At Taleem Travels

At Taleem Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At Taleem Travels, Travel Company, পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা, Dhaka.
(1)

রাসুল (সাঃ) বলেছেন' মাবরুর হজ্জের ( কবুল হজ্জের) প্রতিদান জান্নাত ব্যতিত আর কিছুই নয়।

Contact..,
Mobile : +880 1747-527225
Email : [email protected]
https://www.fb.com/NazmusSaadat2

04/12/2024

🕋 ডিসেম্বরের উমরার গ্রুপ ৩টা আলহামদুলিল্লাহ ।
রবের নিকট শুকরিয়া ৩টা গ্রুপ ফ্লাপ হয়ে গেছে ।
পরবর্তী গ্রুপ জানুয়ারি মাসের ২৫ তারিখ ইন শা আল্লাহ।
☎️ বুকিং করতে কল করুনঃ- +8801747527225 (হোয়াটএ্যাপ)

আমার শ্রদ্ধাভাজন টিপু ভাই আমার সাথে উমরা সফরে তার মনভাব ব্যাক্ত করেন ।

02/12/2024

🕋 আলহামদুলিল্লাহ, আমি ও আমার উমরা সফর সঙ্গীরা রবের রহমে সুন্দর ভাবে দেশে পৌছেছি ।

🕋 ২০২৫ এর স্পেশাল প্যাকেজ, জানুয়ারির ২০ তারিখে আসা, ফেব্রুয়ারির ২তারিখ দেশে যাওয়া ।প্যাকেজের জন্য পাসপোর্ট জমা শুরু করেছ...
24/11/2024

🕋 ২০২৫ এর স্পেশাল প্যাকেজ, জানুয়ারির ২০ তারিখে আসা, ফেব্রুয়ারির ২তারিখ দেশে যাওয়া ।
প্যাকেজের জন্য পাসপোর্ট জমা শুরু করেছি আমরা।
মক্কা ও মদিনার হোটেল ৬ থেকে ৮ মিনিট দূরত্ব ।

প্রতিটা গ্রুপের সাথে আমি থাকি ।
২০২৫ এর গ্রুপের সাথে আমি থাকবো ইন শা আল্লাহ ।

আমানাতের সহিত, যথাযথ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইন শা আল্লাহ ।

At Taleem Travels এর জন্য দোয়া করে দিবেন ।
☎️ বুকিং নাম্বারঃ- 01747-527225 (হোয়াটএ্যাপ)

16/11/2024

🕋 হজ্বের নিবন্ধনের লাস্ট টাইম নভেম্বরের ৩০ তারিখ ।
যারা এখনো নিবন্ধন করেননি অতিসত্বর যোগাযোগ করুন।
☎️ মোবাঃ- +8801747527225 হোয়াটএ্যাপ

16/11/2024

হঠাৎ উমরাহ বিমান ভাড়া এবং মক্কা মদিনার হোটেল ভাড়া বেড়ে গেছে প্রায় দিগুণ হয়েছে।
উমরাহ প্যাকেজ তৈরি করলে খুবি হিসাব করে তৈরি করবেন। বিশেষ করে হোটেলের অবস্থা খুবি ভয়াবহ।

12/11/2024

একটা উমরা, হজ্ব, গ্রুপ তৈরি করা কতটা যে কষ্টের, কতটা যে প্রেশানির তা বলে বুঝানো কঠিন ।

একটি উমরা গ্রুপ যখন তৈরি করি তখন নিজের ভিতরে চরম প্রেশানি কাজ করে ।
বড় দায়বদ্ধতা ।
শরীর ভার ভার থাকে ।
যতক্ষণনা পর্যন্ত হাজিতের মুখ থেকে আলহামদুলিল্লাহ আর হাসি মুখ দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত বুকের ভিতরে যন্ত্রনা অনুভব করি ।

আমি জানিনা রবের মেহমানদের কতটা খুশি করতে পারি, তবে এভাবে বলতে আমি আমার সর্বউচ্চ দিয়ে পরিশ্রম করি, রাব্বুলআলামিন অন্তরের খবর সম্পর্কে পরিপূর্ণ অবগত ।

যদি কখনো মনে হয় আমি রবের মেহমানদের কোনভাবে জুলুমের কারণ হয়ে যাচ্ছে ।
চোখ বন্ধ করে এ কাজ থেকে দূরে সরে আসবো ।

আল্লাহ সহজ করুন, আমিন ।

05/11/2024

অনুভূতি ব্যক্ত করা অসম্ভব

🕋 ২০২৫ সালের হজ্জের প্রাক- নিবন্ধন চলছে.....প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা এখন বাংলাদেশ থেকে হজ্জ্ব ও ওমরাহ বুকিং করতে পারব...
03/11/2024

🕋 ২০২৫ সালের হজ্জের প্রাক- নিবন্ধন চলছে.....

