Delight Travels International

Delight Travels International Hajj Agency
(1)

22/12/2024

হজ্ব নিবন্ধনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪

17/12/2024
বিজয় দিবসের সফলতা কামনা করছি
16/12/2024

বিজয় দিবসের সফলতা কামনা করছি

13/12/2024

২০২৫ এ হজ্বে যাওয়ার সুযোগ শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর'২৪।
আপনার হজ্ব গমণ নিশ্চিত করতে দ্রুত নিবন্ধন করুন।

আপনি কি হজ্ব পালনের নিয়ত করেছেন? ২০২৫ সালে হজ্ব নিবন্ধনের সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে...১৫ ডিসেম্বরের মধ্যে অবশ্যই আপনার ন...
05/12/2024

আপনি কি হজ্ব পালনের নিয়ত করেছেন?
২০২৫ সালে হজ্ব নিবন্ধনের সুযোগ
দ্রুত ফুরিয়ে আসছে...
১৫ ডিসেম্বরের মধ্যে অবশ্যই আপনার
নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এছাড়া ২০২৬ সালে হজ্ব পালনের ইচ্ছে থাকলেও এখন প্রাক নিবন্ধন করে একধাপ এগিয়ে থাকতে পারেন। এজন্য পাসপোর্ট প্রয়োজন নেই, শুধু আইডি কার্ডের ফটোকপি ও ৩০০০০/- লাগবে।

স্বাচ্ছন্দের সাথে, সঠিকভাবে হজ্ব-ওমরাহ পালনে আমাদের সঙ্গী হতে আপনি আমন্ত্রিত।

☎️
সার্বিক যোগাযোগ :
ডিলাইট হজ্ব গ্রুপ
১১২/১, ফকিরাপুল পানির ট্যাংকির গলি
(৩য় তলা), মতিঝিল, ঢাকা

(ইমো/হোয়াটসঅ্যাপ):
📱01711 15 96 76 (Neser)
📱01712 29 27 69 (Atiq)

04/12/2024

আসন্ন মাহে রমযানের শুরুতে ও শেষে ২ টি প্যাকেজ তৈরি হচ্ছে, সংযুক্ত থাকুন

ডিলাইট হজ্ব গ্রুপের ৪টি ফ্যামিলি গ্রুপ মক্কাতুল মুকাররমায় ওমরাহ সম্পন্ন করে বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে...
02/12/2024

ডিলাইট হজ্ব গ্রুপের ৪টি ফ্যামিলি গ্রুপ মক্কাতুল মুকাররমায় ওমরাহ সম্পন্ন করে বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন।

১, মুশফিক ওয়াদুদ রনো, আমার ছোট ভাইয়ের সহপাঠী ও ঘনিষ্ট বন্ধু। স্বপরিবারে কানাডা প্রবাসী। ২০২২ সালে আমাদের কাফেলায় পবিত্র হজ্ব পালন করেছেন। বর্তমানে পুরো পরিবারসহ ওমরাহ সফরে রয়েছেন।

২. গোলাম কিবরিয়া, আমার বাল্যবন্ধু। স্বপরিবারে আমেরিকা প্রবাসী। মা'কে ওমরাহ পালন করানোর জন্য মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছেন। বর্তমানে মা, শ্বশুর ও শাশুড়িসহ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন।

৩. প্রফেসর ডঃ সালামত খন্দকার। ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি বিভাগীয় চেয়ারম্যান। প্রথম সাক্ষাতেই স্যারের বিনয় ও ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে। স্ত্রী, কন্যা সহ তিনিও ওমরাহ সফরে রয়েছেন।

৪. সাঈদা পারভীন। একজন সরকারী কর্মকর্তা। আমেরিকা প্রবাসী মেয়ের জামাইয়ের স্পন্সরে ছেলে, মেয়ে, নাতিসহ ওমরাহ সফরে রয়েছেন।

৫ সম্প্রতি চট্টগ্রামের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জনাব লিটন ভূঁইয়া মা, স্ত্রী, বোন, শাশুড়িসহ স্বপরিবারে ওমরাহ পালন করে এসেছেন।

রব্বে কা'বা তাদের বরকতময় এই সফরকে কবুল করুন।

চলতি ডিসেম্বর মাসে আরো কয়েকটি পরিবার আমাদের ডিলাইট হজ্ব গ্রুপের ব্যবস্থাপনায় মক্কা-মদিনা সফর করবেন ইনশাআল্লাহ।
আমরা সর্বদা চেষ্টা করি সুন্নত তরীকায়, সহিহ্ নিয়মে, স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যময় ওমরা সফর ব্যবস্থাপনা করে দিতে।

মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় আমাদের দুইজন অভিজ্ঞ আলেম গাইড রয়েছেন যারা আমাদের প্রেরিত হজ যাত্রীদেরকে সার্বিক তত্ত্বাবধান করে থাকেন।

28/11/2024

২০২৫ সালের হজ্ব নিবন্ধনের সময় বাড়লো ১৫ ডিসেম্বর পর্যন্ত

২০২৫ সালে হজ্ব নিবন্ধনের সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে...৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
20/11/2024

২০২৫ সালে হজ্ব নিবন্ধনের সুযোগ
দ্রুত ফুরিয়ে আসছে...
৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই
নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আলহামদুলিল্লাহ ডিলাইট হজ্ব গ্রুপের নভেম্বর মাসের প্রথম কাফেলা মক্কাতুল মুকাররমায় অবস্থান করছে। মক্কায় পৌঁছে সহিহ সালাম...
16/11/2024

আলহামদুলিল্লাহ ডিলাইট হজ্ব গ্রুপের নভেম্বর মাসের প্রথম কাফেলা মক্কাতুল মুকাররমায় অবস্থান করছে। মক্কায় পৌঁছে সহিহ সালামতে ওমরা সম্পন্ন করার পর ইতোমধ্যেই তায়েফ সফর করে দ্বিতীয় ওমরাহ সম্পন্ন করেছেন।
কাফেলা সদস্যরা আজকে জেদ্দা সফরে যাওয়ার কথা রয়েছে।
আল্লাহর অশেষ মেহেরবানীতে নভেম্বরের দ্বিতীয় কাফেলাটিও আজ বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে মদিনাতুল মনোয়ারার উদ্দেশে রওনা হয়ে গিয়েছে।
সবার শারীরিক সুস্থতা ও সফরের কবুলিয়াতের জন্য দোয়ার আরজ রইলো।

16/11/2024

২০২৫ ও ২০২৬ সালের হজ্ব নিবন্ধন চলছে

15/11/2024

২০২৫ এর হজ্ব নিবন্ধনের সময় আর বাড়বে না।
-ধর্ম মন্ত্রণালয়

২০২৫ সালের হজ্ব নিবন্ধনের সময় দ্রুত ফুরিয়ে আসছে। পবিত্র হজ্ব পালনের নিয়ত থাকলে অহেতুক দেরি না করাই উত্তম।স্বাচ্ছন্দে ...
12/11/2024

২০২৫ সালের হজ্ব নিবন্ধনের সময় দ্রুত ফুরিয়ে আসছে। পবিত্র হজ্ব পালনের নিয়ত থাকলে অহেতুক দেরি না করাই উত্তম।
স্বাচ্ছন্দে হজ্ব ও ওমরাহ পালন করতে এবং বিভিন্ন দেশের বিমান টিকেট ও ভিসা করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

01711-159676
01712292769

আলহামদুলিল্লাহ।ডিলাইট হজ্ব গ্রুপের ওমরাহ কাফেলা এখন পবিত্র মক্কাতুল মোকাররমায় অবস্থান করছে। সবাই ভালোভাবে ওমরাহ পালন কর...
11/11/2024

আলহামদুলিল্লাহ।
ডিলাইট হজ্ব গ্রুপের ওমরাহ কাফেলা এখন পবিত্র মক্কাতুল মোকাররমায় অবস্থান করছে। সবাই ভালোভাবে ওমরাহ পালন করেছেন। সকলে সুস্থ আছেন।
আমাদের পরবর্তী গ্রুপ ২০ নভেম্বর ও ২ ডিসেম্বর ।
স্বাচ্ছন্দে ওমরাহ পালনে আমাদের সঙ্গী হতে পারেন।

দ্রুত যোগাযোগ করুন -
01711159676
01712292769

07/11/2024

আলহামদুলিল্লাহ।
১০ নভেম্বরের ওমরাহ গ্রুপের ভিসা টিকেট রেডি। আল্লাহতায়ালা সকলের ওমরাহ সহজ ও কবুল করুন। পরবর্তী গ্রুপ ২০নভেম্বর ও ২ডিসেম্বর

Address

112/1 FAKIRAPOOL, MOTIJHEEL
Dhaka
1000

Telephone

01711159676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delight Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delight Travels International:

Videos

Share