Sinbad Tours and Travels

Sinbad  Tours and Travels Total solution for travel and tours. https://maps.app.goo.gl/JBsKGZDJ1d1vZJAV7
(17)

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!!আপনি কী ভিয়েতনাম  ট্যুরিস্ট  ভিসা করতে চাচ্ছেন?অতিরিক্ত ভিসা ঝামেলার জন্য অভিজ্ঞ ও বিশ্বস...
26/06/2024

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!!

আপনি কী ভিয়েতনাম ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন?
অতিরিক্ত ভিসা ঝামেলার জন্য অভিজ্ঞ ও বিশ্বস্ত ভিসা অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন না?

ভিসা ঝামেলা ভুলে ভ্রমন আনন্দে ফোকাস করুন! আর দেশ ভ্রমনে আপনার ভিসার ঝামেলাহীন সহজ সমাধান পেতে যোগাযোগ ০১৮৯৪৪৪২৯১৫

আমাদের এক্সপার্ট ভিসা কনসালটেন্ট টিম দিচ্ছে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি ভিসার সহজ সমাধান। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে থাইল্যান্ড, মালয়েশিয়া,সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দুবাই, চীন সহ সিঙ্গেল কিংবা মাল্টিপল ভিসা, টুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা সহ পৃথিবীর যে কোন প্রান্তে যেতে
সরাসরি আমাদের অফিস আসতে পারেন ঃ
🏠 উত্তরা প্রধান অফিসঃ
ওমর শাহাজাহান টাওয়ার , ৫০৬ শাহ্ কবির মাজার রোড, আজমপুর রেল গেইট , উওরা-১২৩০ ,ঢাকা
🔻 বিশেষ দ্রষ্টব্যঃ B2B রেটের জন্য ট্রাভেল এজেন্টরা যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং/বিমান টিকেট বিষয় জানতেঃ ০১৮৯৪৪৪২৯১৫( WhatsApp)

ঈদের পর পর চীনা ভিসা হাতে পেলাম। ০১৮৯৪৪৪২৯১৫
23/06/2024

ঈদের পর পর চীনা ভিসা হাতে পেলাম।
০১৮৯৪৪৪২৯১৫

Only 3 days visa successful..... আলহামদুলিল্লাহ ❤️আজ আরও ২ ভিসা পেলাম। .
23/06/2024

Only 3 days visa successful.....
আলহামদুলিল্লাহ ❤️
আজ আরও ২ ভিসা পেলাম। .

🌙 Eid Mubarak! 🌙Wishing everyone celebrating Eid Al-Adha a joyous and blessed holiday.Sinbad Air Ticket
15/06/2024

🌙 Eid Mubarak! 🌙
Wishing everyone celebrating Eid Al-Adha a joyous and blessed holiday.
Sinbad Air Ticket

এই ঈদ এ ঝামেলাহীন বিমান টিকেট,  ট্যুর প্যাকেজ, ভিসা সার্ভিস পেতে  এক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম Sinbad Tours & Travels বি...
09/06/2024

এই ঈদ এ ঝামেলাহীন বিমান টিকেট, ট্যুর প্যাকেজ, ভিসা সার্ভিস পেতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম Sinbad Tours & Travels
বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন আমাদের অফিসে
অথবা যোগাযোগ করুন:-01894-442915

job Circular★ Paid Internship Opportunity (Sales and Air Ticket Reservation )★Sinbad Tours and Travels is one of the tru...
06/06/2024

job Circular
★ Paid Internship Opportunity (Sales and Air Ticket Reservation )★
Sinbad Tours and Travels is one of the trusted Government Approved Travel Agency in Bangladesh. We are based in Uttara, providing service locally and worldwide.
We provide service related to Air Ticket ,visa process, Holiday packages etc.
Currently we are Looking for some Intern in Three sector
1. Air ticket Reservation ( Full training will be provide)
2. Digital Marketing
3. Corporate Sales
4. ⁠Visa executive
5. ⁠Local international tour package
The interns will be trained in various skills related to Sales and recruiting, Telemarketing, Business Communication, Digital Marketing etc.
Requirements
—————————
★ Both Male & Female candidates are equally considered to send cv
★ Applicant must have good computer knowledge
★ GDS course completed for air ticketing
★ Candidates interested to work on target basis.
——————————————
Office Location: Omar-Sahjahan Tower, 506 Shah Kabir
Mazar Road, Azampur Railgate, Uttara, Dhaka-1230
——————————————
Amenities: Attractive remuneration, the opportunity of a permanent position
———————————————
Contact: 01308407027
★Apply Now★
Send your CV: [email protected]
(Please mention the position in the subject of the e-mail)

