FnF Travel BD - FTB

FnF Travel BD - FTB "ভ্রমণের আনন্দ আপনার আর চিন্তা আমাদের"
(1)

কক্সবাজার, সেন্টমার্টিন, সাজেক ভ্যালি তে ভ্রমণ এর জন্য যেসকল সুবিধা প্রয়োজন হয়ে থাকে তা আমরা প্রদান করে থাকি।ঢাকা - কক্সবাজার- ঢাকা বাস টিকেট সহ, রুম বুকিংসহ নানা ধরনের সেবা প্রদান করে থাকি।এছাড়াও নানা ধরেনর গ্রুপ ট্যুর করে থাকি।আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য।ভ্রমণ করুন সুস্থ থাকু এই কামনা ব্যক্ত করছি।��

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥টিকিটের মূল্য:  ✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা ...
21/12/2024

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥
টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা
শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা

✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।
রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।

⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]

রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

📸 পর্যটক এক্সপ্রেস - Cox’s Bazar Express

ধন্যবাদ হাসান স্যার। আমাদের উপর আস্থা রেখে ভ্রমণ করবার জন্যে। সাজেক ভ্যালি, সেন্টমার্টিন সহ দেশ কিংবা দেশের বাহির ট্যুর ...
28/11/2024

ধন্যবাদ হাসান স্যার। আমাদের উপর আস্থা রেখে ভ্রমণ করবার জন্যে। সাজেক ভ্যালি, সেন্টমার্টিন সহ দেশ কিংবা দেশের বাহির ট্যুর প্যাকেজের জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ভ্রমণ সকল মানুষের আবেগকে বাড়িয়ে তোলে ।

— পিটার হয়েগ

Travel Partner : FnF Travel BD - FTB

Collection of dream travel 💌
20/11/2024

Collection of dream travel 💌

20/11/2024

ঢাকা টু লন্ডন
42500/= ✈️
সীমিত অফার সীমিত সময়ের জন্যে।বিস্তারিত জানতে 01829-051926
হোয়াটসঅ্যাপ করুন।

এখন দিল্লি থেকে সরাসরি কাশ্মীর যাবে বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার ট্রেন যাবে বিশ্বের সর্বোচ্চ সেতুর ওপর দিয়ে...
18/11/2024

এখন দিল্লি থেকে সরাসরি কাশ্মীর যাবে বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার ট্রেন যাবে বিশ্বের সর্বোচ্চ সেতুর ওপর দিয়ে। নয়াদিল্লি থেকে শ্রীনগর জানুয়ারী ২০২৫ থেকে শুরু হচ্ছে এসি ৩ টিয়ারে ১১টি কোচ থাকবে, এসি ২ টিয়ারে ৪টি কোচ থাকবে এবং AC প্রথম শ্রেণীর ১টি কোচ থাকবে।
সম্ভাব্য সময় সন্ধ্যা ৭:০০ টায় নয়াদিল্লি থেকে যাত্রা সকাল ৮টায় শ্রীনগর পৌঁছাবে
১৩ ঘন্টারও কম সময়ে ৮০০ কিমি , থামুন: আম্বালা, লুধিয়ানা, জম্মু তাভি এবং কাটরা
সম্ভাব্য ভাড়া:

3AC: প্রায় 2,000

2AC: প্রায় 2,500

এসি প্রথম শ্রেণী: প্রায় 3,000

ইন্ডিয়ার অভ্যন্তরীণ সকল রুটের ট্রেনের টিকেট পেতে যোগাযোগ করুন FnF Travel BD - FTB অথবা 01829-051926 ☎️

A body being loaded as cargo on a plane.Today you fly first-class, tomorrow you are carried as cargo. Be HUMBLE ALWAYSAl...
12/11/2024

A body being loaded as cargo on a plane.

