Sky Moon Holidays

Sky Moon Holidays Travel and Tourism, Holidays package

26/01/2025

সৌদি, কাতার, আরব আমিরাত, কুয়েত, জর্ডান, মিশরসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন নাগরিকত্ব দেয়। নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো যদিও কঠিন, তবে কারো কারো ক্ষেত্রে সহজও বটে। শুধু ইউরোপ আমেরিকা না, মরুভূমির দেশেও যে সেটেল হওয়া যায় এবং নাগরিকত্বও পাওয়া যায়, এই আপনি জানতে পারবেন। বিদেশে ভ্রমণ, কর্মসংস্থান এবং ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন ও ফলো করুন

26/01/2025

আয়ারল্যান্ডে সর্বনিম্ন বেতন বছরে কমপক্ষে ৩৫ লাখ টাকা। দালালের উৎপাত নেই। চাইলে দেশটির সরকারি ওয়েবসাইটে নিজে নিজেই ওয়ার্ক পারমিট ভিসার জন্য এপ্লাই করা যায়। ফিস মাত্র ১ হাজার ইউরো। তাও আবার এ্যপ্লিকেশন সাকসেসফুল না হলে টাকা ফেরত পাঠায় তারা। তাহলে কেন একবার ট্রাই করে দেখবেন না? ভিডিওটা দেখে অন্তত একবার চেষ্টা করতে পারেন। শুভ কামনা ! বিদেশে ভ্রমণ, কর্মসংস্থান এবং ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন ও ফলো করুন
01740-186104

26/01/2025

স্পেনে বৈধ-অবৈধ যে পথেই আসেন না কেন, দুই বছর বসবাস করলেই বৈধ রেসিডেন্স নিয়ে স্থায়ী হতে পারবেন। বছরে তিন লাখ অভিবাসীকে এভাবে বৈধ হওয়ার সুযোগ দেবে স্পেন সরকার। রেসিডেন্স পাওয়ার পর সহজ হবে দেশ থেকে পরিবার নিয়ে আসার প্রক্রিয়াও। স্পেন সরকারের চালু হতে যাওয়া নতুন আইন নিয়ে । বিদেশে ভ্রমণ, কর্মসংস্থান এবং ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন ও ফলো করুন

জার্মানীতে ওয়ার্ক পারমিট ছাড়াই নিজে  এ্যাপ্লাই করে খুব সহজেই চলে আসতে পারেন। “অপরচুনিটি কার্ড ভিসার” মতো এতো সহজ একটা স...
26/01/2025

জার্মানীতে ওয়ার্ক পারমিট ছাড়াই নিজে এ্যাপ্লাই করে খুব সহজেই চলে আসতে পারেন। “অপরচুনিটি কার্ড ভিসার” মতো এতো সহজ একটা সুযোগ এর আগে জার্মান সরকার কখনোই দেয়নি। সুতরাং আমি মনে করি জার্মানীতে আসার এটাই বেস্ট সময় ও সুযোগ।কোন দালাল ধরতে হবে না আপনি নিজে নিজেই এপ্লাই করতে পারবেন। প্রয়োজনীয় লিংকগুলো কমেন্টস বক্সে দিয়ে দিলাম।
বিদেশে ভ্রমণ, কর্মসংস্থান এবং ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন ও ফলো করুন
Call 01740-186104

ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়ায় ভিসা হচ্ছে প্রচুর। কাগজপত্র ঠিক থাকলে সাধারণত এই দেশটি কারো ভিসা-ই রিজেক্ট করে না। শতকরা ৯৮...
26/01/2025

ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়ায় ভিসা হচ্ছে প্রচুর। কাগজপত্র ঠিক থাকলে সাধারণত এই দেশটি কারো ভিসা-ই রিজেক্ট করে না। শতকরা ৯৮ % আবেদনকারীই ভিসা পান। বাংলাদেশীদের জন্য ইউরোপের নতুন সম্ভাবনাময় এই দেশটি কেমন, দেশটিতে কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে, গিয়ে কী কী কাজ করতে পারবেন, কত টাকা আয় হবে, ভবিষ্যতে কীভাবে পরিবার নিয়ে সেটেল হবেন বিস্তারিত জানুন । বিদেশে ভ্রমণ, কর্মসংস্থান এবং ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন
Call 01740-186104