03/06/2024
B2B এজেন্ট হয়ে টিকেট ক্রয় করুন সর্বনিম্ন দামে । যে কোন ডমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এয়ার টিকেট ।বিস্তারি জানতে যোগাযোগ: ...
01/06/2024

B2B এজেন্ট হয়ে টিকেট ক্রয় করুন সর্বনিম্ন দামে । যে কোন ডমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এয়ার টিকেট ।
বিস্তারি জানতে যোগাযোগ: 01894442914(whatsapp)

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!!ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ই-ভিসা সফল ভাবে সম্পন্ন হয়েছে।  -------------------------------...
29/05/2024

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!!
ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ই-ভিসা সফল ভাবে সম্পন্ন হয়েছে।
-------------------------------------------------
ইন্ডিয়া, সিঙ্গাপুর,থাইল্যান্ড,মালয়েশিয়া, দুবাই, চীন, তুরস্ক , ভিয়েতনাম ও বিশ্বের যেকোন দেশের ভিসা ও টিকিট প্রসেসিও, হোটেল অ্যান্ড ট্যুর করুন
🏠 উত্তরা প্রধান অফিসঃ
ওমর শাহাজাহান টাওয়ার , ৫০৬ শাহ্ কবির মাজার রোড, আজমপুর রেল গেইট , উওরা-১২৩০ ,ঢাকা
🔻 বিশেষ দ্রষ্টব্যঃ B2B রেটের জন্য ট্রাভেল এজেন্টরা যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং/বিমান টিকেট বিষয় জানতেঃ ০১৮৯৪৪৪২৯১৫( WhatsApp)

📣বিশেষ ঘোষণা
29/05/2024

📣বিশেষ ঘোষণা

🇻🇳 স্বল্প খরচে ও দ্রুত সময়ে ভিয়েতনামের ভিসা💥ভিসা ঝামেলার কথা ভুলে আনন্দে ভ্রমণ করুন সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস   এর ...
29/05/2024

🇻🇳 স্বল্প খরচে ও দ্রুত সময়ে ভিয়েতনামের ভিসা💥
ভিসা ঝামেলার কথা ভুলে আনন্দে ভ্রমণ করুন সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে! ✈
সম্পূর্ণ হ্যাসেল ফ্রি ভিসার সহজ সমাধান।✅
🗓 ভিসা প্রসেসিং টাইম মাত্র ৫ থেকে ৭ কর্মদিবস।
🌏পৃথিবীর যে কোন প্রান্তে যেতে এখনই সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন:
☎01894442915

📢🛬ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে??একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন ব...
29/05/2024

📢🛬ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে??
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহরে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

হজ্ব পরবর্তী উমরাহ প্যাকেজ বুকিং চলেছে সম্ভাব্য তারিখ জুলাই মাসের প্রথম সপ্তাহ ।মাত্র 115,000 খাবার বাদে)টাকা।মক্কা ও মদ...
25/05/2024

হজ্ব পরবর্তী উমরাহ প্যাকেজ বুকিং চলেছে সম্ভাব্য তারিখ জুলাই মাসের প্রথম সপ্তাহ ।

মাত্র 115,000 খাবার বাদে)টাকা।

মক্কা ও মদিনায় হোটেল 500/800মিটারের মধ্যে
খাবারের জন্য ১০ হাজার টাকা যোগ করতে হবে।

🕋 🕋 উমরাহ প্যাকেজে যা যা থাকছে:

✔ রিটার্ন এয়ার টিকেট
✔ ওমরাহ্ ভিসা ।
✔ হেলথ ইনস্যুরেন্স।
✔ মক্কায় হারাম থেকে ৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔ মদিনায় মসজিদে নববী থেকে৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✔ অভিজ্ঞ গাইড /মুয়াল্লিম।

মক্কা জিয়ারা :(ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে নামিরা, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।

✔ মদিনা জিয়ারা: (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি,রিয়াদুস জান্নাহ , মসজিদে বেলাল, মসজিদে গামামা, ইত্যাদি পরিদর্শন।

