শেষ দিন জামারায় পাথর নিক্ষেপের পর সুন্দর একটা মুহূর্ত ক্যামরায় ধরা পড়ে।
জামারায় পাথর নিক্ষেপের জন্য অপেক্ষমান লক্ষ লক্ষ হাজীর মধ্যে সালেহ হজ্জ ট্রাভেলস এর কিছু অংশ
আরাফাত থেকে মুজদালিফার বাসের জন্য অপেক্ষা।
আরাফাতের শেষ মুহূর্তের ক্ষমাপ্রার্থনা এবং দোয়া!!
🤲😥🕋😥🤲
মুজদালিফা থেকে জামারাহ্ এর পথে!
تقبل الله منا ومنكم صالح الاعمال
আজ আরাফাতের দিন,
আলহামদু লিল্লাহ, সকল হাজী আরাফাতের ময়দানে ফজরের নামাজ আদায় করছেন!
আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করেন!!
🤲🕋🤲
আজ আরাফাতের দিন,
আলহামদু লিল্লাহ, সকল হাজী আরাফাতে উপস্থিত!
আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করেন!!
🤲🕋🤲
কুরবানীর জন্য পশুর সাইজ নির্ধারণ চলছে।
আলহামদুলিল্লাহ
আমাদের সম্মানিত সকল হজযাত্রীবৃন্দ মিনায় এসে পৌঁছেছেন! আল্লাহ তাআলা সকলকে হজমুল নসিব করেন!!
হজ্জের টানে
মিনার পানে!
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক!
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক!!
ইন্নাল হামদা হালাকাওয়াল মুলক!!!
লা শারিকালাক!!!!
মিনার তাবুতে অবস্থান ও ৫ ওয়াক্ত নামাজ (জোহর, আসর, মাগরিব, এশা, ও ফজর) আদায় সম্পন্ন করে আরাফাহর উদ্দেশ্যে রওনা।
আজ ইয়াওমু আরাফাহ বা আরাফার দিন।
تقبل الله طاعتنا!
اللهم ارزقنا حجه مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا!!
দমে শাকুর বা কুরবানী
হজ্জ ২০২৩
হাজীগনের মিনার উদ্দেশ্যে রওনা
হজ্জ 2023
রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। হজ্জ অফিস, আশকোনা, বিমানবন্দর, ঢাকা।
হজ্জ মৌসুমে অন্তত একবার হজ ক্যাম্পে না এলে একটা ভীষণ অতৃপ্তি থেকে যায়।
যদিও আমাদের সালেহ হজ্জ ট্রাভেলসের প্রথম পর্যায়ের ৭৫ জন হজযাত্রী ২৫ মে ২০২৩ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা-মদিনা গমন করেছিলেন। আমাদের অফিস ব্যবস্থাপক মীর কাউসার এর নেতৃত্বে অন্যান্য স্টাফগনের সহযোগিতায় হাজী সাহেবদেরকে আশকোনা হজ্জ ক্যাম্প থেকে বিদায় দেয়া হয়েছিল এবং আমি মদিনা বিমানবন্দর থেকে হাজী সাহেবগণকে রিসিভ করেছিলাম। ০৯ দিন মদিনা সফর শেষে গত ০৩ জুন ২০২৩ ইং তারিখ মক্কায় গমন, ওমরাহ সম্পন্ন করন, মক্কার জিয়ারাহ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে আমি বাংলাদেশের দেশে আসি।
আজ আমার টিকিটটি রিইস্যু করার জন্য হজ্জ ক্যাম্পে এসে আর আবেগ ধরে রাখতে পারিনি।
আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সম্পূর্ণ হজ্জ ব্যবস্থাপনাকে সহজ করে দেন এবং সকল হাজী সাহেবদের হজ্জকে ক
আলহামদু লিল্লাহ! আলহামদু লিল্লাহ!! চুম্মা আলহামদু লিল্লাহ!!!
দীর্ঘ আড়াই বছর পর পবিত্র কাবা শরীফের ব্যারিকেড পরিপূর্ণরূপে সরিয়ে নেয়া হয়েছে।
রবের মেহমানরা আবার মালিকের ঘর ছুঁতে পারবে, মুলতাজামে শরীর জড়িয়ে রবের দরবারে দুয়া করতে পারবে, আবারও হাতিমে নামাজ পড়তে পারবে, হাজরে আসওয়াদে চুমু খেতে পারবে।
🤲😥🕋تقبل الله منا ومنكم صالح الاعمال🕋😥🤲
মুজদালিফা থেকে জামারাহর পথে