Bangladesh Railway Train Information-BRTI

Bangladesh Railway Train Information-BRTI This Page Is Not Affiliated With BR And This Is Managed By Dedicated Rail Enthusiasts Of BD.
(4)

এখন কাউন্টারে টিকেট কাটলেও আপনার রেলসেবায় রেজিষ্ট্রেশনকৃত সিমে ওটিপি যাবে,  সেই ওটিপি কোড কাউন্টারে বলতে হবে।  এরপর পাবে...
28/11/2024

এখন কাউন্টারে টিকেট কাটলেও আপনার রেলসেবায় রেজিষ্ট্রেশনকৃত সিমে ওটিপি যাবে, সেই ওটিপি কোড কাউন্টারে বলতে হবে। এরপর পাবেন আপনার গন্তব্যের টিকেট।

আজ বিকেল হতে এই সিস্টেম চালু হয়েছে।

21/11/2024

Border দিয়ে ভারতে যাবার যাত্রীরা নেমে যায় এইখানে.. কপোতাক্ষ এক্সপ্রেসের অপেক্ষায় সাগরদাঁড়ি এক্সপ্রেস

১ টাকাও লাগবে না...! দেশের একমাত্র এই ট্রেনে যাত্রীদের খাবার সম্পূর্ণ ফ্রি! :ট্রেনে ভ্রমণের সময় সবচেয়ে ভাল জিনিস হল আপ...
27/10/2024

১ টাকাও লাগবে না...! দেশের একমাত্র এই ট্রেনে যাত্রীদের খাবার সম্পূর্ণ ফ্রি! :

ট্রেনে ভ্রমণের সময় সবচেয়ে ভাল জিনিস হল আপনি ভ্রমণের সময় আপনার সঙ্গে সুস্বাদু খাবার নিয়ে যেতে পারেন এবং জায়গায় বসেই খেতে পারেন। কিছু কিছু ট্রেনে প্যান্ট্রি কার সুবিধা পাওয়া যায়, যা গরম খাবার পরিবেশন করে যাত্রার মজা আরও বাড়িয়ে দেয়।

তবে এমন একটি ট্রেন রয়েছে যা ট্রেনযাত্রীদের বিনামূল্যে খাবার দেয়৷ আপনি হয়তো জানেন না, ভারতীয় রেলের একটি ট্রেন এই দুর্দান্ত কাজটি করে। আপনি যদি এই ট্রেনে ভ্রমণ করেন, তবে আপনাকে চিন্তা করতে হবে না খাবারের জন্য ৷ এমনকী কোনও টাকাও দিতে হবে না ।

একমাত্র এই ট্রেনে যাত্রার সময় ৬ টি খাবার পাবেন, তাও আবার বিনামূল্যে। এই ট্রেনটির নাম হল সচখন্ড এক্সপ্রেস (১২৭১৫)। এই ট্রেনে ভ্রমণের সময় সমস্ত যাত্রী বিনামূল্যে খাবার পান। প্রায় তিন দশক ধরে ট্রেনে যাত্রীদের জন্য বিশেষ লঙ্গর পরিবেশন করা হচ্ছে ।

সচখণ্ড এক্সপ্রেস যাত্রার সময় মোট ৩৯টি স্টেশনে থামে। এর মধ্যে ৬টি স্টেশনে যাত্রীদের জন্য খাবার দেওয়া হয়। ট্রেনটি এমনভাবে থামানো হয়েছে যাতে যাত্রীরা আরামে লঙ্গর থেকে খাবার খেতে পারেন।

অমৃতসর-নান্দেড সচখণ্ড এক্সপ্রেস ২৯ বছর ধরে যাত্রীদের বিনামূল্যে খাবারের সুবিধা দিয়ে আসছে। ট্রেনে যাতায়াতকারী লোকেরা তাদের সঙ্গে বাসন বহন করে। মোট যাত্রা হল ২০৮১ কিলোমিটার, যাতে ৬টি এমন লঙ্গর পাওয়া যায়, যেখানে মানুষ এক টাকাও না দিয়ে খাবার খেতে পারে।

প্রকৃতপক্ষে, যেহেতু এটি একটি দূরপাল্লার ট্রেন,এতে প্যান্ট্রিও রয়েছে, তবে মানুষের চাহিদা শুধুমাত্র লঙ্গারের মাধ্যমেই পূরণ হয়।