তাই আপনার পছন্দের ফ্লাইট সিডিউল কে সামনে রেখে পাসপোর্ট ও পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করুন।
উত্তরা প্রধান অফিসঃ
ওমর শাহাজাহান টাওয়ার , ৫০৬ শাহ্ কবির মাজার রোড, আজমপুর রেল গেইট , উওরা-১২৩০ ,ঢাকা
🔻 বিশেষ দ্রষ্টব্যঃ B2B রেটের জন্য ট্রাভেল এজেন্টরা যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং/বিমান টিকেট বিষয় জানতেঃ ০১৮৯৪৪৪২৯১৪( WhatsApp)

Call for details: +8801894442919
22/05/2024

Call for details:
+8801894442919

Air Ticket বুকিং এ পাচ্ছেন ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়!!! Dhaka- USADhaka- Canadaতাই দেরি না করে আজই যোযাযোগ করুন!ফোন: 0189...
22/05/2024

Air Ticket বুকিং এ পাচ্ছেন ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়!!!
Dhaka- USA
Dhaka- Canada
তাই দেরি না করে আজই যোযাযোগ করুন!
ফোন: 01894442915

Call for more Information: 01894442914 (WhatsApp)
21/05/2024

Call for more Information: 01894442914 (WhatsApp)

Day 1: Istanbul - Arrival Day  Welcome to Turkey Istanbul Airport. Meet with our guide and transfer to your hotel, Trans...
21/05/2024

Day 1: Istanbul - Arrival Day
Welcome to Turkey Istanbul Airport. Meet with our guide and transfer to your hotel, Transfer from airport & check in to your hotel. Overnight in Istanbul.

Day 2: Istanbul City Tour
Aft After breakfast, we have Istanbul City Tour. Our first visit will be HIPPODROME. Ancient Hippodrome was the scene of chariot races, with the three monuments; the Obelisk of Theodosius, the bronze Serpentine Column and the Column of Constantine. Than we will visit SULTANAHMET IMPERIAL MOSQUE. Across from Hagia Sophia Grand Mosque, it was built in the 16th century by the architect Mehmet, is known as the BLUE MOSQUE because of its magnificent interior decoration of blue Iznik tiles. Our next visit will be HAGIA SOPHIA GRAND MOSQUE. The Hagia Sophia Grand Mosque, previously known as the Church of Divine Wisdom, is simply the best of its kind! Hagia Sophia Grand Mosque is the greatest surviving example of Byzantine Architecture. For 1000 years, it was once the largest church in the world, decorated with stunning 6th century golden mosaics. Today it is a mosque. Lunch break at 13:00 pm. After the lunch, our guide will take you to the ASIL EFENDI which is a unique atmosphere with reasonable prices for your shopping. Here you will find; Exotic Spices and Herbs, Turkish Baklava, Turkish Delights, Turkish Coffee, nuts and fruits, small souvenirs such as Ceramic Handicrafts, Evil Eyes totems, all naturel olive oil, soaps and many other goods in Souvenir Shops and stores. After the tour, transfer back to your hotel. Overnight in Istanbul.

Day 3: Istanbul Bosphorus Cruise and Shopping Tour
Pick up at 08:30am from the hotel and depart for the Istanbul Bosphorus Cruise and Shopping Tour. BOSPHORUS BY BOAT a traditional excursion by boat along the waterway separating Europe and Asia. The shore is lined with old wooden villas, palaces of marble, fortresses, and small fishing villages. During the excursion you will see the magnificent sights of the following attractions from your boat. See Dolmabahce Palace, and further along, the parks and imperial pavilions of Yildiz Palace. On the coastal edge of this park, is Ciragan Palace, 300 meters of its marble facade faces the shore. At Ortakoy a great variety of artists gather every Sunday to display their work along the street. Ortakoy is a symbol of tolerance with a church, a mosque and a synagogue existing side by side for centuries.
RUMELI FORTRESS Built by Mehmet the Conqueror in 1452 prior to the conquest of Istanbul was completed in only four months to control and protect the infamous Bosphorus passage. It is one of the most beautiful works of military architecture anywhere in the world. BEYLERBEYI PALAS (PALACE) The summer residence of Ottoman sultans exists in its original renovated glory featuring original antique furniture and magnificent gardens with the Harem on the Asian side of Istanbul.
BOSPHORUS BRIDGE enjoy a unique chance to step from one continent (Asia) to another (Europe)
CAMLICA HILL the highest point in Istanbul. At the top of it you can rest and admire the magnificent panorama of Istanbul and the Bosphorus from the beautiful gardens, landscaped in traditional Turkish Ottoman style. SHOPPING TOUR (after cruise) Experience the traditional silk weaving skills of Turkish women at the carpet weaving courses provided by The Ministry of National Education. You will get the opportunity to see jewellery, handcrafts centre and a modern leatherwear show. Enjoy the experience of shopping whilst gaining the knowledge of the ancient craftsmen, with Murti's Tour's local es**rt full of knowledge about how to haggle the streets of Istanbul. The rest of the evening is yours to explore Istanbul. Overnight in Istanbul.