Today you fly first-class, tomorrow you are carried as cargo. Be HUMBLE ALWAYS

Alinur Mohamed

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু হলো " প্রবাসী লাউঞ্জ" ❤️
11/11/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু হলো " প্রবাসী লাউঞ্জ" ❤️

আকাশের তারাগুলো নিভে যাক না একে একেহয়ে যাক না আঁধার, চলে যাক জোছনাহাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরেযদি তুমি থাকো পাশে আম...
09/11/2024

আকাশের তারাগুলো নিভে যাক না একে একে
হয়ে যাক না আঁধার, চলে যাক জোছনা
হাঁটবো আমি আঁকা বাঁকা এই পথটি ধরে
যদি তুমি থাকো পাশে আমার ❤️

শুভ রাত্রি ..🌌

📌 সাজেক ভ্যালী রাঙ্গামাটি 🌦️

ছবির সত্ত্বাধিকারী Rasel Mahmud

সাজেকের আজকের সকাল🌦️ প্রিয় মানুষকে নিয়ে এভাবে মেঘ দেখতে আপনি কবে যাচ্ছেন?যেকোনো জিজ্ঞাসায় FnF Travel BD - FTB  / 01829-0...
09/11/2024

সাজেকের আজকের সকাল🌦️ প্রিয় মানুষকে নিয়ে এভাবে মেঘ দেখতে আপনি কবে যাচ্ছেন?

যেকোনো জিজ্ঞাসায় FnF Travel BD - FTB / 01829-051926

জাপানের রিফিউজ স্ট্যাম্প পাসপোর্ট এ থাকলে , অন্য দেশের ভিসা পেতে সমস্যা হয়, এটা পুরোপুরি একটা ভুল ধারনা। তবে অন্যান্য দে...
08/11/2024

জাপানের রিফিউজ স্ট্যাম্প পাসপোর্ট এ থাকলে ,
অন্য দেশের ভিসা পেতে সমস্যা হয়, এটা পুরোপুরি একটা ভুল ধারনা। তবে অন্যান্য দেশ রিফিউজের পর পরই আপনি এপ্লাই করতে পারলেও একবার জাপান রিফিউজের পর আপনি ৬ মাসের আগে আর জাপানে এপ্লাই করতে পারবেন না। জাপানের টুরিস্ট ভিসার জন্য ট্যাক্স একটা বড় ফ্যাক্ট, এই জিনিস ঠিক না থাকলে জাপানের ভিসা ইনভাইটেশন ছাড়া পাওয়া খুব কঠিন।

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে।  বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউ...
08/11/2024

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে। 😊

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।

এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?

একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে...... 🙂

সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না। 😒

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।

বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

©️ Taste of the universe

゚ #সংগৃহীত

থাইল্যান্ডে যেতে ভারতীয়দের ভিসা লাগবে না। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।
08/11/2024

থাইল্যান্ডে যেতে ভারতীয়দের ভিসা লাগবে না। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।

🚁 হেলিকপ্টার সার্ভিস: ইনানী থেকে সেন্ট মার্টিন এবং ফেরত! 🌊বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যকে এবার উপর থেকে উপভোগ করুন! ইনানী থ...
07/11/2024

🚁 হেলিকপ্টার সার্ভিস: ইনানী থেকে সেন্ট মার্টিন এবং ফেরত! 🌊

বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যকে এবার উপর থেকে উপভোগ করুন! ইনানী থেকে সেন্ট মার্টিনের জন্য আমাদের এক্সক্লুসিভ হেলিকপ্টার সার্ভিসে আরামদায়ক ও দ্রুত যাত্রা করুন।

📅 নিবন্ধন চলছে!
সুবিধাজনক যাত্রার জন্য নিম্নলিখিত তথ্য দিন:

নাম

ফোন নম্বর

এনআইডি

তারিখ ও সময়

যাত্রী সংখ্যা (পিএএক্স)

দুই বছরের নিচে কোনো শিশু থাকলে

💰 টিকেট মূল্য:

রাউন্ড ট্রিপ: ২২,০০০/- টাকা

ওয়ানওয়ে ট্রিপ: ১৬,০০০/- টাকা

আকাশ পথে অবিস্মরণীয় স্মৃতির জন্য আজই আসন সংরক্ষণ করুন!

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন 01829-051926

✈️ 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 ⚠️ Flights at 𝐇𝐚𝐳𝐫𝐚𝐭 𝐒𝐡𝐚𝐡𝐣𝐚𝐥𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭 (𝐃𝐡𝐚𝐤𝐚) will be suspended for runway mai...
05/11/2024

✈️ 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞

⚠️ Flights at 𝐇𝐚𝐳𝐫𝐚𝐭 𝐒𝐡𝐚𝐡𝐣𝐚𝐥𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭 (𝐃𝐡𝐚𝐤𝐚) will be suspended for runway maintenance between 𝟏:𝟎𝟎 𝐀𝐌 𝐭𝐨 𝟒:𝟑𝟎 𝐀𝐌 (BD time) 𝐟𝐫𝐨𝐦 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟎𝟖 -𝟏𝟒, 𝟐𝟎𝟐𝟒. Plan your trips accordingly and avoid any inconveniences❗

⚠ 𝐆𝐄𝐓 𝐈𝐍 𝐓𝐎𝐔𝐂𝐇 ⤵ ⤵
📞 + 88 01829-051926
📧 [email protected]
📞 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐞𝐫 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐢𝐬 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 𝟐𝟒/𝟕.

05/11/2024

পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাজেকের দুয়ার 🌦️

দেশি পর্যটকদের বিদেশ ভ্রমণে ধাক্কা, কমেছে পর্যটন ব্যবসা😥
03/11/2024

দেশি পর্যটকদের বিদেশ ভ্রমণে ধাক্কা, কমেছে পর্যটন ব্যবসা😥

আরভিনের পাহিমালয়ের কোলে পড়ে আছে একটি পা। জুতো আছে। মোজাও আছে। মোজার গায়ে সেলাই করা একটি নাম--AC IRVIN.একশো বছর।ঠিক একশো ...
30/10/2024

আরভিনের পা

হিমালয়ের কোলে পড়ে আছে একটি পা। জুতো আছে। মোজাও আছে। মোজার গায়ে সেলাই করা একটি নাম--AC IRVIN.

একশো বছর।

ঠিক একশো বছরের নিঃসঙ্গতা নিয়ে পড়ে আছে পা-টি।

এই পা হয়তো প্রথম এভারেস্টের শিখর ছুঁয়েছিল।

ইতিহাস সব কিছু জানে না। জানার কথাও নয়।

বেচাকেনা চুকিয়ে, লেনাদেনা মিটিয়ে এসি স্যান্ডি আরভিন হিমালয়ে বিলীন হয়েছিলেন ১৯২৪ সালে।

কিন্তু তাঁর পা-টি এখনও পড়ে আছে। দেহের বাকি অংশ কোথায় ? কেউ জানে না। শুধু পা-টি আছে বরফের কোলে। পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যের সাক্ষী হয়ে।

কে এই এসি আরভিন ? একজন ব্রিটিশ পর্বত অভিযাত্রী।

তিনি এবং জর্জ ম্যালোরি একশো বছর আগে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন বলে জনশ্রুতি। কিন্তু স্রেফ প্রমাণের অভাবে তাঁরা সেই স্বীকৃতি পাননি। দুর্গম হিমালয়ে মিলিয়ে গিয়েছিলেন অকুতোভয় দুই প্রাণ। এন্ড্রু কোমিন 'স্যান্ডি' আরভিনের বয়স তখন ২২। ম্যালোরির ৩৭। কুয়াশায় ঘেরা, বরফ আচ্ছাদিত হিমালয়ে কোথায় হারিয়ে গেলেন তাঁরা ? আজও পৃথিবীর সেরা রহস্য সেটি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুলশিক্ষক ম্যালোরি প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিলেন ফ্রান্সে। যুদ্ধের পর দেশে ফেরার পরই পাহাড়ের নেশা চেপে বসে ম্যালোরির। বারবার ছুটে গিয়েছেন হিমালয়ের কোলে। তাঁকে প্রশ্ন করা হয়, 'বারবার হিমালয়ে যান কেন ?'

যে-উত্তরটি দিয়েছিলেন ম্যালোরি তা আজও সোনার অক্ষরে খোদাই করা আছে--কেন যাই ?

