27/12/2023
পাহাড়ের রানী দার্জিলিং মাত্র ১১,৯৯৯ টাকায় (৪ রাত / ৩ দিন)
বুকিং লাইনঃ 01717-202080
ভ্রমণের তারিখ:
♦️ ২০শে ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে।
🚍বাসের আসন বিন্যাসঃ আগে বুকিং আগে পাবেন ভিত্তিতে।
০-৩ বছরের শিশুর জন্যে র্চাজ প্রযোজ্য নহে।
এছাড়া্, স্টুডেন্ট, ফ্যামিলি ও কর্পোরেট প্যাকেজও রয়েছে। ভ্রমনের ১৫ দিন পূর্বে যোগাযোগ করতে হবে।
********************************************
★এই ট্রিপে জয়েন হতে আপনার ভিসায় "বাই রোড চেংরাবান্দা" থাকতে হবে। ★
⮞প্যাকেজে যা অন্তর্ভুক্চ
🚍ঢাকা-বুড়িমারী-ঢাকা (এসি বাস)।
🚘বুড়িমারী - শিলিগুড়ি - দার্জিলিং যাতায়াতের জন্যে টাটা সুমু জীপ।
🏨৩ তারকা মানের হোটেল Bon The Rink Heritage অথবা সমমানের হোটেলে রাত্রিযাপন।
২ রাত দার্জিলিং থাকা।
সকল খাবার (সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার)
-----------------------------------------------------------------
ভ্রমন ও বিস্তারিতঃ
দিন - ০
ঢাকা থেকে রাত ৭.০০ মিনিটে আমরা বুড়িমারীর পথে যাত্রা শুরু। ট্যুর মানেই নতুন নতুন মানুষের সাথে পরিচয়, সাথে আনন্দ ও জ্ঞান আহরনের অপূর্ব সুযোগ।
দিন - ১: বুড়িমারী - শিলিগুড়ি – দার্জিলিং
খুব সকালে বুড়িমারী পৌছাবো, বর্ডারের/ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আমরা চ্যাংড়াবান্দা পৌঁছে চ্যাংড়াবান্দা থেকে টাটা সুমু জীপে করে শিলিগুড়িতে পৌছানো।
শিলিগুড়িতে অভ্যথর্না শেষে দুপুরের খাবার পর রওনা হব দার্জিলিং এর উদ্দেশ্যে।
দার্জিলিং এর আরেকটি নাম হল পাহাড়ের রাণী। পথে যেতে যেতে সে প্রমান মিলবে যখন মসৃন রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, পশুপাখি, অপরূপ পাহাড়ি অঞ্চল চা বাগান, পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আকাবাঁকা পথের ধার দিয়ে যাব মনে হবে এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। বিকেলনাগাদ দার্জিলিং পৌছে আশেপাশেরে এলাকা, শপিং মল, রেস্টুরেন্ট ঘুরে বেড়াবো। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি হোটেলে ঘুমিয়ে পড়ব খুব সকালে ওঠে পড়ার জন্যে।
[Food: Lunch & Dinner]
দিন -২: টাইগার হিল সাইটসিং, মিক্স পয়েন্টস দৃশ্য উপভোগ।
টাইগার হিল সাইটসিং ভোর ৪ টার মধ্যে উঠতে হবে টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী অবলোকন করার জন্যে। বিশ্বজুড়ে স্থানটি এর জন্যে বিখ্যাত। এখান থেকে ভাগ্যে সুপ্রসন্ন আর আকাশ পরিষ্কার থাকলে তবেই কেবল পৃথিবীর তৃতীয় সরবোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া যাবে নচেত নয়। ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন দেখে দার্জিলিংয় হোটেলে ফিরে আসবো।
হোটেলে সকালের নাস্তা সেরে মিক্স পয়েন্টস অর্থ্যাৎ হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা (বৃহস্পতিবার বন্ধ), তেনজিং রক, চা-বাগান, দার্জিলিং রুপয়/ক্যাবল কার (নিজ খরচে টিকিট ক্রয়), জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা এ ঘুরে বেড়ানো। রাতে দার্জিলিং এ হোটেলে অবস্থান।
[Food: Breakfast, lunch & Dinner]
দিন - ৩: দিন - মিরিক হয়ে শিলিগুড়ির পথে রওনা।
সকালের নাস্তা সেরে আমরা মিরিক থেকে পশুপতি নগর (নেপাল সীমান্ত) দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । মিরিক লেকে আমরা সুমেন্দ্র লেক ও চা-বাগান উপভোগ করে দুপুরের খাবার খেয়ে বুড়িমাড়ি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা।
[Food: Breakfast & Lunch]
দিন – 8:
সকাল পৌছে যাব ঢাকা। এবার সময় এলো সবাইকে বিদায় বলার ।
===========================
প্যাকেজে যা অন্তর্ভুক্ত:
ঢাকা-বুড়িমাড়ি-ঢাকা (এসি বাস)।
প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
এক রুমে ২/৩ জন শেয়ার
২ রাত দারজেলিং Bon The Rink Heritage অথবা সমমানের হোটেলে রাত্রিযাপন
সকল সাইটসিং
ভিসা প্রসেসিং
প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
ভিসা ফি- ৮৪০ টাকা
ট্রাভেল ট্যাক্স- ১০০০ টাকা
বর্ডার টিপস
প্রবেশ ফি
রুম হিটার ভাড়া
সকল ব্যক্তিগত খরচ যেমন, টিপস, পানীয়, চিকিৎসা ও শপিং খরচ।
অন্যান্য নিজস্ব খরচ
-------------------------------------------------------
===শিশু পলিসি===
