Vagabond tour & travels

Vagabond tour & travels We are the only tour agency run by indigenous people of Bangladesh. Take our service to travel safely at any part of the bangladesh.

14/07/2024

টাঙ্গুয়ার হাওর
বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর।
প্রায় ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি
বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচয়, প্রথমটি সুন্দরবন।
২০০০ খ্রিষ্টাব্দে ২০ জানুয়ারি এই হাওরকে 'রামসার স্থান' হিসেবে ঘোষণা করা হয়।

এক সময় টাঙ্গুয়ার হাওরে ( Tanguar Haor ) রাত্রি যাপন ছিল খুবই কষ্টদায়ক।
বতর্মান সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাওরের সৌন্দর্য ও সম্ভাবনার
কথা ছড়িয়ে পড়ায় হাওর পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তরুণ উদ্যোক্তাদের
উদ্দেগ্যে তৈরি হচ্ছে সময় উপযোগি আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত নতুন নতুন
হাউজ বোট।

Voice: Susmita Ghagra

ে_টাঙ্গুয়ার_হাওর_ভ্রমণ
#টাঙ্গুয়ার_হাওর_হাউস_বোট
#টাঙ্গুয়ার_হাওর_নৌকা_ভাড়া
#টাঙ্গুয়ার_হাওর_ট্যুর_প্যাকেজ

02/07/2024

পাথারিয়া পাহাড়।।
বড়লেখা উপজেলায় অবস্থিত, যার পূর্ব নাম আদম আইল।
পাথারিয়ায় পাহাড়ে আছে ঝেরঝেরি, রজনীকুন্ড, জামিনীকুন্ড, পাইথুং, বান্দরডুভা, পুছুম, ইটাহরি নামের অসংখ্য দৃষ্টিনন্দন ঝর্ণা।

Voice: Subhajit Sangma
Videography: SN Luke (শৈকত)


|

10/06/2024

BANDARBAN
The Hidden Beauty of Bangladesh,

- . , , , , , ,

01/06/2024

চলো দোতং পাহাড় জুম ঘরে..........
👉 বান্দরবান ভ্রমণ
✨ ঘুরে বেড়ানোর সময় যারা প্রকৃতিকে অনেক কাছ থেকে উপলব্ধি করতে চান তাদের জন্য বহু প্রত্যাশিত অভিজ্ঞতা হলো ক্যাম্পিং। প্রথাগত ভ্রমণের বাইরে ক্যাম্পিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকৃতির বন্যতাকে সুক্ষ্মভাবে পরখ করার আমেজ দেয়।
সম্প্রতি দেশের ক্যাম্পিংয়ের সবচেয়ে জনপ্রিয় এবং পারফেক্টলি ফিটেড গন্তব্যটি হচ্ছে "মিরিঞ্জা ভ্যালি"।
এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা।
মিরিঞ্জা ভ্যালিতে রাতে ক্যাম্পিং বা জুম ঘরে থাকার সুব্যবস্থা আছে।
তাই এবার ঈদের ছুটিতে "মিরিঞ্জা ভ্যালি" ভ্রমণ।
এই ট্যুরে (ছেলে-মেয়ে) সবাই অংশগ্রহণ করতে পারবে।
বিস্তারিত জানতে ও ট্যুরে অংশগ্রহণ করতে কল অথবা Inbox করুন।
যোগাযোগঃ শৈকত মোবাইল নং- 01628769879
মনোরম মোবাইল নং- 01643-258381

24/03/2024

বৈসাবির রঙে ভাসছে পাহাড়,
চল বৈশাবি উৎসবে মেঠে উঠি

বিজু, সাংগ্রাই ও বৈসুক উৎসব।

****** যাত্রার তারিখ ******
১১ এপ্রিল , রাত ৮.৩০ মিনিট (খাগড়াছড়ি)
****** ফেরার তারিখ *****
১৫ এপ্রিল, রাত ১০টা (রাঙামাটি)

****** বিস্তারিত জানার জন্য ******
ফোন: ০১৬৪৩-২৫৮৩৮১

26/09/2023

Bargee Lake Valley
A complete entertainment facility in Lake-city Rangamati..

