মালয়েশিয়া কলিং ভিসা

মালয়েশিয়া কলিং ভিসা we are working for malaysia work permit visa. types of visa such as calling visa,frofessional visa,c
(1)

06/01/2023

,u

22/08/2022

#মালয়েশিয়া_কলিং_ভিসা_২০২২ইং
#পর্ব_২

(চ) কলিং ভিসায় মালয়েশিয়ায় গেলে থাকা/খাওয়া খরচ কি কোম্পানি দিবে ?

#উত্তরঃ থাকার জায়গা কোম্পানি দিবে কিন্তু খাওয়ার খরচ নিজে বহন করতে হবে। মালয়েশিয়ায় প্রায় সব কোম্পানির একই নিয়ম।

(ছ) থাকার জায়গা কেমন?

#উত্তরঃ ৫০/৫০ সম্ভাবনা ভালো বা খারাপ থাকার। কারন কিছু কিছু কোম্পানি এপার্টমেন্টের ইউনিট ভাড়া নেয় তাদের স্টাফদের জন্য, একটি ইউনিটে ২ বা ৩ টি রুম থাকে। এক এক রুমে ২/৩ জন থাকার ব্যবস্থা থাকে, রুমের সাইজ অনুযায়ী। এগুলো মোটামুটি ভালো হয়।
আবার কিছু কিছু কোম্পানি রোডের পাশে যে দোকান গুলো থাকে সেই দোকানের উপরে দুই বা তিন তলায় বড় অফিস স্পেসের মত জায়গায় ছোট বা বড় করে পার্টিশন দিয়ে রুম করে দেয়। এগুলোও মোটামুটি ভালো। তবে কিছু জায়গা খারাপ -ও হয় সেগুলো এক বড় রুমের মধ্যে গাদাগাদি করে ১৫,২০ বা তার অধিক কর্মী একসাথে থাকেতে দেয়।
সবচেয়ে কষ্টের থাকার জায়গা দেয় বেশিরভাগ কনস্ট্রাকশন কোম্পানি। কারন তাদের একেক সময় একেক জায়গায় কাজে যেতে হয়, কিছু কিছু জায়গার আসেপাশের ৮/১০ কি.মি. এর মধ্যে কোন বাড়িঘর নেই। এসব জায়গায় কোম্পানি থেকে বড় বড় কন্টেইনারে থাকার ব্যবস্থা করে। কন্টেইনার গুলো একটার উপর আরেকটা রাখা থাকে। রুমের মত করে দরজা জানালা বানানো হয়।
আপনি চাইলে নিজে রুম নিয়ে থাকতে পারবেন যদি কাছাকাছি কোন ভাড়ায় থাকার যায়গা থাকে। রুম ভাড়া খুব বেশী না। রুম শেয়ার করে থাকলে খরচ কম। ভাড়া বাংলাদেশের মতই। একটি রুম নিয়ে দুইজন শেয়ারে থাকলে বাংলাদেশি টাকার ৩/৪ হাজার টাকার মত লাগবে প্রতি জনের।

(জ) মালয়েশিয়া কি আসলেই কলিং শুরু হয়েছে, কর্মী যাচ্ছে?

#উত্তরঃ জি অবশ্যই শুরু হয়েছে। গত ৮ই আগস্ট কর্মীদের প্রথম ফ্লাই হয় এবং আগামীকাল ২২ই আগস্ট থেকে প্রতিদিন অন্তত ১ টি ফ্লাই হবে। আর আগামী ১লা সেপ্টেম্বর থেকে প্রতিদিন একের অধিক ফ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঝ) কিভাবে ভিসার জন্য আবেদন করবো বা কার কাছে পাসপোর্ট জমা দিবো?

#উত্তরঃ সরকার এখন পর্যন্ত বাংলাদেশের ২০ টি রিকুর্টিং এজেন্সিকে অনুমতি দিয়েছে ভিসা প্রসেস করার জন্য। আপনি যার কাছেই ভিসা করার জন্য দিন না কেন এই এজেন্সি গুলো ছাড়া মালয়েশিয়া আসতে পারবেন না। বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারও মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন।

(ঞ) এক কাজের ভিসা নিয়ে মালয়েশিয়া গেলে অন্য কাজ কি করতে পারবো বা ফ্রি ভিসা আছে? চাইলে যেকোনো কাজ বা আমার পছন্দ মতো কাজ করতে পারবো?

