Tour Package in Bangladesh

Tour Package in Bangladesh special tour operator in Bangladesh www.youtube.com/everesttours, Hotline - +88 01720331144 We are one of the best and leading tour operator company.

We are always ready to welcome all travelers to enjoy with its natural beauty of Nepal, Bhutan, India & Bangladesh. We have customized some tour package which can fulfill your dream of visit This country and it makes easy to plan your tour and experience of country. We have design some tour packages which include most popular sightseeing place. Like, Katmandu tour package, Pokhara tour package, Ch

itwan tour package, Lumbini tour package, Pilgrim tour package, Jungle safari tour, best Nepal tour and trek package. Bhutan tour package, darjeeling tour package, Sundarban tour package, coz's bazar tour package, kuakata tour package, sylhet tour package, bandarban tour package, rangamati tour package, st.martin island tour package, Our pre-designed packages offer you a complete tour package at your hand. Our packages are customizable to your needs. It’s easy to plan a tour on your desire. We are happy to extend our hospitality and wish your Nepal, Bhutan, India or Bangladesh trip and stay memorable

বটগাছে  পাকা ফল খেতে এসেছে হলদে পাখিটি।
19/04/2024

বটগাছে পাকা ফল খেতে এসেছে হলদে পাখিটি।

আকাশে দেখা দিয়েছে রংধনু। পাবনার দিলপাশারের বাউজান সেতু I
31/07/2023

আকাশে দেখা দিয়েছে রংধনু। পাবনার দিলপাশারের বাউজান সেতু I

🏖মাছ শিকারের জন্য জাল পেতেছেন অনেক মৎস্যশিকারি। কদিন বাদে এসব এলাকা পর্যটকদের আনাগোনায় মুখর হবে।🏖
24/07/2023

🏖মাছ শিকারের জন্য জাল পেতেছেন অনেক মৎস্যশিকারি। কদিন বাদে এসব এলাকা পর্যটকদের আনাগোনায় মুখর হবে।🏖

