ToiToi - টইটই

ToiToi - টইটই Holidays of Business? Budget or Luxury? Let us know how we can help you.
(10)

ট্যুরে যাওয়ার সময়ে আপনি সিটে কোন স্টাইলে বসেন?
05/11/2024

ট্যুরে যাওয়ার সময়ে আপনি সিটে কোন স্টাইলে বসেন?

04/11/2024

বিমানবন্দর সংক্রান্ত জরুরী নির্দেশনা

রানওয়ে সংস্কার কাজের দরুণ আগামী ৮-১৪ই নভেম্বর রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান উঠা-নামা বন্ধ থাকবে।

এই নির্দিষ্ট তারিখ ও সময়সীমার মধ্যে যাদের ফ্লাইট আছে তারা দয়া করে নিজ নিজ এয়ারলাইনসের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।

© টইটই

02/11/2024

বাংলাদেশীদের ভিসা সংকট, দায়ী কে???

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য বাংলাদেশীদের কোনো দেশ ভিসা দিবে কিনা সন্দেহ
🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা?
আসলে কোন ভিসা ই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।

২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না। ঝামেলা অনেক।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে। একই অবস্থা মালদ্বীপে গেলেও

৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)

৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।

১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫. থাইল্যান্ডে ভিসা তো এখন অনেক রিফিউজড হচ্ছে, হারটা ৬০/৪০ অবস্থা। আগে যেটা এভেইলেবল ছিল। এখন তো ভিসা যাও দিচ্ছে সেটা লম্বা সময় নিয়ে।

১৬। সিঙ্গাপুরের ভিসা নিয়েও এখন চলছে টালবাহানা, সময় লাগছে প্রায় মাসখানেক...

শেষপর্যন্ত দেখা যাবে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা রইল না,

পোষ্টটি সংগৃহিত ও কিছুটা সংযোজিত

24/10/2024

মানালি'র পথে পথে

09/10/2024

লম্বা ছুটি পেয়ে কক্সবাজার দৌড় দেয়ার আগে হোটেল'টা কাইন্ডলি বুক বা কনফার্ম করে যাইয়েন।

সুত্র বলছে ৯৯% হোটেল অলরেডি বুকড!

আহা বান্দরবান!
06/10/2024

আহা বান্দরবান!

- সাংহাই টাওয়ার! সাংহাই টাওয়ার হলো একটি ১২৮ তলা, ৬৩২ মিটার-লম্বা মেগাটাল স্কাইস্ক্র্যাপার, লুজিয়াজুই, পুডং, সাংহাই। এ...
30/09/2024

- সাংহাই টাওয়ার!

সাংহাই টাওয়ার হলো একটি ১২৮ তলা, ৬৩২ মিটার-লম্বা মেগাটাল স্কাইস্ক্র্যাপার, লুজিয়াজুই, পুডং, সাংহাই। এটি উচ্চতা থেকে স্থাপত্যের শীর্ষে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এবং এটি একটি বিল্ডিং বা কাঠামোর মধ্যে ৫৬২ মিটারে বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক থাকার রেকর্ডটি ভাগ করে নেয়। নির্মাণ ৭৩ মাস স্থায়ী হয়েছিল। ৫০০টিরও বেশি কোম্পানি এবং প্রায় দশ হাজার শ্রমিক জড়িত ছিল। সাংহাই টাওয়ারের একটি বিল্ডিং উচ্চতা ৬৩২ মিটার। যার ওজন ৮৫০০০০ টন, যার আয়তন ৫৭৮০০০ বর্গ মিটার। মাটির উপরে ১২৮ তলা। মাটির নিচে ৫ তলা। সেইসাথে বিশ্বের দ্রুততম লিফট!