#উত্তরঃ মালয়েশিয়ায় ফ্রি ভিসা বলতে কোন ভিসা নেই। যে যেই ভিসায় আসবে তাকে সেই কাজেই করতে হবে। অন্য যায়গায় কাজ করা অবস্থায় ইমিগ্রেশন পুলিশ দারা ধরা পরলে জেল, জরিমানা অথবা দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে জরিমানা করে ছেড়ে দেয়।

(ট) আমার বন্ধু বা ভাই বলেছে ফ্রি ভিসায় নিয়ে যাবে, তাহলে এটা কি মিথ্যা?

#উত্তরঃ না এটা মিথ্যা না, কিছু কিছু কোম্পানি / এজেন্ট ফ্রি ভিসা নামক ভিসায় লোক আনবে তবে খুব অল্প সংখ্যক। সে আপনাকে আনবে তার কোম্পানির ভিসায় কিন্তু আপনাকে বাইরে কাজ করার সুযোগ দিবে, সাধারণ পুলিশ এর ঝামেলায় পরলে আপনাকে সাহায্যও করবে যদিও এটা আইন বহির্ভূত। প্রতি বছর এই ভিসা রিনিউর খরচ নিজেই বহন করতে হয় এবং আপনার কোম্পানি এই ফ্রি ভিসা বাবদ সরকারি খরচের তুলনায় কিছু অতিরিক্ত টাকা নিবে, যেহেতু সে আপনাকে বাইরে কাজ করার সুযোগ দিচ্ছে।

(ঠ) তাহলে আমি কি এখন পাসপোর্ট জমা দিবো?

#উত্তরঃ আপনি যদি মালয়েশিয়া আসতে চান সেক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার বিশ্বস্ত কারও মাধ্যমে প্রসেস শুরু করে দিন। কারন ইতিমধ্যে সরকার নির্ধারিত টাকার প্রায় পাঁচ গুন টাকা লাগছে মালয়েশিয়া আসতে। আমার ধারণা অনুযায়ী যদি ৫ বা ১০ হাজার লোক মালয়েশিয়া এসে পরে বা পর্যায়ক্রমে আসতে থাকে তখন বাংলাদেশের সিন্ডিকেট এর লোকেরা এই ভিসার মূল্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিবে।

আলহামদুলিল্লাহ কলিং ভিসার মেডিকেল সেন্টারের তালিকা   বাংলাদেশ সরকার প্রকাশ করেছে।
26/07/2022

আলহামদুলিল্লাহ কলিং ভিসার মেডিকেল সেন্টারের তালিকা বাংলাদেশ সরকার প্রকাশ করেছে।

কলিং ভিসার খরচ কত হবে? বিমান টিকেট ছাড়া ১ লাখ ৬০ হাজার টাকা যদি কলিং ভিসা প্রসেসিং খরচ বাবদ সিন্ডিকেটকে দিতে হয়, তাহলে...
03/07/2022

কলিং ভিসার খরচ কত হবে?

বিমান টিকেট ছাড়া ১ লাখ ৬০ হাজার টাকা যদি কলিং ভিসা প্রসেসিং খরচ বাবদ সিন্ডিকেটকে দিতে হয়, তাহলে মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের কত খরচ হবে?