" বিকজ ইট ইজ দেয়ার। "

ম্যালোরির দেহ পাওয়া যায় ১৯৯৯ সালে। আমেরিকার এক অভিযাত্রী দল তাঁর দেহ খুঁজে পায়। ৭৫ বছর ধরে হিমালয়ে পড়ে আছে একটি দেহ। কোমরে দড়ির দাগ। শুধু কাছে নেই ম্যালোরির স্ত্রীর ছবিটি। প্রিয়তমার এই ছবিটি এভারেস্টের চূড়ায় রেখে আসার কথা ছিল। সন্দেহ আরও বাড়ে। তা হলে কি এভারেস্টের চূড়াতেই আছে স্ত্রীর ছবিটি ?

তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি নন, এভারেস্টে প্রথম ওঠেন ম্যালোরি-আরভিন জুটি ?

সব রহস্যের কিনারা হয় না। এবং হয় না বলেই পৃথিবী এত সুন্দর।

আরভিনের পা খুঁজে পাওয়া যায় গত মাসে। এক পর্বত অভিযাত্রী ও সিনেমা নির্মাতার দলের নজরে আসে জুতো-মোজা পরা একটি পা পড়ে আছে। ম্যালোরির দেহাবশেষ যেখানে মিলেছিল তার বেশ খানিক নীচে শুয়ে আছে আরভিনের পা। ওই দলের সদস্য জিমি চিন বলেন, 'মোজাটা তুলে দেখি একটা লাল রঙের লেবেল। তাতে সেলাই করা আছে আরভিনের নাম।' দেহের বাকি অংশ নেই। নেই আরভিনের কোডাক ক্যামেরাটাও। এই ক্যামেরার হদিস পেলে হয়তো ইতিহাস অন্যরকম ভাবে লেখা হতো।

আরভিনের পায়ের খবর শুনে কেঁদে ফেলেন জুলি সামার্স। জুলি আরভিনের বংশধর এবং তাঁর জীবনীকারও বটে। তাঁর কথায়, 'আমি ছোটবেলা থেকে আমি হারিয়ে যাওয়ার কথা শুনে এসেছি। যেদিন ম্যালোরির দেহ মিলল, সেদিন ভেবেছিলাম আরভিনের দেহও নিশ্চয় পাওয়া যাবে।' ম্যালোরির দেহ উদ্ধারের ২৫ বছর পর মিলল আরভিনের পা। ঘটনাচক্রে সেই অভিযানের একশো বছর পরে। হয়তো আরও ২৫ বছর পর এভারেস্টের চূড়ায় কেউ খুঁজে পাবে এক নারীর ছবি। প্রচণ্ড তুষারঝড়েও যে-ছবিটি বরফের গায়ে লেগে আছে এক না-লেখা ইতিহাসের সাক্ষী হয়ে। সেই নারীর নাম রুথ ম্যালোরি। জর্জ ম্যালোরির স্ত্রী।

কবি জানতেন, তাঁর পায়ের চিহ্ন একদিন পড়বে না এই বাটে। কিন্তু আরভিন কি জানতেন, তিনি নন, তাঁর পায়ের চিহ্নও নয়, তাঁর পা-টিই পড়ে থাকবে বরফে ঢাকা হিমালয়ের কোলে ?

একটা জুতো-মোজা পরা পা কত উথালপাতাল দেখল পাহাড়ে। ঝড় বয়, প্রবল ঠান্ডায় কাঁপতে থাকে চরাচর, কিন্তু পা-টি শুয়ে থাকে একা। একশো বছর ধরে।

একশো বছরের নিঃসঙ্গতা নিয়ে হয়তো অন্য কাহিনি লিখবে কেউ। হয়তো কোনও নতুন অভিযাত্রী বলবে, 'কেন যাই ? বিকজ ইট ইজ দেয়ার।'

হিমালয় তো থাকবেই, যেমন আছেন ম্যালোরি-আরভিন। (সূত্র: গার্ডিয়ান)

সংগৃহীত

27/10/2024

পর্যটন শিল্প রক্ষায় আগামীকাল শাহবাগ অবস্থান কর্মসূচি সকাল ৯.৩০ মিনিটে৷
পর্যটন প্রেমীদেরও আমন্ত্রণ....

Address

Arambag, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when FnF Travel BD - FTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FnF Travel BD - FTB:

Videos

Share

Category