সচখণ্ড এক্সপ্রেস শিখদের দুটি বৃহত্তম উপাসনালয়, অমৃতসরের শ্রী হরমন্দর সাহেব এবং নান্দেদের (মহারাষ্ট্র) শ্রী হুজুর সাহেব সচখন্ডকে সংযুক্ত করে। এমন পরিস্থিতিতে লঙ্গর প্রসাদ পাওয়া যায় যার মধ্যে রয়েছে কাড়ি-ভাত, ছোলা-ভাত, ডাল, খিচুড়ি-সবজি।

তথ্য সূত্র : News18 বাংলা

ভালো লাগলে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো 💐

স্বল্প ভাড়ায় ট্রেনে কৃষিপণ্য ও খাদ্য দ্রব্যাদি পরিবহনের জন্য আজ থেকে "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন পরিচালনা শুরু হয়েছে। ব্যবস...
22/10/2024

স্বল্প ভাড়ায় ট্রেনে কৃষিপণ্য ও খাদ্য দ্রব্যাদি পরিবহনের জন্য আজ থেকে "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন পরিচালনা শুরু হয়েছে।
ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তাদের নিকটবর্তী স্টেশনে যোগাযোগের অনুরোধ করা হলো।

© বাংলাদেশ রেলওয়ে।

"মাশরিক-মাগরিব এক্সপ্রেস"পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম, ট্রেন চলতো ১৯৫০-৬০ এর দশকে।মাশরিক-মাগরিব এক্...
21/10/2024

"মাশরিক-মাগরিব এক্সপ্রেস"

পাকিস্তানের বেলুচিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম,
ট্রেন চলতো ১৯৫০-৬০ এর দশকে।
মাশরিক-মাগরিব এক্সপ্রেস।
বাংলা অর্থে করলে "পূর্ব-পশ্চিম" এক্সপ্রেস
এটি মুলত একটি ট্রেন হলেও ৫টি রেকে চলাচল করতো।
বিভিন্ন স্থানে যাত্রীরা একটি রেক থেকে নেমে অন্য রেকে উঠে যাত্রা করতো।পাকিস্তানের বেলুচিস্তানের কোহ-এ-তাফতান হতে বাংলাদেশের চট্টগ্রামে পৌছাতে সময় লাগতো প্রায় ৬ দিন!!!
রুট ছিলঃ (লাহোর-ওয়াগা-অমৃতসার) বর্ডার, দিল্লি,বিহার,হাওড়া (গেদে-দর্শনা) বর্ডার,
গোয়ালন্দঘাট, ফেরিতে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রাম।

ছবি ও তথ্য : উইকিপিডিয়া

সবার ভালোবাসার চিত্রা এক্সপ্রেস 🥰শুভ জন্মদিন,  আজকের এই দিনে পথচলা শুরু হয়েছিল।  তবে কতদিন আর আমাদের রুটে পাবো  সেটা নি...
07/10/2024

সবার ভালোবাসার চিত্রা এক্সপ্রেস 🥰
শুভ জন্মদিন, আজকের এই দিনে পথচলা শুরু হয়েছিল। তবে কতদিন আর আমাদের রুটে পাবো সেটা নিয়ে একটা সংশয় রয়েছে 🌸🖤

চিত্রা এক্সপ্রেস
পাকশী

ছবি: প্রতীক মোহাম্মদ।

যেখানে বারবার যেতে ইচ্ছে হয়!
02/10/2024

যেখানে বারবার যেতে ইচ্ছে হয়!

আজকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে এই লোকটি ১টা ফোন চুরি করে। তারপর যখন ট্রেন বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে য...
24/09/2024

আজকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে এই লোকটি ১টা ফোন চুরি করে। তারপর যখন ট্রেন বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় ঢাকা ক্যান্টঃ স্টেশনে একটু স্লো হয় লোকটি তখন আরো একটি মোবাইল ফোন চুরি করে নেমে যায় ট্রেন থেকে। বেশ কয়েকজন চিল্লাপাল্লা করতে থাকে, পরবর্তীতে MD Foysal Shajin ভাই তাকে দৌড়ে ধরতে গেলে সে পুকুরে নেমে যায় এবং তাকে পানি থেকে তোলা হয়। তার কাছে ২টি ফোন পাওয়া যায়। দুইটি ফোনই ছিলো মহিলাদের। শেষে ফোনগুলো মহিলাদের ফিরিয়ে দেওয়া হয়।
আপনারা ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন।
ট্রেনটি ছিল ভ্রমপুত্র এক্সপ্রেস (744)

১১০ বছর বয়সের ডাবল ব্রডগেজ লাইনের লোহায় গড়া যৌবনার পেট চিড়ে আসছে গরীবের এম্বুল্যান্স খ্যাত রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্র...
22/09/2024