১. কলিং ভিসার ফ্লাইট শুরু হলে বিমান টিকেটের দাম বাড়বে, টিকেটের বাবদ খরচ হবে ৩০-৪০ হাজার টাকা।

২.পাম বাগান ও কৃষি কাজ ছাড়া অন্য সেক্টর গুলোর ভিসা কোম্পানির কাছ থেকে কিনতে খরচ হবে ৩৫০০-৪৫০০ রিংগিত।
সৌদি আরবের অবস্থা খারাপ হওয়ায় সব এজেন্সি মালয়েশিয়ার ভিসা কিনতে মরিয়া হয়ে উঠেছে। যে কারণে ভিসার দাম ৫ হাজার রিংগিত ছাড়াতে পারে।

৩. যেসব এজেন্সি ভিসা কিনে আনবে তারা লাভ করবে ২০-৩০ হাজার।

৪.এসবের বাইরে এজেন্সি গুলোর অন্যান্য খরচ হবে ৫ হাজার।

তাহলে মোট খরচ হবে-
প্রসেসিং ফ্রি ১ লাখ ৬০ হাজার
বিমান টিকেট ৩৫ হাজার ।
ভিসা কেনা বাবদ খরচ ৯০ হাজার।
এজেন্সি লাভ ২০ হাজার ।
অন্যান্য খরচ ৫ হাজার।

১৬০+৩৫+৯০+২০+৫= ৩ লাখ ১০ হাজার ।
এর বাইরে মেডিকেলের খরচ শ্রমিককে বহন করতে হবে।

এখানে গড় খরচ ধরা হয়েছে, ক্ষেত্র বিশেষে এর চাইতে
কম বেশি খরচ হতে পারে।
মোটকথা একজন শ্রমিক মালয়েশিয়া পৌঁছাতে খরচ পড়বে সাড়ে তিন লাখ টাকা কাছাকাছি।
যারা ফ্রি আশায় বসে থাকবেন তারা মালয়েশিয়া চোখে দেখবেন না।
আমার কথা কারো খারাপ লাগতে পারে, তবে এটাই হবে। আপনার বিশ্বস্ত মাধ্যম ছাড়া কারো মাধ্যমে যাবেন না। আমার কথাগুলো বাস্তবতার উপর ভিত্তি করে লেখা। আপনি কার মাধ্যমে যাবেন সেটা আপনার অভিরুচি।
সবাইকে ধন্যবাদ 🌹

কলিং সম্পর্কিত সর্বশেষ ঘোষণা বা দিক নির্দেশনা আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশীl মূলত এই ঘোষণা গত সপ্তাহের দিকে হওয়ার ...
30/06/2022

কলিং সম্পর্কিত সর্বশেষ ঘোষণা বা দিক নির্দেশনা আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশীl মূলত এই ঘোষণা গত সপ্তাহের দিকে হওয়ার কথা ছিল l পিছিয়ে যাওয়ার পিছনে তিনটি কারণ পরিলক্ষিত হয় l
❤️এক, বাংলাদেশের পক্ষ থেকে যাদের মেডিকেল গুলা পরিদর্শন ও রিপোর্ট জমা প্রদান করার কথা ছিল, তাদের কাজে কিছুটা দেরি করা l
❤️দুই, বাংলাদেশের আমলা ও কর্মকর্তারা পদ্মা সেতু উদ্বোধন কিছুটা ব্যস্ত থাকায়l
❤️তিন, গত এক সপ্তাহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ইন্ডিয়ার তামিল নাড়ুতে অবস্থান করা l
২৯তারিখ থেকে ভিসা এটেস্টেশন শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন,মালায়েশিয়া। সামনে বড় কোনো সমস্যা না আসলে, আগামী সপ্তাহে সব কিছু পরিষ্কার হয়ে যাবেl তাই ধৈর্য ধরা ছাড়া, কিছু করার নেই। পরবর্তী, নতুন কোন দিক নির্দেশনা আসলে জানিয়ে দিবো, ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে 01888015675

29/06/2022

মালয়েশিয়ায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন......

