Hammock Tourism Bangladesh

Hammock Tourism Bangladesh Hammock Tourism is a travel oriented organization. Its Bangladesh based organization. We do plan for We do plan for domestic and international tourism.
(15)

It is widely recognized to arrange all kinds of tour package free from hassle & full of entertainment.

হ্যামক ট্যুরিজম বাংলাদেশ ও এম কে শিপিং লাইন্স এর পরিচালনায় নৌ পথে  #ঢাকা_কোলকাতা_ঢাকা রুটে পর্যটনে নতুন দিগন্ত উন্মোচি...
14/12/2023

হ্যামক ট্যুরিজম বাংলাদেশ ও এম কে শিপিং লাইন্স এর পরিচালনায় নৌ পথে #ঢাকা_কোলকাতা_ঢাকা রুটে পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৭ শে ডিসেম্বর ২০২৩ ইং তারিখে ঢাকা-কোলকাতা নৌ-রুটে ২য় বারের মত আমরা যাত্রা করতে যাচ্ছি।
🕙 ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়: ২৭ শে ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।
🛳️ *ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)*
🟢কলকাতায় জাহাজ পৌছানোর সময়: ২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
⬅️কলকাতা থেকে ছেড়ে আসবে: ০২ রা জানুয়ারী ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা ।
✅ ঢাকা পৌছানোর সময়: ০৪ ঠা জানুয়ারী ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
♒রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।
🧑‍✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।
🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, * জাতীয় পরিচয় পত্রের কপি * করোনা ভ্যাক্সিন সার্টিফিকেট
🚧ইমিগ্রেশন: বাংলাদেশ সাইটে আংটিহারা
ভারত সাইটে হেমনগর ইমিগ্রেশন কর্মকর্তারা জাহাজে এসেই ইমিগ্রেশন করবেন।
🛄🛄*ব্যাগেজ ও মালামাল পলেসি*
কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে প্রতি টিকেটের সাথে ৪০ কেজি বহন করিতে পারবেন। অতিরিক্ত প্রতি কেজির জন্য ১০০ টাকা হারে প্রদান করিতে হবে। ( মালামালের সকল বৈধতার ও কাস্টমস চার্জ যাত্রীকে বহন করিতে হবে)
👨‍⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক।
*ওজন ও মালামাল*
কাষ্টমের অনুমোদিত মালামাল জনপ্রতি ৪০ কেজি প্রতি টিকেটের সাথে বহন করতে পারবেন। অত
🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা: ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
*ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা*
🎫 সিঙ্গেল স্লিপার: ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার: ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন: ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন: ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন: ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন: ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন: ৫০,৪০০/- (২ জন)
🧑‍🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।

১. সরাসরি অফিসে এসে টিকেট নেয়া যাবে।
২. বিকাশ করা যাবে
৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422.
❐ Rocket Personal : 019163784222
❐ Nagad Personal : 01841378422.

❐ Office Address : Suite:- 4A(4th Floor), House: 03/01 Lyceum Building, Block: F (Opp. Lalmatia Women’s Collage) Mohammadpur, Dhaka- 1207

যোগাযোগ:
01841378422

 #গ্রামীন_শীত_উৎসবএই শহরের অনন্ত বাসিন্দা যাদের চার দেয়ালের মাঝেই বিচরণ, গ্রামের বাড়ি নেই, গ্রামের জীবন উপভোগ করার সৌভাগ...
14/12/2023

#গ্রামীন_শীত_উৎসব

এই শহরের অনন্ত বাসিন্দা যাদের চার দেয়ালের মাঝেই বিচরণ, গ্রামের বাড়ি নেই, গ্রামের জীবন উপভোগ করার সৌভাগ্য হয় নি,
এই শীতে তাদের জন্য সেরা অফার....!

যশোরে বাংলাদেশের প্রথম কৃষি পর্যটন গ্রামে ভ্রমন এর সাথে গ্রামের কারো বাড়িতে উষ্ণ অভ্যর্থনা আর আপ্যায়িত হতে পারবেন এই ট্যুরে। মনে হবে যেন, নিজের কাছের কারো বাড়িতেই এসেছেন।
বন্ধুদের নিয়ে বা সপরিবারে ঘুরে আসুন।

অতন্ত্য নিরাপত্তার সাথে হোম স্টে থাকার ব্যবস্থা, কারো নিজস্ব টেন্ট থাকলে নিতে পারেন, ক্যাম্পিংয়ের ফিল নিতে পারবেন।

ট্যুর ফিঃ ৪০০০৳
১ রাত ২ দিনের ট্যুর, যাওয়া আসা সহ ৩ রাত ২ দিন।
যোগাযোগ: 01841378422

যাত্রা: ২৫ই জানুয়ারী ২০২৪ রাত ১১:৪৫ টায় কল্যানপুর থেকে।
ফেরা: ২৭ই জানুয়ারী ২০২৪ বিকালে ০৫:০০ টায় যশোর থেকে।