১১০ বছর বয়সের ডাবল ব্রডগেজ লাইনের লোহায় গড়া যৌবনার পেট চিড়ে আসছে গরীবের এম্বুল্যান্স খ্যাত রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস

জায়গার নাম আর কমুনা 🥲🥲🥲

আজ সকালে দেখা মিলল তাহার
২২ সেপ্টেম্বর,২০২৪

ছবি ও লিখা: রাজু মাস্তান।

শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ।১৯১৫ - বর্তমান। ছবি: ফেসবুক থেকে নেয়া।
19/09/2024

শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ।

১৯১৫ - বর্তমান।

ছবি: ফেসবুক থেকে নেয়া।

সাবেক রেলমন্ত্রী সুজন পূর্বাঞ্চলের যে ক্ষতি করে গেছেন তাতে পূর্বাঞ্চলের মানুষের কাছে সে ক্ষমার অযোগ্য 😡😡😡😡এক নজরে পূর্বা...
17/09/2024

সাবেক রেলমন্ত্রী সুজন পূর্বাঞ্চলের যে ক্ষতি করে গেছেন তাতে পূর্বাঞ্চলের মানুষের কাছে সে ক্ষমার অযোগ্য 😡😡😡😡

এক নজরে পূর্বাঞ্চল রেল ধ্বংসে নুরুল ইসলাম সুজনের অপকর্মের ফিরিস্তি :

১/ অফিশিয়াল প্রজ্ঞাপন জারি হওয়া চট্টগ্রাম - সিলেট রুটের প্রস্তাবিত সেমিননস্টপ "শতাব্দী এক্সপ্রেস " সুজন মন্ত্রী হয়ে বন্ধ করে দেন।

২/ স্বাধীনতার পর থেকে ঢাকা - ভৈরব বাজার - ময়মনসিংহ রুটে চলাচলকারী জনপ্রিয় মেইল ৩৯/৪০ ঈশাখান এক্সপ্রেসকে ২০২০ সালের ১২ মার্চ বন্ধ করে দেন 😡

৩/ দুই বিভাগীয় শহর চট্টগ্রাম ও সিলেটের মধ্যে চলাচলকারী একমাত্র মেইল ১৩/১৪ জালালাবাদ এক্সপ্রেস বন্ধ।

৪/ আখাউড়া - সিলেট রুটের ১৭/১৮ কুশিয়ারা এক্সপ্রেস বন্ধ।

৫/ ভৈরব - ময়মনসিংহ রুটের ২৪১/৪২/৪৩/৪৪ দুই জোড়া লোকাল বন্ধ।

৬/ বঙ্গবন্ধু সেতু পূর্ব - ময়মনসিংহ রুটের ৭৫/৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস বন্ধ।

৭/ ঢাকা - সিলেট রুটের ৯/১০ ঐতিহাসিক সুরমা মেইলকে দুই রেক থেকে এক রেকে অবনমন করে আংশিক বন্ধ।

৮/ একদম শেষ সময়ে এসে ঢাকা - নোয়াখালী রুটের ১১/১২ নোয়াখালী এক্সপ্রেসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। পরবর্তীতে এটিকে দুই রেক থেকে এক রেক করে আংশিক বন্ধ করে দেয়া হয়েছে।

৯/ ঢাকা - নরসিংদী - ভৈরব নরসিংদী কমিউটার ট্রেন চালুর আশ্বাস দিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা।

১০/ ৫ বছরে কক্সবাজার রুটে তাও তার মেয়াদের একদম শেষেরদিকে দুইটা ননস্টপ চালু করা ছাড়া নানা অজুহাত দেখিয়ে পূর্বাঞ্চলের কোনো যাত্রীচাহিদাবহুল রুটে নতুন ট্রেন চালু করেননি তিনি 😡😡😡😡

১১/ গণহারে সব লোকাল বন্ধ করে পূর্বাঞ্চলের আন্তঃনগরগুলোর মান নিম্ন পর্যায়ে আনার জন্য তিনিই দায়ী।

১২/ আন্তঃনগরের নীতিমালা লঙ্ঘন করে বরমচালের মত ভুতূড়ে স্টেশনে নিজে গিয়ে ৭৩৯ উপবন এবং ৭১৯/৭২৪ পাহাড়িকা /উদয়নের অনভিপ্রেত স্টপেজ!

