Unify Visa Application Center

Unify Visa Application Center We Support Online Visa Application, Embassy Visa Fee Payment, and Hotel Booking. We support visa application, embassy visa fee payment, hotel booking, etc.

17/01/2024
✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
16/01/2024

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

🇺🇿ঘুরে আসুন ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দেশ Uzbekistan থেকে✈️মধ্য এশিয়ার একটি মুসলিম সংখ্যাগরীষ্ঠ দেশ উজবেকিস্থান। দেশটি...
16/01/2024

🇺🇿ঘুরে আসুন ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দেশ Uzbekistan থেকে✈️
মধ্য এশিয়ার একটি মুসলিম সংখ্যাগরীষ্ঠ দেশ উজবেকিস্থান। দেশটিতে রয়েছে ঐতিহাসিক নানা মুসলিম স্থাপনা,যেই স্থান গুলো পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে আছে।
আপনি যদি উজবেকিস্তানের সেই স্থাপনাগুলো ভ্রমণ করতে ইচ্ছুক থাকেন কিন্তু ভিসা নিয়ে চিন্তিত ,তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ⤵️
01994-771642

14/01/2024

যারা ডেসকো প্রিপেইড কার্ড ব্যবহার করেন। তারা http://prepaid.desco.org.bd/customer/ #/customer-login থেকে বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড করে ইন্ডিয়ান ভিসা সেন্টারে ভিসা আবেদনের সাথে জমা দিতে পারবেন।

DESCO prepaid customer portal. Log in with your account number or meter number to see meter balance, recharge and consumption information.

ইন্ডিয়ান ভিসা আবেদন জমা দেয়ার আগে যেসকল বিষয় খেয়াল রাখতে হবে নয়তো আপনার ভিসা রিজেকট হতে পারে !!! ১. পাসপোর্টের মেয়াদ ছয...
14/01/2024

ইন্ডিয়ান ভিসা আবেদন জমা দেয়ার আগে যেসকল বিষয় খেয়াল রাখতে হবে নয়তো আপনার ভিসা রিজেকট হতে পারে !!!

১. পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে।
২. পাসপোর্টে ন্যূনতম দুটি ফাঁকা পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে।
৩. আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
৪. পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ইস্যু তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
৫. পুরানো পাসপোর্ট যদি থাকে তাহলে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। পুরান পাসপোর্ট হারিয়ে গেলে জিডি কপি সংযুক্ত করতে হবে।
৬. পূর্ববর্তী ইস্যুকৃত ভিসার বিবরণ সঠিকভাবে ফাইল করতে হবে।
৭. ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না।
৮. বর্তমান ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে।
৯. পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে।
১০. জন্মতারিখ NID/জন্ম সনদে উল্লিখিত তারিখের সাথে মিল থাকতে হবে।
১১. ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরার কাছাকাছি বসবাসকারী আবেদনকারীদের অনলাইন ভিসা আবেদনপত্র পূরণ করার সময় তাদের ভিসা আবেদনে ঢাকা মিশন নির্বাচন করতে হবে।
১২. চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালীর কাছাকাছি বসবাসকারী আবেদনকারীদের অনলাইন ভিসা আবেদনপত্র পূরণ করার সময় তাদের ভিসা আবেদনে চট্টগ্রাম মিশন নির্বাচন করতে হবে।
১৩. রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়ার কাছাকাছি বসবাসকারী আবেদনকারীদের অনলাইন ভিসা আবেদনপত্র পূরণ করার সময় তাদের ভিসা আবেদনে রাজশাহী মিশন নির্বাচন করতে হবে।
১৪. সিলেটের কাছাকাছি বসবাসকারী আবেদনকারীদের অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করার সময় তাদের ভিসা আবেদনে সিলেট মিশন নির্বাচন করতে হবে।
১৫. আপনার ভিসার আবেদন জমা এবং অর্থপ্রদানের জন্য কেন্দ্রের নাম অবশ্যই একই হতে হবে।



ইন্ডিয়ান ভিসা করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়ঃ ১. পাসপোর্ট,  যার মেয়াদ ৬ মাসের বেশি থাকাই ভালো । ২. সদ্য তোলা ২x২ ইঞ্চি ...
14/01/2024

ইন্ডিয়ান ভিসা করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়ঃ

১. পাসপোর্ট, যার মেয়াদ ৬ মাসের বেশি থাকাই ভালো ।
২. সদ্য তোলা ২x২ ইঞ্চি রঙ্গিন ছবি।
৩. ব্যাঙ্ক স্টেটমেন্ট(ব্যাংক ব্যাল্যান্স ২০-২৫ হাজার টাকা থাকতে হবে) / ব্যাংকে $150 ডলার এনডোর্সমেন্ট( এক মাসের বেশি পুরানো হওয়া উচিত নয়)/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড / SBI ট্র্যাভেল কার্ড. ভিসা পাওয়ার ক্ষেত্রে SBI ট্র্যাভেল কার্ড খুব কাজে দেয়, আর খরচ পরে ১৭-১৮ হাজার টাকা যা আপনি ভারতে ভ্রমনে ব্যাবহার করতে পারবেন।
৪. বর্তমান ঠিকানার বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের কপি।
৫. পেশার প্রমাণপত্র (চাকুরীজীবী হলে এন ও সি, অফিস আইডি/ভিজিটিং কার্ড, ব্যাবসায়ি হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র)
৬. জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৭. নতুন ও পুরানো পাসপোর্টের কপি।

ইন্ডিয়ার ভিসা ফি ৮২৪/-
ভিসা প্রসেসিং ফি ১৫০/-

খুব কম খরচে ইন্ডিয়া আর শ্রীলংকার টুরিস্ট ভিসা করে থাকি। আপনার ভিসা ফি আমরাই পেমেন্ট করে দিব। প্রয়োজনে ইনবক্সে নক করুন বা...
14/01/2024

খুব কম খরচে ইন্ডিয়া আর শ্রীলংকার টুরিস্ট ভিসা করে থাকি। আপনার ভিসা ফি আমরাই পেমেন্ট করে দিব। প্রয়োজনে ইনবক্সে নক করুন বা এই নাম্বারে কল করুন ০১৯৯৪৭৭১৬৪২

ইন্ডিয়া ও শ্রীলংকার টুরিস্ট ভিসা নির্ভুলভাবে ও স্বল্প খরচে করা হয়। প্রয়োজনে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।https:...
14/01/2024

ইন্ডিয়া ও শ্রীলংকার টুরিস্ট ভিসা নির্ভুলভাবে ও স্বল্প খরচে করা হয়। প্রয়োজনে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।
https://wa.me/+8801994771642






















Address

Free School Street, Kathalbagan
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Unify Visa Application Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unify Visa Application Center:

Videos

Share

Nearby travel agencies


Other Passport & Visa Services in Dhaka

Show All