FnF Travel BD - FTB

FnF Travel BD - FTB "ভ্রমণের আনন্দ আপনার আর চিন্তা আমাদের"
(19)

কক্সবাজার, সেন্টমার্টিন, সাজেক ভ্যালি তে ভ্রমণ এর জন্য যেসকল সুবিধা প্রয়োজন হয়ে থাকে তা আমরা প্রদান করে থাকি।ঢাকা - কক্সবাজার- ঢাকা বাস টিকেট সহ, রুম বুকিংসহ নানা ধরনের সেবা প্রদান করে থাকি।এছাড়াও নানা ধরেনর গ্রুপ ট্যুর করে থাকি।আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য।ভ্রমণ করুন সুস্থ থাকু এই কামনা ব্যক্ত করছি।��

সাজেকের জন্য টাকা জমাচ্ছি আর আপনি কিসের জন্য টাকা জমাচ্ছেন।
24/12/2023

সাজেকের জন্য টাকা জমাচ্ছি আর আপনি কিসের জন্য টাকা জমাচ্ছেন।

সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট এ আগামী ২৬+২৭ একটি কাপল রুম রয়েছে।আগ্রহীগন যোগাযোগ করুন 01829-051926
20/12/2023

সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট এ আগামী ২৬+২৭ একটি কাপল রুম রয়েছে।আগ্রহীগন যোগাযোগ করুন 01829-051926

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন ...
20/12/2023

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?

বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন হয়। বাংলাদেশ রেলওয়েতেও সেই সুযোগ রয়েছে। তবে তার জন্য আপনাকে অফিশিয়ালি এগোতে হবে এবং অবশ্যই মাসখানেক সময় হাতে রেখে।

প্রথমে, পারিবারিক ভ্রমণ বা অফিশিয়াল ভ্রমণ সেটি জানিয়ে একটি দরখাস্ত প্রস্তুত করুন। আপনার প্রতিষ্ঠানের প্যাডে হতে হবে সেটি। তাতে উল্লেখ থাকতে হবে যে বিষয়গুলোঃ ট্রেনের নাম ও নম্বর, কবে, কোন শ্রেনীর কতটি টিকেট। যিনি টিকেটগুলো কালেক্ট করবেন তার পরিচয় ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে তাতে। খুবই সাধারণ একটি দরখাস্তই যথেষ্ট। সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্টেশন ম্যানেজার/ মাস্টারদের সাথে।
কমপক্ষে ১৫-২০ দিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে। আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে রেলভবনে দরখাস্তটি জমা দিবেন “এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন” বরাবরে। তিনি এটি ফরোয়ার্ড করবেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব অথবা পশ্চিম বরাবরে। তবে আপনি যদি চট্টগ্রাম বা রাজশাহীতে থাকেন, তবে সরাসরি এড্রেস করে জমা দিতে পারবেন সিসিএম/পূর্ব অথবা পশ্চিম অফিসে যথাক্রমে।
আপনি যেখানেই এপ্লিকেশনটি জমা দিন না কেন, উল্লিখিত তারিখ মোতাবেক আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারন এবার আপনার জন্য একটি অনুমতিপত্র ইস্যু করা হবে সিসিএম সাহেবের অফিস থেকে এবং আপনাকে সেটি কালেক্ট করতে হবে। সাধারণত সেটির একটি কপি আপনাকে এবং আরেকটি কপি স্টেশন ম্যানেজার বা স্টেশন সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়। সাধারনতঃ কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, তবে আপনার অনুরোধে হাতে হাতেও সেটি পাবার সুযোগ রয়েছে।
নির্ধারিত তারিখে সেটি কালেক্ট করে নিয়ে এবার চলে যাবেন রেলস্টেশনে স্টেশন ম্যানেজার/সুপারিনটেন্ডেন্টের কাছে। তার নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। খেয়াল রাখবেন, যিনি টিকেট কালেক্ট করবেন মর্মে এপ্লিকেশনে নাম্বার দিয়েছিলেন, তিনিই যেন উপস্থিত থাকেন তখন। আপনি নির্ধারিত দিন ও সময়ে তার নির্দেশিত কাউন্টারে পুরো টাকা জমা দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত আসনগুলোর বিপরীতে টিকেট সংগ্রহ করবেন।

