03/04/2024
আসসালামু আলাইকুম
সুন্দরবন ট্যুর, বিলাসবহুল এসি 𝗖𝗥𝗨𝗜𝗦𝗘 𝗦𝗛𝗜𝗣 𝐌𝐕 𝐀𝐑𝐀𝐋 𝐒𝐄𝐀. বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতিবছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চান তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ।
ষ্টার ক্যাটাগরির ফুড, বার-বি-কিউ গালা ডিনার(নাইট), দক্ষ ট্যুর পরিচালকসহ আন্তরিক আতিথেয়তা আপনার জন্য।
নিশ্চিন্তে আপনার পছন্দমত তারিখে এখনই বুকিং করতে পারেন Red Green Tours & Travels এর পেজ এ নক দিয়ে।
💙খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের-
#ভ্রমণ_স্পটসমূহ :
🛑আন্ধারমানিক
🛑জামতলা সী-বীচ🐅
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র🐅
🛑হিরন পয়েন্ট/তিন কোনা আইল্যান্ড🐅
🛑দুবলার চর🐅
🛑করমজল 🐅
🛑ক্যানেল ক্রুজিং🐅
#ফুড মেন্যু:
প্রতিদিন ৩ বার স্নাক্স সহ ডবল মেনুর ৬বার খাবার থাকবে। চা এবং কফির ব্যবস্থা থাকবে সবসময়।
💢যেভাবে ভ্রমণ করবো:
িন:
আপনি ঢাকা থেকে যে গাড়িতে খুলনা যাবেন সেই গাড়ির লাষ্ট স্টপেজ (রয়্যাল মোড়, খুলনা) থেকে আমাদের ট্যুর পরিচালক/ম্যানেজার আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবেন। পশুর নদী ধরে জাহাজ চলবে আন্ধারমানিকের উদ্দেশ্যে।
ব্রেকফাষ্ট, মর্নিং স্নাক্স ও লাঞ্চের পর যাবো "আন্ধারমানিক-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। ঢুকবো গভীর বনে৷ দুপাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নীরব থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে জাহাজে ফিরে আসবো। জাহাজে ফিরে বিকালের নাস্তা।
জাহাজ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে”র উদ্দেশে।
িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং নীরব থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান। কটকা সী বিচ।
এরপরে যাবো কটকা অভয়ারণ্যে। টাইগার টিলা, কাঁদা, শ্বাসমূল আর ভয়ংকর গরান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো জাহাজে৷ জাহাজ যাবে "কচিখালি" অথবা হিরন পয়েন্টের উদ্দেশ্যে। যেটি পূর্বেই নির্ধারিত থাকবে।
"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাঁটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এ স্থানটিকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে অনুভবে ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর।
অসাধারণ সুন্দর এ সী বীচে থাকবো সন্ধ্যা পর্যন্ত। অথবা অপর ভ্রমণ সিডিউল- "হিরন পয়েন্ট" এবং "দুবলার চর" দেখবো,
তারপর ফিরবো জাহাজে। জাহাজ চলবে করমজলের উদ্দেশ্যে।
িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির, বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানর, মায়াবী হরিণসহ বন্যপ্রাণী দেখে চলে যাবো জাহাজে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। তবে বন ভ্রমণ নিরাপদ।
#ফুড মেন্যু:
১ম দিন:
স্পেশাল ওয়েলকাম ড্রিংকস।
🔹ব্রেকফাষ্ট: ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ, ডিম অমলেট, পাখির ডিম সেদ্ধ, খলিসা ফুলের মধু, কলা, মাল্টা, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: চিকেন রোল, আপেল/পেপে, চা/কফি।
🔹লাঞ্চ: বাসমতী চালের ভাত, ভর্তা, লাউ চিংড়ি, রুপ চাঁদা মাছ দোপিয়াজা, চইঝালের মাংস, ডাল, সালাদ, কোল্ড ড্রিংকস, অভিজাত মিষ্টি, ফল, চা/কফি।
🔹ইভিনিং স্নাক্স: ফিস ফ্রাই, হট এন্ড সাওয়ার সুপ, ফ্রেঞ্জ ফ্রাই, চা/কফি।