কাঁকরোল ফুলে পরাগায়ন ঘটাচ্ছেন এক কিষানি।
18/07/2023

কাঁকরোল ফুলে পরাগায়ন ঘটাচ্ছেন এক কিষানি।

রাধাচূড়া ফুলের রস খেতে উড়ছে বাহারি রঙের প্রজাপতি।
12/12/2022

রাধাচূড়া ফুলের রস খেতে উড়ছে বাহারি রঙের প্রজাপতি।

শিকারের অপেক্ষায় একটি মাছরাঙা।
17/11/2022

শিকারের অপেক্ষায় একটি মাছরাঙা।

রোদ পোহাচ্ছে দেশীয় প্রজাতির তিনটি ছোট কচ্ছপ।
29/10/2022

রোদ পোহাচ্ছে দেশীয় প্রজাতির তিনটি ছোট কচ্ছপ।

29/10/2022
লাল শাপলা প্রতিটি ফুল বিক্রি হচ্ছে ৫ টাকায়।
29/10/2022

লাল শাপলা প্রতিটি ফুল বিক্রি হচ্ছে ৫ টাকায়।

মাছ ধরার জন্য নয় ! স্তূপ করা আবর্জনার ওপর উড়ছে বক ও শালিক।
12/10/2022

মাছ ধরার জন্য নয় ! স্তূপ করা আবর্জনার ওপর উড়ছে বক ও শালিক।

লালশাক তুলছেন এক নারী।
07/10/2022

লালশাক তুলছেন এক নারী।

নাগলিঙ্গম ফুল।
11/09/2022

নাগলিঙ্গম ফুল।

ঝগড়ায় মেতেছে দুটি শালিক।
08/09/2022

ঝগড়ায় মেতেছে দুটি শালিক।

অটো শিম ইতিমধ্যে গাছে ধরতে শুরু করেছে।
02/09/2022

অটো শিম ইতিমধ্যে গাছে ধরতে শুরু করেছে।

এ বছর ব্যাপক ফলন হয়েছে সবুজ মাল্টার।
23/08/2022

এ বছর ব্যাপক ফলন হয়েছে সবুজ মাল্টার।

মাছ শিকারে নেমেছে একদল শিশু-কিশোর।
11/08/2022

মাছ শিকারে নেমেছে একদল শিশু-কিশোর।

আন্তর্জাতিক আদিবাসী দিবসে নৃত্যের তালে মেতেছেন শিল্পীরা I
10/08/2022

আন্তর্জাতিক আদিবাসী দিবসে নৃত্যের তালে মেতেছেন শিল্পীরা I

সারি সারি নৌকা পাল তুলে বসে আছে I
09/08/2022

সারি সারি নৌকা পাল তুলে বসে আছে I

01/08/2022

ইলিশ সম্পর্কে কিছু কথা !
সাগরে প্রচুর ইলিশ মাছ ধরা পরছে I ইলিশ মাছের বাজারে দুইটি শব্দের খুব প্রচলন আছে- "ককসিট ইলিশ" আর "লাইনের ইলিশ"। "ককসিট ইলিশ" হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফের ইলিশ। অর্থাৎ সাগরের কিম্বা লবণ পানির ইলিশ। "লাইনের ইলিশ" হচ্ছে মিঠা পানির ইলিশ।
১) বাজারে যতো ইলিশ তার অধিকাংশ ইলিশ বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজারের ইলিশ। চট্টগ্রাম কক্সবাজারের ইলিশ সামুদ্রিক ইলিশ। চাঁদপুরের পদ্মার বিখ্যাত ইলিশ আছে, কিন্তু সেটা অল্পই। মানে আমরা পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ শুনি বটে, এটা আসলে সঠিক নয়।
২) বাংলাদেশে ইলিশের বাড়ি চাঁদপুর জেলাকে বলা হয় কেন ? চাঁদপুর হচ্ছে পদ্মা-মেঘনার মিলনস্থল। সেখানেই সবচেয়ে বেশি উন্নত মানের ইলিশ পাওয়া যায়। তবে চাঁদপুরে মেঘনার ইলিশও আছে, পদ্মার ইলিশও। কিন্তু তুলনামূলক ভাবে মেঘনা সমুদ্রের বেশি কাছে, পদ্মা একটু দূরে। তাই মেঘনার ইলিশ স্বাদে হেরে যায় পদ্মার ইলিশের কাছে। সাগরের ইলিশ মিঠা পানির বড় নদীর ভিতরে যতই ঢুকবে, ততই ইলিশের বেশি স্বাদ। গোয়ালন্দের ইলিশ যে কারণে বেশী স্বাদের।
৩) নদীর পানিতে প্ল্যাংটন নামে জলজ উদ্ভিদ খেলে ইলিশের স্বাদ বেশি হয়। যত প্ল্যাংটন খাবে, তত বেঁটে ও মোটা হবে ইলিশ। তত চর্বি হবে। গা থেকে ঝরে যাবে সামুদ্রিক লবণ।
৪) বাংলাদেশে ইলিশ সংরক্ষণ শুরু হয়েছে ২০০৩ সালে। ইলিশ বাঁচানোর জন্যই বিশেষ দফতর। বিস্তর গবেষণা চলে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে। ইলিশ রপ্তানি থেকেও আসে বিশাল অংকের বৈদেশিক মুদ্রা।