মালয়েশিয়ায় হাইকমিশন ও মন্ত্রণালয়ে কিছু বিষয় ঝুলেই আছে। ফলে চাহিদাপত্র সত্যায়ন আটকে আছে এবং চুড়ান্ত হয়নি মেডিকেল সেন্টারও...
28/06/2022

মালয়েশিয়ায় হাইকমিশন ও মন্ত্রণালয়ে
কিছু বিষয় ঝুলেই আছে। ফলে চাহিদাপত্র সত্যায়ন আটকে আছে এবং চুড়ান্ত হয়নি মেডিকেল সেন্টারও। তবে দ্রুতই সব সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা।

27/06/2022

#প্রবাস_তথ্যকেন্দ্র_মালয়েশিয়া।
রবিবার ( ২৬ জুন ২০২২) রাত পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর মেডিকেল করার বিষয়ে কোন দিনক্ষণ চুড়ান্ত হয়নি। এছাড়া, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে রবিবার পর্যন্ত চাহিদাপত্র সত্যায়ন কার্যক্রমও শুরু হয়নি। তাই সরকারি ঘোষণা বা অফিসিয়াল তথ্য ছাড়া কারো কথায় বিভ্রান্ত হবেন নাহ।

আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসা এশিয়ার ইউরোপ খ্যাত উন্নত দেশ মালয়েশিয়াদীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার সকল সেক্টরে কর্মী ...
25/05/2022

আসসালামু আলাইকুম
মালয়েশিয়া কলিং ভিসা
এশিয়ার ইউরোপ খ্যাত উন্নত দেশ মালয়েশিয়া
দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার সকল সেক্টরে কর্মী যাওয়ার সুযোগ সৃস্টি হয়েছে
@যে যে সেক্টরে যেতে পারবেন
১.প্লান্টেশন (পামঅয়েল,নার্সারি,গার্ডেন,কৃষি )
২.ফ্যাক্টরি (ইলেকট্রনিক্স,গার্মেন্টস,প্লাষ্টিক,গ্লোব,ফার্নিচার,প্যাকেজিং,ফুড প্রসেসিং )
৩.কন্সট্রাকশন (রাস্তা ঘাট ,ব্রিজ কালভার্ট ,বিল্ডিং,ফ্লাইওভার সহ বিভিন্ন ভবন নির্মাণ )
এছাড়া হোটেল ,রেস্টুরেন্ট ,শপিং সেন্টার সহ বিভিন্ন সেক্টরের কাজে যেতে পারবেন

বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে চোলে আসুন
ঠিকানা :ড্রিম ট্রাভেলস ,কনফিডেন্স সেন্টার লেভেল ০১ ,শপ ১১৮ শাহজাদপুর ,গুলশান
মোবাইল :০১৬৬০০১২০০১

08/02/2022
আগামী ২৫ জানুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীমালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন বাংলাদে...
16/01/2022

আগামী ২৫ জানুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে তিন দিনের সফরে ঢাকায় আসবেন।

হামজাহ বাংলাদেশী বিদেশী কর্মীদের নিয়োগ সংস্থার সাথে একটি অধিবেশনে যোগ দেবেন এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

গত বছরের 10 ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে সমস্ত কর্মসংস্থান খাতে বিদেশী কর্মীদের প্রবেশের দরজা খুলে দেওয়ার পিছনে পুত্রজায়ার পিছনে হামজাহের সফর আসে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এত শীঘ্রই বিদেশী কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালু করার তার দেশের সিদ্ধান্তের পিছনে অনুসরণ করার জন্য

এই এন্ট্রি সমস্ত সেক্টরে খোলা হবে - বিদেশী কর্মীদের কর্মসংস্থানের জন্য অনুমোদিত - যেমন কৃষি, উত্পাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী চাকর।

এর আগে, বিশেষ ছাড় সহ 32,000 বিদেশী শ্রমিকের বৃক্ষরোপণ খাতে প্রবেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরের জন্য বিদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য নিয়োগকর্তারা অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ সম্পর্কে মন্ত্রী অদূর ভবিষ্যতে একটি ঘোষণা করবেন।

সোর্স : https://m.theindependentbd.com/post/272209

WHATSAPP 01660012001( রিয়াজ)
10/01/2022

WHATSAPP 01660012001( রিয়াজ)

সকল প্রবাসী ভাইদের নতুন বছরের শুভেচ্ছা।ভাল কাটুক আপনাদের আগামি দিনগুলো।হ্যাপি নিউ ইয়ার।
01/01/2022