Day 4: OPTIONAL Istanbul Prince's Island Tour
Enjoy a cruise in the Marmara Sea to Istanbul's famous Prince's Islands. This is your opportunity to see Topkapi Palace, Leander's Tower and Uskudar from the sea. Stop at Buyukada, the popular summer resort with sandy beaches and pinewood scenery, once the pleasure island of Byzantine Princes. During the Summer season, enjoy the magical atmosphere that the Island's beach resort has to offer including many optional water sporting activities. Tour the island with horse-drawn carriages before stopping for an exquisite lunch at a fish restaurant. After your tour, we will transfer you back to your hotel. Overnight in Istanbul.

Day 5: Istanbul - End of Tour
After breakfast check out from the hotel. We hope your tour was a memorable one and we look forward to seeing you in the future on another Tour. Have a safe trip back home and thanks for choosing us.

Call for more details about turkish evisa, Air ticket and Fully Guided Tour:
+8801894442915, +8801894442919

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!! দুই জনের সিঙ্গাপুর ই-ভিসা সফল ভাবে সম্পন্ন হয়েছে।  -------------------------------------...
21/05/2024

আলহামদুলিল্লাহ !!!!!!!!!!!!!!!!
দুই জনের সিঙ্গাপুর ই-ভিসা সফল ভাবে সম্পন্ন হয়েছে।
-------------------------------------------------
ইন্ডিয়া, সিঙ্গাপুর,থাইল্যান্ড মালয়েশিয়া, দুবাই, চীন, তুরস্ক , ভিয়েতনাম ও বিশ্বের যেকোন দেশের ভিসা ও টিকিট প্রসেসিও, হোটেল অ্যান্ড ট্যুর করুন
🏠 উত্তরা প্রধান অফিসঃ
ওমর শাহাজাহান টাওয়ার , ৫০৬ শাহ্ কবির মাজার রোড, আজমপুর রেল গেইট , উওরা-১২৩০ ,ঢাকা
🔻 বিশেষ দ্রষ্টব্যঃ B2B রেটের জন্য ট্রাভেল এজেন্টরা যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং/বিমান টিকেট বিষয় জানতেঃ ০১৮৯৪৪৪২৯১৫( WhatsApp)

● Day 01 : Arrival at Bangkok (SUW/BKK) Airport:Arrival at Bangkok airport pickup & transfer to at your selected hotel. ...
20/05/2024

● Day 01 : Arrival at Bangkok (SUW/BKK) Airport:
Arrival at Bangkok airport pickup & transfer to at your selected hotel. Check In To Your Pattaya Hotel Where
You Will Check-In Standard Check In Time Is 1400 – 1500 Hours. You’re Remaining Day Is at Your Disposal; Use
It to Explore the Local Markets of Pattaya you can freely access the Pattaya by your own.
● Day 02 : Leisure Day
After breakfast day is free at own leisure or you can add optional tour i.e. Alcazar show, nong noonch park,
underwater world & many sight seen. Overnight stay at pattaya hotel.
● Day 03 : Coral Island by Speed Boat With Lunch
After enjoying breakfast at the hotel, pick up from hotel lobby and proceed for coral island tour. Spend the
day luxuriating under the warm tropical sun. Relax, swim, snorkel or just lie around sunning on the island’s
immaculate golden beaches. . You can also dive down into the, post beach trip you will be served with Indian
buffet lunch, remaining day free at own leisure. You can explore nearby places on your own. Overnight stay at
hotel.
● Day 04 : Intercity Transfer Enroute Bangkok 02 Temple Tour + Gems Gallery
After breakfast transfer to bangkok and then check in to your bangkok hotel. After refreshment proceed to
bangkok city and temple tour is free at own leisure or you can add optional tours e.g. chao phraya river dinner
cruise, bangkok sea life ocean world / under water bangkok, madame tussauds by your own overnight stay at
bangkok hotel.
● Day 05 : Airport Drop
After breakfast in the hotel. Check out from the hotel & get transfer to the airport to board your return flight,
with memories of Thailand.