৫) ২০২০ সালের হিসেব বলছে, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ বাংলাদেশের ইলিশ। বাংলাদেশে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ। সব মাসে ইলিশ ধরা যায় না। কেউ তা করলে কড়া শাস্তি। নদীতে নদীতে কোস্ট গার্ড, নৌপুলিশের কড়া তৎপরতা চলে- যদিও চুরি করে নিষিদ্ধ সময়েও ইলিশ ধরা হয়। আবার জেলেদের যাতে জীবন যাপনে সমস্যা না হয়, তার জন্য চার মাস ৪০ কেজি করে চাল দেওয়া হয়। কয়েক লক্ষ জেলে পান চালের সঙ্গে টাকাও।
৬) নিয়মিত চোরাচালান এবং রপ্তানির বাইরেও পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে 'উপহার হিসেবে' কোলকাতায় হাজার হাজার টন টন ইলিশ পাঠানো হয়। ফলে বাংলাদেশের বাজারে অনেক বেড়ে যায় ইলিশের দাম। আটশোর ইলিশ বিকোচ্ছে চোদ্দোশোয়। স্বাভাবিক, আমাদের দেশের মানুষ ক্ষুব্ধ। আমজনতার ভাষ্যমতে ‘যারা বিপদে টিকা দেয় না, পেঁয়াজ চালান আটকে দেয়, তিস্তার পানি দেয় না, তাদের জন্য এত দরদ ভালো নয়’। যুক্তিটা ফেলে দেওয়ার নয়।
৭) বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে বরিশালের ভোলায়। ভোলার পরেই বরগুনা। তারপর থাকবে পটুয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার। অধিকাংশ সাগরের ইলিশ। ছয় নম্বরে চাঁদপুর- ইলিশের বাড়ি। এখান থেকেই হয়তো ভালো স্বাদের ইলিশের প্রাপ্তি শুরু। আমার কাছে সব চাইতে বেশী স্বাদের ইলিশ বরিশালের বিষ খালী, সন্ধ্যা নদী এবং ফরিদপুরের মধুমতী নদীর।
৮) বাংলাদেশে ইলিশ নিয়ে অসংখ্য রেসিপি। তবে সব চাইতে বেশী আলোচিত "ইলিশ পাতুরি"! আমার পছন্দ বরিশালের ইলিশ পোলাও। পুরনো ঢাকার মানুষের পছন্দের ইলিশ বিরিয়ানিও আমার ভালো লাগে। পহেলা বৈশাখ "পান্তা ইলিশ" একটা কর্পোরেট ফ্যাশন কিম্বা উচ্ছন্নে যাওয়া লোকের আতলামী/বখাটেপনা ছাড়া আর কিছুইনা।
৯) ইলিশ সুরক্ষা করায় বাংলাদেশ এতটাই সচেষ্ট, নানা নদীতে বেড়ে গিয়েছে ইলিশ। ১৫ বছর আগে, দেশে ২৪টি নদীতে ইলিশ মিলত। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়ে ৬৫। মানে ৬৫ নদীতে ইলিশ মেলে।
১০) কৈশোরে ইলিশ নিয়ে একটা ছড়া কাটতাম- "ইলিশ মাছের তিরিশ কাঁটা/বোয়াল মাছের দাড়ি/ইয়াহিয়া খান ভিক্ষা করে/শেখ মুজিবের বাড়ি।"
এত কিছুর পরেও আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ইলিশ অধরাই থেকে যায়। এই ইলিশ কিনে খাওয়ার দু:সাহস দেখাতে পারেনা সংখ্যাগরিষ্ঠ মানুষ। অথচ এটাকে আমাদের জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইলিশের ভরা মরসুমে কতজন মানুষের সাধ্যে কুলোয় একটা ইলিশ ৬০০/৯০০/১০০০/২০০০ টাকায় কিনে একবেলা খেতে? এই মাছ আমাদের দেশে বুর্জোয়া, দুর্নীতিবাজ আর কালোটাকার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের জাতীয় মাছ কেন সাধারণ গরীব, শ্রমজীবী মানুষ কিনতে পারে না তা ভেবে দেখা উচিত।

মাছ শিকারে নেমেছেন গ্রামীণ নারী-পুরুষেরা।
28/07/2022

মাছ শিকারে নেমেছেন গ্রামীণ নারী-পুরুষেরা।

কৃষক জমির পাটগাছ কেটে রেখেছেন। পানির অভাবে জাগ দিতে পারছেন না। হাবিবপুর, শৈলকুপা, ঝিনাইদহ I
22/07/2022

কৃষক জমির পাটগাছ কেটে রেখেছেন। পানির অভাবে জাগ দিতে পারছেন না। হাবিবপুর, শৈলকুপা, ঝিনাইদহ I

Address

The Grand Plaza Shopping Mall Suit No:217, (2nd Floor), 185 Outer Circular Road, Bara Mogbazar, Wairless
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Tour Package in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Package in Bangladesh:

Share

Category