স্থানঃ জয়রামপুর এগ্রো ট্যুরিজম ভিলেজ।
জয়রামপুর, বাঘারপাড়া, যশোর।

গ্রামের একঝাঁক প্রশিক্ষিত গাইডের তত্ত্বাবধানে হোমস্টে থাকার ব্যবস্থা।
সাপ খেলা, গ্রামীণ মেলা, পিঠা উৎসব, চড়ুইভাতি, নানান রকমের খেলাধুলায় অংশ গ্রহনের সুযোগ, নৌকা ভ্রমণ, মাছ ধরা, খেজুরের রসের ১০ ( দশ) পদের খাবার, পল্লী সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ব্যাপী, গ্রামীণ পরিবেশ ও জীবন যাপন ঘুরে দেখা সহ আরও অনেক আয়োজন থাকবে দুই দিনের এই ভ্রমণে।
অংশ গ্রহণ কারীগনের জন্য যে সকল খেলাধুলার আয়োজন থাকবেঃ
১. ঘুড়ি উড়ানো,
২. ডাংগুলি
৩. লাটিম.
৪. সাতচারা.
৫. দড়িলাফ
৬. সাতার
৭. পিঠা প্রতিযোগিতা ইত্যাদি

দিন ০: ২৫ই জানুয়ারী ২০২৪ রাত ১১:৪৫ শে কল্যানপুর থেকে যাত্রা শুরু।

দিন ১:
খুব ভোরেই জয়রামপুর গ্রামে পৌঁছে যাব। ফ্রেশ হব ওয়েলকাম ড্রিংক হিসেবে খেজুরের রস দেশি হাতা ভাজা মুড়ি দিয়ে। তারপর নাস্তা।

তারপর গ্রামের আতিথেয়তা শুরু।
০৯ঃ০৫- ১১:০০টা গ্রাম ঘুরে দেখা, কৃষক জেলে কুমর কামার কারুকাজ ইত্যাদি তে অংশ নিয়ে গ্রামীণ জীবন যাপন উপভোগ করার সুযোগ।
১১:০৫- ০১ঃ০০ গ্রাম্য খেলাধুলা।
০১:০৫- ০২:০০ গোসল নামাজ চড়ুইভাতি (চড়ুইভাতির উপকরণ সর্বরাহ করা হবে)
০২:০৫- ০৩ : ০০ নৌকা ভ্রমন।
০৩:০৫ - ০৫:০০ পিঠা উৎসব, পিঠা বানানোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
০৫:০৫ - ০৫:৩০ নামাজের সময়।
০৫:৩০ - ১২:০০ সাংস্কৃতিক অনুষ্ঠান (পল্লীগীতি, নাটিকা, দর্শকদের অংশগ্রহন এর মাঝেই রাতের খাবার)

দিন ২:
জয়রামপুর থেকে বিদায় নিয়ে পথিমধ্যে নাস্তা করে,
যশোর শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে চলে যাব..

যা যা দেখব
👉 নোয়াপাড়া নদী বন্দর
👉 প্রাচীন বাওড় ও রাধানগর রাজবাড়ীর ধ্বংসাবশেষ,
👉 প্রাচীন বাংলার রাজধানী প্রতাপাদিত্যের চাঁচড়া,
👉 মুড়লী হাজী মুহাম্মদ মহসিন এর জমিদার বাড়ি,
👉 ব্রিটিশ ভারতের সর্বপ্রাচীন কালেক্টরেট ভবন,
👉 শেরশাহ সুরি নির্মিত গ্রান্ডট্রাঙ্ক রোডের ধ্বংসাবশেষ

দেখার মাঝে দুপুরে আব্বাসের বিখ্যাত চুইঝালের মাংস দিয়ে ভাত খাব।

👉 গদখালি ফুলের রাজ্য
👉 জামতলার রসগোল্লা অথবা বেনাপোল স্থলবন্দর

ফিরতি পথে সন্ধার নাস্তা খেয়ে, বাসে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিব।

ইনশা আল্লাহ, রাত ১০- ১১.০০ টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব।

ট্যুর ফি'র মধ্যে অন্তর্ভূক্ত নয় :
✓ কোন ব্যক্তিগত খরচ
✓ যাত্রা বিরতিতে কোন খাবার

যা নিবেন :
শীতের পর্যাপ্ত এবং পরিমিত কাপড়, গামছা, ক্যাপ, সানগ্লাস, সানস্ক্রীম, ব্যাকপ্যাক, পানির বোতল, স্যালাইন-গ্লুকোজ, ওডোমস, পাওয়ার ব্যাংক,

বিশেষ দ্রষ্টব্য : এটি একটি সেমি রিলাক্স ট্যুর ।

বুকিং এর নিয়ম: =========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ২০৪০ টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি। বুকিং চার্জ প্রদান করে আপনার আপ-ডাউন বাসের আসন বুঝে নিন।

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ ১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে। ২. বিকাশ করা যাবে ৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422.
❐ Rocket Personal : 019163784222
❐ Nagad Personal : 01841378422.