সকল প্রবাসী ভাইদের নতুন বছরের শুভেচ্ছা।
ভাল কাটুক আপনাদের আগামি দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।আপনাদের গুরুত্বপূর্ণ ২টা তথ্য দিচ্ছি১.৩৫ টি মেডিকেল সেন্টার সেলেক্ট হয়েছে কলিং ভ...
27/12/2021

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আপনাদের গুরুত্বপূর্ণ ২টা তথ্য দিচ্ছি
১.৩৫ টি মেডিকেল সেন্টার সেলেক্ট হয়েছে কলিং ভিসায় যারা যাবে এই সেকেক্টেড মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে।মেডিকেল ফি ৫২০০-৫৮০০ হতে পারে।
২.যারা মালয়েশিয়া যাবে তাদের রেজিষ্ট্রেশন করতে হবে, যেমন ভাবে আমরা কভিড ভ্যাকসিন নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছি।

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।সেবাসমূহঃ১.মাই ট্রাভেল পাস২.রি-এন্টি ভিসা৩.হোম কোয়ারান্টাইন বুকিং ৪.কভিড টে...
17/12/2021

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।
সেবাসমূহঃ
১.মাই ট্রাভেল পাস
২.রি-এন্টি ভিসা
৩.হোম কোয়ারান্টাইন বুকিং
৪.কভিড টেস্ট
৫.বিমান টিকেট

যোগাযোগ ঃড্রিম ট্রাভেলস
কনফিডেন্স সেন্টার,লেভেল ০১,শাহজাদপুর, গুলশান
মোবাইল ঃ01660012001 (whatsapp)

10/12/2021

আলহামদুলিল্লাহ,অপেক্ষার প্রহর শেষ
খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।সেবাসমূহঃ১.মাই ট্রাভেল পাস২.রি-এন্টি ভিসা৩.হোম কোয়ারান্টাইন বুকিং ৪.কভিড টে...
04/12/2021

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।
সেবাসমূহঃ
১.মাই ট্রাভেল পাস
২.রি-এন্টি ভিসা
৩.হোম কোয়ারান্টাইন বুকিং
৪.কভিড টেস্ট
৫.বিমান টিকেট

যোগাযোগ ঃড্রিম ট্রাভেলস
কনফিডেন্স সেন্টার,লেভেল ০১,শাহজাদপুর, গুলশান
মোবাইল ঃ01660012001 (whatsapp

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।সেবাসমূহঃ১.বিমান টিকেট২.হোম কোয়ারান্টাইন বুকিং ৩.মাই ট্রাভেল পাস৪.কভিড টেস্...
29/11/2021

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।
সেবাসমূহঃ
১.বিমান টিকেট
২.হোম কোয়ারান্টাইন বুকিং
৩.মাই ট্রাভেল পাস
৪.কভিড টেস্ট
৫.রি এন্ট্রি ভিসা

যোগাযোগ ঃড্রিম ট্রাভেলস
কনফিডেন্স সেন্টার,লেভেল ০১,শাহজাদপুর, গুলশান
মোবাইল ঃ01660012001 (whatsapp)

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।সেবাসমূহঃ১.বিমান টিকেট২.হোম কোয়ারান্টাইন বুকিং ৩.মাই ট্রাভেল পাস৪.কভিড টেস্...
18/11/2021

মালয়েশিয়া যাওয়ার জন্য সকল ধরনের সেবা দেয়া হয়।
সেবাসমূহঃ
১.বিমান টিকেট
২.হোম কোয়ারান্টাইন বুকিং
৩.মাই ট্রাভেল পাস
৪.কভিড টেস্ট
৫.রি এন্ট্রি ভিসা

যোগাযোগ ঃড্রিম ট্রাভেলস
কনফিডেন্স সেন্টার,লেভেল ০১,শাহজাদপুর, গুলশান
মোবাইল ঃ01660012001

Address

Tropical Molla Tower. Level 9. Progoti Dharani. Middle Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801710023324

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া কলিং ভিসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মালয়েশিয়া কলিং ভিসা:

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All