facebook.com/ভি-আ�...

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

YouTube channel→ https://youtube.com/channel/UClnqYpR-...-------------------------------------------------------------------------


12 seats with driver

AC micro 8 seats
hiace Van 15 Seats





20/05/2024


😊আমাদের মূল্যবান গাড়ির ব্যবহারকারী গ্রাহকদের মূল্যায়নে। বাংলাদেশের রাজধানী ঢাকার। একটি স্বনামধন্য প্রথম শ্রেনীর কার রেন্টাল কোম্পানী "ভি আই পি রেন্ট এ কার"। আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে যে কোন ধরনের গাড়ি ভাড়ার সার্ভিস দিয়ে থাকি!

🔮 সবসময় চেয়ে বতমানে! আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকে; আমাদের সম্মানিত যাত্রীদেরকে করোনামুক্ত যাত্রী সেবা দিতে! শতভাগ পরিষ্কার; জীবাণু মুক্ত গাড়ির সেবা দেওয়ার।

🐬 প্রতিটি ট্রিপ এর আগে ও পরে নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে আমরা প্রত্যেকটি গাড়ি জীবাণু মুক্ত করে থাকি

🐬 ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি আরো একবার জীবাণু মুক্ত করা হবে

🌷ঝামেলাবিহীন কার রেন্টাল সার্ভিসের প্রয়োজন হলে আমাদের এখুনি ফোন করুনঃ

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266;
↪️+8801795463171;
↪️+8801720277799;
↪️+8801715-124126;

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH76KA

page→ https://www.facebook.com/ভি-আই-পি-রেন্ট-এ-কার-গাড়ী-ভাড়া-দেওয়া-হয়-1964025573846705/

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

car rental bookings from VIP Rent-A-Car.

🚘যেসব গাড়ি ভাড়া দেওয়া হয়🚗

#আপনি_আমাদের কাছে যেকোন ধরনের গাড়ী ভাড়া পাবেন। আমরা আপনাকে দিচ্ছি সকল প্রকার সম্পূর্ণ নতুন ফ্রেশ ডুয়েল এসি গাড়ী → হাইচ; নোহা; এক্স-নোহা; মাইক্রোবাস; প্রাইভেট কার; জিপ, এম্বুলেন্স; বাস; কোস্টার এবং পিকাপ , কভার ভ্যান । আমরা আপনাকে সর্বনিম্ন রেটে গাড়ী ভাড়া দিচ্ছি।←

💐আমাদের প্রফেশনাল সার্ভিসের মধ্যে রয়েছেঃ
১. দৈনিক এবং ঘন্টা হিসেবে গাড়ি ভাড়া।

২. ডিসকাউন্ট প্রাইসে মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া।

৩. এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সার্ভিস।

৪. বিয়ে, কনসার্ট সহ যেকোন ছোট-বড় অনুষ্ঠানের জন্য গাড়ি ভাড়া দেই।

৫. অফিস/স্কুল/কলেজের জন্য পিক-ড্রপ সার্ভিস। মাসিক ভিত্তিতে অথবা কোনো পরীক্ষার রুটিন ভিক্তক।

৬. হরতালে নিরাপদে যাতায়াতের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া। নিরাপদ সড়ক ব্যবহার করে অন্য অন্যান্য গাড়ি ভাড়া দেওয়া হয়।

৭. বাসা বদলের জন্য লেবার সহ পিকআপ ভাড়া দেওয়া হয়। (যদি লেবার প্রয়োজন হয় তখন।)

🌹কেনো আমাদের সার্ভিস নেবেনঃ

(১). অল-টাইম গাড়ি পাওয়ার নিশ্চয়তাসহ, পরিস্কার-পরিচ্ছন্ন গাড়ি, ভদ্র ও অভিজ্ঞ ড্রাইভার, ঝামেলাহীন সার্ভিস।