❐ Office Address : Suite:- 4A(4th Floor), House: 03/01 Lyceum Building, Block: F (Opp. Lalmatia Women’s Collage) Mohammadpur, Dhaka- 1207

08/12/2023

রবীন্দ্র কুঠিবাড়ী, শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া।

21/11/2023

"তুমিই বাংলাদেশ" পর্যটন বিষয়ক অনুষ্ঠান।
স্পন্সর বাইঃ E Tourism
পর্ব ০৯: গেস্ট হিসেবে থাকছেন ম্যানগ্রোভ ভিউ বাংলাদেশ এর (পরিচালক)
রাসেল আহমেদ
হোস্ট: কে, এম, কাওসার আজিজ

আস সালামু আলাইকুম,নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় খে...
21/11/2023

আস সালামু আলাইকুম,
নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় খেলা করে, ভোরে পাখির কিচিরমিচির শব্দে প্রাণ জুড়িয়ে যাবে। যেখানে গেলে সাগর, নদী আর সবুজ বনানীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে একটুও আফশোস হবে না! সেই নীল আকাশ, নদী আর অরণ্যের মহামিলন দেখতে সুন্দরবন সর্বোত্তম স্থান।
প্রতি সপ্তাহে আমাদের সুন্দরবন ট্যুর রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে লাক্সারি ট্যুর, এবং একই ট্যুরে আনন্দদায়ক নৌ--ভ্রমণ প্রকৃতি বন্য জীবন(Wildlife) এবং সমূদ্র সাথে থাকছে প্রতিদিন ৩ বেলা বৈচিত্রময় খাবারের সাথে ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা।

ট্যুর ডিটেইলসঃ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ২০২৩

শীপঃ এম বি জলফড়িং
খুলনা-সুন্দরবন-খুলনা ,
শুক্রবার সকাল ৭:৩০ মধ্যে খুলনা জেলখানা ঘাট থেকে যাত্রা।
রবিবার বিকাল ৫: ০০ মধ্যে শীপ খুলনায় থাকবে ইনশাআল্লাহ।

💲ট্যুর ফি:
ফ্রেন্ডস রুম (৪ বেড বাংক) প্রতিজন ৮৫০০/
টুইন শেয়ারিং রুম প্রতিজন ৯৫০০/
ফ্যামিলি রুম (১কাপল+১ সিংগেল বাংক বেড) প্রতিজন ১০,৫০০/
কাপল রুম প্রতিজন ১১,০০০/
এটাস্ট টয়লেট কাপল রুম ১২,০০০/

🔰 ট্যুর স্পটঃ হারবাড়িয়া/ আন্ধার মানিক কটকা অফিসপাড় টাইগার পয়েন্ট জামতলা সী বীচ কচিখালী অভায়ারন্য / হিরন পয়েণ্ট ডিমের চর / দুবলার চর করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)
ভ্রমণ বিস্তারিত:

১ম দিন: খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ০৭:০০ যাত্রা। হারবাড়িয়া বা আন্ধারমানিক: অনিন্দ্য সুন্দর ইকো-ট্যুরিজম পার্ক

২য় দিন: কটকা অভয়ারণ্যঃ * জামতলা সী বিচ, কটকা সৈকত,টাইগার টিলা, ক্যানেল ক্রুজ। কচিখালি; কচিখালি খাল, অফিস পাড়, টাইগার পয়েন্ট, ডিমেরচর,

৩য় দিন: করমজলঃ কুমির, হরিণ এবং বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুন্দরবনের বৃহৎ মানচিত্র, কাছ থেকে হরিণ, কাঠের ফুট ট্রেইল দিয়ে জঙ্গল সাফারি, পর্যবেক্ষণ টাওয়ার। মোংলা পোর্ট, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং খুলনা শিপইয়ার্ড এর পাশ দিয়ে খুলনার পথে যাত্রা।

✅প্যকেজ ইনক্লুডঃ নন এসি কেবিন তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স) ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং ১ রাতে বার-বি-কিউ ডিনার ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে ২ জন অস্ত্রধারী গার্ড অভিজ্ঞ সার্ভিস বয় দক্ষ ক্রু ১ জন অভিজ্ঞ গাইড কোন রকম হিডেন চার্জ নাই

🚫কি কি খরচ ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ ঢাকা খুলনা ঢাকা নন এসি বাস সকল প্রকার ব্যাক্তিগত খরচ পারর্সোনাল মেডিসিন সফট বা হার্ড ড্রিংস ক্যামেরা এন্ট্রি ফি টিপস

💲বুকিং এর নিয়ম: ========= বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫১০০ টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ ১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে। ২. বিকাশ করা যাবে ৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422.
❐ Rocket Personal : 019163784222
❐ Nagad Personal : 01841378422.

❐ Office Address : Room- 85, Hall Market, 1st floor, Asad Avenue, Mohammadpur, Dhaka-1207

🍽️ #খাবার_ম্যানু: ওয়েলকাম স্নাক্স: নুডলস, জুস।
✔১ম দিন: 🔹 সকাল: পরটা , মিক্স সবজী, ডিম ভাজি , কলা,মধু, চা/কফি। 🔹 বেলা ১১ টার স্নাক্সঃ ফ্রুট কেক , চা/কফি। 🔹দুপুরে: সাদা ভাত, শাক চিংড়ি , ভর্তা,ভেটকি মাছ(কোরাল), মুরগী, ডাল ,সালাদ। ডেজার্ট: মিষ্টি। 🔹সন্ধা:৬:০০ পুরি / পাকুরা, চা/কফি। 🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন বার্বিকিউ, ফিস , চাইনিজ ভেজিটেবল, সালাদ, সফট ড্রিংস।

