চলো ঘুরে দেখি Cholo Ghure Dekhi

চলো ঘুরে দেখি Cholo Ghure Dekhi hotline-01981119997
No More Expensive!
(1)

চলো ঘুরে দেখি পৃথিবী- ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সকল প্যাকেজ ট্যুর,সকল ভিসা প্রসেসিং,হোটেল ও টিকেট বুকিং,এয়ারপোর্ট ও লজিস্টিক সাপোর্ট,এম্বাসি ও সকল এপয়েন্টমেন্ট ডেট, ও ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস।
Help line: +8801981119997 CHOLO GHURE DEKHI_ arrange package tour, Visa Processing, tickets, accommodation, transport ,Catering, event , airport service and medical tourism services provide to across the world at the cheapest rate.

 #বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে  #মঙ্গোলিয়া'টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে ~ # # # ১ম ধাপঃ★ বাংলাদেশ...
12/01/2025

#বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে #মঙ্গোলিয়া'
টুরিস্ট (স্টিকার) ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে ~

# # # ১ম ধাপঃ
★ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার আগেই কনফার্ম হয়ে যাবেন আপনি মঙ্গোলিয়া'র ভিসা পাবেন কিনা।
★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র কনসুলেট বরাবর [email protected] আপডেট ভিসা আবেদন ফর্ম চেয়ে মেইল করুন।
★ দু একদিনের মধ্যেই উনারা ভিসা আবেদন ফর্ম এর লিংক পাঠিয়ে থাকেন।
★ লিংকটি ডাউনলোড করে সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিন।
★ এবার সম্পূর্ণ ফর্মটি স্ক্যান করে করে নিন। সাথে আপনার পাসপোর্ট এর ব্যাবহার করা সকল পেইজের এর কপি, সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং এর কপি এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর কপি সংযুক্ত করে কনসুলেট বরাবর মেইল করুন।
★ সাত থেকে দশ (৭-১০) দিনের মধ্যে রিটার্ন মেইল পেয়ে যাবেন ইন্শাআল্লাহ্।
★ আপনার ভিসা এ্যাপ্রুভ কিনা রিজেক্ট উনারা সব জানিয়ে দিবেন।
# # # ২য় ধাপঃ
★ আপনার ভিসা এ্যাপ্রুভ হলে তবে ~
★ আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক চলে যান। অবশ্যই মঙ্গোলিয়া'র ভিসা এ্যাপ্রুভ পাওয়ার এক (১) মাসের মধ্যে।
★ ভিসা ফি - আপনাকে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে নগদে মঙ্গোলিয়ান এ্যাম্বেসি'র নিজস্ব একাউন্টে জমা করতে হবে।
★ এ্যাম্বেসি'তে নগদ প্রদানের কোন অপশন নেই।
★ বাংলাদেশি পর্যটকদের জন্য একমাত্র অপশন হচ্ছে ব্যাংকে গিয়ে ভিসা ফি জমা করে, জমা রশিদ নিয়ে যাওয়া।
# ব্যাংক ডিটেইলসঃ
Siam Commercial Bank (Asoke Branch)
Account Name: Embassy of Mongolia
Account Number: 032-3-07554-8

# ব্যাংকের ঠিকানাঃ
32/59-60, 29/30 Sukhumvit 21 Rd, Khlong Toei Nuea, Watthana, Bangkok 10110, Thailand.

# ভিসা ফি ~
এক্সপ্রেস - ৩১৭২.০৫ থাই বাথ। (১-৩ দিন)
রেগুলার - ১৬৬৯.৫০ থাই বাথ। (৫-৭ দিন)

★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়া'র এ্যাম্বেসি'তে চলে যান।
# এ্যাম্বেসি'র ঠিকানা ~
Athenee Tower, 63 Witthayu Rd, Lumphini,
Pathum Wan, Bangkok 10330, Thailand.

★ ভিসা অফিসার এর সাথে দেখা করে আপনার ভিসা এ্যাপ্রুভ করা মেইল-টা দেখিয়ে, আপনার আবেদনপত্রের সাথে ভিসা ফি জমা'র ব্যাংক রশিদ, ছবি, পাসপোর্ট কপি, হোটেল বুকিং এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর ফটোকপি সহ সকল ডকুমেন্টস জমা করুন।
★ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর, কিছুক্ষণের মধ্যেই আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার উল্লেখিত একটি জমা রশিদ দিয়ে দিবে।
# # # ৩য় ধাপঃ
★ এক্সপ্রেস জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ এক (১) দিন পরে-ই পেয়ে যাবেন,
প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
★ রেগুলার জমা'র ক্ষেত্রে ~
ইন্শাআল্লাহ্ পাঁচ (৫) দিন এর মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, মঙ্গোলিয়া'র পাঁচ (৫) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
★ অতঃপর পাঁচ (৫) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, চায়না এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত চেঙ্গিস খান এর দেশ মঙ্গোলিয়া থেকে।
★ এক সঙ্গে থাইল্যান্ড/চায়না/হংকং/রাশিয়া এবং মঙ্গোলিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন,
সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
★ চায়না, হংকং এবং থাইল্যান্ড থেকে মঙ্গোলিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় যথেষ্ট সস্তায় পেয়ে যাবেন।