অন্যান্য দিন আপনি চাহিদার সব কয়টি টিকেটই পাবেন আশা করা যায়, তবে বৃহষ্পতি ও রবি এবং এরকম ছুটির পাল্লা থাকলে রাতের ট্রেনে আপনার চাহিদার সকল টিকেট নাও দেয়া হতে পারে। বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সবশেষ অনুরোধ থাকবে, সদলবলে ভ্রমণ করলে দয়া করে কোচের চেয়ার-টেবিলের কোন রকম ক্ষতি করবেন না। কোনো রকম উচ্ছৃংখলতা করে সহযাত্রীদের বিড়ম্বনা তৈরী করবেন না। এটেনডেন্টকে প্রয়োজনীয় সহায়তা করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

ধন্যবাদ।
নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য রেল সবসময় বদ্ধপরিকর।

Bangladesh Railway Train Information (BRTI)

11/12/2023

বৃষ্টিস্নাত সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট 🏝️

আপনার প্রিয়জন কিংবা পরিজনদের নিয়ে চলে আসুন সেন্টমার্টিন ভ্রমণে।

যেকোনো জিজ্ঞাসা কিংবা পরামর্শ পেতে যোগাযোগ করুন 01829-051926

দার্জিলিং থেকে কাঞ্চনগঙ্গার ভিউ।💚🏞️
09/12/2023

দার্জিলিং থেকে কাঞ্চনগঙ্গার ভিউ।💚🏞️

দখিনা হাওয়া.... 🌬️সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট, সেন্টমার্টিন 🏝️
09/12/2023

দখিনা হাওয়া.... 🌬️

সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট, সেন্টমার্টিন 🏝️

নতুন রুপে সাজবে বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি 🛫কলকাতা শিলিগুড়ি মাত্র ২,০০০রুপিতেই প্রায় সময় এয়ার টিকিট পেয়ে যাবেন ✈️যা ট্র...
06/12/2023

নতুন রুপে সাজবে
বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি 🛫
কলকাতা শিলিগুড়ি মাত্র ২,০০০রুপিতেই প্রায় সময় এয়ার টিকিট পেয়ে যাবেন ✈️
যা ট্রেন বা বাস ভাড়ার প্রায় সমান।

সবাইকে পাহাড় মুক্তির অভিনন্দন ❤️দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো বান্দরবান এর বগালেক কেওক্রাডং পাহাড়। এখন থেকে পর্যট...
04/12/2023

সবাইকে পাহাড় মুক্তির অভিনন্দন ❤️

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো বান্দরবান এর বগালেক কেওক্রাডং পাহাড়। এখন থেকে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবেন বগালেক কেওক্রাডং। আগামীকাল থেকে যেতে পারবেন পর্যটকরা।

তথ্যসূত্র- গাইড আলমগীর ভাই

📢📢সুখবর!সুখবর!সুখবর!📢📢এখন থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ন শীপ টিকিট কাটলেই ভারতের  #অনএরাইভাল ভিসা পাওয়া যাবে।দ্বিতীয় ট্রি...
02/12/2023

📢📢সুখবর!সুখবর!সুখবর!📢📢

এখন থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ন শীপ টিকিট কাটলেই ভারতের #অনএরাইভাল ভিসা পাওয়া যাবে।

দ্বিতীয় ট্রিপ🖋

🕙 ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।

🛳️ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)

🟢কলকাতায় জাহাজ পৌছানোর সময়: ১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)

⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।

⬅️কলকাতা থেকে ছেড়ে আসবে: ১৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা ।