✔২য় দিন: 🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি। 🔹জঙ্গল সাফারিতে ফল। 🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি। 🔹বেলা ১১ টা- ফল, চা/কফি। 🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, লাউ চিংড়ি , ফাইস্যা মাছ, হাঁস ভুনা , ডাল, সালাদ। ডেজার্ট: মিষ্টান্ন। 🔹সন্ধা ৬টা- পুরি/সিংগাড়া ,চা/কফি। 🔹রাত্রে: পোরাটা,🍗মুরগির বারবিকিউ, মাছের বারবিকিউ, বুটের ডাল ভুনা , রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

✔৩য় দিন: 🔹সকালে: পরটা,সবজী, ডিম ভাজি, সুজির হালুয়া। চা/কফি 🔹বেলা ১১টা- ফল , চা/কফি। 🔹দুপুরে- সাদা ভাত, সামূদ্রিক মাছ, গরু/খাশি ভুনা, সবজী, ডাল, ছালাদ। ডেজার্ট: দধি। 🔹বিকেলে- নুডলস , চা/কফি। ☕ চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।
✋বি:দ্র: সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷

🚧নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণের করনীয় : উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা। কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা। পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না। এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো। জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে। যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা। জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না। গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না। স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা। গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা। আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

💠সাথে কি কি নিবেন: প্রয়োজনীয় ঔষধ। টুথ ব্রাশ ও পেস্ট। ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক সাবান,শ্যাম্পু রেইন কোর্ট বা ছাতা ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী। বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

🆘বিশেষ সতর্কতাঃ আবহাওয়া ও জোয়ার ভাটার কারনে ট্যুর বাতিল বা সময় পরিবর্তন হতে পারে।

আস সালামু আলাইকুম,নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় খে...
21/11/2023

আস সালামু আলাইকুম,
নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় খেলা করে, ভোরে পাখির কিচিরমিচির শব্দে প্রাণ জুড়িয়ে যাবে। যেখানে গেলে সাগর, নদী আর সবুজ বনানীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে একটুও আফশোস হবে না! সেই নীল আকাশ, নদী আর অরণ্যের মহামিলন দেখতে সুন্দরবন সর্বোত্তম স্থান।
প্রতি সপ্তাহে আমাদের সুন্দরবন ট্যুর রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে লাক্সারি ট্যুর, এবং একই ট্যুরে আনন্দদায়ক নৌ--ভ্রমণ প্রকৃতি বন্য জীবন(Wildlife) এবং সমূদ্র সাথে থাকছে প্রতিদিন ৩ বেলা বৈচিত্রময় খাবারের সাথে ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা।

🔰ট্যুর ডিটেইলসঃ
আমাদের পরবর্তী প্যাকেজ / কর্পোরেট ট্যুর :
০১ - ০৩ ডিসেম্বর ২০২৩ (শুক্র-রবি) প্যাকেজ
০৮ - ১০ ডিসেম্বর ২০২৩ (শুক্র-রবি )
১৯ - ২১ ডিসেম্বর ২০২৩ (মঙ্গ-বৃহ) প্যাকেজ
২২ - ২৪ ডিসেম্বর ২০২৩ (শুক্র-রবি)
২৯ - ৩১ ডিসেম্বর ২০২৩ (শুক্র-রবি) প্যাকেজ

⛴️শীপঃ এম ভি উৎসব (এসি শীপ)
খুলনা-সুন্দরবন-খুলনা ,
শুক্রবার সকাল ৭:৩০ মধ্যে খুলনা জেলখানা ঘাট থেকে যাত্রা।
রবিবার বিকাল ৫: ০০ মধ্যে শীপ খুলনায় থাকবে ইনশাআল্লাহ।

🔹প্যাকেজ_প্রাইস ও শিশু পলিসি:
🔺ডিলাক্স টুইন/সিঙ্গেল রুম, কমন বাথ: ১৩,৫০০/-
প্রতিজন।
🔺ভি.আই.পি কাপল রুম, এটাচট বাথ: ১৬,৫০০/- প্রতিজন
🔺গ্র্যান্ড ভি.আই.পি কাপল রুম, এটাচট বাথ: ১৮,৫০০/- প্রতিজন
🔺 শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া) ০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট ।

🗺️ ট্যুর স্পটঃ হারবাড়িয়া/ আন্ধার মানিক কটকা অফিসপাড় টাইগার পয়েন্ট জামতলা সী বীচ কচিখালী অভায়ারন্য / হিরন পয়েণ্ট ডিমের চর / দুবলার চর করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)
ভ্রমণ বিস্তারিত:

১ম দিন: খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ০৭:০০ যাত্রা। হারবাড়িয়া বা আন্ধারমানিক: অনিন্দ্য সুন্দর ইকো-ট্যুরিজম পার্ক
২য় দিন: কটকা অভয়ারণ্যঃ * জামতলা সী বিচ, কটকা সৈকত,টাইগার টিলা, ক্যানেল ক্রুজ। কচিখালি; কচিখালি খাল, অফিস পাড়, টাইগার পয়েন্ট, ডিমেরচর,

৩য় দিন: করমজলঃ কুমির, হরিণ এবং বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুন্দরবনের বৃহৎ মানচিত্র, কাছ থেকে হরিণ, কাঠের ফুট ট্রেইল দিয়ে জঙ্গল সাফারি, পর্যবেক্ষণ টাওয়ার। মোংলা পোর্ট, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং খুলনা শিপইয়ার্ড এর পাশ দিয়ে খুলনার পথে যাত্রা।

