17/10/2023
সাজেক ভ্রমণ
গন্তব্য : সাজেক , খাগড়াছড়ি
ভ্রমণ : ১০ টি দর্শনীয় স্থান
যাত্রার তারিখ ২৬ অক্টোবর ৯.৩০-০০টা (সায়দাবাদ থেকে)
ফেরার তারিখ ২৮ অক্টোবর ৯.৩০টা (খাগড়াছড়ি থেকে)
** ভ্রমণ প্যাকেজ- ৬৮০০/- টাকা প্রতি জন।
(২দিন ৩ রাত (যাওয়া আসা সহ)
**কনফার্ম করার ডেডলাইন: ২২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
** কনফার্ম করার জন্য জনপ্রতি ৩০০০ টাকা ডিপোজিট করতে হবে। এসি বাসের জন্য জনপ্রতি ৪০০০ টাকা ডিপোজিট করতে হবে ।
** ভ্রমণের স্থান সমুহঃ
১. সাজেক ভ্যালি
২. হেলিপ্যাড
৩. রুইলুই পাড়া
৪.কংলাক পাহাড়
৫. আলুটিলা গুহা
৬. রিসাং ঝরনা
৭. তারেং
৮. লুসাই পল্লী
৯.স্টোন গার্ডেন
১০. হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ)
** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
-প্রথম দিন
খুব ভোরে খাগড়াছড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে আমরা চাঁদের গাড়ি চেপে বসব। প্রথমেই চলে যাব রিসাং ঝর্ণায় এরপর আলুটিলার গুহায় মশাল হাতে প্রবেশ করে জীবনের এক রোমাঞ্চকর নতুন অনুভূতির সাথে পরিচিত হয়ে চলে যাব তারেং পাহাড়ের পাদদেশে, সেখানে দারুন কিছু ছবি উঠিয়ে চলে যাব খাগড়াছড়ির জেলা পরিষদের হর্টিকালচার পার্কে, এখানে কিছুক্ষণ বিশ্রাম আর গল্প চলবে । এরপর রেষ্টুরেন্টে পেট ভরে দুপুরের খাবার খেয়ে সোঁজা সাজেকের পথে যাত্রা । পাহাড়ি আঁকাবাকা, উচু নিচু পথে গাড়ি ছুটে চলার সময় বারবার আপনাকে রোলার কোষ্টারের কথাই মনে করিয়ে দেবে ।
সেখান থেকে আর্মি স্কোর্ট ধরে চলে যাব সাজেক। তারপর সাজেকের রুইলুই পাড়া, হেলিপ্যাড ঘুরাঘুরি। গল্পগুজব সেলফি আর ছবি তুলেতে তুলতে নেমে আসবে সন্ধা পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখার অনুভূতিই অন্যরকম । সন্ধা থেকে রাত ৮টা পর্যন্ত নিজস্ব টাইম । এরপর রাতে পাহাড়ের বুকে মেঘের আলিঙ্গনে শুরু হবে রাতের গানের আসর, পাশাপাশি চলবে বারবি-কিউ । এরপর ফুল সাউন্ডে গান বাজিয়ে উড়িয়ে দেব আমাদের স্বপ্ন ফানুশ । পরের দিন ছুটে বেড়ানোর শক্তি যোগাতে পাহাড়ের কোলে আর একটি নীরব প্রশান্তির ঘুম ।
-দ্বিতীয়দিন
খুব ভোরে উঠে যাব হেলিপ্যাড এলাকায়।
সেখানে গিয়ে ভারতের মিজোরাম পাহাড়ের বুক চিরে জেগে ওঠা সূর্যোদয় উপভোগ করব। এরপর যাব সাজেকের সবচেয়ে উচু পাহাড় কংলাকে। সেখানে গিয়ে আদিবাসী লুসাইদের জীবনাচরণ দেখব। আরো দেখব কংলাক পাহাড়ের ওপর থেকে চারপাশের সৌন্দর্য। এবার স্টোন গার্ডেন দেখে, ঢুকে পরবো লুসাই গ্রামে সেখানা লুসাইদের জীবনাচরনের শৈল্পীক চিত্র দেখে তাদের ঐতিহ্যবাহি পোষাক পরে বিভিন্ন পোজে ছবি তুলবো ।এবং দুপুর পর্যন্ত থাকব পাহাড় কন্যা সাজেকের সাথে । এরপর সাজেকে দুপুরের খাবার খেয়ে আবার চাঁন্দের গাড়িতে উঠে বসবো।