প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা এখন বাংলাদেশ থেকে হজ্জ্ব ও ওমরাহ বুকিং করতে পারবেন।
বুকিং করতে যা যা লাগবেঃ
✔ পাসপোর্ট কপি
✔ জন্মনিবন্ধন কপি
✔ ১ কপি ছবি
বাংলাদেশি নাগরিক হলে বুকিং করতে যা যা লাগবেঃ
✔ ভোটার আইডি কার্ডের ফটোকপি
✔30000 টাকা নিবন্ধন ফি

☎️ মোবাঃ- 01747-527225

মাফ করবেন!একটা এজেন্সির ওমরার প্রচারণা গুলো দেখলাম!মদিনা সফরে তাদের প্রচারণায় একটু বেশি বাড়াবাড়ি মনে হলো তাই পোস্ট কর...
03/11/2024

মাফ করবেন!
একটা এজেন্সির ওমরার প্রচারণা গুলো দেখলাম!
মদিনা সফরে তাদের প্রচারণায় একটু বেশি বাড়াবাড়ি মনে হলো তাই পোস্ট করলাম!!!

যারা মদিনায় আসেন মাসজিদে নববীতে-ই আসেন!!
আর মাসজিদে নববী থেকে মাসজিদে গামামার দূরত্ব ২০০ হাতের বেশি হবে না।
আর মাসজিদে গামামা থেকে মাসজিদে আবু বকর (রাঃ) ৫০/৭০ হাত দূরে।

আর জান্নাতুল বাকী (সঠিক নাম বাকিউল গারকাদ) মাসজিদে নববী থেকে ৪০/৫০ হাত দূরে হবে।
আর মাসজিদে বেলাল মাসজিদে নববী থেকে ঘুমিয়ে ঘুমিয়ে হেটে গেলেও ৬/৭ মিনিট সময় লাগবে!

অর্থাৎ মাসজিদে নববী, মাসজিদে গামামা, মাসজিদে আবু বকর (রাঃ), জান্নাতুল বাকী এবং মাসজিদে বেলাল (রাঃ) কোন ভাবেই আলাদা আলাদা জিয়ারা বা ভ্রমণের জায়গা হতেই পারে না!!!
ওদিকে উহুদ পাহাড় আর শহীদদের কবর আলাদা ভাবে উল্লেখ করাটাও ধোঁকা বাজি ছাড়া কিছুই নয়, কেননা দুটি একই জায়গা।

মনে রাখতে হবে হজ্ব ও উমরা এটি ইবাদাত ।
জবান দিয়ে যা বলবেন তাই সার্ভিস দিবেন ।
মিথ্যা বলে মানুষকে কষ্ট দিয়ে অভিশাপ কুড়াবেননা ।

মরণ হয়ে যাবে তবুও At Taleem Travels জবান কখনো দুই করবেনা ইন শা আল্লাহ ।

31/10/2024

এতো দিন যারা ৩ লাখ টাকায় হজ্ব আর ৭০ হাজার টাকায় উমরাহ প্যাকেজের মিথ্যা তথ্য সবার সাথে শেয়ার করেছে তাদের বিচার করা উচিত ।
এদের কারণে সাধারণ হাজী সাহেবদের সাথে আমাদের অনেক ভুল বুঝাবুঝি হয়েছে ।

আর যারা আমাকে ভালোবাসে তারা কোন কিছু তোয়াক্কা করেনি আলহামদুলিল্লাহ ।

মদিনা সিটি। আপনি এই ছবিটি দেখলেন তারপর কিছুক্ষণ থামেন, মানে ৫ মিনিট ধরে এই দিকে তাকিয়ে থাকেন। এবার ফিরে দেখেন ১৪০০ বছর আ...
30/10/2024

মদিনা সিটি।

আপনি এই ছবিটি দেখলেন তারপর কিছুক্ষণ থামেন, মানে ৫ মিনিট ধরে এই দিকে তাকিয়ে থাকেন।
এবার ফিরে দেখেন ১৪০০ বছর আগের নানান ঘটনাবলির দিকে।