✅প্যকেজ ইনক্লুডঃ নন এসি কেবিন তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স) ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং ১ রাতে বার-বি-কিউ ডিনার ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে ২ জন অস্ত্রধারী গার্ড অভিজ্ঞ সার্ভিস বয় দক্ষ ক্রু ১ জন অভিজ্ঞ গাইড কোন রকম হিডেন চার্জ নাই

🚫কি কি খরচ ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ ঢাকা খুলনা ঢাকা নন এসি বাস সকল প্রকার ব্যাক্তিগত খরচ পারর্সোনাল মেডিসিন সফট বা হার্ড ড্রিংস ক্যামেরা এন্ট্রি ফি টিপস

💲বুকিং এর নিয়ম: ========= বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫১০০ টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ ১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে। ২. বিকাশ করা যাবে ৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422.
❐ Rocket Personal : 019163784222
❐ Nagad Personal : 01841378422.

❐ Office Address : Room- 85, Hall Market, 1st floor, Asad Avenue, Mohammadpur, Dhaka-1207

🍽️ #খাবার_ম্যানু: ওয়েলকাম স্নাক্স: নুডলস, জুস।

✔১ম দিন: 🔹 সকাল: পরটা , মিক্স সবজী, ডিম ভাজি , কলা,মধু, চা/কফি। 🔹 বেলা ১১ টার স্নাক্সঃ ফ্রুট কেক , চা/কফি। 🔹দুপুরে: সাদা ভাত, শাক চিংড়ি , ভর্তা,ভেটকি মাছ(কোরাল), মুরগী, ডাল ,সালাদ। ডেজার্ট: মিষ্টি। 🔹সন্ধা:৬:০০ পুরি / পাকুরা, চা/কফি। 🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন বার্বিকিউ, ফিস , চাইনিজ ভেজিটেবল, সালাদ, সফট ড্রিংস।

✔২য় দিন: 🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি। 🔹জঙ্গল সাফারিতে ফল। 🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি। 🔹বেলা ১১ টা- ফল, চা/কফি। 🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, লাউ চিংড়ি , ফাইস্যা মাছ, হাঁস ভুনা , ডাল, সালাদ। ডেজার্ট: মিষ্টান্ন। 🔹সন্ধা ৬টা- পুরি/সিংগাড়া ,চা/কফি। 🔹রাত্রে: পোরাটা,🍗মুরগির বারবিকিউ, মাছের বারবিকিউ, বুটের ডাল ভুনা , রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

✔৩য় দিন: 🔹সকালে: পরটা,সবজী, ডিম ভাজি, সুজির হালুয়া। চা/কফি 🔹বেলা ১১টা- ফল , চা/কফি। 🔹দুপুরে- সাদা ভাত, সামূদ্রিক মাছ, গরু/খাশি ভুনা, সবজী, ডাল, ছালাদ। ডেজার্ট: দধি। 🔹বিকেলে- নুডলস , চা/কফি। ☕ চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

✋বি:দ্র: সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷

🚧নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

♻️সুন্দরবন ভ্রমণের করনীয় : উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা। কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা। পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না। এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো। জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে। যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা। জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না। গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না। স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা। গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা। আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

✅সাথে কি কি নিবেন: প্রয়োজনীয় ঔষধ। টুথ ব্রাশ ও পেস্ট। ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক সাবান,শ্যাম্পু রেইন কোর্ট বা ছাতা ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী। বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

🆘বিশেষ সতর্কতাঃ আবহাওয়া ও জোয়ার ভাটার কারনে ট্যুর বাতিল বা সময় পরিবর্তন হতে পারে।

আস সালামু আলাইকুম,  নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় ...
21/11/2023

আস সালামু আলাইকুম,
নদী আর গহীন অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়..! যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় খেলা করে, ভোরে পাখির কিচিরমিচির শব্দে প্রাণ জুড়িয়ে যাবে। যেখানে গেলে সাগর, নদী আর সবুজ বনানীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে একটুও আফশোস হবে না! সেই নীল আকাশ, নদী আর অরণ্যের মহামিলন দেখতে সুন্দরবন সর্বোত্তম স্থান।

প্রতি সপ্তাহে আমাদের সুন্দরবন ট্যুর রয়েছে। বাংলাদেশের সবচেয়ে লাক্সারি ট্যুর, এবং একই ট্যুরে আনন্দদায়ক নৌ--ভ্রমণ প্রকৃতি বন্য জীবন(Wildlife) এবং সমূদ্র সাথে থাকছে প্রতিদিন ৩ বেলা বৈচিত্রময় খাবারের সাথে ২ বেলা স্নাক্স এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা। ট্যুর

ডিটেইলসঃ সুন্দরবন ভ্রমনের জন্য এম ভি আরাল সী ক্রুজের

প্যাকেজ এর তারিখ সমূহ
নভেম্বর ২৪/২৫/২৬
নভেম্বর ২৭/২৮/২৯ পুর্নিমা
ডিসেম্বর ৫/৬/৭
ডিসেম্বর ১২/১৩/১৪
ডিসেম্বর ১৮/১৯/২০