✅ ঢাকা পৌছানোর সময়: ২১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)

♒রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।

🧑‍✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।

🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।

🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।

👨‍⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।

🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক।

🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা ঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)

ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা

🎫 সিঙ্গেল স্লিপার ঃ ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার ঃ ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন ঃ ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন ঃ ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন ঃ ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন ঃ ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন ঃ ৫০,৪০০/- (২ জন)

🧑‍🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।

যোগাযোগ:
FnF Travel BD - FTB
📞 01829-051926

01/12/2023

কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক ট্রিপের সাক্ষী হতে চলে আসলাম কক্সবাজার

💥 অপেক্ষার দিন শেষ হলো❤️অবশেষে নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো। যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট, ...
29/11/2023

💥 অপেক্ষার দিন শেষ হলো❤️

অবশেষে নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো। যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালী, লাচুং যাওয়ার প্ল্যান করছেন তারা তৈরি হয়ে যান সিকিম ইভেন্টের জন্য।

আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার লীলা বোঝা বড়ই দায়! 💜ঢাকা থেকে বিটু ভাই সহ লালমনি এক্সপ্রেসে আসতেছিলাম। টাঙ্গাইল স্টেশন পার ...
28/11/2023

আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার লীলা বোঝা বড়ই দায়! 💜

ঢাকা থেকে বিটু ভাই সহ লালমনি এক্সপ্রেসে আসতেছিলাম। টাঙ্গাইল স্টেশন পার হওয়ার পর পাশের সিটে বসা একজন প্রেগন্যান্ট মহিলার হঠাৎ করেই পেট ব‍্যথা শুরু হলে জানতে পারলাম প্রসব বেদনা। বগির সবার আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে উপস্থিত কয়েকজন মহিলার আন্তরিক প্রচেষ্টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মেডিকেল অফিসার ডাঃ জহির উদ্দিন মোঃ বাবর ভাইয়ের সহযোগিতায় ফুটফুটে এক ছেলে বাচ্চা জন্ম নিল। উপস্থিত সকল মুসলমানগণ আলহামদুলিল্লাহ বললেন এবং অন‍্যান‍্য ধর্মের অনুসারীরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রসবদানকারী মহিলার শশুরবাড়ী গাইবান্ধা এবং বাবার বাড়ি লালমনিরহাট সাহাজাহান কলোনি। মহান আল্লাহ্ বাচ্চা এবং বাচ্চার মাকে যেন সুস্থ রাখেন, আমিন। 😊

কার্টেসিঃ Md Lalin Kazi

26/11/2023

এক রুমে থেকে পূর্ব এবং পশ্চিম দুই বিচ ভিও যা পুরো সেন্ট মার্টিন এ ওয়ান পিচ 🏝️

সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট সেন্টমার্টিন 🏝️

বুকিং এর জন্যে হোয়াটসঅ্যাপ করুন 01829-051926

20/11/2023

সেন্টমার্টিনের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে ছেঁড়াদ্বীপ। প্রবাল, পাথরে বিছিয়ে আছে চারপাশ, সবুজ ঘন কেয়াবনের ঝোপ, স্থানীয় কিছু শিশু-কিশোর মেতে আছে পর্যটকদের কাছে ডাব, তরমুজ, গোলা বিক্রি করা নিয়ে। অসম্ভব সুন্দর একটা অনুভূতি কাজ করে এই জায়গাটায়। এসে একবার স্বচক্ষেই উপভোগ করুন, আর সার্ভিস নিন ঘুরিং ফিরিং এর। আমাদের কাছে পাচ্ছেন বাস টিকিট, শিপ টিকিট, রিসোর্ট বুকিংসহ সেন্টমার্টিনের ফুল প্যাকেজ। স্মৃতিময় করে তুলুন প্রতিটি মুহূর্ত। ❤️

☎️ বুকিংয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করুন 01829-051926, পেইজে নক করুন অথবা চলে আসুন অফিসে।

🏠 অফিস: ইডেন কমপ্লেক্স, ইনার সার্কুলার রোড, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০.