পোস্ট ক্রেডিট:- মোহাম্মদ নুরুজ্জামান

#মঙ্গোলিয়া #মঙ্গোলিয়াভিসা #ভ্রমণ #মঙ্গোলিয়াভ্রমণ

সকল প্রবাসীরা শেয়ার করুন। এইটা ওনেক ভয়ংকর ব্যাপার ঘটেছে,একজন রেমিট্যান্স যোদ্ধা কে এয়ারপোর্টে এই ভাবে রক্তাক্ত করা কোন ভ...
09/01/2025

সকল প্রবাসীরা শেয়ার করুন। এইটা ওনেক ভয়ংকর ব্যাপার ঘটেছে,একজন রেমিট্যান্স যোদ্ধা কে এয়ারপোর্টে এই ভাবে রক্তাক্ত করা কোন ভাবেই কাম্য ছিল না। সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নেওয়া যেত। যারা উনাকে মারধোর করছে অবশ্যই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এয়ারপোর্টে যারা চাকরি করে তাদের সেলারি জনগণের টাকায় থেকে আসে অতএব জনগণের সাথে এত খারাপ ব্যবহার করতেই পারবে না। কেউ যদি অপরাধ করে দেশে আইন কানুন আছে, সে অবস্থায় তাকে ব্যবস্থা নিতে হবে নিজের বাক শক্তি দিয়ে পেশি শক্তি ব্যবহার করা যাবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও ভেঙে দাও

এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

08/01/2025

কাছাকাছি সময়ে এতগুলো বিমান দুর্ঘটনার ইতিহাস কমই আছে! 😭
আজারবাইজান -দক্ষিণ কোরিয়া- নরওয়ে -কানাডা-আরব আমিরাত পরে কোনটা?
গরিব মানুষের টেনশন কম, বিমানে উঠা লাগবে না!

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা:  বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, ক...
08/01/2025

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা:

বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মৌরিতানিয়া, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিচিলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

2024 last Visit Rajshahi,The natural beauty of Padma
06/01/2025

2024 last Visit Rajshahi,The natural beauty of Padma

 #আগ্রহীগন যোগাযোগ করুন।
03/01/2025

#আগ্রহীগন যোগাযোগ করুন।

শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রার্থীরা খেয়াল করুন।ইউরোপ আমেরিকার টুরিস্ট ভিসা কেন হয় ? কেন হয় না ? জানেন কি?ভিসা পাওয়ার যোগ্য...
02/01/2025

শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রার্থীরা খেয়াল করুন।
ইউরোপ আমেরিকার টুরিস্ট ভিসা কেন হয় ? কেন হয় না ? জানেন কি?
ভিসা পাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। ২ কারণে হয় না। প্রথমত যোগ্য লোকের যে ভিসা হয়- তা তারা জানেই না। দ্বিতীয়ত ভিসা না হবার ভয়ে তারা ভিসা কখনও এপ্লাই ই করেই না। সমাধান কী ? আসুন জানি,
প্রথমত ভিসা এপ্লাই না করলে কেউ আপনাকে ঘরে এনে ভিসা দিয়ে যাবে না। এভাবেই জীবন কেটে যাবে।
দ্বিতীয়ত এক দেশে ভিসা না হলে তাতে অন্য দেশে ভিসা হওয়া বা না হওয়া নির্ভর করে না। যোগ্যতা থাকলে ভিসা হয়েই যায়।
তৃতীয়ত যে পাসপোর্টে ভিসা হবার চান্স কম- সে পাসপোর্ট আমরা কখনও গ্রহণই করি না। আর সম্ভাব্যতা যাচাই করাও "চলো ঘুরে দেখি"তে একদম ফ্রি।বিস্তারিত জানুন -01981-119997

পাথরও কী চলাচল করতে পারে? পৃথিবীর অন্যতম সবচেয়ে গরম জায়গা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে "ডেথ ভেলি (Death Valy)"। এখানের "রেস ...
19/12/2024