(২). কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন; শতভাগ নিশ্চিত ড্রাইভিংর লাইসেন্স করা; ড্রাইভার দ্বারা গাড়ির পরিচালনা করি।

(৩).বিকাশের; রকেট; নগদের মাধ্যমে ঘরে বসে অনলাইন বুকিং এবং পেমেন্ট।

(৪). নির্ধারিত সময়ের পর ও গাড়ির সেবা প্রয়োজন হলে; ওভার এক্সট্রা সময় দিয়ে আমরা আপনাকে সঠিক সেবা দেয়ার চেষ্টা করি।

(৫). চাইলে আপনি নিজেই গাড়ির গ্যাসের ও (যেখানে গ্যাস নেই তৈল ব্যবহার ব্যবস্থা রয়েছে) খরচ বহন করে। নিজের ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন।

(৬) গাড়ীতে ভ্রমণের সময় যে কোন রকম অসুবিধার জন্য ২৪ ঘন্টা যোগাযোগের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে।

(৭) ড্রাইভার ও তার গাড়ীর কোনো ত্রুটি দেখলে; আমাদের অবহিত করুন। সাথে সাথে গাড়ী রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে।

(৮) গাড়ীতে ড্রাইভার কোনো প্রকার বিড়ি/সিগারেট! নিলে আমাদের অবহিত করুন।
তবে আমাদের ড্রাইভারা গাড়ির মধ্যে বা সার্ভিসের সময় সিগারেটে খাই না।

(৯) যাত্রার সময় গাড়ীতে কোনো প্রকারের অপরিষ্কার দেখলে; আমাদের অবহিত করলে। রিপ্লেসমেন্ট করা হয় সাথে সাথে।

(১০) গাড়ির মধ্যে নিরাপত্তা সভিস হিসেবে ২৪ ঘন্টা GPRS সুবিধা রয়েছে।

#আপনাদের_ও_আমাদের কিছু শর্তাবলীঃ

⏳ভি আই পি রেন্ট এ কারের শর্তাবলী সমূহ:

🕯️(১) নির্ধারিত সময়ের পর... কাস্টমারদের অতিরিক্ত গাড়ী লাগলে; পরবর্তী ঘন্টা ২০০/৩০০ টাকা হারে ভাড়া বৃদ্ধি পাবে।

(২) গাড়ীর ধারণা ক্ষমতার বাহিরে অতিরিক্ত যাত্রী/মালামাল বহন করা হবে না।

🕯️(৩) রাষ্ট্রের আইন-শৃঙ্খলার বিরুদ্ধে ব্যবহারিত অস্ত্র; বিস্ফোরণ দ্রব্য; মাদক; অবৈধ মালামাল বহন করা যাবে না।

(৪) অসাম্প্রদায়িক ও অসামাজিক লিপ্ত কাজে গাড়ী ব্যবহার করা যাবে না।

🕯️(৫) কাঁচা রাস্তা; গাড়ী চলাচলের ঝুঁকিপূর্ণ রাস্তা ও চালকের বিবেচনায় অনুপযোগী রাস্তায় গাড়ী চালানো যাবে না!

🧞নিজেই সাজান নিজের ভ্রমণ :

↘️ গন্তব্য নির্বাচন করুন ও সেখানে অবস্থানের সময় নির্ধারণ করুন,

↘️ পিকআপ করার স্থান নির্বাচন করুন,

↘️ ফেরার আনুমানিক সময়,

↘️ আপনার যাতায়াত খরচ বহন করবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই সব খরচ অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ড্রাইভারের মধ্যাহ্নভোজ ও নৈশভোজের খরচ দেবেন, নাকি আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই তা অন্তর্ভুক্ত থাকবে,

↘️ ভ্রমণের নির্ধারিত সময় ১ দিনের বেশি হলে, 🔝ড্রাইভারের রাত্রিযাপনের খরচ কি আপনি বহন করবেন, নাকি তা আপনার পরিকল্পিত ভ্রমণের মাঝেই অন্তর্ভুক্ত থাকবে,