ভ্রমনপ্রেমীদের জন্য সুখবর!আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকেট বিক্রি। টিকেট পাওয়া যাবে অনলাইনে এবং কাউ...
20/11/2023

ভ্রমনপ্রেমীদের জন্য সুখবর!
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকেট বিক্রি। টিকেট পাওয়া যাবে অনলাইনে এবং কাউন্টারে।

এখন ট্রেনে চড়েই উপভোগ করতে পারবেন FnF Travel BD - FTB এর সেন্টমার্টিন এবং কক্সবাজার প্যাকেজ!

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইববক্সে কিংবা Whatsapp এ 😊

চন্দ্রলোক ইনফিনিটি ভিলা 🛖সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট সেন্টমার্টিন 🏝️বুকিং সংক্রান্ত যেকোনো পরামর্শ কিংবা সেবা পেতে যোগায...
18/11/2023

চন্দ্রলোক ইনফিনিটি ভিলা 🛖

সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট সেন্টমার্টিন 🏝️

বুকিং সংক্রান্ত যেকোনো পরামর্শ কিংবা সেবা পেতে যোগাযোগ করুন 01829-051926, 01819819982

16/11/2023

ধন্যবাদ ও কৃতজ্ঞতা Keya আপু, FnF Travel BD - FTB উপর আস্থা ও ভরসা রেখে ট্যুর করার জন্যে।ইনশাআল্লাহ, পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে দেখা হবে।

🏝️প্রবালদ্বীপ সেন্টমার্টিন নৌ পথে যে সকল জাহাজ চলাচল করছে -⛴️🛳️ এম ভি বে ওয়ান ( চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকে...
15/11/2023

🏝️প্রবালদ্বীপ সেন্টমার্টিন নৌ পথে যে সকল জাহাজ চলাচল করছে -⛴️

🛳️ এম ভি বে ওয়ান ( চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকেট সর্বনিম্ন ৫০০০/-টাকা থেকে শুরু।

🛳️ এম ভি কর্ণফুলী এক্সপ্রেস (কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন) রাউন্ড টিকেট বিশেষ অফারে সর্বনিম্ন -১৮০০/- টাকা থেকে শুরু।

🛳️ এম ভি বার আউলিয়া ( টেকনাফ থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকেট সর্বনিম্ন -১৪০০/- টাকা থেকে শুরু।

🛳️ কেয়ারি সিনবাদ ( টেকনাফ থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকেট সর্বনিম্ন -১০০০/- টাকা থেকে শুরু।

🛳️কেয়ারি ক্রুজ এন্ড ডাইন ( টেকনাফ থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকেট সর্বনিম্ন ১২০০/- টাকা থেকে শুরু।