পাথরও কী চলাচল করতে পারে?
পৃথিবীর অন্যতম সবচেয়ে গরম জায়গা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে "ডেথ ভেলি (Death Valy)"। এখানের "রেস ট্র্যাক (Race Track)" নামক অঞ্চল এ প্রাকৃতিক পাথর সমূহের রহস্য জনক ভাবে চলাচল লক্ষ্য করা যায়। তবে প্রথম দিকে যদিও কেউ এদের চলাচলকে সরাসরি দেখেনি।
তবে কেউ একজন ২০১৪ সালের দিকে এই রহস্য ভেদ করতে সক্ষম হয়, তিনি তার ক্যামেরার মাধ্যমে পাথরের চলাচল রেকর্ড করে ফেলেন। যদিও এর পূর্বে এ বিষয়ে অনেকেই তাদের বিভিন্ন তত্ত্ব প্রদান করেন।
তবে পরবর্তীতে জানা যায় যে, শীতের সময় যখন বৃষ্টি হয় তখন সেখানের মাটিতে বরফের একটি পাতলা স্তর বিকাশিত হয়, আর সে অঞ্চলে সবসময় শক্তিশালী হাওয়া চলাচল করে যা পিচ্ছিল বরফের স্তরের উপরের পাথর সমূহকে প্রভাবিত করতে থাকে। ফলাফল স্বরূপ পাথরগুলো মাটিতে চলাচল করতে পারে।
সোর্স : BBC, Scientific American,
Time Magazine

মহাকাশ থেকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ 🚀😱
16/12/2024

মহাকাশ থেকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ 🚀😱

হোটেল বুকিং আর ট্রানজিট টাইম ৮ ঘন্টা + থাকলে সহজেই চায়না,গুয়াংজু এয়ারপোর্ট বিনা খরচে ট্রানজিট ভিসা নিয়ে ঘুরে দেখা সম্ভব।
16/12/2024

হোটেল বুকিং আর ট্রানজিট টাইম ৮ ঘন্টা + থাকলে সহজেই চায়না,গুয়াংজু এয়ারপোর্ট বিনা খরচে ট্রানজিট ভিসা নিয়ে ঘুরে দেখা সম্ভব।

With Khurshid Alam – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
12/12/2024

With Khurshid Alam – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

Shout out to my newest followers! Excited to have you onboard!
11/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

সম্মানিত ভ্রমণকারীগণ ,  আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাইল্যান্ড ভিসা সাবমিশন আগামী ১২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্...
11/12/2024

সম্মানিত ভ্রমণকারীগণ ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাইল্যান্ড ভিসা সাবমিশন আগামী ১২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে থাইল্যান্ডের ই-ভিসা প্রসেসিং শুরু হবে, যা ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ এবং সুবিধাজনক করবে।

আরো তথ্যের জন্য মেইল করুন [email protected] অথবা হেল্প লাইনে কল দিন 88019811199997 এ এবং আমাদের ডেডিকেটেড টিম আপনাকে সর্বাত্মক সহায়তা করবে।

আমাদের প্রতি আপনাদের অটুট আস্থা বজায় রাখার জন্য ধন্যবাদ।

একটি ছবিতে 350 মিলিয়ন বছর(৩৫ কোটি বছর)আইরিশ উপকূল থেকে 80 মিটার দূরে অবস্থিত একটি চিত্তাকর্ষক সমুদ্র স্তুপ যা Dun Brist...
10/12/2024

একটি ছবিতে 350 মিলিয়ন বছর
(৩৫ কোটি বছর)

আইরিশ উপকূল থেকে 80 মিটার দূরে অবস্থিত একটি চিত্তাকর্ষক সমুদ্র স্তুপ যা Dun Briste বা 'ব্রোকেন ফোর্ট' নামে পরিচিত। কালক্রমে ক্ষয় হয়ে যাওয়া ভূ-ভাগের ধ্বংসাবশেষটিতে পৃথিবীর উপরিভাগের আশ্চর্যজনক ভূ-তাত্তিক গঠন দেখতে পাওয়া যায়। এখানে পৃথিবীর ভূ-ভাগ সৃষ্টির সময়ের বিভিন্ন স্তর ও নানান বর্ণের প্রাগৈতিহাসিক শিলা স্তরের স্তরে স্তরে সাজানো দেখতে পাবেন।

মূল লেখা ও ছবি: রোজি গ্যাব্রিয়েলা।
(ন্যাশানাল জিওগ্রাফি)

আমি গতকাল নিজ থেকে যাবো না বলেছিলাম, আজ কে এই পোস্ট চোখে পড়লো….সেন্টমার্টিনের নিস্তব্ধতা আপনাকে কেমন ফিল দিবে জানিনা। কা...
10/12/2024

আমি গতকাল নিজ থেকে যাবো না বলেছিলাম, আজ কে এই পোস্ট চোখে পড়লো….