কাপ্তাই লেকে ক্যাম্পিং ও কায়াকিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা নেয়ার আদর্শ স্থান "বার্গী লেক ভ্যালী"।
রাঙ্গামাটির সবচেয়ে আকর্ষণীয় এই রিসোর্টে আছে কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে রাত্রী যাপনের সু-ব্যবস্থা।
সকল শ্রেণীর ট্যুরিস্টদের কথা মাথায় রেখে ৩ রকমের প্যাকেজ আছে বার্গী লেক ভ্যালীতে

১/ স্বল্প খরচে তাবুতে ক্যাম্পিং করে থাকার ব‍্যবস্থা!
২/ কাশ্মীরের ডাল লেকের আদলে বার্গি ফ্লোটিং প্রিমিয়াম হাউজবোটে থাকার ব্যবস্থা!
৩/ ইকোনমি ও প্রিমিয়াম কটেজে থাকার ব্যবস্থা!

16/09/2023

Napittachora Trail । নাপিত্তাছড়া ট্রেইল । মিঠাছড়ি । বাঘবিয়ানি । কুপিকাটাখুম । মিরসরাই

ঢাকা থেকে এ ঝর্ণায় আসতে চাইলে চট্টগ্রামগামী বাসে মিরসরাইয়ের নয়দুয়ার বাজার এসে নামতে হবে। চট্টগ্রাম থেকে যেতে চাইলে কদমতলী বা একে খান থেকে মিরসরাইয়ের বাসে উঠে নয়দুয়ার বাজার নামতে হবে।
তেমন একটা বড় স্টেশন না হওয়ায় খুব একটা পরিচিত নয় বাজারটি। তাই গাড়ির অ্যাসিস্ট্যান্ট বা ড্রাইভারকে বলে রাখা উচিত।

চট্টগ্রাম শহর থেকে যাওয়ার পথে নয়দুয়ার বাজারটি মূলত মিরসরাইয়ের শুরুতে নিজামপুর অতিক্রম করা মাত্রই। যে পাশে গাড়ি থেকে নামতে হবে, সে পাশেই রয়েছে খুব সুন্দর একটি স্থানীয় মসজিদ আর কয়েকটি দোকান।
রাস্তার অপরপাশে দেখা যাবে নাপিত্তাছড়া জলপ্রপাত নামে ঝোলানো ব্যানার। এখান থেকেই মূলত নাপিত্তাছড়ার পথ শুরু।

পুরো নাপিত্তাছড়া ট্রেইল জুড়ে আপনার অন্যতম বন্ধু হবে বাঁশ। কর্দমাক্ত আর পিচ্ছিল পথ পাড়ি দিতে বাঁশ কিংবা লাঠির প্রয়োজন আছে, তাই নয়দুয়ার বাজার থেকেই ছোট ছোট বাঁশ কিনে নেবেন।
গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক গাইডের দেখা পাবেন, প্রয়োজন মনে করলে একজন গাইড সাথে নিতে পারেন। গ্রামীণ পথ অতিক্রম করতে করতে কিছুদূর পরেই পেয়ে যাবেন একটা রেললাইন।
ঠিক এ জায়গায় কয়েকটি ভাতের দোকান আছে। ঝর্ণা থেকে ফেরার পথে এখানেই সেরে নিতে পারেন দুপুরের খাওয়াদাওয়া।

রেললাইনের ওপারে সোজা যে মেঠোপথটি চলে গেছে, সেই পথ ধরে ২০-২৫ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মূল নাপিত্তাছড়ার দেখা। নাপিত্তাছড়া বলতে আমরা একটি ঝর্ণা বুঝলেও এখানে মোট তিনটি ঝর্ণা রয়েছে।
ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথ, ছড়া সবমিলিয়ে একে নাপিত্তাছড়া ট্রেইল বলা হয়।