🛳️ এম ভি আটলান্টিক ক্রুজ ( টেকনাফ থেকে সেন্টমার্টিন) রাউন্ড টিকেট সর্বনিম্ন ১৪০০/- টাকা থেকে শুরু।
FnF Travel BD - (FTB) থেকে ঘরে বসেই জাহাজ গুলোর টিকেট ক্রয় করতে পারবেন।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমনে আমরা FnF Travel BD - FTB আপনাদের কে দিচ্ছি ওয়ান স্টপ (One Stop) সল্যুশন !
🌀 আমাদের সেবা সমূহ:
👉 কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন গামী সকল জাহাজ এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 ঢাকা - কক্সবাজার - টেকনাফ সহ দেশ এর ৫৪ টি রোডে চলা ৫০+ (এসি, নন এসি, স্লিপার) বাস অপারেটর এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 দেশের সকল ডেস্টিনেশন এ সকল ধরনের বাজেট এর রিসোর্ট/হোটেল / কটেজ বুকিং করতে পারবেন আমাদের কাছে।
👉 সেন্টমার্টিন , কক্সবাজার, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওড় সহ দেশ ও দেশের বাইরে ভ্রমন প্যাকেজ বুকিং করতে পারবেন। কাপল ট্যুর, ফ্রেন্ডস & ফ্যামিলি ট্যুর, স্টাডি ট্যুর, কর্পোরেট ট্যুর, বাজেট ট্যুর সহ আমরা সকল ধরনের কাস্টমাইজড প্যাকেজ ট্যুর করে থাকি।
👉 ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট বুকিং করতে পারবেন।
👉 কক্সবাজার - টেকনাফ - কক্সবাজার পিক আপ ও ড্রপ অফ সার্ভিস পাবেন নন এসি ও এসি ট্যুরিস্ট কোস্টার এ।
টিকেট বুকিং সহ অনান্য প্রয়োজন এ ফোন/নক করুন: 01829-051926 (WhatsApp), 01819819982
ঢাকা অফিস: ইডেন কমপ্লেক্স, ইনার সার্কুলার রোড,( নটর ডেম কলেজের বিপরীতে), আরামবাগ,মতিঝিল, ঢাকা-১০০০.

শুরু হয়ে গেছে মেট্রোতে এডভার্টাইজিং।  এরকম থার্ড ক্লাস মার্কেটিং এপ্রুভ করে যারা তাদের দেখার কেউ নাই? এতো সুন্দর একটা ইন...
13/11/2023

শুরু হয়ে গেছে মেট্রোতে এডভার্টাইজিং। এরকম থার্ড ক্লাস মার্কেটিং এপ্রুভ করে যারা তাদের দেখার কেউ নাই?

এতো সুন্দর একটা ইনিশিয়েটিভকে এভাবে বাজে করার দায়ভার কার?

দিজ ইজ নট ফানি।

নিস্তব্ধ রাতে জ্বলছে ঝিনুকআইকনিক রেলওয়ে স্টেশন, কক্সবাজার।
11/11/2023

নিস্তব্ধ রাতে জ্বলছে ঝিনুক

আইকনিক রেলওয়ে স্টেশন, কক্সবাজার।

ইন্ডিয়ার কাশ্মীরের ডাল লেকে অগ্নিকান্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু। কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...
11/11/2023

ইন্ডিয়ার কাশ্মীরের ডাল লেকে অগ্নিকান্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু। কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট।

উৎসবের মৌসুম চলছে। শীতও কড়া নাড়ছে দোরগোড়ায়। দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছেন ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মীরে। আর এর মধ্যেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট।


পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ আরও জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকয়টি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সময় আন্তর্জাতিক নিউজ।

সেন্টমার্টিনে বেস্ট ভিউ এন্ড সার্ভিস উভয় দিক দিয়ে নিন্মোক্ত রিসোর্টগুলোর নাম সামনে চলে আসে।১. স্যান্ড ক্যাসেল বীচ রিসোর্...
10/11/2023

সেন্টমার্টিনে বেস্ট ভিউ এন্ড সার্ভিস উভয় দিক দিয়ে নিন্মোক্ত রিসোর্টগুলোর নাম সামনে চলে আসে।

১. স্যান্ড ক্যাসেল বীচ রিসোর্ট
২. সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট
৩. নোঙর ইকো বীচ রিসোর্ট
৪. জ্যোৎস্নালয় বীচ রিসোর্ট
৫. কোরাল হেজ রিসোর্ট
৬. ফ্যামিলি টাইম বীচ রিসোর্ট
৭. সিন্দবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট
৮. দ্বীপান্তর বীচ রিসোর্ট
৯. হ্যাভেন বীচ রিসোর্ট সেন্টমার্টিন

উপরের সবগুলোই প্রিমিয়াম বিচ ভিউ রিসোর্ট এবং সবগুলোতে ইনফিনিটি সি ভিউ রুম রয়েছে।

এই রিসোর্টগুলোতে থাকার বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন?