ধন্যবাদ সবাইকে 🌸

তথ্য ও ছবি: সংগৃহীত

পাহাড় ভ্রমণে আপাতত সতর্কতা অবলম্বন করুন
25/09/2024

পাহাড় ভ্রমণে আপাতত সতর্কতা অবলম্বন করুন

পাহাড় পুড়ছে কার রোষানলে??তীব্র ঘৃণা জানাচ্ছি।
19/09/2024

পাহাড় পুড়ছে কার রোষানলে??

তীব্র ঘৃণা জানাচ্ছি।

বিশ্বের সবচেয়ে বড় আবাসিক হোটেল নির্মিত হচ্ছে সৌদিআরবে। এতে থাকবে ১০ হাজার রুম।ছবি: সংগৃহীত
18/09/2024

বিশ্বের সবচেয়ে বড় আবাসিক হোটেল নির্মিত হচ্ছে সৌদিআরবে। এতে থাকবে ১০ হাজার রুম।

ছবি: সংগৃহীত

11/09/2024

আমাদের বাঁশখালী

© abdullahalrafii পেইজ থেকে নেয়া

কাকে নিয়ে এখানে ঘুরতে যেতে চান? মেনশন দিতে পারেন তাকে
07/09/2024

কাকে নিয়ে এখানে ঘুরতে যেতে চান? মেনশন দিতে পারেন তাকে

21/08/2024

যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন এবং মেসেজের অপেক্ষা করছেন, তারা এটা ধরেই নিতে পারেন যে ভিসা পাচ্ছেন না।
তারা শুধুমাত্র পাসপোর্টটাই ফেরত দিচ্ছে।

সো আশাবাদী হয়ে গেলে আশাহত হয়ে ফিরবেন বলাই যায়।

মেডিকেল ভিসার জন্য যারা এপ্লাই করেছেন তাদের বেশ কয়েকজন ই ভিসা পেয়েছেন।

আমাদের এ সম্মানিত অতিথিযুগল ঠিক এই মুহুর্তে সিংগাপুর-মালয়েশিয়া ভ্রমণ করছেন।ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে কল করতে পারেন...
10/08/2024

আমাদের এ সম্মানিত অতিথিযুগল ঠিক এই মুহুর্তে সিংগাপুর-মালয়েশিয়া ভ্রমণ করছেন।

ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে কল করতে পারেন 01770-080880 নাম্বারে।

সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কোথায় যেতে চান ToiToi - টইটই এর সাথে।যাওয়ার আগে ভিসা তো করতে হবে! ভিসা করতে এবং ফি সহ অ...
13/07/2024

সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কোথায় যেতে চান ToiToi - টইটই এর সাথে।

যাওয়ার আগে ভিসা তো করতে হবে! ভিসা করতে এবং ফি সহ অন্যান্য ডিটেইলস জানতে কল করতে পারেন 01770-080880 নাম্বারে।

আমরা চাই মূল প্রক্রিয়াটা জানা থাকলে আপনার  #ইন্ডিয়ান বা অন্য কোন দেশের  #ট্যুরিস্ট_ভিসা আবেদন আপনি নিজেই করুন। কিন্তু সে...
01/07/2024

আমরা চাই মূল প্রক্রিয়াটা জানা থাকলে আপনার #ইন্ডিয়ান বা অন্য কোন দেশের #ট্যুরিস্ট_ভিসা আবেদন আপনি নিজেই করুন। কিন্তু সেটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তবে আমরা তো আছিই।

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ফাইল প্রসেসিং ফি বাবদ আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। সাথে ভিসা ফি ৮২৪ টাকা।

এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, ভিয়েতনাম সহ এমন অন্যান্য দেশের ভিসার ফি জানতে কিংবা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং এর জন্য কল করতে পারেন 01770-080880 নাম্বারে।

30/06/2024

ল্যান্ডিং টা দেখে দেশের নামটা কে বলতে পারেন?