খুলনা-সুন্দরবন-খুলনা ট্যুর প্যাকেজ ⚓ আরাল সী ক্রুজ - এসি লাক্সারি শীপ | ২ রাত ৩ দিন🧳 🔻গ্রুপ ট্যুরসমুহঃ (শুক্র-শনি-রবি) ⭕ জনপ্রতি ১৮০০০ টাকা থেকে শুরু | ২ রাত ৩ দিন 🔻প্যাকেজ 🔸আরাল সী ক্রুজ শীপে এটাচ ওয়াশরুম সহ এসি কেবিন 🔸মুল খাবার ৯ বেলা ও স্ন্যাকস ৬ বেলা 🔸এন্ট্রি ও পারমিশন ফী 🔸সাইটসিয়িং 🔸অভিজ্ঞ গাইডেন্স 📱 +8801841378422 (Call/Whatsapp) 🔖স্পেশাল ফুড মেন্যুঃ - আস্ত খাসির বার-বি-কিউ থাকছে ট্যুরের শেষ দিন এই প্রথম সুন্দরবন ট্যুরে এমন আয়োজন

⭕ জনপ্রতি ১৭০০০ টাকা (এক রুমে ৪ জন শেয়ারিং)
⭕ জনপ্রতি ১৮০০০ টাকা (এক রুমে ৩ জন শেয়ারিং)
⭕ জনপ্রতি ১৯০০০ টাকা (এক রুমে ২ জন/কাপল শেয়ারিং)
⭕ জনপ্রতি ২০০০০ টাকা (প্রেসিডেন্সিয়াল স্যুট /কাপল শেয়ারিং)

🔻ট্যুরের কর্মসূচি সংক্ষেপঃ ⭕ভ্রমণ শুরু- ১ম দিন সকাল ৭ঃ৩০ টায় ওয়েলকাম ড্রিংক্স ও ব্রেকফাস্ট এর মাধ্যমে ⭕ভ্রমণ শেষ- ৩য় দিন রাত ৮ঃ০০ টায় এক্সক্লুসিভ মাটন বার-বি-কিউ ডিনার এর মাধ্যমে 🔻শীপের ফিচার সমুহঃ - ২২ টি এসি রুম (এটাস বাথরুম সহ) - প্রতিটি রুমে রয়েছে ইন্টারকম - ১ টি মাল্টি পার্পাস রুম - গোসলের জন্য গরম ও ঠান্ডা পানির সু ব্যবস্থা - ২৪ ঘন্টা রুম সার্ভিস - বাচ্চাদের খেলার ব্যবস্থা - আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা Co2 - অভিজ্ঞ স্টাফ ও বাবুর্চি - রুফ টপ ডাইনিং - ইমার্জেন্সী ফার্স্ট এইড সাপোর্ট - নামাজের ব্যবস্থা অন্যান্য আরও সুযোগ সুবিধা

♻️ ভ্রমণ এর স্থান সমুহঃ 🔸হারবাড়িয়া ইকো ট্যুরিজম/ আন্ধারমানিক ইকো ট্যুরিজম 🔸কটকা অফিসপাড়া 🔸জামতলা সী বীচ 🔸হিরন পয়েন্ট/কচিখালী 🔸দুবলার চর/ডিমের চর 🔸করমজল প্রজনন কেন্দ্র

✴️গ্রুপ/কর্পোরেট এর জন্য স্পেশাল রেট অফার রয়েছে 💠 শীপের টোটাল ক্যাপাসিটি ৫৬ জন (২/৩/৪ শেয়ার ব্যাসীস) 🆒 প্রত্যেক রুমের সাথেই রয়েছে এটাচ ওয়াশরুম

🗺️ভ্রমণ বিস্তারিত:

১ম দিন: খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ০৭:০০ যাত্রা। হারবাড়িয়া বা আন্ধারমানিক: অনিন্দ্য সুন্দর ইকো-ট্যুরিজম পার্ক

২য় দিন: কটকা অভয়ারণ্যঃ * জামতলা সী বিচ, কটকা সৈকত,টাইগার টিলা, ক্যানেল ক্রুজ। কচিখালি; কচিখালি খাল, অফিস পাড়, টাইগার পয়েন্ট, ডিমেরচর,

৩য় দিন: করমজলঃ কুমির, হরিণ এবং বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুন্দরবনের বৃহৎ মানচিত্র, কাছ থেকে হরিণ, কাঠের ফুট ট্রেইল দিয়ে জঙ্গল সাফারি, পর্যবেক্ষণ টাওয়ার। মোংলা পোর্ট, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং খুলনা শিপইয়ার্ড এর পাশ দিয়ে খুলনার পথে যাত্রা।
✔️প্যকেজ ইনক্লুডঃ নন এসি কেবিন তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স) ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং ১ রাতে বার-বি-কিউ ডিনার ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে ২ জন অস্ত্রধারী গার্ড অভিজ্ঞ সার্ভিস বয় দক্ষ ক্রু ১ জন অভিজ্ঞ গাইড কোন রকম হিডেন চার্জ নাই

🚫কি কি খরচ ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ ঢাকা খুলনা ঢাকা নন এসি বাস সকল প্রকার ব্যাক্তিগত খরচ পারর্সোনাল মেডিসিন সফট বা হার্ড ড্রিংস ক্যামেরা এন্ট্রি ফি টিপস