আপনিও জানাতে পারেন আপনার দৃষ্টিতে ভাল রিসোর্টগুলোর কথা।

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে
09/11/2023

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে

ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এর ভাড়ার তালিকা....
09/11/2023

ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এর ভাড়ার তালিকা....

💥 ভারতীয় ভিসা সেন্টারে আসলো আবারও পরিবর্তনঃভারতের টুরিস্ট ভিসার আবেদনের সময়সীমা কমিয়ে আনা হলো, আপনি চাইলে এখন দিনে দিনে...
09/11/2023

💥 ভারতীয় ভিসা সেন্টারে আসলো আবারও পরিবর্তনঃ

ভারতের টুরিস্ট ভিসার আবেদনের সময়সীমা কমিয়ে আনা হলো, আপনি চাইলে এখন দিনে দিনে আবেদন করে জমা দিতে পারবেন তবে বিকালের (১টা থেকে ৫টা) স্লটে। এখন জমা এবং ডেলিভারির সময় ও বাড়ানো হয়েছে তাই এখন ভিসা প্রসেসিং অনেকটাই সহজ।

জমা: সকাল ৯টা থেকে বিকাল ৫টা
ডেলিভারি: সকাল ১০টা থেকে বিকাল ৫টা

☞ ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যঃ

🔥 অনলাইন পূরণকৃত আবেদন পত্র
(খুব সাবধানতার সাথে ফর্মটি ফিল-আপ করবেন যেনো ভুল নাহ হয়)
🔥 জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর কপি
(অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে)
🔥 ইউটিলিটি বিলের কপি
(আবেদন পত্রের বর্তমান ঠিকানার সাথে বিলের ঠিকানার মিল থাকতে হবে)
🔥 ব্যাংক স্টেটমেন্ট/ডলার এনডোর্মেন্ট
(১৫০ ডলার এন্ড্রোসমেন্ট অথবা সমপরিমাণ টাকার উপস্থিতিতে ব্যাংক স্টেটমেন্ট)
🔥 NOC/স্টুডেন্ট আইডি/ট্রেড লাইসেন্স
(জব করলে এনওসি, ব্যাবসা করলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে আইডি কার্ড, গৃহিনী হলে দরকার হবে নাহ)
🔥 পাসপোর্টের ফটোকপি
(তথ্য এবং ছবি সম্বলিত প্রথম দুইটি পাতা)
🔥 আপনার ছবি
(২ কপি ২*২ ছবি)

বি:দ্রঃ একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনার আবেদনে তারিখ এবং সময় উল্লেখ করে দেয়া আছে আপনাকে সেই তারিখ আর সময় আসতে হবে তার আগে/পরে আসলে হবে নাহ।

ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ইন্ডিয়ার ভিসার ফর্ম ফিলাপের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ফরম ফিলাপের জন্য যোগাযোগঃ
01829-051926

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩০২৫ নিয়ে ১৯/৩৮ কোরিয়ান লোডের উদ্বোধনী স্পেশাল ট্রেন কক্সবাজার অভিমুখে কালুরঘাট সেতু অতিক...
07/11/2023

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩০২৫ নিয়ে ১৯/৩৮ কোরিয়ান লোডের উদ্বোধনী স্পেশাল ট্রেন কক্সবাজার অভিমুখে কালুরঘাট সেতু অতিক্রম করছে।

📷 সিয়াম।

🪧থাইল্যান্ড ভিসা ✅ভিসা করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ১। থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম।২। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট।৩। স...
07/11/2023

