15/04/2024
সৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত উমরাহ ভিসার যে মেয়াদ ৯০ দিন করা হয়েছিল তা ইতোপূর্বে সৌদিতে প্রবেশের পর হতে ৯০ দিন হিসেব করা হতো। বর্তমানে রাজকীয় সৌদি সরকার এই নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন হতে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি প্রদান করা হবে মর্মে জানিয়েছে এবং বর্তমানে উমরাহ ভিসায় যারা সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে আগামী ১৫ জিলক্বদ তথা ২৩ মে ২০২৪ এর পূর্বেই সৌদি আরব ত্যাগ করতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক।
উল্লেখ্য যে, আগামি ১৫ শাওয়াল অর্থাৎ ২৪ এপ্রিল উমরাহ ভিসা ইস্যুর সর্বশেষ তারিখ। কিন্তু ঈদ পূর্ববর্তী সময় থেকে কোটা পদ্ধতি চালু হওয়ায় মোফা প্রসেস সর্বনিম্ন ধীরগতিতে চলছে।