15/12/2024
🔲আগামীকাল আমরা ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস এর ছুটিতে বিডি ট্রাভেলাস্ গ্রুপ থেকে গোলাপ গ্রাম যাবো ইনশাআল্লাহ। সকাল এ যাবো সারাদিন ঘুরে সন্ধায় ফিরবো। সকাল ৯:৩০ এ মতিঝিল থেকে মেট্রোরেল রেল এ যাবো মিরপুর ১০ ওখান থেকে মিরপুর ১ চলে যাবো। মিরপুর দিয়াবাড়ি বোট ঘাট থেকে বোট এ চলে যাবো গোলাপ গ্রাম এ উদ্দেশ্যে সারাদিন ঘুরে বিকেল এ ফিরবো ইনশাআল্লাহ।
খরচ - ৬৫০ টাকা।
যাওয়া আসার সকল খরচ দুপুরের খাবার ও বিকেল এর নাস্তা সহ সব কিছু এই খরচের মধ্যে ইনশাআল্লাহ।
কে কে যাবেন জানাবেন।
ধন্যবাদ।
যোগাযোগ -
Rana- 01912260898