🔜নিজের ভ্রমণ পরিকল্পনার উদ্দ্যেশ্যে, উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে প্রদান করতে হবে।

🆓🔜সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পেইজে ইনবক্স করুন, আপনার প্রদানকৃত তথ্য পর্যালোচনার পর, ১৫ মিনিটে আপনার কাঙ্খিত তথ্য প্রদান করা হবে।

#সম্পূর্ণ_নিরাপদ সহজলভ্য; সুষ্ঠু-সুন্দর সেবা প্রদানের করা-ই আমাদের লক্ষ্য। সেবায় উওম ধর্ম‌

🪔বিঃদ্রঃ অবশ্যই গাড়ী বুকিংয়ের জন্য ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট অথবা পরিচয় শনাক্তকারী কাগজ পত্র প্রদান করতে হবে।

AC micro 8 seats
hiace Van 15 Seats






🌺ধন্যবাদ আমাদের সেবার সাথে থাকার জন্য। আপনাদের

17/05/2024

আমাদের সাথে আপনার ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দময়!

খুব সহজেই গাড়ি ভাড়া করতে কল করুন

♠Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka 1207

যেকোনো প্রশ্ন, পরামর্শ ও সহযোগিতার জন্য, নির্দ্বিধায় যোগাযোগ করুন -

imo+ What’s app+ Business Card number+ BKash Personal Account🚩

🌬+8801905199266 Hotline

↪️+8801795463171;

↪️+8801720277799;

↪️+8801715-124126;


❣️ গাড়ির বিভিন্ন মডেল অনুযায়ী আমরা দুই ধরণের প্যাকেজ অফার করে থাকি! শুধুমাত্র ইকোনোমি প্যাকেজ ভাড়া সামান্য কম ! প্রিমিয়াম প্যাকেজের ভাড়া সামান্য বেশি হয়ে থাকে! ভাড়ার বাহিরে কোনো প্রকার হিডেন চার্জ নেই!

❣️ তীব্র যানজট, দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত জ্বালানিসহ বিশেষ কিছু প্রয়োজনে ভাড়ার পরিমান কিছুটা ও বাড়বে না আমাদের গাড়ি ভাড়া করলে।

💐 আমাদের সার্ভিস কেন?

✅ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ, বিশ্বস্ত, অধূমপায়ী ড্রাইভার যাদের স্বাস্থ্য নিয়মিত ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়! এছাড়াও ড্রাইভিং এর সময় প্রত্যেক ড্রাইভার এর জন্য ফোনকল "রিসিভ" করা এবং অযথা কথা বলে যাত্রীকে বিরক্ত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ!

✅ আমাদের গাড়িগুলো অপেক্ষাকৃত নতুন; বর্তমান সময় উপযোগী সবচেয়ে আপডেট এবং সেগুলোর যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা আর মেইনটেন্যান্স করা হয়! ফলে যাত্রা পথে যান্ত্রিক ত্রূটির কারণে কোনোরূপ ভোগান্তির সম্ভবনা নেই

🎯সবসময় সরাসরি গাড়ি ভাড়র জন্য সরাসরি অফিসে আসতে পারেন অথবা কল করুন নম্বর-এ ইনবক্স করুন মেসেঞ্জার

Google map→
https://maps.app.goo.gl/9xaXne25C35iH...

page→ https://www.facebook.com/ভি-আ�...

Facebook ID→https://www.facebook.com/udhao.redoy

YouTube channel→ https://youtube.com/channel/UClnqYpR-...

সম্মানিত যাত্রীদের সুবিধার্থে ইনবক্স এ করা কিছু কমোন প্রশ্নের উত্তর এখানে দেয়া হলো:-

🪴প্রশ্ন ১: ঢাকার বাহিরে গাড়ি ভাড়া নিতে খরচ কেমন পড়বে ❓

উত্তর ১: আপনি কোথায় যাবেন ? আর কি গাড়ি লাগবে বিস্তারিত বললে আমরা ভাড়া সম্পর্কে আইডিয়া দিতে পারবো!

