অপরূপ লালাখাল ও শাপলা বিল ঘুরতে যাচ্ছি ১৪ই জানুয়ারি ১ দিনের ট্যুরে যেতে চাইলে যোগাযোগ করুন।
শীতের পাখি ও শিমুল বাগান দেখতে টাংগুয়ার হাওড়ঃ
===================================
টাংগুয়ার হাওড় বাংলাদেশের এমন একটা দর্শনীয় জায়গা যেখানে বাংলাদেশের ঋতু পরিবরতনের সাথে সাথে এর সৌন্দর্য ও পরিবর্তন হয়। বর্ষা কালে থাকে হাওড়ে থৈ থৈ পানি চারিদিকে এবং শীতে কালে সেই হাওড়ের বিভিন্ন স্থানে বসে হরেক রকম অতিথী পাখির মেলা এবং শিমুল বাগান। এবার শীতে আমরা তাই প্ল্যান করেছি অতিথী পাখি দেখতে টাঙ্গুয়ার হাওড় সাথে তো নৌকাতে রাত্রি যাপন থাকছেই। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্ল্যানিং এ।
===================================
ভ্রমন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য :
অফিসঃ০১৭২৯১০৩৭০৬/০১৮৮৭৪০৮৯৩৩
ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ইভেন্ট পেজেঃ https://www.facebook.com/events/2261635867414871/
===================================
প্ল্যানিংঃ
৩১ শে জানুয়ারী- রাতের বাসে করে সুনামগঞ্জ চলে যাব।
১লা ফেব্রুয়ারী - সুনামগঞ্জ নেমে লেগুনায় করে তাহিরপুর
সান্দাকফু এর তুমলিং গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা।
সান্দাকফু এবং ফালুটঃ
সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার (১১৯৪১ ফুট উঁচু)। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। দার্জিলিং এর সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তের এই শৃঙ্গ সিঙ্গালিলা পাহাড়ের সবচেয়ে উঁচু চুড়া। সান্দাকফু শৃঙ্গে একটি ছোট গ্রাম আছে, সেখানে কয়েকটি হোটেল এবং কটেজ ও রয়েছে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু -- পৃথিবীর পাঁচটি সবচেয়ে উঁচু শৃঙ্গের চারটিই সান্দাকফু থেকে দেখা যায়।
সান্দাকফু গাড়ি করেও যাওয়া যায়, ট্রেক করেও যাওয়া যায়। যারা উচ্চতা ভালোবসেন অথবা উচ্চতায় ট্রেক শুরু করতে আগ্রহী এটা অবশ্যই তাদের জন্য আদর্শ একটি ট্রেক। যাত্রা শুরু হয় মানেভঞ্জন থেকে, দার্জিলিং থেকে ২৮ কিমি। মানেভঞ্জন থেকেই প্রয়োজনে নিতে হয় পোর্টার ও গাইড। মানেভঞ্জন থেকে কেউ চাইলে ১৯৫০ সালে তৈরি বিখ্যাত সেই ল্যান্ড রোভারে চড়ে সান্দাকফু ও ফালুট অব
E T B এর ইভেন্টঃ তুক/ দামতুয়া ঝরনায় ইটিবির সাথেঃ
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
এখন বর্ষা এর শেষ সময়। আর কিছু দিন পর থেকে ঝরনাগুলোর পানি কমতে থাকবে। তাই দামতুয়ায় এই বছরে শেষ বারের মত আরো একবার ঘুরে আসতে চাচ্ছি। আসুন জেনে নেয়া যাক এবারের ইভেন্ট প্ল্যানিংটা।
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
প্ল্যানিংঃ
২০ শে সেপ্টেম্বরঃ রাতের বাসে ঢাকা ত্যাগ করবো উঠবো আলীকদমের উদ্দেশ্যে বাসে।
২১ শে সেপ্টেম্বরঃ সকালে বাস থেকে নামবো আলিকদম। এর পর স্থানীয় হোটেলে নাস্তা সেরেই জীপ/ মোটর বাইক নিয়ে চলে যাবো আদুপাড়ার উদ্দেশ্যে। মুলত আমাদের ট্রেকিং শুরু হবে এখান থেকে। বহু আলোচিত দামতুয়া তুক ঝর্না দেখতে। ওটা দেখে সময় পেলে আমরা দেখবো ওয়াংপা ঝরনা। এর পর আলিকদম আবার ফিরে এসে খাবার খেয়েই রাতের বাসে ঢাকা ফিরত।
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
ইভেন্ট ফিঃ ৩৩০০/- টাকা প্রতিজন
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
ভ্রমনের ধরনঃ ট্রেকিং
ভ্রমন কারীর এর ধরনঃ