১৩/ করোনার সময় সিলেট - ছাতক বাজার সেকশনের লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেন। ঐরুটে দুই জোড়া লোকাল ট্রেন চলতো। করোনা চলে যাওয়ার পরও ঐ ট্রেনগুলো তিনি চালু করেননি। বরং ২০২২ সালে ভয়াবহ বন্যায় সিলেট - ছাতক বাজার রেলপথ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে চলার অযোগ্য হয়ে গেলেও তিনি রেললাইন সংস্কারে ট্রেন চলাচলের উপযোগী করতে কোনো কার্যকরী পদক্ষেপই নেননি।

লিখা: নিলয়

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল...
16/09/2024

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম সুজন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষে ছিলেন বলে জানিয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হওয়ায় হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষেই পুলিশি হেফাজতে রয়েছেন।

নুরুল ইসলাম সুজন ২০০১ সালে পঞ্চগড়–২ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন। তখন বিএনপির প্রার্থী মোজাহার হোসেনের কাছে পরাজিত হন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয় বার নির্বাচিত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তাঁকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশি ভারতের কাছে। আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরাও পলাতক। ইতোমধ্যে দুই ডজনের বেশি প্রভাবশালী সাবেক মন্ত্রী–এমপি গ্রেপ্তার হয়েছে।

জরুরি নোটিশ 📣এখন থেকে প্রতিটি ট্রেনে নিয়মিত লোডে "ক থেকে দ" পর্যন্ত বগি থাকবে। কোনো অতিরিক্ত বগি (উদাঃ এক্সটা-১, এক্সট্র...
16/09/2024

জরুরি নোটিশ 📣

এখন থেকে প্রতিটি ট্রেনে নিয়মিত লোডে "ক থেকে দ" পর্যন্ত বগি থাকবে। কোনো অতিরিক্ত বগি (উদাঃ এক্সটা-১, এক্সট্রা-২) যুক্ত হলে সেই কোচের টিকিটে ৩০% এডিশনাল সার্ভিস চার্জ যুক্ত হবে। এমনটাই দেখা যাচ্ছে রেলসেবা এপসে।

কার্টেসীঃ Partha Sarothi Singha

মাত্র ৩ কি.মি. গতি বেশি থাকায় সাময়িক বরখাস্ত। সান্তাহার জংশন থেকে বোনারপাড়া পর্যন্ত লাইনে সর্বোচ্চ গতি ৭৫ কি.মি. ঘন্টা।...
11/09/2024

মাত্র ৩ কি.মি. গতি বেশি থাকায় সাময়িক বরখাস্ত। সান্তাহার জংশন থেকে বোনারপাড়া পর্যন্ত লাইনে সর্বোচ্চ গতি ৭৫ কি.মি. ঘন্টা। এসময় সোনাতলায় গতি ৭৮ কি.মি. ঘন্টা চলে আসে। সোনাতলা ডাউন গ্রেড মানে ঢাল। এই ঢালে স্পিড ধরে চালাতে গেলে ২ - ৩ কি.মি. স্পিড বাড়তেই পারে। DRM এর কি আপ গ্রেড, ডাউন গ্রেডের কোনো ধারণা আছে?
কোন বিবেচনায় বুকঅফ করা হলো।
এখন বাংলাদেশের ১০০ ভাগের ৭০ ভাগ লাইনে রেস্টিকশন আর রেস্টিকশন।
এই রেস্টিকশনের কারণে গাড়ি গুলো লেট হয়ে যায়। তাও ক্রুগন অনেক সতর্কতার সাথে গাড়ি রাইট টাইম করার চেষ্টা করে। তাদেরকে ধন্যবাদ দেয়া উচিত। তা না করে বুকঅফ।
এই ৩ কি.মি. মানে ৭৫কি.মি. এর জায়গায় ৭৮ কি.মি. ( ঢাল থেকে নামা পর্যন্ত) সময়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত।
তীব্র নিন্দা জানাই।

11/09/2024

BRAHMANBARIA

Tazim

10/09/2024

বিশেষ বিজ্ঞপ্তি:

অদ্য ১০ সেপ্টেম্বর হতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু করা হয়েছে। আপনারা যে কোনো নাম্বার হতে ১৩১ নাম্বারে কল করে রেল সংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।

নতুন একটি সেবা হিসেবে কল সেন্টার বিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।

রঙ তুলির ছোয়ায় Hardinge Bridge © Shohag
24/08/2024

রঙ তুলির ছোয়ায় Hardinge Bridge

© Shohag

Address

Dhaka Railway Station Kamalapur
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway Train Information-BRTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Railway Train Information-BRTI:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All