# ০-৩ বছরঃ কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে, বাসে বাবা মার সাথে বসবে)
# ৪-6 বছরের বাচ্চার ক্ষেত্রে ৮০% প্রযোজ্য।
# ৬ বছরের উপরে সবাইকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য হবে
======বুকিং পলিসি======
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০ টাকা জমা দিতে হবে।
এই ট্রিপে জয়েন হতে আপনার ভিসায় "বাই রোড চেংরাবান্দা" থাকতে হব।
=====ভিসার জন্য যেসব ডকুমেন্ট জমা দিতে হবে=====
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি (সর্বশেষ ৩ মাসের মধ্যে)।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
====================================
সাথে যা বহন করতে হবে:
**নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
* পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
* দার্জিলিং ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
*বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
*রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
* বাইনোকুলার, ক্যামেরা।
* টুথপেস্ট ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
বিশেষ জরুরী বিষয় সমূহঃ-
==================
১। আমরা সর্বদাই ট্র্যাভেল করি কিন্তু ট্যুর আর ট্র্যাভেল এক ব্যাপার নয় । কাজেই যেকোন অনাকাংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যে আমাদের সাথে ফোনে কথা বলে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিবেন । আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্হা নেব ।
২। ব্যাক-প্যাক বেশি ভারী করবেন না । নিত্য প্রয়োজনীয় জিনিষ ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেবার দরকার নেই ।
৩। নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার একার সুবিধার জন্যে ট্র্যাভেলার কারো অসুবিধা হয় এরকম কোন কাজ করা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে ।
৪। সর্বোপরি ভ্রমন পিপাসু মন থাকতে হবে । ট্র্যাভেলে যেকোন ধরনের সমস্যার মুখোমুখি হতেই পারি, সেটা সমাধান করার জন্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী ।
৫। খাবার দেয়া হবে শুধু হোটেলে বাস কিংবা জীপে আমরা কোন খাবার দেব না ।
ট্রিপটি হবে একদম ‘’Ticket & Holidays’’ এর অন্যান্য ট্রিপের মতোই এবং যে কোন পরিস্থিতিতে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে অনেক সুবিধাই অনুপস্থিত থাকতে পারে । ভ্রমণ হবে এ্যাডভ্যানচারে পরিপূর্ণ, অসুস্থ কেউ যাবেন না। এছাড়া বিভিন্ন স্পট পায়ে হেটে ঘুরতে হতে পারে, এগুলো ভেবে দেখবেন।
আমরা সবাই চেষ্টা করবো সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে। তবু আগে থেকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে দিলাম । আশা করি কোন অসুবিধা হবে না ইনশআল্লাহ ।
যে বিষয় গুলো অবশ্যই মনে রাখবেন :
==========================
• ট্যুর চলাকালিন সময়ে পারমিশন না পেলে “Ticket & Holidays” কোন ভাবেই দায়ি থাকবেনা।
• ট্যুর পুরোপুরি উপযোগ্য করার জন্য সময় সচেতনতা একান্ত ভাবে কাম্য ।
• কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
• দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
• অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন লেনদেন করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• ট্যুর চলাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ অথবা রাস্তায় জ্যাম, রাস্তায় গাড়ী খারাপ হয়ে যাওয়া, বর্ডারে অতিরিক্ত সময় লেগে যাওয়ার কারণে কোন সমস্যা হলে “Ticket & Holidays” কোনভাবেই দায়ী নয় ।
• ট্যুর চলাকালীন সময়ে ছোট খাটো কোন সমস্যা হলে মানিয়ে নেবার মানষিকতা থাকতে হবে, যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
• মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা থেকে বিরত থাকুন। আশা করি সুন্দর একটা ট্যুর আপনাদের উপহার দিতে পারব তাই পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না, গ্রুপের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে আপনার এই ভ্রমণটি আনন্দময় হয়ে উঠবে ।
• আপনাদের প্রদেয় প্রতিশ্রুতি বাস্তবায়নে Ticket & Holidays এর কোন কার্পণ্য থাকবে না।
আপনাদের যথার্থ সেবাই আমাদের একান্ত কাম্য ।
👉আমাদের অফিসের ঠিকানা:
🇧🇩 টিকেট এন্ড হলিডেস
৩ হক চেম্বার, ৩য় তলা, দৈনিক বাংলা মোড়, মতিঝিল ঢাকা ১০০০, বাংলাদেশ।
☎ ফোন: 01717-202080
📧 ই-মেইল: [email protected]