Akhtar International

Akhtar International Welcome our Akhter international page.

14/01/2025

ইয়া মারহাবা 👌✌🫶🤲

25/12/2024
এরা মূলত তাবলীগ করে না।এরা ভারতের সাদের এজেন্ডা বাস্তবায়ন করে।
20/12/2024

এরা মূলত তাবলীগ করে না।
এরা ভারতের সাদের এজেন্ডা বাস্তবায়ন করে।

আওয়ামী বনাম ভারতীয় ষড়যন্ত্র থেকে সাবধান।
19/12/2024

আওয়ামী বনাম ভারতীয় ষড়যন্ত্র থেকে সাবধান।

মাশাআল্লাহ ✌️
08/12/2024

মাশাআল্লাহ ✌️

হজ্জ ২০২৫ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ১৫ডিসেম্বর পর্যন্ত। আমাদের সর্বনিম্ন প্যাকেজ ৪৬০০০০/-জুমা মুবারক 🤲
29/11/2024

হজ্জ ২০২৫ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ১৫ডিসেম্বর পর্যন্ত। আমাদের সর্বনিম্ন প্যাকেজ ৪৬০০০০/-

জুমা মুবারক 🤲

28/11/2024
28/11/2024

মারবা?
পারবা না।
শহীদরা মরে না।

শহীদ সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। আপনার এই ত্যাগ এবং কোরবানি এদেশে ইসলামকে বিজয়ী করবে ইনশা...
27/11/2024

শহীদ সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। আপনার এই ত্যাগ এবং কোরবানি এদেশে ইসলামকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

27/11/2024

দীন বা ধর্ম একটাই-ইসলাম।অন্যকোনো মনগড়া মতবাদকে ধর্ম শব্দে উল্লেখ করা যায় না।

  অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। অন্তর্বর্তীকাল...
26/11/2024




অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে।

অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিদাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল।

রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে।

আজকে চট্রগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন। দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থকগোষ্ঠী তৈরি করেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেযেছে। এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।

কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে।

সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।

একজন দূরদর্শী মনিষী ছিলেন তিনি।
25/11/2024

একজন দূরদর্শী মনিষী ছিলেন তিনি।

আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর...
17/11/2024

আমাদের প্রিয় দাঈ, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে পরিবার সহ এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়।
তিনি বুকে,চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় জ্ঞান ফিরেছে। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশংকামুক্ত আছেন।পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতংকিত হচ্ছেন। দয়াকরে কেউ ধারণা প্রসুত খবর দিবেন না। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার আবেদন।

আওয়ামী জাহেলিয়াত পতনের ১০০দিন গত হলো।এভাবে ১০০০বছর চলে যাবে।আমরা এ যুগ আর ফিরে আসতে দিবো না।
16/11/2024

আওয়ামী জাহেলিয়াত পতনের ১০০দিন গত হলো।
এভাবে ১০০০বছর চলে যাবে।আমরা এ যুগ আর ফিরে আসতে দিবো না।

Address

7th Floor (W-701) Drive Nawab Ali Tower, 24, Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhtar International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhtar International:

Videos

Share

Category