একটা টানা নিশ্বাস নেয়া জরুরী হয়ে পড়েছে আপনার, কারণ বুকে কোন এক জায়গায় হাল্কা চিন চিন করা শুরু করেছে।

আমি জানি, এর প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরে দেখা আপনার আর আমার স্বপ্ন।
আল্লাহ কবুল করবেন ইন শা আল্লাহ।

🕋 ডিসেম্বরে যারা উমরা করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন ।☎️  01747-527225
29/10/2024

🕋 ডিসেম্বরে যারা উমরা করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন ।

☎️ 01747-527225

25/10/2024

🕋 ডিসেম্বরের ২৫ তারিখে উমরা সফরে আপনিও হতে পারেন আমার সফর সঙ্গী ।

✈️ প্যাকেজে যা যা থাকছে.............

১. টিকিট,
২. ভিসা,
৩. মক্কা মদিনা সকল ট্রান্সপোর্ট,

৪. মানসম্মত হোটেল, মক্কাতে ৮ রাত, মদিনাতে ৫ রাত।
মক্কা ও মদিনাতে হোটেলের দূরত্ব থাকবে ৫০০ মিটারের ভিতরে ইন শা আল্লাহ ।

৫. দেশি তিন বেলা খাবার ।
৬. কাফেলার সাথে আমি MD Nazmus Saadat নিজেই থাকবো ইন শা আল্লাহ ।

☎️ যোগাযোগঃ- 01747-527225 (হোয়াটসঅ্যাপ)

At Taleem Travels আপনাকে কথা ও কাজে মিল রেখে সর্ভিস দিতে ওয়াদা বদ্ধ, ইন শা আল্লাহ ।♥️

25/10/2024

🕋নভেম্বরের ১৭ তারিখের উমরা গ্রুপ ক্লোজ ।
পরবর্তীতে গ্রুপ ডিসেম্বরের ১৫ তারিখ ইন শা আল্লাহ।
আগ্রহী ব্যাক্তি দ্রুত বুকিং করুন।
☎️01747527225

23/10/2024

🕋 নভেম্বরের ১৭ তারিখে ১ লক্ষ ২৫ হাজার টাকায় উমরা করতে ইচ্ছুক ব্যাক্তি দ্রুত যোগাযোগ করুন।
টিকিট, ভিসা, তিন বেলা খাবার, মক্কা মদিনা সকল দর্শনীয় জায়গা সফর করা, মক্কা ও মদিনাতে মানসম্মত হোটেল, সাথে আমি থাকবো ইন শা আল্লাহ ।

☎️ +8801747527225
At Taleem Travels

🕋 ১ লক্ষ ২৫ হাজারে উমরা করতে অতিদ্রুত বুকিং করুন।নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে সময় নির্ধারণ করা হয়েছে।☎️ 01747-52722...
20/10/2024

🕋 ১ লক্ষ ২৫ হাজারে উমরা করতে অতিদ্রুত বুকিং করুন।
নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে সময় নির্ধারণ করা হয়েছে।
☎️ 01747-527225

আমার সাথে আসা রবের ঘরের মেহমানরা দেশে সুন্দর ভাবে পৌছে গেছে আলহামদুলিল্লাহ ।আমি এখনো মক্কাতে আছি আলহামদুলিল্লাহ ।আমার সা...
14/10/2024

আমার সাথে আসা রবের ঘরের মেহমানরা দেশে সুন্দর ভাবে পৌছে গেছে আলহামদুলিল্লাহ ।

আমি এখনো মক্কাতে আছি আলহামদুলিল্লাহ ।

আমার সাথে দেশের বিভিন্ন স্থান থেকে যারা আমার সঙ্গী হন তাদের সাথে আত্নার সম্পর্ক তৈরি হয়ে যাই ।
তাদের সাথে অল্প সময়ের মক্কা মদিনা সফর শেষ করে বিদায়ের সময় হৃদয়ের গভিরে অত্যন্ত কষ্ট অনুভব হয় 😭

12/10/2024

🕋 রবের মেহমান...
ইউরোপ থেকে আসা প্রিয় ভাইয়েদের নিয়ে মদিনা থেকে মক্কার পথে ।
রাব্বুলআলামিন সফর নিরাপদ করুন আমিন ।

Address

পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা
Dhaka
9421

Website

Alerts

Be the first to know and let us send you an email when At Taleem Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies