NEOM Holidays BD

NEOM Holidays BD Travels with Lowest Budget and Maximum satisfaction

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!! সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আশা করি রাজনীতিবিদদের মত আপনারাও এই জা...
08/08/2024

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!! সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আশা করি রাজনীতিবিদদের মত আপনারাও এই জাতিকে হতাশ করবেন না।

17/07/2024

মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। আলহামদুলিল্লাহ আমি আমার বিবেক বিক্রি করি নাই।

ছাত্রদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।

08/07/2024

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ,

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে.

Beautiful nights in Singapore ✨🖤📸: [instagram.com/cee_explorer]
03/07/2024

Beautiful nights in Singapore ✨🖤

📸: [instagram.com/cee_explorer]

03/07/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।

একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।

তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)

আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।

সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

ধন্যবাদ ।

Who wants to go to this place now like me!
23/06/2024

Who wants to go to this place now like me!

যারা সমুদ্র পছন্দ করেন। ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন। এমন সুন্দর সুন্দর লোকেশনে।
10/06/2024

যারা সমুদ্র পছন্দ করেন। ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন। এমন সুন্দর সুন্দর লোকেশনে।

10/06/2024

সীমিত খরচেই কানাডা ও অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে। অথচ শুধুমাত্র ভাষাগত দক্ষতা ও যোগ্যতার অভাবে লোক পাওয়া যায় না।

কম খরচে বিদেশ ভ্রমণের ৫ পরামর্শCourtesy: প্রথম আলোবিশ্বাস করুন! কাপড়চোপড়, টুকিটাকি জিনিসপত্রে ঠাসা ভারী ব্যাগটা কাঁধে নে...
08/06/2024

কম খরচে বিদেশ ভ্রমণের ৫ পরামর্শ
Courtesy: প্রথম আলো

বিশ্বাস করুন! কাপড়চোপড়, টুকিটাকি জিনিসপত্রে ঠাসা ভারী ব্যাগটা কাঁধে নেওয়ামাত্রই শরীরটা কেমন হালকা হালকা লাগে। মনে হয় কোনো ডায়েট কিংবা ব্যায়ামের ঝক্কি ছাড়াই এক লাফে ওজন কমে গেল অনেকখানি। ব্যাগ কাঁধে কোনো ভ্রমণে বেরোনোর মুহূর্তে এই অ্যাড্রিনালিন রাশ, এই রোমাঞ্চটা বোধ হয় সব পর্যটকই টের পান। তাই ডলারের দাম, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চোখ রাঙানি উপেক্ষা করে ভ্রমণপ্রেমীরা বেরিয়ে পড়েন ঠিকই।
ভিনদেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচেটিয়া না। ‘বাজেট ট্রাভেলার’ কথাটা আজকাল বেশ প্রচলিত। একটু বুদ্ধি খাটালে বাজেট অল্প হলেও আপনি আশপাশের কয়েকটা দেশ অন্তত ঘুরে আসতে পারবেন। এমনকি সে জন্য কোনো ট্রাভেল এজেন্সির ‘কম দামি প্যাকেজের’ অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই। আপনি নিজেই সবকিছুর বন্দোবস্ত করে ফেলতে পারবেন।
কম খরচে বিদেশ ভ্রমণের কয়েকটা উপায় জেনে নিই, চলুন।
টিকিট কাটুন আগেভাগে, চোখ রাখুন ওয়েবসাইটে
বিমানের টিকিট যত আগে কাটবেন, ভাড়া পড়বে তত কম। এ ছাড়া একেক এয়ারলাইনস একেক সময়ে ছাড় দেয়। এয়ারলাইনসগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে ছাড়ের খবর পেয়ে যাবেন।
অনেক সময় আপনাকে হয়তো ‘কানেক্টিং ফ্লাইট’ বেছে নিতে হতে পারে। তাতে যাত্রা একটু লম্বা হয়ে যাবে, ট্রানজিটে একটা বড় সময় অপেক্ষা করতে হবে, কিন্তু টিকিটটা পাবেন কম দামে।
ভ্রমণ করুন অমৌসুমে
একেক দেশে ভ্রমণের মৌসুম একেক সময়ে। যখন মৌসুম চলে, তখন বিমানের টিকিটের দাম থেকে শুরু করে হোটেল ভাড়া, সবই বেড়ে যায়। তাই চেষ্টা করুন অমৌসুমে ভ্রমণ করতে। থাইল্যান্ডে যেমন এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকের চাপ কম থাকে। মালদ্বীপে খরচ একটু কম থাকে মে থেকে আগস্ট পর্যন্ত। অন্যদিকে দুবাইতে যদি ঘুরতে যান রমজান মাসে, তাহলে খরচ কম পড়বে। দর্শনীয় জায়গাগুলোতে ভিড় কম পাবেন। আবার ভিন্ন একটা দেশে রমজান পালনের অভিজ্ঞতাও হবে। এভাবে ভ্রমণের সময়টা একটু এদিক–ওদিক করে নিলেই দেখবেন অনেক ক্ষেত্রেই টাকা বেচে যাচ্ছে।
কম খরুচে হোটেল, এয়ারবিএনবি
ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপালের মতো দেশগুলোতে মোটামুটি অল্প খরচেই আপনি হোটেল পেয়ে যাবেন। বুকিং ডটকম, অ্যাগোডা, গুগলের মতো প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি সরাসরি হোটেলের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। কখনো কখনো সরাসরি যোগাযোগ করলে দাম কিছুটা কম পড়ে। বন্ধুবান্ধব মিলে যদি ভ্রমণ করেন, হোটেলে না উঠে ‘ব্যাকপ্যাকারস হোস্টেল’গুলোতে উঠতে পারেন। নানা দেশের পর্যটকের সঙ্গে এক ঘরে থাকাও কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতা।
হোটেলের ভাড়া অনেকটাই নির্ভর করে জায়গার ওপর। যেমন ধরা যাক আপনি যদি থাইল্যান্ডের ফুকেটে বেড়াতে যান, পাতং সৈকতের যত কাছাকাছি থাকবেন, ভাড়া তত বাড়বে। বড় বড় শপিং মলগুলোর কাছাকাছি যেসব হোটেল, সেগুলোরও খরচ সাধারণত বেশি। তাই একেবারে পর্যটকদের কেন্দ্রগুলোতে না থেকে ৫–১০ মিনিটের হাঁটা দূরত্বে কোনো হোটেল বেছে নিন।

কোনো কোনো দেশে হোটেলের তুলনায় এয়ারবিএনবিতে খরচ বেশ কম পড়ে। এয়ারবিএনবিকে সহজ ভাষায় বলা যায় অল্প দিনের জন্য রেডি ফ্ল্যাট ভাড়া নেওয়ার একটি প্ল্যাটফর্ম। এয়ারবিএনবির ওয়েবসাইট বা অ্যাপ ঘাঁটলেই নানা রকম ফ্ল্যাটের খোঁজ পেয়ে যাবেন।

গণপরিবহন ও স্কুটার
বিদেশে ভ্রমণে গেলে উবার, গ্র্যাব, ট্যাক্সি ব্যবহার না করে যতটা সম্ভব গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেমন পরিবহন পাস (এক ধরনের কার্ড) কিনে নিতে পারবেন। এই পাস ব্যবহার করেই এমআরটি, বাসসহ অধিকাংশ গণপরিবহনে চড়তে পারবেন।
শুধু গণপরিবহন ব্যবহার করেই কতটা সাশ্রয় করা সম্ভব, তার একটা উদাহরণ দিই। ধরুন আপনি মালদ্বীপে বেড়াতে গেছেন। মালে থেকে মাফুশি দ্বীপে যদি ব্যক্তিগত ব্যবস্থাপনায় স্পিডবোটে চড়ে যান, জনপ্রতি খরচ হবে ২৫ ডলার। অথচ ফেরিতে গেলে খরচ পড়বে মাত্র ৪–৫ ডলার। এক–আধ ঘণ্টা সময় বেশি লাগবে। তাতে কী? একটু বেশি সময় ধরেই নাহয় সাগরের সৌন্দর্য উপভোগ করলেন!
এশিয়ার দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ইদানীং স্কুটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশগুলোতে মোটামুটি কম খরচেই স্কুটার ভাড়া করে নিতে পারবেন। যত বেশি দিনের জন্য ভাড়া নেবেন, খরচ পড়বে তত কম। স্কুটার ভাড়া করে নিলেও ঘোরাঘুরিটা অনেকটাই সাশ্রয়ী হয়ে যায়। অবশ্য তার জন্য আপনাকে স্কুটার চালাতে জানতে হবে আর আপনার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রয়োজনীয় অ্যাপ
বিভিন্ন অ্যাপ আজকাল ঘোরাঘুরির ক্ষেত্রে বেশ কাজে লাগে। এসব অ্যাপে দর্শনীয় স্থানগুলোর টিকিট আপনি ‘বান্ডল প্যাকেজ’ হিসেবে কম খরচে কিনে নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায় ক্লুকের কথা। একেক দেশে বেড়ানোর ক্ষেত্রে ক্লুকে একেক রকম অফার পাবেন। তবে সব অফারই যে আপনাকে সবচেয়ে কম খরচের নিশ্চয়তা দেবে, তা নয়। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব ঘেঁটে যাচাই–বাছাইটা আপনাকেই করতে হবে। সব মিলিয়ে আপনার ‘রিসার্চ’ যত ভালো হবে, খরচ হবে তত কম।

লিখেছেনঃ মো. সাইফুল্লাহ

ইউরোপের ক্রোয়েশিয়া দিয়ে এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে।  যাদের স্বপ্ন ইউরোপ‌ তারা চেষ্টা করে দেখতে পারেন।
08/06/2024

ইউরোপের ক্রোয়েশিয়া দিয়ে এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। যাদের স্বপ্ন ইউরোপ‌ তারা চেষ্টা করে দেখতে পারেন।

                        🇸🇬
07/06/2024

🇸🇬

যাদের হঠাৎ করে ইচ্ছা হচ্ছে কোথা থেকে ঘুরে আসতে আবার ভিসাও নাই। তাদের জন্য মালদ্বীপ হতে পারে বেস্ট অপশন।
05/06/2024

যাদের হঠাৎ করে ইচ্ছা হচ্ছে কোথা থেকে ঘুরে আসতে আবার ভিসাও নাই। তাদের জন্য মালদ্বীপ হতে পারে বেস্ট অপশন।

Shout out to my newest followers! Excited to have you onboard!Mosaddak Mahmud, Md Saiful Islam, Md Abdul Kader, Md Saifu...
04/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mosaddak Mahmud, Md Saiful Islam, Md Abdul Kader, Md Saifuddin, Kamal Hossain, Farid Merza, Mejanur Rahman Mejanur Rahman, Sarwar Hossain

ইহা শুধু বাংলাদেশেই সম্ভব। মনে হচ্ছে, সুইজারল্যান্ড আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ...
03/06/2024

ইহা শুধু বাংলাদেশেই সম্ভব।
মনে হচ্ছে, সুইজারল্যান্ড আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।

পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামকরা এয়ারলাইনস এর একটি নাম -- Bangladesh Biman.
এটি এতই ব্যায়বহুল যে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দামে অন্যান্য ফ্লাইটে আপনি ২/৩ বার আসা যাওয়া করতে পারবেন।
এটি এতই নাম করা ও ভালো সার্ভিস দেয় যে,যাত্রীগন অন্য ফ্লাইট বাদ দিয়ে এই ফ্লাইটে সহজে চড়তে চান না।

শুনেছি এই বিমানগুলো মাটি থেকে আকাশে উড়ার সময় ৩ গুন তেল বেশী খেয়ে ফেলে তাই মনে হয় ভাড়াটাও সে অনুযায়ী নেওয়া হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের নমুনা রেট খেয়াল করুন/~rate

Kualalumpur To Dhaka @ ~ 12,000৳
Dhaka To Kualalumpur @~ 1,20,000৳

Dubai To Dhaka @~28,000/-
Dhaka to Dubai -@~1,12,000/-

Oman to Dhaka @~30,000/-
Dhaka to Oman @~ 80,000/-

Qatar to Dhaka @~24,000/-
Dhaka to Qatar @~92,000/-

South Korea to Dhaka @~1,18,000/-
Dhaka to South Korea @~2,15000/-

(সংগৃহীত)

             🇸🇬
02/06/2024

🇸🇬

              🇧🇩
01/06/2024

🇧🇩

               🇹🇭
01/06/2024

🇹🇭

Bangkok Thailand 🇹🇭      🇹🇭
01/06/2024

Bangkok Thailand 🇹🇭
🇹🇭

01/06/2024

Slovenia,Finland,
Iceland দিয়ে ইউরোপের ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার রেশিও অনেক বেশি। ইউরোপের 27 টা দেশ ঘোরার জন্য একটাই ভিসা !!
সেনজেন ভিসা!!

সময় ইচ্ছা সামর্থ্য থাকলে  পরিচিত এজেন্সির মাধ্যমে দ্রুত আবেদন করুন।📸Collected
01/06/2024

সময় ইচ্ছা সামর্থ্য থাকলে পরিচিত এজেন্সির মাধ্যমে দ্রুত আবেদন করুন।
📸Collected

                 🇹🇭
31/05/2024

🇹🇭

31/05/2024

পর্তুগাল ভিসা apply করলে অনেক সুবিধা পাবেন। ইউরোপের ২৭ টি দেশ ঘুরাও যাবে বা পর্তুগালে স্থায়ী বসবাসের অনেক সুযোগ আছে 🇧🇩

Singapore Airlines Boeing 787-10 Dhaka to Singapore 🇸🇬                 ❤️
31/05/2024

Singapore Airlines Boeing 787-10 Dhaka to Singapore 🇸🇬
❤️

                  ❤️
31/05/2024

❤️

       -10                  🇸🇬
31/05/2024

-10 🇸🇬

            🇲🇾
31/05/2024

🇲🇾

দুবাই থেকে পর্তুগালের এগ্রিকালচার ভিসা (কৃষি ভিসা) পাওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:১. চাকরি খোঁজা:প্রথমে ...
30/05/2024

দুবাই থেকে পর্তুগালের এগ্রিকালচার ভিসা (কৃষি ভিসা) পাওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. চাকরি খোঁজা:
প্রথমে পর্তুগালের একটি কৃষি কোম্পানির কাছ থেকে চাকরির অফার পেতে হবে। আন্তর্জাতিক চাকরি পোর্টাল, লিংকডইন, এবং রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে কাজের সন্ধান করতে পারেন।

২. নিয়োগকর্তার দায়িত্ব:
নিয়োগকর্তা পর্তুগালের ইমিগ্রেশন অফিসে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। ওয়ার্ক পারমিটের অনুমোদন পেলে তারা আপনাকে নোটিফাই করবে।

৩. প্রয়োজনীয় ডকুমেন্টস:
- পূরণকৃত ভিসা আবেদন ফর্ম
- বৈধ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)
- পাসপোর্ট সাইজের ছবি
- চাকরির অফার লেটার
- ওয়ার্ক পারমিট অনুমোদন কপি
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট
- ট্রাভেল বীমা

৪. ভিসা আবেদন:
প্রয়োজনীয় ডকুমেন্টসসহ দুবাইতে অবস্থিত পর্তুগালের দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করুন। আবেদন জমা দিতে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

৫. বায়োমেট্রিক্স:
আঙ্গুলের ছাপ ও ছবি প্রদান করুন।

৬. ভিসা ফি:
নির্ধারিত ভিসা ফি প্রদান করুন। ভিসা ফি সাধারণত ৬০-১০০ ইউরো হতে পারে।

৭. ভিসা প্রসেসিং:
আবেদন জমা দেওয়ার পর, সাধারণত ১৫-৩০ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং হয়। দূতাবাস আপনার আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে।

৮. ভিসা সংগ্রহ:
ভিসা অনুমোদিত হলে, আপনাকে পাসপোর্টে ভিসা সিলযুক্ত করে ফেরত দেওয়া হবে।

৯. পর্তুগালে যাত্রা:
ভিসা পাওয়ার পর, আপনার ভ্রমণের প্রস্তুতি নিন। ফ্লাইট টিকিট বুক করুন এবং যাত্রার দিন নির্ধারণ করুন।

অতিরিক্ত টিপস:
- ডকুমেন্টস যাচাই: সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে যাচাই করে জমা দিন।
- প্রাথমিক যোগাযোগ: দূতাবাসের ওয়েবসাইট এবং হেল্পলাইন থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করুন।

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি দুবাই থেকে পর্তুগালের এগ্রিকালচার ভিসা পেতে পারেন। আরও বিস্তারিত তথ্য জানতে পর্তুগালের এম্বাসির ওয়েব সাইটে ভিজিট করুন।
📸Collected

Good Night 😴                              🇻🇳
30/05/2024

Good Night 😴
🇻🇳

           🇦🇪
30/05/2024

🇦🇪

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEOM Holidays BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All