26/01/2025

১জানুয়ারি ২০২৫ থেকে চালু হয়েছে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।

তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসেছে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে 🇧🇩✈️✈️

05/01/2025

**2025 সালের কানাডার ট্যুরিস্ট ভিসার আপডেট**

কানাডা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার প্রসেস সহজ করেছে। নতুন নীতিমালায় ভিসা আবেদন দ্রুততার সাথে প্রসেস করা হবে। ভ্রমণকারীদের সুবিধার্থে বেশ কিছু নীতি হালনাগাদ করা হয়েছে।

বিশেষভাবে বলা হয়েছে, পর্যটন ভিসার আবেদনে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে এবং কানাডার বর্তমান নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রসেসিং সময়ও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।




05/01/2025

🇹🇭 Thailand E-visa 🇹🇭
থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:

থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ: রেজিস্ট্রেশন এবং আবেদন
১. ওয়েবসাইট ভিজিট করুন:

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
৩. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 4500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 18500
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
২. পেমেন্ট করুন:
[Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ইমেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
২. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

★পেমেন্টের পর: ই-রিসিপ্ট

★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড🤗

Sky Moon Holidays
Contact ous
01740-186104

Important UK Visa & Immigration Announcement!Exciting updates are here for international students and applicants to the ...
03/01/2025

Important UK Visa & Immigration Announcement!

Exciting updates are here for international students and applicants to the UK! Starting January 2, 2025, the UK is implementing significant changes to Visa and Immigration requirements that may impact your plans.

🔑 Key Updates You Need to Know:

Increased Financial Savings Requirement:

Students in London must now show GBP 1,483 per month

Students elsewhere in the UK need to show GBP 1,136 per month

Bangladesh Applicants: Enjoy the UKVI Faster Visa Decision Priority Service, available at Bangladesh VFS, with charges equivalent to 80629.00 Taka.

New eVisa Launch: The eVisa will replace the Biometric Residence Permits (BRP), Biometric Residence Cards (BRC), and passport endorsements. You can access your new eVisa by creating a UKVI account!

🎓 Stay ahead of these important updates and make sure you're ready for a smooth immigration process.

📞 Have questions or need expert guidance? Our team of professionals is here to help you navigate these changes and ensure your UK Visa application is flawless.

👇 Get in touch with Global Admission today! We'll guide you every step of the way.

📧 [email protected]
🌐 http://www.skymoonholidays.com
01941661434
01740-186104
7/28A, eastern Plaza commercial complex
Hatirpool, Dhaka 1200

🎉 Another Canada Visa Success! 🎉We’re thrilled to announce yet another successful 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 Tourist Visa approval! 🌍✨ Our e...
03/01/2025

🎉 Another Canada Visa Success! 🎉

We’re thrilled to announce yet another successful 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 Tourist Visa approval! 🌍✨ Our expert team ensures a professional handling of your visa application.

📌 Looking to explore Canada?
Contact us today and let our experienced visa consultants guide you through a smooth and stress-free process.

✅ We process tourist visas for:
🌏 China | Thailand | Malaysia | Singapore | Indonesia
🌏 Sri Lanka | India | Vietnam | Cambodia | Uzbekistan
🌏 Kyrgyzstan | East Africa | Australia | UK | Canada

📞 Get in touch:
📱 WhatsApp: 01740-186104
📱 01941661434
📧 Email: skymoon [email protected]