Inclusion:
● 3N Accommodation in Pattaya.
● 1N Accommodation in Bangkok.
● Daily buffet breakfast.
● Coral Island By Speedboat Including Lunch
● Bangkok 02 Temple Tour + Gems Gallery (Enroute)
● All Sightseeing on Sharing basis
● Private Transfers : Bangkok Airport – Pattaya Hotel – Bangkok Hotel – Bangkok Airport

Call for more details about thailand tourist visa processing:
01894442915

মাত্র ১ দিনেই মালয়েশিয়া ভিসা করুন আমাদের থেকে।আজ ও ৪ ভিসা পেয়েছি ১ দিনেই। বিস্তারিত জানতে কল করুন  ০১৮৯৪৪৪২৯১৫
20/05/2024

মাত্র ১ দিনেই মালয়েশিয়া ভিসা করুন আমাদের থেকে।
আজ ও ৪ ভিসা পেয়েছি ১ দিনেই। বিস্তারিত জানতে কল করুন ০১৮৯৪৪৪২৯১৫

Call for more information: 01894442914(WhatsApp)
19/05/2024

Call for more information: 01894442914(WhatsApp)

Call for more details: +8801894442915
18/05/2024

Call for more details:
+8801894442915

নিজে আমল করুন , শেয়ার করে অন্যকে করার সুযোগ করে দিন ।
18/05/2024

নিজে আমল করুন , শেয়ার করে অন্যকে করার সুযোগ করে দিন ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।সম্মানিত হজ্জ যাত্রীদের সুবিধার্থেসকলেই হজের প্রশিক্ষণ ও  শিক্ষণীয় মাসলা মাসাইল দোয়া অভিজ...
18/05/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
সম্মানিত হজ্জ যাত্রীদের সুবিধার্থে
সকলেই হজের প্রশিক্ষণ ও শিক্ষণীয় মাসলা মাসাইল দোয়া অভিজ্ঞ আলেম ও হজ গাইড থেকে শিক্ষা নেবেন।
ঝুঁকির কাজ থেকে এড়িয়ে চলবেন, নিজের শরীরের যত্ন নিবেন। সময় মতন মেডিকেল চেকআপ করে নিবেন।
হজ্জ্বের ফরজ,ওয়াজিব ও সুন্নত
হজ্জ্বের ফরজ তিনটি। যথাঃ
১। ইহরাম বাঁধা,
২।উকূফে আরাফাহ (আরাফার ময়দানে অবস্থান করা),
৩।তাওয়াফে যিয়ারাত (চার চক্কর পরিমাণ)
১। ইহরাম বাঁধা অর্থাৎ হজ্বের নিয়ত করা। হে আল্লাহ! আমি হজ্ব উমরা এবং কাবাগৃহ তাওয়াফের জন্য নিয়ত করলাম। তুমি তা কবুল কর।
ইহরাম বাঁধার নিয়মঃ হজ্জ্ব ও ওমরাহর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার নিয়ম হলো- হজ্জ্ব অথবা ওমরাহর নিয়তে সেলাইকৃত কাপড় খুলে সেলাইবিহীন দুটি চাদর পরিধান করে ‘তালবিয়াহ্’ পাঠ করা, শরিয়তের পরিভাষায় একেই ‘ইহরাম’ বলা হয়। ইহরাম বাঁধার উত্তম পদ্ধতি হলো-যখন ইহরাম বাঁধার ইচ্ছা করবে তখন প্রথমে গোসল অথবা অজু করবে, নখ কাটবে, বগল ও নাভীর নিচের চুল পরিষ্কার করবে এবং মাথা ও দাড়ি চিরুনি করে সর্ববিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করবে। ইহরামের জন্য দুটি নতুন অথবা ধোলাই করা পরিষ্কার চাদর হওয়া সুন্নত। একটি চাদর দিয়ে লুঙ্গি বানাবে অন্যটি দিয়ে চাদর বানাবে। ইহরামের কাপড় পরিধান করার পর নামাজের মাকরুহ সময় না হলে মাথা ঢেকে দুই রাকাআত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। নামাজ পড়ে মাথার কাপড় খুলে ফেলবে এবং যেই হজ্জ্বের ইচ্ছা করবে মনে মনে সেই হজ্জ্বের নিয়ত করে ইহরামের ‘তালবিয়াহ্’ পাঠ করবে।
لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكْ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكْ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكْ ، لا شَرِيْكَ لَكْ
তালবিয়ার উচ্চারণঃ
‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা, লাকা ওয়াল মুল্‌ক লা-শারীকালাক’।
২। ওকূফে আরাফাহঃ জিলহজ্ব মাসের ৯ তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা।
৩। তাওয়াফে জিয়ারাতঃ অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার পর সর্বপ্রথম কাজটি হলো চারবার কাবাগৃহটি প্রদক্ষিণ করা আবার হজ্জ্বের কাজ শেষ করে বাড়িতে ফিরার সময় সর্বশেষ কাজ হলো তিনবার কাবাগৃহ প্রদক্ষিণ করে রওনা হওয়া।
হজ্জের ওয়াজিব সমূহ
হজ্জের মধ্যে ওয়াজিব কাজ মোট ৮টি। যথা-
(১) মীকাত থেকে ইহরাম বাঁধা।
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا
ইবনু ‘আববাস (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য মীকাত নির্ধারণ করেন যুল-হুলায়ফাহ, সিরিয়াবাসীদের জন্য জুহফা, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম ও নাজদবাসীদের জন্য ক্বারণ। উল্লিখিত স্থানসমূহ হজ্জ্ব ও ‘উমরাহ’র নিয়্যাতকারী সে স্থানের অধিবাসী এবং সে সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য এলাকার অধিবাসীদের জন্য ইহরাম বাঁধার স্থান। আর যে মীকাতের ভিতরের অধিবাসী সে নিজ বাড়ি হতে ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা হতেই ইহরাম বাঁধাবে। (সহীহ বুখারী,হাদিস নং-১৫২৯,তাওহীদ পাবলিকেশন)
(২) সূর্য্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতে অবস্থান করতে থাকা।
عَنْ عَلِيٍّ، قَالَ: ثُمَّ أَرْدَفَ أُسَامَةَ فَجَعَلَ يُعْنِقُ عَلَى نَاقَتِهِ وَالنَّاسُ يَضْرِبُونَ الْإِبِلَ يَمِينًا، وَشِمَالًا، لَا يَلْتَفِتُ إِلَيْهِمْ وَيَقُولُ: السَّكِينَةَ أَيُّهَا النَّاسُ وَدَفَعَ حِينَ غَابَتِ الشَّمْسُ
আলী (রাদ্বিয়াল্লাহু আনহু) সূত্রে বর্ণিত। তিনি বলেন, অতঃপর তিনি উসামাহকে বাহনের পেছনে বসিয়ে মধ্যম গতিতে উষ্ট্রী চালিয়ে গেলেন। এ সময় লোকেরা তাদের উটকে ডানে-বামে মারধর করে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি তাদের দিকে ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেনঃ শান্ত গতিতে চলো হে লোকেরা! অতঃপর সূর্য ডুবার পরই তিনি আরাফা থেকে প্রত্যাবর্তন করেন। (সুনানু দাউদ, হাদিস নং-১৯২২)
(৩) আরাফার দিন শেষে ঈদের রাতটি ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা যতক্ষণ আকাশ প্রস্ফুটিত না হয়। তবে মহিলা ও দুর্বল পুরুষদের জন্য মধ্য রাতের পর মুযদালিফা ত্যাগ করা বৈধ আছে।
عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ فَيَذْكُرُونَ اللهَ مَا بَدَا لَهُمْ ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ وَقَبْلَ أَنْ يَدْفَعَ فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الْفَجْرِ وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ فَإِذَا قَدِمُوا رَمَوْا الْجَمْرَةَ وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) তাঁর পরিবারের দুর্বল লোকদের আগেই পাঠিয়ে দিয়ে রাতে মুযদালিফাতে মাশ‘আরে হারামের নিকট উকূফ করতেন এবং সাধ্যমত আল্লাহর যিকর করতেন। অতঃপর ইমাম (মুযদালিফায়) উকূফ করার ও রওয়ানা হওয়ার আগেই তাঁরা (মিনায়) ফিরে যেতেন। তাঁদের মধ্যে কেউ মিনাতে আগমন করতেন ফজরের সালাতের সময় আর কেউ এরপরে আসতেন, মিনাতে এসে তাঁরা কঙ্কর মারতেন। ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) বলতেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি শিথিল করে সহজ করে দিয়েছেন। (সহীহ বুখারী, হাদিস নং- ১৬৭৬,তাওহীদ পাবলিকেশন)
(৪) আইয়ামে তাশরিকেরঃ অর্থাৎ [১১.১২ ও ১৩ তারিখের ] রাত্রি গুলি মীনা এলাকায় কাটানো।
عَنْ ابْنِ عُمَرَأَنَّ الْعَبَّاسَ اسْتَأْذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم لِيَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ فَأَذِنَ لَهُ
تَابَعَهُ أَبُو أُسَامَةَ وَعُقْبَةُ بْنُ خَالِدٍ وَأَبُو ضَمْرَةَ
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, ‘আববাস(রাদ্বিয়াল্লাহু আনহু)পানি পান করানোর জন্য মিনার রাতগুলোতে মক্কায় অবস্থানের ব্যাপারে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলেন। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৪৫,তাওহীদ পাবলিকেশন)
(৫) আইয়ামে তাশরিকের দিন গুলিতে তিন জামারাতেই কংকর তথা পাথর নিক্ষেপ করা।
عَنْ ابْنِ عُمَرَأَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ ثُمَّ يَرْمِي الْوُسْطَى ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ وَيَقُومُ طَوِيلاً ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي وَلاَ يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, তিনি প্রথম জামরায় সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে তাকবীর বলতেন। তারপর সামনে অগ্রসর হয়ে সমতল ভূমিতে এসে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতেন এবং উভয় হাত তুলে দু‘আ করতেন। অতঃপর মধ্যবর্তী জামরায় কঙ্কর মারতেন এবং একটু বাঁ দিকে চলে সমতল ভূমিতে এসে কিবলামুখী দাঁড়িয়ে উভয় হাত উঠিয়ে দু‘আ করতেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। এরপর বাতনে ওয়াদী হতে জামরায়ে ‘আকাবায় কঙ্কর মারতেন। এর কাছে তিনি বিলম্ব না করে ফিরে আসতেন এবং বলতেন, আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৫১,তাওহীদ পাবলিকেশন)