🗣️Voice: Susmita Ghagra

ঈদে মিলাদুন্নবীর ছুটিতে টাঙ্গুয়ার হওর ভ্রমণযাত্রার তারিখ ২৭ সেপ্টেম্বর  বুধবার  রাত ১০ঃ০০ফেরার তারিখ ৩০ সেপ্টেম্বর শনিবা...
05/09/2023

ঈদে মিলাদুন্নবীর ছুটিতে টাঙ্গুয়ার হওর ভ্রমণ

যাত্রার তারিখ ২৭ সেপ্টেম্বর বুধবার রাত ১০ঃ০০
ফেরার তারিখ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৬ঃ০০ (ঢাকায়) ।
** ভ্রমণের খরচঃ ৫,৫০০ টাকা

** কনফার্ম করার Dead line: আসন খালি থাকা পর্যন্ত।

**আসন সংখ্যা: ১৫ জন

বুকিং মানি- ২,৫০০ টাকা
কোনভাবেই মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।

এই খরচে যা থাকছেঃ

- যাওয়া-আসার নন এসি বাসের খরচ
- আভ্যন্তরীণ সকল যাতায়ত খরচ
- ট্রলার খরচ
- বাবুর্চির খরচ এবং রান্নার আনুসাংগিক জিনিসপত্র
- প্রতিদিন ৩ বেলা মূল খাবার এবং প্রয়োজনীয় স্ন্যাক্স।

ইভেন্ট লিংকঃ https://m.facebook.com/events/266012009629871?mibextid=Nif5oz

** ভ্রমণের জন্য যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
বুকিং বা বিস্তারিত জানতে - ০১৬৪৩-২৫৮৩৮১

টাঙ্গুয়ার হওর ভ্রমণযাত্রার তারিখ ২৭ সেপ্টেম্বর  বুধবার  রাত ১০ঃ০০ফেরার তারিখ ৩০ সেপ্টেম্বর শনিবার  সকাল ৬ঃ০০ (ঢাকায়) । *...
03/09/2023

টাঙ্গুয়ার হওর ভ্রমণ

যাত্রার তারিখ ২৭ সেপ্টেম্বর বুধবার রাত ১০ঃ০০
ফেরার তারিখ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৬ঃ০০ (ঢাকায়) ।
** ভ্রমণের খরচঃ ৫,৫০০ টাকা

** কনফার্ম করার Dead line: আসন খালি থাকা পর্যন্ত।

**আসন সংখ্যা: ১৫ জন

বুকিং মানি- ২,৫০০ টাকা
কোনভাবেই মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।

এই খরচে যা থাকছেঃ

- যাওয়া-আসার নন এসি বাসের খরচ
- আভ্যন্তরীণ সকল যাতায়ত খরচ
- ট্রলার খরচ
- বাবুর্চির খরচ এবং রান্নার আনুসাংগিক জিনিসপত্র
- প্রতিদিন ৩ বেলা মূল খাবার এবং প্রয়োজনীয় স্ন্যাক্স।

ইভেন্ট লিংকঃ https://m.facebook.com/events/266012009629871?mibextid=Nif5oz

** ভ্রমণের জন্য যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
বুকিং বা বিস্তারিত জানতে - ০১৬৪৩-২৫৮৩৮১

বাংলার ভেনিস খ্যাত বরিশাল #ভিমরুলি_ভাসমান_পেয়ারা_বাজার_ভ্রমণযাত্রার তারিখ ১০ আগষ্ট সন্ধা ৭ঃ৩০ টা ।ফেরার তারিখ ১২ আগষ্ট ...
27/07/2023

বাংলার ভেনিস খ্যাত বরিশাল
#ভিমরুলি_ভাসমান_পেয়ারা_বাজার_ভ্রমণ

যাত্রার তারিখ ১০ আগষ্ট সন্ধা ৭ঃ৩০ টা ।
ফেরার তারিখ ১২ আগষ্ট সকাল ৬ঃ০০ টা (আনুমানিক) ।

