21/01/2025
🕋 At Taleem Travels এ রামাজানের জন্য উমরা বুকিং চলছে.........
রামাজানে যারা রবের মেহমান হতে চাচ্ছেন তারা যোগাযোগ দ্রুত করুন ।
👉 রামাজানে উমরার ফজিলতঃ-
হাদিসে এসেছে, ‘রমজান মাসে উমরা করা এক হজ্জের সমান’ [ عمرة في رمضان تعدل حجة তিরমিযী: হাদিস নং ৮৬১ ; ইবনে মাজাহ : হাদিস নং ২৯৮২ ]
👉 উমরার ফজিলতঃ-
‘এক উমরা থেকে অন্য উমরা, এ-দুয়ের মাঝে কৃত পাপের, কাফফারা।’[ عمرة إلى عمرة كفارة لما بينها والحج المبرور ليس له جزاء إلا الجنة বোখারি : হাদিস নং ১৬৫০]
👉 যে ব্যক্তি এই ঘরে এলো, অতঃপর যৌনতা ও শরিয়ত-বিরুদ্ধ কাজ থেকে বিরত রইল, সে মাতৃ-গর্ভ থেকে ভূমিষ্ট ‘হওয়ার দিনের মত হয়ে ফিরে গেল।’ ইমাম ইবনে হাজার আসকালানির মতানুসারে এখানে হজ্জকারী ও উমরাকারী উভয় ব্যক্তিকেই বুঝানো হয়েছে।[ ফাতহুল বারী : ৩/৩৮২]
🏢 অফিস লোকেশন পল্টন, চায়না টাউন, পূর্বপাশের লিফট, লিফটের ৭ ।
🎙️ সার্বিক পরিচালোনাই ও গ্রুপ লিডার নাজমুছ সাআদাত MD Nazmus Saadat
☎️ মোবাঃ- +8801747527225 (হোয়াটএ্যাপ)