🪧থাইল্যান্ড ভিসা

✅ভিসা করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১। থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম।
২। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট।
৩। সাদা ব্যাকগ্রাউন্ড (3.5 * 4.5) সাইজের ছবি (২কপি) ল্যাব প্রিন্ট।
৪। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ৮০ হাজার - ১লাখ)
৫। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না)
৬। পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৭। ভিসা রিকুয়েস্ট লেটার।
৮। এয়ার টিকেট বুকিং।
৯। হোটেল বুকিং।
১০। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১১। পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)।
১২। জাতীয় পরিচয়পত্রের কপি
১৩। সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
১৪। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)।
১৫। আঠারো বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।

***উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।

ভিসা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন 01829-051926

এবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস।চিকিৎসা করানো কিংবা ভ্রমণের জন্য প্রত্যেক বছরই...
07/11/2023

এবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস।

চিকিৎসা করানো কিংবা ভ্রমণের জন্য প্রত্যেক বছরই বহু বাংলাদেশি মানুষ ভারতে যান। এর একটা বড় অংশ যান ভারতের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে।

তাই চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশিদের যাতে অতি দ্রুত মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া যায়, সেই জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

রোববার (১৫ অক্টোবর) থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে আসার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীদের দেওয়া হবে মেডিকেল ভিসা।

সম্প্রতি রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে সহকারী হাইকমিশনার মনোজ কুমার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভারতের ভিসা দপ্তরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাদের আত্মীয়দের ভিসার কাগজপত্র দিয়ে দেওয়া হবে।

রাজশাহীতে কাজ করাকালীন নিজের কী কী অভিজ্ঞতা হয়েছিল, তা জানিয়ে মনোজ কুমার বলেন, তিনি এক বছর ধরে এখানে কাজ করেছেন। সাধারণ মানুষকে বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

রোববার থেকে যেসব আবেদনকারী মেডিকেল ভিসার জন্য আবেদন জানাবেন, তাদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিন অর্থাৎ পরের দিনই তারা ভিসা পেয়ে যেতে পারেন।

মনোজ কুমার বলেন, আপাতত যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তারা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোভাবেই আপস করা সম্ভব নয়।

সেক্ষেত্রে, তারা যাতে তাড়াতাড়ি চিকিৎসা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ। ধীরে ধীরে পর্যটক ভিসার ক্ষেত্রেও আবেদনকারীদের সময় এগিয়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে।

💥 পৃথিবীর স্বর্গ - কাশ্মীর❤️কাশ্মীর নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই।  কাশ্মীরকে বলা হয় ভূ-স্বর্গ জমিনে যেন এক টুকরো স্...
06/11/2023

💥 পৃথিবীর স্বর্গ - কাশ্মীর❤️

কাশ্মীর নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই। কাশ্মীরকে বলা হয় ভূ-স্বর্গ জমিনে যেন এক টুকরো স্বর্গ। শ্রীনগর পেহেলগাম গুলমার্গ সোনমার্গ আরু ভ্যালী বেতাব ভ্যালি প্রতিটি জায়গা যেন তার অপরুপ সৌন্দর্য্যের পসরা সাজিয়ে বসে আছে। বিশাল পাহাড়ের গাঁয়ে ধবধবে সাদা চাদর সবুজের গালিজা বরফে ছুটোছুটি সব মিলিয়ে যেন স্বর্গীয় অনুভুতি।

এখন থেকে নিয়মিত থাকবে গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
01829-051926

✈️

সমুদ্র দেখবেন আর খাবেন...আপনি কবে আসছেন??🛖 সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট, সেন্টমার্টিন 🏝️
06/11/2023

সমুদ্র দেখবেন আর খাবেন...
আপনি কবে আসছেন??