সেন্টমার্টিনের নিস্তব্ধতা আপনাকে কেমন ফিল দিবে জানিনা। কারণ কেউ কোলাহল পছন্দ করেন আর কেউ নীরবে কিছু সময় কাটাতে চান। তবে সেন্টমার্টিন যারা যাওয়ার প্ল্যান করবেন কয়েকটা বিষয় মেনে নিয়ে প্ল্যান করবেন।

১. কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগবে ৭ ঘন্টা।
২. ডিসেম্বরের বেশ কিছু জাহাজের শিডিউল আছে ভোর ৬-৭টা (আগের দিন কক্সবাজার থাকা ছাড়া এই জাহাজ ধরতে পারবেন না)
৩. সেন্টমার্টিন থেকে জাহাজ বিকাল ৫টায় ছাড়লে রাত সাড়ে ১১টায় কক্সবাজার ঘাটে পৌঁছাবে। বাসের টিকেট আগে বুকিং করা থাকলেও টেকনাফের মতো জাহাজের জন্য অপেক্ষা করবে না।
৪. পুরা সেন্টমার্টিনে ডাব নাই, যেগুলা আছে দাম ২২০-২৫০
৫. মাছ আস্ত বিক্রি করতে চায় না ব্যবসায়ীরা। টুকরার দামে বিক্রি করে। ওয়ার্কিং ডে তে খুব বেশি মাছের দেখা পাবেন না। ছুটির দিনে পাবেন।
৬. অটো রিকশার ভাড়া বেশ বেড়েছে।
৭. প্লাস্টিকের দোহাই দিয়ে জাহাজে পানি বিক্রি করে না, প্রকাশ্যে নিয়ে উঠতেও দেয় না। ৬০০-৭০০ যাত্রীর জন্য ফিল্টার পানির গ্যালন আর একটা কাঁচের গ্লাসের ব্যবস্থা আছে। জাহাজে খাবারের দাম অত্যন্ত বেশি।
৮.কোলাহল একেবারে নাই।

©

এই বিমানে কে কে চড়েছেন? শখ পুরন হলো?😆😆😆
10/12/2024

এই বিমানে কে কে চড়েছেন?
শখ পুরন হলো?😆😆😆

Address

30 Gulshan 2
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 10:00 - 12:00
Saturday 10:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801981119997

Alerts

Be the first to know and let us send you an email when চলো ঘুরে দেখি Cholo Ghure Dekhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো ঘুরে দেখি Cholo Ghure Dekhi:

Videos

Share

Category

কম খরচে ঘুরে দেখি বিশ্বের দর্শনীয় স্থানগুলো

আমরা বাঙালিরা স্বভাবতই ভ্রমণবিলাসী। ভ্রমণের তাড়নায় বিপুল অর্থ খরচ করে ঘুরে বেড়াই বিশ্বের নানান জায়গাগুলোতে। পাশাপাশি আমাদের দেশেও ঘুরে বেড়ানোর মত, বুকভরে নিঃশ্বাস নেবার মত, দুচোখ ভরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার মত রয়েছে অনেক অজানা জায়গা। প্রাণপ্রিয় এই বাংলাদেশের প্রতি পরতে পরতে রয়েছে আছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য, লুকিয়ে আছে শতশত প্রাগৈতিহাসিক স্থান আর আছে নানা গুপ্তরহস্য।

সাধ্যের মধ্যে খুব সহজেই বাংলাদেশ ও বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা সব সৌন্দর্য উদঘাটনে এবার পাশে আছি আমরা। আমরা খুব কম খরচে সর্বাধিক সুবিধাসম্বলিত আকর্ষণীয় প্যাকেজে দেশ ও দেশের বাইরে দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার ব্যবস্থা করে থাকি। এখন থেকে আপনি বিশ্বের প্রত্যেকটি দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ পাবেন খুবই সহজে। প্রিয়জন বা বন্ধুবান্ধব সাথে নিয়ে আপনার এখন থেকে আপনার ভ্রমন হবে রোমাঞ্চকর এবং অবিস্মরণীয়।

সাছ্যন্দে ভ্রমণের জন্য আজ-ই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৯৮১১১৯৯৯৭ এ

আমাদের ঠিকানাঃ Ka-34, Kuril, Opposite Jamuna Future Park (Indian Visa Application Center), Dhaka-1229, Bangladesh