এটি মূলত একটি ডে ট্রিপ, এক রাতে গিয়ে সারা দিন ঘুরে পরের রাতে ফিরে আসবো আমরা।

বর্ণনাঃ

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাজার ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার। গড়ে উঠেছে ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়।
পানির উপরেই গড়ে উঠেছে এই পেয়ারার বাজার, যেখানে প্রতিদিন পেয়ারার হাট বসে। নৌকায় করে শত শত মণ পেয়ারা আসে, আবার নৌকায় করেই কিনে নিয়ে যায় অনেকে। চমৎকার একটি নয়নাভিরাম দৃশ্য, লাইফ স্টাইল ক্যাটাগরির ছবির জন্য চমৎকার একটি জায়গা হতে পারে এটি, সেই সাথে ল্যান্ডস্কেপও পাবেন প্রচুর।
অফুরন্ত পেয়ারা খেতে খেতে চলুন এবার ঘুরে আসি ভাসমান পেয়ারা বাজারে।
ইচ্ছে হলে সাথে করে নিয়ে আসতে পারেন ব্যাগ ভর্তি পেয়ারা।

১০ আগষ্ট সদরঘাট থেকে আমরা বরিশাল এর লঞ্চের ডেকে করে যাবো বরিশাল,।
পরদিন সকালে নেমে নাশতা করে বাসে করে গিয়ে উঠবো রিজার্ভ ট্রলারে। পেয়ারা বাজার ঘুরে দুপুরে খাবার খাবো। তারপর বিকেলে আমরা দুর্গা সাগরে গোসল করে সন্ধার লঞ্চে করে ফিরে আসবো।

রাতের খাবার লঞ্চেই খাবো।

১১ আগষ্ট সন্ধ্যার লঞ্চে ঢাকার উদ্দ্যেশে যাত্রা

১২ আগষ্ট ভোর ৬ টা (আনুমানিক) ঢাকা থাকবো।

ভ্রমণ খরচঃ ২২০০ টাকা (এই খরচের মধ্যেই থাকবে লঞ্চের ডেকের খরচ, সকল প্রকার আভ্যন্তরীন যাতায়াত, খাওয়া এবং আনুসাঙ্গিক খরচ)।
** কেউ কেবিনে যেতে চাইলে আগে থেকে জানাবেন, সেক্ষেত্রে যে খরচটা এক্সট্রা হবে, সেটি যোগ করা হবে।

কনফার্ম করার Dead line: ১ আগষ্ট পর্যন্ত।

কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ১০০০ টাকা পাঠিয়ে আপনি আসন কনফার্ম করে নিন।

টাকা পাঠানোর উপায়

বিকাশ / নগদ।
বিস্তারিত জানতেঃ ০১৬৪৩২৫৮৩৮১

29/09/2022

রিছাং ঝর্ণা (সাপ মারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত) খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় ১০ কি. মি.। এই ঝর্ণার উচ্চতা প্রায় ১০০ ফুট।

নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর বার্ষিক শিক্ষা সফর-২০২২কিছু ভুল ভ্রান্তি ছাড়া ভালোভাবেই শেষে হয়েছে।
25/09/2022

নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর বার্ষিক শিক্ষা সফর-২০২২
কিছু ভুল ভ্রান্তি ছাড়া ভালোভাবেই শেষে হয়েছে।

31/05/2022

দেবতা পাহাড়ের পাদদেশে সাঙ্গু নদী।

30/05/2022

''ভ্রমণ শেষে নিজ বাড়িতে
ফেরার আগ পর্যন্ত কেউ
বুঝতে পারে না ভ্রমণ কত
সুন্দর ছিল।’'
ভ্রমণের সাথে যারা মোটেও
পরিচিত না, তাদের কাছে ভ্রমণ
মোটেও সহজ না। ভ্রমণ বা
এডভেঞ্চারের জন্য আপনার যা
থাকা লাগবে সেটা টাকা না। সেটা
হচ্ছে: সাহস, আগ্রহ, ডিটারমিনেশন
আর একটা টিম।

