Rikat.The.Backpacker

Rikat.The.Backpacker • Travel freak
• Travel addicted

"MOON NEST" অত্যন্ত নিরিবিলি এবং সাজানো একটি রিসোর্ট। যদিও তাদের রিসোর্টে প্রবেশের নিজস্ব কোন রাস্তা নেই। মেরিন ড্রাইভ র...
27/05/2024

"MOON NEST"

অত্যন্ত নিরিবিলি এবং সাজানো একটি রিসোর্ট। যদিও তাদের রিসোর্টে প্রবেশের নিজস্ব কোন রাস্তা নেই। মেরিন ড্রাইভ রোডের পাশে দিয়ে মাটির রাস্তা ধরে নেমে যেতে হয় রিসোর্টে প্রবেশের জন্য। বিভিন্ন গাছপালা, ফুল গাছ রিসোর্টের সৌন্দর্য বৃদ্ধি করেছে। যথেষ্ট নিরিবিলি হওয়ায় রিসোর্টে থেকে কখনো কখনো সমুদ্রের গর্জন শোনা যায়। কিন্তু এই রিসোর্টের বেশ কিছু সমস্যা রয়েছে। গত ২১শে মে, ২০২৪ থেকে ২৩শে মে, ২০২৪ পর্যন্ত "MOON NEST" এ ছিলাম, তাদের রুম রেট অনুযায়ী পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই আমার মনে হয়েছে। যেমন রুমে কোন টিভি, মিনি ফ্রিজ নেই, ওয়াশরুম এর দরজা বাইরে থেকে বন্ধের ব্যবস্থা নেই। চেক ইন টাইম দুপুর ১২টা, যা অনেক লেট মনে হয়েছে। সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয়েছে সেটা হল খাবার মেন্যু এবং তার মুল্য। খাবার মেন্যু অত্যন্ত সংক্ষিপ্ত মনে হয়েছে। শুধু ২টি সেট মেন্যু, একটি ৪০০/- পার পারসন এবং অন্যটি সি ফুড সেট মেন্যু ১৫০০/- পার পারসন। ৪০০ টাকার মেন্যু তে যে পরিমান খাবার দেয় একজনের জন্য অনেকটা কম। এক্সট্রা রাইস প্রতি বাটি ১০০/- যা অত্যন্ত বেশী। ৪০০ টাকার সেট মেন্যু তে যা দিয়েছিল, খাবারের মান অত্যন্ত খারাপ, স্বাদ নেই বললেই চলে। ছোট ৪পিস ফ্রাইড চিকেন নিয়েছিলাম, দাম ৪০০/- টাকা। টুরিস্ট প্লেস, খাবারের দাম কিছুটা বেশি হবে সেটা স্বাভাবিক আমিও মানি, কিন্তু তাই বলে ৪ টুকরো চিকেন ৪০০!!! রিসোর্ট এর নিজস্ব কোন শেফ নেই, ৫-৬ জন স্টাফ, তাদেরই ২-৩ জন রান্নার কাজটা করে।

এরপর আসি ব্যবস্থাপনার ব্যাপারে! ৩দিন ছিলাম, তাদের ম্যানেজার বা ম্যানেজমেন্ট এর কেউ নেই রিসোর্টে, ৫-৬ জন স্টাফ ছাড়া। রিসোর্টে নেই পর্যাপ্ত সেফটি, সিকিউরিটির ব্যবস্থা। কিছুটা দূরেই ঝাউবণ, সে হিসেবে রিসোর্টের বাউন্ডারি এবং পর্যাপ্ত সিকিউরিটি থাকা উচিৎ ছিল। এই দিক বিবেচনা করলে কাপল বা ফ্যামিলি নিয়ে এখানে থাকা রিস্কি।

কক্সবাজার মানুষ যায় সমুদ্র পাড়ে কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য, কিন্তু রিসোর্ট থেকে সি বিচ অনেকটাই দূরে, এবং একটা বাঁশের সেতু দিয়ে পার হয়ে ঝাউবণ ক্রস করে সি বিচের দেখা মেলে, তাও অনেক দূরে।

রেটিং:

আউটলুক এবং ইন্টেরিওর - ৭/১০
সুযোগ-সুবিধা - ৫/১০
খাবার - ২/১০
সেফটি এবং সিকিউরিটি - ৩/১০
স্টাফদের ব্যবহার - ৫/১০

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rikat.The.Backpacker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category