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন ►  #কলকাতা মেট্রো রেলের A to Z...
21/06/2024

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling
সুত্র: সংগ্রহ।

চলুন আমরা ট্রাভেল হিস্ট্রি শক্ত করা বিষয়ে কিছু কথাবার্তা বলি। আমার আইডিয়াগুলো আপ্তবাক্য না, যা বুঝি, তাই বলছি। আপনার মতে...
03/06/2024

চলুন আমরা ট্রাভেল হিস্ট্রি শক্ত করা বিষয়ে কিছু কথাবার্তা বলি। আমার আইডিয়াগুলো আপ্তবাক্য না, যা বুঝি, তাই বলছি। আপনার মতের সাথে নাও মিলতে পারে।

১।
প্রথমত, আমাদের কপালই খারাপ যে, পৃথিবীর সবচাইতে দুর্বল পাসপোর্ট আমাদের। এই অর্জন আমাদের পররাষ্ট্রনীতির যেমন, তেমনি আমাদের খাসলতেরও বৈকি। ভিজিটে গিয়ে ফেরত না আসার বিষয়টা তো আমাদের পুরনো হিস্ট্রি। সঙ্গে দেদার এসাইলাম, প্রবাসে বেশিরভাগ সময় অদক্ষ শ্রমিক রপ্তানি, ন্যূনতম ভাষাগত দক্ষতা না থাকা, অতিরিক্ত পরনির্ভরশীলতা, হিউজ ফেইক ডকুমেন্টেশন ইত্যাদি হাজারটা বিষয় তো আছেই। এইসব সমস্যাকে আমাদের এই প্রজন্মের উচিত ওভারকাম করা। একদিন আমাদের পাসপোর্টের দামও বাড়বে, সেই দিন ইনশাআল্লাহ আমরাই আনবো।

২।
দ্বিতীয়ত আলোচনা করা যাক, বিভিন্ন দেশের এম্বাসিকে বোকা বানাতে চাওয়ার প্রচেষ্টাকে।
আমরা মনে করি, চারদিনের প্যাকেজে তিনটা দেশ ঘুরলাম, ছয়টা সিল পড়লো, আর তাতেই পাসপোর্ট ভারি হয়ে গেলো..
কিন্তু একেকজন ইমিগ্রেশন অফিসার প্রতিদিন অন্তত একশোটা পাসপোর্ট দেখে। তারা পাসপোর্ট ভারি করার এই কাহিনিটা অন্তত ভালো করেই বুঝে।

এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একটা কাজ করতে পারি। চারদিনে তিন দেশ না ঘুরে প্রতিটা দেশে মিনিমাম তিনদিন করে থাকার চেষ্টা করতে পারি। তিনটা দিন অন্তত না থাকলে আপনার ঘোরা হলো কীভাবে বলেন? তিনদিনেও তো প্রায় কিছুই দেখা হয় না। আর বিজনেস ট্যুর হলেও নাহয় একটা কথা ছিলো—কিন্তু আমরা তো নিজেদের ট্যুরিস্ট দাবি করি। অতএব ন্যূনতম তিনদিন থাকা উচিত।

