Travel Plus

Travel Plus Travel and Tourism

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু # # তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসা: বিস্তারিত তথ্য**২০১৩ সাল থেকে তুরস্ক...
17/04/2024

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু
# # তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসা: বিস্তারিত তথ্য
**২০১৩ সাল থেকে তুরস্ক বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ই-ভিসা সার্ভিস চালু করেছে।** এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। **বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন।**
**ই-ভিসার মাধ্যমে বাংলাদেশিরা তুরস্কে কী কী করতে পারবেন:**
* **অবকাশ যাপন:** ই-ভিসা ব্যবহার করে পর্যটন ভিসার মাধ্যমে ৩০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
* **ব্যবসা:** ব্যবসায়িক ভিসার মাধ্যমে ৯০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
**ই-ভিসার বৈধতা:**
* তুর্কি ই-ভিসা দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে **১৮০ দিনের জন্য বহাল থাকে।**
* কেউ **অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে** একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে।
**ই-ভিসার সুবিধা:**
* **দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে যেতে হবে না।**
* **অনলাইনে দ্রুত এবং সহজে আবেদন করা যাবে।**
**ই-ভিসার জন্য যোগ্যতা:**
* **বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান** ইত্যাদি দেশ শুধু **সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য** বলে বিবেচিত হবে।
* **শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে।**
* **অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে।**
**ই-ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:**
* **কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট।**
* **তাদের ইনবক্সে ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা।**
* **ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড।**
* **একটি ফিরতি টিকিট।**
* **হোটেল বুকিং।**
* **ভ্রমণের জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ।**
**আবেদন প্রক্রিয়া:**
* **[https://www.evisa.gov.tr/](https://www.evisa.gov.tr/)** ওয়েবসাইটে যান।
* **"Apply Now"** ক্লিক করুন।
* **প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।**
* **কাগজপত্র আপলোড করুন।**
* **ই-ভিসা ফি প্রদান করুন।**
* **আবেদন জমা দিন।**
**সাধারণত আবেদন অনুমোদন করতে 24 ঘন্টা সময় লাগে।**

Address

16 Sonargoan Janapath, Sector:12, Uttara
Dhaka
1730

Alerts

Be the first to know and let us send you an email when Travel Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Plus:

Share

Category