দুপর ৩ টায় সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পালা শুরু হবে।ফিরার পথে সম্ভব হলে হাজাছড়া ঝর্ণায় মন ভিজিয়ে খাগড়াছড়ির শহরের দিকে যাব। সন্ধ্যার মধ্যে ফিরে এসে ডিনারের জন্য যেতে হবে রেস্টুরেন্ট। এরপর ডিনার শেষে ঢাকায় ফেরার জন্য রাত ৯টায় বাসে উঠে খাগড়াছড়িকে বিদায় জানাবো ।
*****যা যা থকছে ৬৮০০ টাকার প্যাকেজে*****
১.♦ঢাকা-খাগড়াছড়ি নন-এসি বাস ভাড়া।
২.♦ খাগড়াছড়ি থেকে সাজেক এবং সাজেক থেকে খাগড়াছড়ি দুদিনের জন্য রিজার্ভ জিপ ভাড়া।
৩.♦সাজেক ভ্যালিতে এক রাত রিসোর্ট ভাড়া।
৪.♦ সাজেক ভ্যালিতে জিপ ও ট্যুরিস্ট এন্ট্রি ফি।
৫.♦ সাজেকে জিপের ড্রাইভার ও হেলপারের থাকা খাওয়া খরচ ।
৬.♦প্রতিদিন তিনবেলা ভালো মানের খাবার।
৭.♦ রিসাং ঝরনায় প্রবেশ ফি।
৮.♦ খাগড়াছড়িতে আলুটিলা গুহায় প্রবেশ ফি।
৯. হর্টিকালচার পার্ক প্রবেশ ফি
১০♦ খাগড়াছড়ি থেকে ঢাকা বাস ভাড়া ।
স্পেশাল ফিচারঃ
* ফটোগ্রাফি-
* ফানুস উৎসব
* বারবি-কিউ
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ।
- ঢাকা থেকে আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
কনফার্ম করার আগে যে ব্যাপারগুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
*প্যাকেজে এসি বাস যুক্ত করতে চাইলে জনপ্রতি ২০০০ টাকা অতিরিক্ত যোগ হবে।
* এক রুমে ৪ জন করে থাকা। সিঙ্গেল/ডাবল বেড ডিলাক্স রুম।
*কাপল রুম এভেইলএবল। কাপল রুমের জন্য ৮০০ + ৮০০= ১৬০০ টাকা প্রতি কাপলে যুক্ত হবে। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
*নিরাপত্তা ও হসপিটালিটির কারনে “ড্রীম শেয়ার ইভেন্ট ” এর সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমন করেন। এবং বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
***কোন হিডেন চার্জ নেই।***
*** বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়। তবে সম্মানিত সিনিয়র সিটিজেন (বৃদ্ধ)গনকে অগ্রাধিকার দেয়া হয়।
**বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
ড্রীম শেয়া্র ইভেন্ট , অর্কিট প্লাজা-২,(লিফট-৩) ৪র্থ তলা,ফার্মগেট, ঢাকা
২. বিকাশ/নগদ/ রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।
** চাইল্ড পলিসিঃ
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।
**যোগাযোগ :
০১৬১৬-৬২৭২৫২/ ০১৯৭৯-৬২৭২৫২ (বুকিং)
০১৯৭৬-৬২৭২৫২/ ০১৩০৩-৭৬০৯৯২ (তথ্য)
বিকাশ নাম্বার- ০১৭২৪-৬২৭২৫২
#ফ্যামেলী_ট্যুর #কর্পোরেট_ট্যুর #শিক্ষা_সফর #গ্রুপ_ট্যুর সহ যে কোন ট্যুর ইভেন্টের জন্য উপরোক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করুন