৩।
তৃতীয়ত, দেশ কাভার করার চাইতে রেঞ্জ কাভার করার চেষ্টা করুন। বাংলাদেশীদের জন্য আমি স্বল্প বাজেটে ৫টা রেঞ্জ হিসাব করেছি।
★ ইন্ডিয়া-নেপাল-ভুটান: সবচাইতে কম খরচের রেঞ্জ। তিনটা দেশই বাজেটের মধ্যে ঘোরা সম্ভব।
★ ইন্ডিয়া-শ্রীলংকা-মালদ্বীপ: এই রেঞ্জও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। তবে সার্কভূক্ত দুটি রেঞ্জের যেকোনো একটিই ভালো।
★ থাইল্যান্ড-মালয়েশিয়া-সিঙ্গাপুর: সার্কভুক্ত দেশগুলোর পর ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এই দেশগুলো কিন্তু অসাধারণ। এগুলোর সাথে লাগোয়া ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, পূর্ব তিমুর প্রভৃতি দেশও মাথায় রাখতে পারেন। বিমানযোগে ব্যাংকক সবচেয়ে কম খরচে যাওয়া যায়। বাকি দেশগুলো সড়কযোগে বা জাহাজে ভ্রমণ করলে কম খরচে সম্ভব।
★ মধ্যপ্রাচ্য: প্রাচীন এবং ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ এই রেঞ্জের সবচেয়ে গুরুত্ববহ ডেস্টিনেশন সৌদি আরব। একটা ওমরাহ্ কিন্তু এও প্রুভ করে যে, আপনার ইনকাম যথেষ্ট স্টেবল তাই ধর্মীয় কাজে খরচ করার যোগ্যতা এবং মানসিকতা তৈরি হয়েছে।
এর পরপরই দুবাই-কাতার মাথায় রাখতে পারেন। উন্নত বিশ্বের মানুষেরাও যেহেতু এসব দেশে ঘুরতে আসে, আপনার যাওয়াটা স্বাভাবিক, তাই না?
কিন্তু প্রাচীন ঐতিহ্যের চিন্তা করলে তুরস্ক এবং মিশর আরো বেশি আকর্ষণীয়, বিশেষ করে মিশর। নীলনদ আর পিরামিড দেখতে তো সারা দুনিয়ার ভ্রমণপিপাসুরা মুখিয়ে থাকে।
★ চায়না: আমার সর্বশেষ সাজেশন থাকবে, চীন ভ্রমণ করুন। যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম নিজেদের বিজনেসম্যান হিসেবে প্রোফাইল দাঁড় করাই, সেহেতু বিজনেস হ্যাভেন চায়নাতে না গেলে আমরা কীসের ব্যবসায়ী। চায়না ট্যুরকে আপনারা বিজনেস ট্যুর হিসেবেও গণ্য করতে পারেন। যদিও পৃথিবীর সপ্তাশ্চর্য মহাপ্রাচীর নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবেও চীন এক লোভনীয় জায়গা।

৪।
Make your profile as a Creator:
একটা দেশ আপনাকে কেন ভিসা দেবে? সাধারণ ভিজিটর হিসেবে দিলে তার লাভ, আপনি কেনাকাটা করবেন, তার দেশে কিছু ডলার এড হবে।
কিন্তু আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার হন; ধরেন লেখক/সাংবাদিক, ইউটিউব-টিকটকে ভ্রমণ ভ্লগ বানান, তাহলে তারা চিন্তা করবে যে, আপনাকে ভিসা দিলে আরো কিছু ভিজিটর আকর্ষিত হবে। প্রায় প্রতিটা দেশই কিন্তু সরকারি উদ্যোগে ভ্রমণ-লেখকদেরকে ইনভাইট করে নিজেদের সেরা জায়গাগুলো দেখায়। আপনি সরকারি ইনভাইট না পেলেও নিজের প্রোফাইল ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করতে পারলে ভিসা পাবার সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবেই অন্তত ২৫% বাড়ানো সম্ভব। তাছাড়া লেখকদের জন্য বইমেলা, সাংবাদিক ও সমাজকর্মীদের জন্য লিডারশিপ ফোরাম, খেলোয়াড়দের জন্য বিভিন্ন ইভেন্ট ইত্যাদি থেকে একদম কমদামে ইনভাইটেশন লেটার পাবার সুযোগও কিন্তু আছে।
অতএব, যদি লাখটাকা খরচ করে একটা দেশে ঘুরতে পারেন, তাহলে কেন আরো কিছু টাকা খরচ করে হলেও নিজের একটা ক্রিয়েটিভ আইডেন্টিটি তৈরি করবেন না?