(৬) (দশ তারিখ ঈদের দিনে জামারাতুল আকাবাতে বা সর্ব শেষ বড় পাথর মারার স্থানে পাথর নিক্ষেপ করে) মাথার চুল মুন্ডন করা অথবা ছোট করা।
عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ حَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামালেন এবং সহাবীদের একদলও। আর অন্য একটি দল চুল ছোট করলেন। (সহীহ বুখারী, হাদিস নং-১৭২৯,তাওহীদ পাবলিকেশন)
(৭) শুধু মাত্র ক্বিরান ও তামাত্তু হজ্জ্ব পালনকারীদের জন্য হাদয়ী তথা হজ্জ্বের কুরবানী করা।
عَبْدَ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ قَالَ عُبَيْدُ اللهِ مَنْحَرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) কুরবানীর স্থানে কুরবানী করতেন। ‘উবাইদুল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) বলেন, (অর্থাৎ) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর স্থানে। (সহীহ বুখারী,হাদিস নং-১৭১০,তাওহীদ পাবলিকেশন)
(৮) সকলের জন্য বিদায়ী তাওয়াফ করা।
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنْ الْحَائِضِ
ইবনু ‘আববাস (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেদের আদেশ দেয়া হয় যে, তাদের শেষ কাজ যেন হয় বাইতুল্লাহর তাওয়াফ। তবে এ হুকুম ঋতুমতী মহিলাদের জন্য শিথিল করা হয়েছে। (সহীহ বুখারী, হাদিস নং-১৭৫৫,তাওহীদ পাবলিকেশন)
হজ্জ্বের সুন্নাতসমূহ
১। মিকাতের বাইরে থেকে আগত ইফরাদ ও কেরান হজ্জ্ব পালনকারীর জনু তাওয়াফে কুদুম করা। (ইফরাদ হজ্জ্ব পালনকারী মক্কা পৌছে এবং কেরা হজ্জ্ব পালনকারী ওমরার কার্য সসম্পাদন করে মাথার চুল না কেটেই তাওয়াফে কুদুম করবে।
২। তাওয়াফে কুদূমের পর যদি হজ্জ্বের সায়ী করার ইচ্ছা থাকে, তবে তাতে রমল ও ইযতিবা করা (আর তাওয়াফে কুদুমের পরে হজ্জ্বের সায়ী করার ইচ্ছা না থাকলে তাতে রমল ও ইযতিবা করতে হবে না।)
৩। সাফা মারওইয়ায় সায়ীর সময় সবুজ দুপিলারের মধ্যবর্তী স্থান পুরুষের জন্য দৌড়ে অতিক্রম করা এবং অবশিষ্ট স্থান হেঁটে চলা।
৪। ৮ই জিলহজ্জ বাদ ফজর মিনার উদ্দেশ্যে রওয়া হওয়া এবং তথায় পাঁচ ওয়াক্ত সালাত (নামায) আদায় করা। (ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা দেয়াও জায়েজ।)
৫। ৯ই জিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। পূর্বে ও রাতে যাওয়াও দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।(কোনো অসুবিধার কারণে বা ভিড় এড়াবার লক্ষ্যে বা অন্য কোনো কারণে ফজরের পূর্বে ও রাতে রওনা যাওয়াও জায়েজ।)
৬। আরাফা থেকে সুর্যাস্তের পর ধীরস্থীরভাবে মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া।
৭। ৯ই যিলহজ্জ সূর্যাস্তের পর আরাফা থেকে মুযদালিফায় এসে রাতযাপন করা। (উল্লেখ্য, মুযদালিফায় সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যেই কিছুক্ষণ উকুফ বা অবস্থান করা ওয়াজিব, সুবহে সাদিকের পূর্বে অবস্থান করা সুন্নাতে মুয়াক্কাদাহ।)
৮। আরাফার ময়দানে গোসল করা।(তবে পানির পরিমাণ বুঝে গোসল করা উচিত। সামান্য পানি দিয়ে গোসল করলেও সুন্নত আদায় হয়ে যাবে। কেউ কেউ আরাফায় পৌছে প্রচুর পানি অপচয় করে গোসল করে ও কাপড় ধুয়ে পানি শেষ করে ফেলে। ফলে কোনো কোনো ক্যাম্পে অযু, এস্তেঞ্জা ও খাবার পানি নিয়ে সকলকে সংকটে পড়তে হয়।)
৯। ৮ই যিলহজ্জ দিনগত রাতসহ মিনায় অবস্থানের দিনগুলোয়তে রাতযাপনও মিনাতে করা। উক্ত সুন্নতসমূহ থেকে কোনো সুন্নত স্বেচ্চায় ছেড়ে দেয়া ঠিক নয়। অবশ্য ছেড়ে দেয়ার দ্বারা সদকা ইত্যাদিও ওয়াজিব হবে না, তবে সাওয়াব থেকে বঞ্চিত হবে। এ ছাড়াও বিভিন্ন আমলের মাঝে আরো অনেক সুন্নত রয়েছে, তার উল্লেখ যথাস্থানে রয়েছে।
হজ্জ ও ওমরাহর ফাযায়েল
আরাফার দিন আল্লাহতায়ালা হাজীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এবং হাজীদেরকে নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ভ করেন।
আয়শা রাযি. মুসলিম ৬৪৭
হজ্জ ওমরাহ দরিদ্রতা ও গুনাহকে দূরীভূত করে।
আব্দুল্লাহ ইবনে মাসুদ, তিরমিযি ৮১৫