🔹ডিনার: মিক্সড ফ্রাইড রাইস, সুইট এন্ড সাওয়ার প্রণ, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, কেসনাট সালাদ, কাস্টার্ড/ফালুদা, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
২য় দিন:
🔹প্রি ব্রেকফাষ্ট: গরুর দুধ, গ্লুকোজ, ড্রাই কেক, চা/কফি।
🔹ব্রেকফাষ্ট: ভুনা খিচুড়ি, কোয়েল পাখি ফ্রাই, খাসির কলিজা ভুনা, বেগুন ভাজি, আচার, গ্রীণ সালাদ, জিরাপানি ড্রিংকস, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: ফ্রুট জুস, চিকেন স্যান্ডউইস, পেয়ারা, চা/কফি।
🔹লাঞ্চ: বাসমতী চালের ভাত, চিংড়ি ভর্তা, কলা ভর্তা, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, পারসে মাছ দোপিয়াজা, ডাল, সালাদ, সরপুরিয়া, চা/কফি।
🔹ইভিনিং স্নাক্স: চিকেন উইংস/নাগেট, পটেটো ওয়েজেজ, থাই থিক স্যুপ, চা/কফি।
🔹ডিনার: বাটার নান, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ম্যাশ পটেটো, ভেজিটেবল ফ্রাই, রাশিয়ান সালাদ, কোল্ড ড্রিংক্স, স্পেশাল রস মালাই, চা/কফি।
৩য় দিন:
🔹প্রি ব্রেকফাষ্ট: গরুর দুধ, লেক্সাস বিস্কিট, চা/কফি।
🔹ব্রেকফাষ্ট: তার্কিস রুটি, হাসের মাংস ভুনা, ডিম অমলেট, ডাল মাখানা, রসের পায়েস, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: বেলের সরবত/লেমন জুস, ফ্রুট কেক, মিক্সড ফ্রুট, চা/কফি।
🔹লাঞ্চ: পোলাও, কোরাল মাছ দোপিয়াজা, চিকেন রোস্ট, বেগুন ভাজি, গ্রীণ সালাদ, সাদা দই, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
🔹ডিনার: খাসির বারবিকিউ, বসনিয়ান নান, ফ্রাইড ভেজিটেবল, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
ঈদ প্যাকেজ
ঈদের তৃতীয় দিন ইতিমধ্যে বুকিং নিচ্ছি
ঈদ পরবর্তী প্যাকেজে থাকবে ভিন্নতা
এপ্রিল
১৬-১৭-১৮ মঙ্গল বুধ বৃহস্পতি Family Package Running
১৯-২০-২১ শুক্র শনি রবি Family Package
২২-২৩-২৪ সোম মঙ্গল বুধ Corporate
২৫-২৬-২৭ বৃহস্পতি শুক্র শনি Family Package
২৮-২৯-৩০ রবি মোম মঙ্গল Corporate
খুলনা থেকে সুন্দরবন ভ্রমণ
৩ দিন ২ রাত সুন্দরবন ভ্রমণ
বড়দের জনপ্রতি ১৭০০০/-
বাচ্চাদের :৪ বছরের নিচে ফ্রি,৪ বছর হতে বাবা মার সাথে শেয়ারিং বেড ৭০০০/-
শিপ: আরাল সী এসি শিপ
রুম: এসি রুম এটাস বাথ এ রাএী যাপন
খাবার : ১৫-১৭ বেলা
উল্লেখ্য আমাদের সব সময়ের প্যাকেজ গুলোতে ৩ দিনে প্রায় ৬৫ হতে ৭০ রকমের খাবার সরবরাহ করা হয়।
প্যাকেজের রুট হবে
আন্ধারমানিক
কটকা অফিস পাড়
জামতলা সী বীচ
ডিমের চর
কচিখালী
করমজল এবং সাথে থাকছে ক্যানেল ক্রুজিং।।।
আরও অনেক আয়োজন
========== #বুকিং_পলিসি =============
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবেঃ-
★ অফিস পেমেন্ট করতে পারেন।
বিকাশঃ
বিকাশ নম্বর - ০১৬৭৬৮০১৪০১ (পার্সোনাল)
ব্যাংক একাউন্টঃ
Red Green Tours & Travels
A/C 1233091686001
City Bank Limited
New Market Branch.
A/C Name- Red Green Tours & Travels
A/C No- 1111100032720
D***e Bang Bank Limited
Narayanganj Branch
A/C Name- Red Green Tours & Travels
A/C No- 1501070147130
Eastern Bank Limited
Narayanganj Branch
=====আমাদের সাথে যোগাযোগের ঠিকানা====
ঢাকা অফিসঃ
33 Hafiz Mansion (4 th floor),Beside Bank Asia, Kazinazrul Islam Avenue, Kawran Bazar Dhaka-1215
নারায়ণগঞ্জ অফিসঃ
Tamim plaza(2nd floor),Media Center G*te
Fatulla Stadium, Narayanganj-1420
Cell no: 01676-801401,01515241273
কোলকাতা অফিসঃ
S M Nagar Govt Housing Estate # Block-z
# Flat-2 # kolkata-700143.