#শেষকথা: আমার এই লেখাটি যারা পড়বেন, তাঁদের অনেকেই কানাডার ভিজিট ভিসা প্রসেস করেছেন, রিফিউজডও হয়েছেন অনেকেই। কেউ কেউ হয়তো উন্নত দেশে ঢোকার কোনো সুযোগ আছে কিনা, সেটা জানতে আগ্রহী।
আপনাদের যাঁদের কানাডা রিফিউজড কিন্তু ফাইল রেডি অবস্থায় আছে, তাঁরা প্রত্যেকেই এখন রেডি ফাইলটাকে সামান্য সংশোধন করে ঢাকার সুইডেন এম্বাসির মাধ্যমে সেনজেনভূক্ত একটা দেশ টার্গেট করতে পারেন। খরচ খুব বেশি বাড়বে না, তবে সম্ভাবনা কিন্তু ভালোই৷ বিশেষ করে সেনজেনভূক্ত দেশ আইসল্যান্ড, যেটার নামও অনেকে শুনে নি। ভিসা এপ্লাই হয় কম বিধায় আমার জানামতে সেখানে ভিসা রেশিও এখন ৯০% এর বেশি। চেষ্টা তো করাই যায়, তাই না?

© আহমাদ সালেহ

ভুটান ভ্রমণে আগ্রহীদের জন্য সুখবর #ভুটান
03/06/2024

ভুটান ভ্রমণে আগ্রহীদের জন্য সুখবর

#ভুটান

01/06/2024

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন (৯ দিন), মিতালী এক্সপ্রেস ১২ জুন থেকে ২০ জুন (৯ দিন) এবং বন্ধন এক্সপ্রেস ১৪ জুন থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে।

31/05/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস।R
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।
৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।A
৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।
৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।B
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।
৭: মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।B
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।
১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।I
১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।
১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।

(Collected: লেখকের নাম জানলে দয়া করে কমেন্টে জানান স্ক্রিণশট সহ)

পাহাড়ী ঢলে সৃষ্ট অপ্রত্যাশিত বন্যার কারণেই এ স্বিদ্ধান্ত।
31/05/2024

পাহাড়ী ঢলে সৃষ্ট অপ্রত্যাশিত বন্যার কারণেই এ স্বিদ্ধান্ত।

ঈদুল ফিতরের সময়ে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে "কক্সবাজার স্পেশাল" নামে একটি ট্রেন সার্ভিস চালু করা হয়। সড়ক পথে ন...
30/05/2024

ঈদুল ফিতরের সময়ে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে "কক্সবাজার স্পেশাল" নামে একটি ট্রেন সার্ভিস চালু করা হয়।
সড়ক পথে নৈরাজ্য, সড়ক দুর্ঘটনার ঝুঁকি, অতিরিক্ত ভাড়া আদায়ের হাত থেকে মুক্তি পেতে যাত্রী সাধারণ এই ট্রেনটির প্রতি ঝুঁকছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যাত্রী বান্ধাব বাহনে পরিণত হয়।

আর তখনি কিনা আসল এ ট্রেন বন্ধের ঘোষণা?
রেল কতৃপক্ষ এ ট্রেনটি আগামী জুন থেকে না চালানোর স্বিদ্ধান্ত নেয়।

এ ট্রেনে চলাচলকারী অধিকাংশ যাত্রীর অভিযোগ, চট্রগ্রাম -কক্সবাজার - চট্রগ্রাম রুটে যাতায়াতকারী বাস মালিকদের চাপে এবং তাদের থেকে সুবিধা নিয়ে একটি বিশেষ গোষ্ঠী এ ট্রেন বন্ধের পেছনে মুল ভূমিকা রেখেছে।

চট্রগ্রামবাসীর দাবি অনতিবিলম্বে এ স্বিদ্ধান্ত প্রত্যাহার করার, কিন্তু জনস্বার্থ যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত সেখানে কে শুনবে এমন আবেদন?

Address

Mirpur 10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ToiToi - টইটই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ToiToi - টইটই:

Videos

Share

Category