12/01/2025
#বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে #মঙ্গোলিয়া'
টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে ~
# # # ১ম ধাপঃ
★ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার আগেই কনফার্ম হয়ে যাবেন আপনি মঙ্গোলিয়া'র ভিসা পাবেন কিনা।
★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র কনসুলেট বরাবর [email protected] আপডেট ভিসা আবেদন ফর্ম চেয়ে মেইল করুন।
★ দু একদিনের মধ্যেই উনারা ভিসা আবেদন ফর্ম এর লিংক পাঠিয়ে থাকেন।
★ লিংকটি ডাউনলোড করে সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিন।
★ এবার সম্পূর্ণ ফর্মটি স্ক্যান করে করে নিন। সাথে আপনার পাসপোর্ট এর ব্যাবহার করা সকল পেইজের এর কপি, সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং এর কপি এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর কপি সংযুক্ত করে কনসুলেট বরাবর মেইল করুন।
★ সাত থেকে দশ (৭-১০) দিনের মধ্যে রিটার্ন মেইল পেয়ে যাবেন ইন্শাআল্লাহ্।
★ আপনার ভিসা এ্যাপ্রুভ কিনা রিজেক্ট উনারা সব জানিয়ে দিবেন।
# # # ২য় ধাপঃ
★ আপনার ভিসা এ্যাপ্রুভ হলে তবে ~
★ আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক চলে যান। অবশ্যই মঙ্গোলিয়া'র ভিসা এ্যাপ্রুভ পাওয়ার এক (১) মাসের মধ্যে।
★ ভিসা ফি - আপনাকে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে নগদে মঙ্গোলিয়ান এ্যাম্বেসি'র নিজস্ব একাউন্টে জমা করতে হবে।
★ এ্যাম্বেসি'তে নগদ প্রদানের কোন অপশন নেই।
★ বাংলাদেশি পর্যটকদের জন্য একমাত্র অপশন হচ্ছে ব্যাংকে গিয়ে ভিসা ফি জমা করে, জমা রশিদ নিয়ে যাওয়া।
# ব্যাংক ডিটেইলসঃ
Siam Commercial Bank (Asoke Branch)
Account Name: Embassy of Mongolia
Account Number: 032-3-07554-8
# ব্যাংকের ঠিকানাঃ
32/59-60, 29/30 Sukhumvit 21 Rd, Khlong Toei Nuea, Watthana, Bangkok 10110, Thailand.
# ভিসা ফি ~
এক্সপ্রেস - ৩১৭২.০৫ থাই বাথ। (১-৩ দিন)
রেগুলার - ১৬৬৯.৫০ থাই বাথ। (৫-৭ দিন)
★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র এ্যাম্বেসি'তে চলে যান।
# এ্যাম্বেসি'র ঠিকানা ~
Athenee Tower, 63 Witthayu Rd, Lumphini,
Pathum Wan, Bangkok 10330, Thailand.
★ ভিসা অফিসার এর সাথে দেখা করে আপনার ভিসা এ্যাপ্রুভ করা মেইল-টা দেখিয়ে, আপনার আবেদনপত্রের সাথে ভিসা ফি জমা'র ব্যাংক রশিদ, ছবি, পাসপোর্ট কপি, হোটেল বুকিং এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর ফটোকপি সহ সকল ডকুমেন্টস জমা করুন।
★ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর, কিছুক্ষণের মধ্যেই আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার উল্লেখিত একটি জমা রশিদ দিয়ে দিবে।
# # # ৩য় ধাপঃ
★ এক্সপ্রেস জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ এক (১) দিন পরে-ই পেয়ে যাবেন,
প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
★ রেগুলার জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ পাঁচ (৫) দিন এর মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
★ অতঃপর পাঁচ (৫) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, চায়না এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত চেঙ্গিস খান এর দেশ মঙ্গোলিয়া থেকে।
★ এক সঙ্গে থাইল্যান্ড/চায়না/হংকং/রাশিয়া এবং মঙ্গোলিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন,
সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
★ চায়না, হংকং এবং থাইল্যান্ড থেকে মঙ্গোলিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় যথেষ্ট সস্তায় পেয়ে যাবেন।
পোস্ট ক্রেডিট:- মোহাম্মদ নুরুজ্জামান
#মঙ্গোলিয়া #মঙ্গোলিয়াভিসা #ভ্রমণ #মঙ্গোলিয়াভ্রমণ