🛖 সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট, সেন্টমার্টিন 🏝️

ট্যুর অপারেটরদের নিদ্রা নেই 🙂কয়েকজন বিদেশগামী যাত্রীর ফ্লাইট ভোর ৫ টা ৩০ মিনিটে। সার্বক্ষণিক যোগাযোগ করার পর যাত্রী যখন ...
02/11/2023

ট্যুর অপারেটরদের নিদ্রা নেই 🙂

কয়েকজন বিদেশগামী যাত্রীর ফ্লাইট ভোর ৫ টা ৩০ মিনিটে। সার্বক্ষণিক যোগাযোগ করার পর যাত্রী যখন বিমানে উঠে জানিয়েছে ভাই বিমানে উঠেছি তখন চিন্তামুক্ত হতে পারি। আসলে আমাদের সঙ্গে আমাদের গ্রাহকদের সম্পর্ক শুধু সেবা দেওয়া কিংবা নেওয়ার মূহুর্তে সীমাবদ্ধ নয়।গ্রাহক তার সেবা সঠিক সময়ে পেলো কিনা, তার কাছ থেকে সর্বশেষ ফিডব্যাক নেওয়া অব্দি আমরা যোগাযোগ করে থাকি। মনে রাখবেন "ভ্রমণের আনন্দ আপনার আর চিন্তা আমাদের"

দেশ কিংবা দেশের বাহিরে যেকোনো গন্তব্য বিমান টিকেট কাটুন FnF Travel BD - FTB থেকে।

২৪/৭ সেবা পেতে যোগাযোগ করুন 01829-051926 / 01819819982 নাম্বারে।

🏫আমাদের ঠিকানাঃ- ইডেন কমপ্লেক্স, ইনার সার্কুলার রোড ( নটরডেম কলেজ এর বিপরীতে), আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০.

আপনাদের প্রিয় Tasrif Khan ভাইয়া অবরোধের নগর ছেড়ে, চলে এসেছে সাগর পাড়ে (সেন্টমার্টিন দ্বীপ) আপনি আসছেন কবে🤔 সমুদ্র শুধু ব...
02/11/2023

আপনাদের প্রিয় Tasrif Khan ভাইয়া অবরোধের নগর ছেড়ে, চলে এসেছে সাগর পাড়ে (সেন্টমার্টিন দ্বীপ)
আপনি আসছেন কবে🤔

সমুদ্র শুধু বিশাল জলরাশি নয়, তার মধ্যে সম্মোহন করার অদ্ভুত ক্ষমতা আছে। প্রকৃতির নিয়ম মেনে প্রতিটি ঢেউ যেন নিজের স্বকীয়তায় অনন্য। কিছু ঢেউ পরম মমতায় সমুদ্রতটে দিয়ে যাচ্ছে ঝিনুক। আবার কিছু ঢেউ প্লাস্টিক বর্জ্য ফিরিয়ে দিয়ে আমাদের হীন মানসিকতার জানান দিচ্ছে। নীল জলরাশির নুড়িপাথরে আছড়ে পড়ে যখন নিজেকে ভিজিয়ে দিয়ে যায়; সেই আর্দ্রতা হৃদয়কে শীতল করে দেয় নিমিষেই। বিশাল সমুদ্র মাঝে মাঝে আলতো করে যখন পা ভিজিয়ে দিয়ে যায়; তখন শুধু মনে হয় সমুদ্র বিশাল হয়েও কত নিরহংকারী!

আপনার সমুদ্র ভ্রমণে চিন্তামুক্ত সেবা দিতে পাশে রয়েছে FnF Travel BD - FTB
সেন্টমার্টিন ভ্রমণে আপনার যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ কিংবা সেবা পেতে যোগাযোগ করুন 01829-051926 01819-819982 📞

সরাসরি সাক্ষাতে আমাদের ঠিকানা🏫

ইডেন কমপ্লেক্স, ইনার সার্কুলার রোড,(নটর ডেম কলেজের বিপরীতে)
আরামবাগ, মতিঝিল,ঢাকা-১০০০.

01/11/2023

Address

Arambag, Motijheel
Dhaka
1000

Telephone

+8801829051926

Website

Alerts

Be the first to know and let us send you an email when FnF Travel BD - FTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FnF Travel BD - FTB:

Videos

Share

Nearby travel agencies