💲বুকিং এর নিয়ম: ========= বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫১০০ টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি। বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ ১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে। ২. বিকাশ করা যাবে ৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422. ❐ Rocket Personal : 019163784222 ❐ Nagad Personal : 01841378422. ❐ Office Address : Room- 85, Hall Market, 1st floor, Asad Avenue, Mohammadpur, Dhaka-1207

🍽️ #খাবার_ম্যানু: ওয়েলকাম স্নাক্স: নুডলস, জুস। ✔১ম দিন: 🔹 সকাল: পরটা , মিক্স সবজী, ডিম ভাজি , কলা,মধু, চা/কফি। 🔹 বেলা ১১ টার স্নাক্সঃ ফ্রুট কেক , চা/কফি। 🔹দুপুরে: সাদা ভাত, শাক চিংড়ি , ভর্তা,ভেটকি মাছ(কোরাল), মুরগী, ডাল ,সালাদ। ডেজার্ট: মিষ্টি। 🔹সন্ধা:৬:০০ পুরি / পাকুরা, চা/কফি। 🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন বার্বিকিউ, ফিস , চাইনিজ ভেজিটেবল, সালাদ, সফট ড্রিংস।

✔২য় দিন: 🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি। 🔹জঙ্গল সাফারিতে ফল। 🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি। 🔹বেলা ১১ টা- ফল, চা/কফি। 🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, লাউ চিংড়ি , ফাইস্যা মাছ, হাঁস ভুনা , ডাল, সালাদ। ডেজার্ট: মিষ্টান্ন। 🔹সন্ধা ৬টা- পুরি/সিংগাড়া ,চা/কফি। 🔹রাত্রে: পোরাটা,🍗মুরগির বারবিকিউ, মাছের বারবিকিউ, বুটের ডাল ভুনা , রাশিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

✔৩য় দিন: 🔹সকালে: পরটা,সবজী, ডিম ভাজি, সুজির হালুয়া। চা/কফি 🔹বেলা ১১টা- ফল , চা/কফি। 🔹দুপুরে- সাদা ভাত, সামূদ্রিক মাছ, গরু/খাশি ভুনা, সবজী, ডাল, ছালাদ। ডেজার্ট: দধি। 🔹বিকেলে- নুডলস , চা/কফি। ☕ চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

✋বি:দ্র: সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷ নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🔰সুন্দরবন ভ্রমণের করনীয় : উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা। কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা। পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না। এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো। জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে। যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা। জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না। গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না। স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা। গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা। আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

✅সাথে কি কি নিবেন: প্রয়োজনীয় ঔষধ। টুথ ব্রাশ ও পেস্ট। ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক সাবান,শ্যাম্পু রেইন কোর্ট বা ছাতা ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী। বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

🆘 বিশেষ সতর্কতাঃ আবহাওয়া ও জোয়ার ভাটার কারনে ট্যুর বাতিল বা সময় পরিবর্তন হতে পারে।

রাস পূর্ণিমায় রাস মেলায়।শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য।২৫-২৭ নভেম্বর, ২০২৩।খুলনা-দুবলার চর-খুলনা (৩ দিন ২ রাতের ন...
16/11/2023

রাস পূর্ণিমায় রাস মেলায়।
শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য।

২৫-২৭ নভেম্বর, ২০২৩।
খুলনা-দুবলার চর-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)

সার্ভিস ভেসেল
জনপ্রতি: ৭,৫০০/- শুরু

#ভ্রমণ_স্পট :
দুবলার চর- রাস মেলা
#খাবার: প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ তিন বেলা ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

#ভ্রমণ_শুরু:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড, রুপসা ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে দুবলার চর এর উদ্দেশ্যে।

#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

তারিখ ২৫
সকাল ৯ টা সাদা ভাত, ভর্তা, ডিম ভাজি, ডাল।

সকালে ১১ পেয়ারা মাখা চা।

দুপুর দুইটা সাদা ভাত, সবজি, ফিস ফ্রাই, চিকেন কারি, ডাল, সালাত।

বিকাল পাঁচটা বাঁকুড়া, সস, চা।

রাত ৯ টা চিকেন বারবিকিউ, পরোটা সালাত সপট ড্রিংকস।

তারিখ ২৬
সকাল আটটা খিচুড়ি বেগুন ভাজি আচার ডিম।

সকাল ১১ টা বিস্কুট চা।

দুপুর দুইটা সাদা ভাত মুরগির গাড়ি সবজি ডাল সালাত।

বিকাল পাঁচটা নুডুলস চা।

রাত ৯ টা সাদা ভাত মাছ কারি সবজি ডাল।

তারিখ ২৭
সকাল আটটা পরোটা চিকেন লটপটি সবজি / ডাল।

বেলা 11 টা বিস্কুট চা।

দুপুর দুইটা খাসির বিরিয়ানি সপট ড্রিংকস সালাত।

বিকাল পাঁচটা মুড়ি মাখা।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :
জঙ্গলে নামার পর কোন অবস্থাতেই উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
প্রয়োজনীয় ঔষধ।
টুথ ব্রাশ ও পেস্ট।
ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
সাবান,শ্যাম্পু
ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#বি_দ্রঃ
ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই।
বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

#বুকিং_পলিসিঃ
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫১০০ টাকা পাঠাতে হবে (বিকাশ চার্জ সহ) জনপ্রতি।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ ১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে। ২. বিকাশ করা যাবে ৩. সরাসরি ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

❐ Mutual Trust Bank Ltd. (Mohammadpur)
AC Name: Hammock Tourism BD
AC No. : 0113- 0210032912

❐ Islami Bank Bangladesh Limited. (Mohammadpur Krishi)
Ac Name: K. M. Kawsar Aziz
Ac No: 20502670201747811

❐ Bkash Personal : 01916378422 , 01841378422.
❐ Rocket Personal : 019163784222
❐ Nagad Personal : 01841378422.