📍 Visit us at:
7/28A, eastern Plaza commercial complex ,
Hatirpool Dhaka-1200

🌟 Your dream destinations are just a step away! 🌟

31/12/2024
31/12/2024

নেপালের বেলুন উৎসব অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাড়ায়

কাঠমান্ডু নেপালের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে, পোখারার পর্যটন কেন্দ্রে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেলুন উৎসব চলছে। আয়োজকদের মতে, নববর্ষ 2025 উদযাপনের সাথে মিল রেখে 24 ডিসেম্বর শুরু হওয়া ইভেন্টটি নয় দিন ধরে চলবে। পোখারার মনোরম পামে এলাকায় অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন দেশের 20 টিরও বেশি আন্তর্জাতিক পাইলট এবং বেলুন কোম্পানির অংশগ্রহণ রয়েছে। প্রতিদিনের হট এয়ার বেলুন ফ্লাইটের অভিজ্ঞতার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শকরা ইভেন্টে ভিড় করছেন। এই ফ্লাইটগুলি মাছপুছরে, ধৌলাগিরি এবং অন্নপূর্ণার মতো আইকনিক শৃঙ্গের শ্বাসরুদ্ধকর দৃশ্যের পাশাপাশি এই অঞ্চলের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের অফার করে। বিভিন্ন দেশের পাইলটরা অত্যাশ্চর্য দৃশ্যের সাক্ষী হয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন এবং স্থানীয় এবং বৈশ্বিক উভয় ধরনের ভ্রমণকারীদের এই ধরনের ইভেন্টে অংশ নিতে উত্সাহিত করেছেন। আয়োজকরা আশাবাদী যে উত্সবটি পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে, যা কোভিড-পরবর্তী যুগে ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। লরুক থেকে চানখাপুর পর্যন্ত তিন কিমি বিস্তৃত এই ইভেন্টে প্রায় 500টি বাণিজ্যিক ফ্লাইট রয়েছে, যা 300টি অ-বাণিজ্যিক ফ্লাইটের পাশাপাশি 3,000 যাত্রী বহন করবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি ফ্লাইট প্রায় 40 মিনিট স্থায়ী হয়, যা পোখরা উপত্যকার মনোরম দৃশ্য এবং হিমালয়ের সুউচ্চ শিখরগুলি প্রদান করে। উত্সবটি শুধুমাত্র নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের উদযাপনই নয় বরং এই অঞ্চলের পর্যটন শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য উত্সাহ, যা সারা বিশ্বের অ্যাডভেঞ্চার উত্সাহীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ গন্তব্য হিসাবে দেশটিকে প্রদর্শন করে৷

31/12/2024

তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার
ভারত ছাড়াও ইউরোপ, মধ্য ইউরোপের দেশগুলোতে যেতে পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশগুলো থেকে ভিসা নিতে পারবেন বাংলাদেশীরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ নানা ইস্যুতে ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে ঠেঁকেছে।

ভারত পর্যটন ভিসা বন্ধ রেখেছে। সীমিতভাবে চালু রেখেছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা। এ দুই খাতে ভিসা চালু থাকলেও অনেকেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। সে কারণে, বিশেষ করে শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়েছেন। একই সমস্যায় পড়ছেন ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা প্রত্যাশীরা। এসব সমস্যা বিবেচনায় নিয়ে দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এতোদিন পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা বাংলাদেশি নাগরিকরা ঢাকা থেকে পেলেও পূর্ব ইউরোপের বেশির ভাগ দেশের ভিসা দিল্লি থেকে নিতে হয়। তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভিসা সীমিত করে দেওয়ায় সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও প্রবাসী শ্রমিকরা। অনেক শিক্ষার্থীই ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে পারছেন না। যেমন ঢাকায় দূতাবাস না থাকায় পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয়। তবু এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়তে যান।

এ ছাড়া রোমানিয়ায় এখন বাংলাদেশের প্রচুর কর্মীও যান। তবে ভারতীয় হাইকমিশন ভিসা সীমিত করে দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এই সমস্যা সমাধানে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এরই মধ্যেই ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন বলে সুত্রে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন ভিসা পেতে পারেন, সে চেষ্টা চলছে। এ লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এ ছাড়া ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকেই পাওয়া যায়, সে চেষ্টাও রয়েছে সরকারের। তবে রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে।