➡️ ঢাকার বাহিরে সাধারণত দূরত্বের হিসাব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়!

➡️যে পথে গাড়ির জ্বালানী CNG সহজে পাওয়া যায় (Available) সেই রাস্তায় যেতে হলে ভাড়া অপেক্ষাকৃত কম!

➡️আর যে পথে গাড়ির জ্বালানি তেল নির্ভর সে পথে ভাড়া কিছুটা বেশি পড়ে! এছাড়া যে পথে ফেরী পারাপার আছে সে পথে সম্ভাব্য "দীর্ঘ সময় অপেক্ষা" করার কথা মাথায় রেখে ভাড়া কিছুটা বেশি নির্ধারণ করা হয়ে থাকে!

🪴প্রশ্ন ২: ঢাকার মধ্যে গাড়িভাড়া নিতে খরচ কেমন পরবে ❓

উত্তর ২: আমরা ঢাকার মধ্যে কম পক্ষে ৩ ঘন্টার জন্য প্রাইভেট কার ভাড়া দিয়ে থাকি! চার্জ ১৮০০ টাকা! এর পর প্রতি ঘন্টার জন্য ৩০০ টাকা!

প্রশ্ন ৩: গাড়ি বুক করতে আমাকে কি করতে হবে ❓

উত্তর ৩: গাড়ি ভাড়া নিতে হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড এর ফটো অথবা বিজনেস কার্ড অথবা পাসপোর্ট এর ছবি ইনবক্স এ পাঠাতে হবে! এবং এডভান্স পাঠাতে হবে। আপনার গাড়ি সুনিশ্চিত বুকিং এর জন্য।

➡️ এছাড়াও পিক-আপ পয়েন্ট এর পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর দেয়া বাধ্যতামূলক!

প্রশ্ন ৪: কি কি গাড়ি ভাড়া দেন আপনারা ❓

উত্তর ৪: বর্তমানে আমরা ৫ -৮-১২সিট এর প্রাইভেট কার ভাড়া দিচ্ছি, যেমন: প্রিমিও জি/এফ সুপেরিয়র, এলিওন, এক্সিও, এক্স করোলা, ফিল্ডার, প্রবোক্স,নোহা ভকসি,হাইয়েস ইত্যাদি!
--------------------------------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্যঃ

১: বাংলাদেশ রেন্ট এ কারে ৪-৭-১২ সিটের গাড়ি ভাড়া দেয়া হয়!

২: কমেন্টবক্স বা ইনবক্স এ উত্তর পেতে দেরি হলে দয়া করে সরাসরি কল করুন

৩. ড্রাইভারদের আচরণগত যে কোনো অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি! ট্রিপ শেষে আপনার ফিডব্যাক এর উপর ভিত্তি করে ড্রাইভারসদের রেটিং দেয়া হয়! কাজেই তেমন কোনো অভিযোগ থাকলে দয়া করে সরাসরি কল করুন নম্বর এ অথবা ইনবক্স করুন!

৪. আমাদের সেবার মান আরো উন্নত করতে আপনাদের যে কোনো পরামর্শ আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি!

৫. প্রথম ট্রিপ ভালো লাগলে পরবর্তী ট্রিপ এ আপনি পেতে পারেন ডিসকাউন্ট অফার! অফার পেতে ড্রাইভার নয়, সরাসরি অফিস এর সাথে যোগাযোগ করুন!


12 seats with driver

AC micro 8 seats
hiace Van 15 Seats




িটের_সিভিলিয়ান #কোস্টার-বাস

Address

�Shop No-6, Krishi Market, Ring Road, Mohammadpur, Dhaka-1207
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ভি আই পি রেন্ট-এ-কার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভি আই পি রেন্ট-এ-কার:

Videos

Share

Nearby travel agencies