❐ Office Address : Room- 85, Hall Market, 1st floor, Asad Avenue, Mohammadpur, Dhaka-1207

ফ্লাইট ছাড়ার ৪ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে থাকার নির্দেশ কর্তৃপক্ষেরমনিটর রিপোর্ট Date: 11 November, 2023ঢাকা: ফ্লাই...
16/11/2023

ফ্লাইট ছাড়ার ৪ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে থাকার নির্দেশ কর্তৃপক্ষের
মনিটর রিপোর্ট Date: 11 November, 2023

ঢাকা: ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এটাসহ বহির্গমন যাত্রীদের জন্য ৫ ধাপের নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১০ নভেম্বর) বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, বহির্গমন যাত্রীদের গেটে প্রবেশ, চেক-ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন, প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাউঞ্জে অবস্থান নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো-

হ্যাভি লাগেজ বা প্রবেশ গেট

প্রথমে একজন যাত্রী তার ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে উপস্থিত হবেন। এরপর প্রবেশ গেটে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত গেট দিয়ে নিরাপত্তাকর্মীকে পাসপোর্টসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করবেন। লাগেজ বহনের জন্য ড্রাইভওয়ের প্রতিটি প্রবেশ গেটে বিনামূল্যে ট্রলির ব্যবস্থা রয়েছে।

চেক-ইন বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ

বিমানবন্দরের ভেতরে প্রবেশের পর, ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত চেক-ইন কাউন্টারে উপস্থিত হবেন যাত্রীরা। এরপর এয়ারলাইন্স প্রতিনিধির কাছে পাসপোর্টসহ সব কাগজপত্র দেখিয়ে লাগেজ বুকিং দেবেন। একই সঙ্গে লাগেজ ট্যাগ ও বোর্ডিং কার্ড সংগ্রহ করবেন।

উল্লেখ্য, সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে যদি পুরাতন হন, অথবা ছুটিতে এসে থাকেন, তাহলে চেক-ইন করার আগেই বহির্গমন এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ছুটির কাগজ সত্যায়িত করে নেবেন। আর নতুন যাত্রীর ক্ষেত্রে চেক-ইন করার পর, ইমিগ্রেশনের ভেতরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বিএমইটি কার্ড যাচাই করে বোর্ডিং কার্ডে সিল নিশ্চিত করে নেবেন। চেক-ইন করার সময় কোনো সমস্যা হলে বহির্গমন এলাকায় অবস্থিত হেল্প ডেস্কের মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সেবা নেওয়া যাবে।

ইমিগ্রেশন

চেকিং কার্যক্রম শেষ হওয়ার পর যাত্রীরা পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শন করে ইমিগ্রেশন শেষ করবেন। পাসপোর্টে সিল পড়েছে কি না তা নিশ্চিত হবেন।

বহির্গমন লাউঞ্জে অবস্থান

ইমিগ্রেশন শেষ হওয়ার পর প্রি-বোর্ডিং সিকিউরিটি শুরু হওয়ার ২ ঘণ্টা আগে বহির্গমন লাউঞ্জ এলাকায় অপেক্ষা করবেন যাত্রীরা। এরমধ্যে কারো যদি বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে বহির্গমন লাউঞ্জে অবস্থিত মুদ্রা বুথ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়া শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ইমিগ্রেশন-১ এর পাশে বেবি কেয়ার, বই পড়ার জন্য একটি বঙ্গবন্ধু কর্নার, শুল্কমুক্ত দোকান এবং দুপুর ও রাতের খাবার, অথবা নাস্তা করার জন্য রেস্তোরাঁ এবং প্রয়োজনীয় ফুড কর্নার রয়েছে।

বহির্গমন লাউঞ্জে অবস্থানরত যাত্রীরা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট ছাড়ার দুই বা এক ঘণ্টা আগে তাদের নির্ধারিত বোর্ডিং গেটে উপস্থিত হবেন। নিরাপত্তা তল্লাশি এবং স্ক্রিনিং নিশ্চিত করার জন্য কোট, ব্লেজার, জ্যাকেট, বেল্ট, জুতা, হাতঘড়ি, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, ট্যাব, চার্জার, পাওয়ার ব্যাংক, খেলনা বন্দুক, চাবি, কয়েন, ইলেক্ট্রনিক সামগ্রী ইত্যাদি ট্রের মধ্যে রাখতে হবে। তল্লাশি ও স্ক্রিনিং শেষ করার পর, প্লেনে উঠার জন্য হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করবেন যাত্রীরা। এরপর নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধি যাত্রীদের প্লেনে উঠতে সহায়তা করবেন।

Address

Townhall Market (1st Floor), Asad Avenue, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801841378422

Alerts

Be the first to know and let us send you an email when Hammock Tourism Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hammock Tourism Bangladesh:

Videos

Share


Other Dhaka travel agencies

Show All