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Parvez Khan, Fatma Akter, MD Abdullah Gaz...
18/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Parvez Khan, Fatma Akter, MD Abdullah Gazi, Md Nurulam, Md Sani

Address

ওমর শাহাজাহান টাওয়ার , ৫০৬ শাহ্ কবির মাজার রোড, আজমপুর রেল গেইট , উওরা , ঢাকা-১২৩০, বাংলাদেশ
Dhaka
1230

Telephone

+8801308407027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinbad Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sinbad Tours and Travels:

Videos

Share

Category

SINBAD TOURS AND TRAVELS

SINBAD TOURS AND TRAVELS was formed in the year 2018. This company projects a different view of tourism on the current scenario of the Bangladeshi Tourism Industry. Leisure and relaxation has always been the best way to comfort oneself and adjust with the troubles of everyday life and tourism is a way of life which assists one to bring peace within the mind. SINBAD TOURS AND TRAVELS. Started off as an inbound and outbound tourism for operating tours and travel service. The company is experienced in providing special services and unique tourism products to luxury global travelers.

The company’s depth of experience and large infrastructure enable it to create unique itineraries with the operational confidence to fulfill client expectation. For the past several years, the company served huge numbers of satisfied customers. Sinbad Tours and Travels offers the best tourism at a reasonable price with no hidden costs.

SLOGAN, VISION, MISSION & GOAL

Slogan : Where great journey begins.