22/05/2024
নিজে নিজে চেষ্টা করে ডকুমেন্ট সাবমিটের ৩৭ দিনে যমুনা আইভ্যাক থেকে ট্যুরিস্ট ভিসা পাওয়ার অভিজ্ঞতা :-
-: TIMELINE :-
◆ 06/04/2024 - Online Registration Completed
◆ 09/04/2024 - Appointment Date - Documents Submitted at Jamuna Future Park - JFP IVAC
◆14 /05/2024- Status "Granted But Not Printed"
◆ 16/05/2024 - Got The Passport Collecting SMS
আমরা মোট ৩জন একসাথে ০৯/০৪/২০২৪ তারিখে যমুনা ফিউচার পার্কের আইভ্যাকে কাগজপত্র জমা দেই, এবং আমাদের সবারই পাসপোর্ট ডেলিভারির ম্যাসেজ ঠিক ৩৭ দিন পর অর্থাৎ ১৬/০৫/২০২৪ তারিখ রাতে চলে আসে । আমাদের ব্যস্ততার কারণে ১৯/০৫/২০২৪ তারিখ পাসপোর্ট কালেক্ট করতে না পারলেও ২২/০৫/২০২৪ তারিখে কোনো হ্যাসেল ছাড়াই পাসপোর্ট ডেলিভারি নিতে সক্ষম হয়েছি । আল্লাহর রহমতে সবাই ৬ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছি ।। আলহামদুলিল্লাহ ।।