সুত্র আরো জানিয়েছে, রবিবার (১ ডিসেম্বর) ইউরোপের তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। দেশগুলো হলো, জার্মানি, চেক রিপাবলিক ও বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশি নাগরিকরা সহজেই যেন চেক রিপাবলিক ও বসনিয়া-হার্জেগোভিনার ভিসা পেতে পারেন, দ্বিপক্ষীয় বৈঠকে ইস্যুটি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন তৃতীয় দেশের ভিসা ভারতের পরিবর্তে অন্য কোনো প্রতিবেশী দেশ থেকে সংগ্রহ করতে পারেন, তা নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যেই বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে ভিসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা. Sky Moon Holidays
31/12/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা.
Sky Moon Holidays

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে...
05/11/2024

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

কম্বোডিয়া ভিসা নিন সাদা পাসপোর্টে ১০০% নিশ্চিন্তে,১ দিনের মধ্যেবিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, পৌঁছানো প্যাকেজ, ওয়ার্ক ভিস...
09/10/2024

কম্বোডিয়া ভিসা নিন সাদা পাসপোর্টে ১০০% নিশ্চিন্তে,
১ দিনের মধ্যে
বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, পৌঁছানো প্যাকেজ, ওয়ার্ক ভিসা প্রদান করা হয়।
(ইনশা আল্লাহ ১০০%)
(ভিসার পরে টাকা দেওয়া যাবে )
Cambodia 100% Guarantee (FRESH )
* Saudi Arab 100% Guarantee
* Malaysia 100%Guarantee (FRESH )
*Singapore 100% Guarantee (2 COUNTRY VISITED)
*Vietnam 100% Guarantee (FRESH )
*Indonesia 100% Guarantee (2 COUNTRY VISITED)
*Philippines 100% Guarantee.(FRESH )
*Pakistan 100% Guarantee (FRESH )
So no more worries, because the guarantee of getting your visa will be doubled through our service. Our experts will process your files accurately. ~~ thailand

***বিস্তারিত জানতে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন
01740186104
Sky Moon Holidays
7/28A, lift 6 Eastern Plaza commercial complex
70 Sonargaon Road, hatirpool,Dhaka 1205
[email protected]
www.skymoonholidays.com

15/07/2024

চায়না ক্যান্টন ফেয়ার প্যাকেজ 2024
ব্যবসায়ীগণ জন্য সুখবর ক্যান্টন ফেয়ার বিজনেস ট্যুর. ক্যান্টন ফেয়ারের সঠিক দিক নির্দেশনা দিচ্ছি আমরা. বিজনেস এক্সপার্ট দ্বারা আপনাকে গাইড দেয়া হবে.
ছয় দিন পাঁচ রাতের প্যাকেজ
প্যাকেজ মূল্য 77000 taka
📞বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01740186104
🌆 ট্যুরের তারিখ
136 তম ক্যান্টন ফেয়ার 15 ই অক্টোবর, 2024 তারিখে খোলা হবে।
পর্যায় 1: অক্টোবর 15 থেকে 19 তারিখ পর্যন্ত।
পর্যায় 2: অক্টোবর 23 থেকে 27 তারিখ পর্যন্ত।
পর্যায় 3: 31শে অক্টোবর থেকে 4 নভেম্বর

🏖️প্যাকেজ অন্তর্ভুক্ত
✈️এয়ার টিকেট
🏨হোটেল (রুম শেয়ার করতে হবে সিঙ্গেল ও ডবল)
🍞 সকালের নাস্তা
🌆ক্যান্টন ফেরে নিবন্ধন
🛫🛬এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
🌆ক্যান্টন ফেয়ারে প্রতিদিন আসা যাওয়া গাইডসহ সুব্যবস্থা

বিস্তারিত জানতে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন
01740186104
Sky Moon Holidays
7/28A, lift 6 Eastern Plaza commercial complex
70 Sonargaon Road, hatirpool,Dhaka 1205
[email protected]
www.skymoonholidays.com

Travel and Tourism, Holidays package

Cheapest air tickets available
14/07/2024

Cheapest air tickets available

Address

7/28A, Eastern Plaza Commercial Complex, Hatirpool
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 17:00 - 20:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801740186104

Alerts

Be the first to know and let us send you an email when Sky Moon Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Moon Holidays:

Share

Category