তাহলে আগামী জার্নির জন্য একটা
সলিড টিম বানিয়ে ফেলুন আপনার ফ্রেন্ডদের নিয়ে।

ঝর্ণা বিলাসসীতাকুণ্ড ভ্রমণতারিখঃ  ১০ জুন ২০২২❑ ভ্রমণের স্থান সমুহঃ- নাপিত্তাছড়া ঝর্ণ,সহস্রধারা ২,কুপিকাটাকুম, মিঠাছড়ি,...
29/05/2022

ঝর্ণা বিলাস
সীতাকুণ্ড ভ্রমণ
তারিখঃ ১০ জুন ২০২২

❑ ভ্রমণের স্থান সমুহঃ- নাপিত্তাছড়া ঝর্ণ,সহস্রধারা ২,কুপিকাটাকুম, মিঠাছড়ি, বান্দরকুম, বুদবুদকুন্ড।

খরচঃ ২০০০ টাকা জন প্রতি।

❑ বাহনঃ হাইস মাইক্রোবাস (এসি)

❑ সংক্ষিপ্ত ট্যুর প্ল্যানঃ-

ঢাকা থেকে ৯ তারিখ রাত ১২টার পর আমরা রওনা হবো চিটাগাং সীতাকুণ্ডের উদ্দেশ্যা। ভোরে সীতাকুণ্ড পৌঁছে আমরা সকালের নাস্তা সেরে নিবো। নাস্তা শেষ করে আমরা নাপিত্তাছড়া ট্রেইলে ঢুকে পড়বো। সেই ট্রেইলে নাপিত্তাছড়া ঝর্ণ,কুপিকাটাকুম, মিঠাছড়ি, বান্দরকুম ইত্যাদি দেখা শেষ করবো। তারপর দুপুরের লাঞ্চের বিরতি। লাঞ্চের পর কিছুটা বিশ্রাম নিয়ে আমরা চলে যাবো সহস্রধারা ২ ঝর্ণায়। সেখানে সহস্রধারা ঝর্ণা, বুদবুদকুন্ড, সহস্রধারা লেক সাথে আরো কয়েকটা ছোট ঝর্ণা দেখে আমরা ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করবো।
রাত ১০টার মধ্যে ঢাকা থাকবো।

❑ কনফার্ম করার ডেডলাইন ২ জুন ২০২২ (আসন খালি থাকা স্বাপেক্ষে) ।
কনফার্ম মানেই বুকিং মানি ১,৪০০ টাকা ডিপোজিট করে আসন নিশ্চিত করা।
মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
❑ যা যা থাকছে এর মধ্যেঃ-
> ঢাকা-সীতাকুন্ড-ঢাকা রিজার্ভ মাইক্রোবাসে যাওয়া আসা। দুইটা নাস্তাসহ দুপুরের খাবার।

👉যা সাথে নেওয়া উচিতঃ-
★ট্রেকিং উপযোগী জুতা।

❑ যোগাযোগ ও বিস্তারিতঃ
এই নাম্বারে- ০১৬৪৩-২৫৮৩৮১

23/05/2022

প্রবারণা পূর্ণিমা।

22/05/2022

ভোলাগঞ্জ জিরো পয়েন্ট।

21/05/2022

বাঁশবাড়িয়া সমুদ্র উপকুল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে ২৫ কি.মি. উত্তরে একটি ছোট্ট বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার। এই বাজারের মধ্য দিয়ে সরু পিচ ঢালা পথে মাত্র ১৫ মিনিটে পৌঁছানো যায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকুলে। এই সমুদ্র সৈকতের মুল আকর্ষণ হল, প্রায় আধা কিলোমিটারের বেশি আপনি সুমুদ্রের ভিতর হেটে যেতে পারবেন। তবে সুমুদ্রের মতই বড় বড় ঢেউ আছে। এখানে এসে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো যাবে, আহরন করা যাবে প্রকৃতির শোভা। ঝাউ বাগানের সারি সারি ঝাউ গাছ ও নতুন জেগে উঠা বিশাল বালির মাঠ, সব মিলিয়ে এ এক অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য।

