14/04/2024
গাজায় ৩৪-৩৫ হাজার মানুষ কে হত্যা করার পরেও, নিরাপত্তা পরিষদে সর্ব সম্মতিক্রমে পাশ করা যুদ্ধ বিরতি প্রস্তাব মানেনি ইসরাইল।
ইরান যখন কোনো বিচার না পেয়ে ইসরাইল আক্রমণ করলো,
ইসরাইল এখন নিজের নিরাপত্তার জন্য নিরাপত্তা পরিষদে মিটিং ডেকে বিশ্ববাসীকে ইরানের বিরুদ্ধে পাশে চায়।
কতো নির্লজ্জ হলে এমনটি করতে পারে।।
এখন নিরাপত্তা পরিষদের উচিৎ হবে, ইসরাইলের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিকে গালে কষে কয়েকটা চড় মারা।
নইলে নিরাপত্তা পরিষদকে মনে করবো একটি অথর্ব প্রতিষ্ঠান।
অত্যাচার,নিপীড়ন, জুলুম যখন মাত্রা ছাড়িয়ে যায় তখনই দেখবেন মজলুমের পিছনে কোনো দৈব শক্তি কাজ করা শুরু করেছে।
অত্যাচারী যতো শক্তিশালী হউক না কেন।