কীভাবে যাবেন
ঢাকা-চট্টগ্রাম রোডের বাঁশবাড়িয়া নামতে হবে। বাঁশবাড়িয়া নামার পর সিএনজি তে করে আরও ২.৫ কি.মি. গেলে বেড়িবাঁধ পাওয়া যাবে।
সিএনজি ভাড়া জনপ্রতি ২০টাকা করে। চাইলে রিজার্ভও নেওয়া যায়। ওখানেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সিএনজি রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাকে বাঁধের সামনে পযর্ন্ত নিয়ে যাবে। রিজার্ভ ভাড়া ৩০০ টাকা নিবে।

19/05/2022

নাপিত্তাছড়া ঝর্ণা, মিরসরাই, চট্টগ্রাম।

27/03/2022

ম্যাডVenture থানচি ভ্রমণ...

সেই অপার্থিব সৌন্দর্য্যের টানে বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা
“তিন্দু, রেমাক্রি, রাজাপাথর,নাইক্ষং
মুখ, নাফাখুম, আমিয়াখুম, ও ভেলাখুম” এর এডভেঞ্চারাস স্বাদ এবং
সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে চলা।

06/03/2022

#আলীকদমের_গহীনে_এডভেঞ্চার
আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু'পাহাড়ের চূঁড়ায় অবস্থিত। এটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট, ঝিরি থেকে দেড়শত ফুট উপরে এই গুহা। প্রকৃতির অপরূহ এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই।

06/03/2022

খৈয়াছড়া ঝর্ণা, মিরসরাইয়ের, চট্টগ্রাম।

ঘাগড়া ঝর্ণা।চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ঘাগড়া অঞ্চলের কলাবাগানে এই ঝর্ণা অবস্থিত। ... রাঙামাটি সড়কের ঘাগড়া সেনাবাহি...
18/11/2021

ঘাগড়া ঝর্ণা।

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ঘাগড়া অঞ্চলের কলাবাগানে এই ঝর্ণা অবস্থিত। ... রাঙামাটি সড়কের ঘাগড়া সেনাবাহিনী ক্যাম্প থেকে ৩-৪ কিলোমিটার এগিয়ে গেলে কলাবাগান এলাকা। মূল সড়ক থেকে হাতের বামে প্রবাহিত একটি ছোট পাহাড়ি ছড়া পেরিয়ে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই ঝর্ণার এলাকা। এই ট্রেইলে অনেক গুলো ঝর্ণা দেখতে পাওয়া যায়।

11/11/2021

রাঙামাটির রঙিন দিন...

আমাদের গত রাঙামাটি ভ্রমণটি ছিলো অন্য ভ্রমণ গুলো থেকে একদম আলাদা, অন্যরকম। আমরা প্রবারণা পূর্ণিমায় গিয়েছিলাম একটি পরিবারে আমন্ত্রণে। উৎসবের সাথে আমরা দেখেছি রাঙামাটির আসল সৌন্দর্য।
রাঙামাটি সৌন্দর্য বলতে সবাই বুঝে কাপ্তাই লেক, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, পেদা টিংটিং, সুবলং ঝর্না, রাজবাড়ি, রাজবন বিহার, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি ইত্যাদি। এই গুলো আসলে পিকনিক স্পট।
রাঙামাটির সৌন্দর্য আসলে অন্যখানে! কিছুটা দেখেছি, আর কিছু আছে বাকি!

Address

Dhaka

Telephone

+8801643258381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vagabond tour & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vagabond tour & travels:

Videos

Share

Category