25/05/2022
☘️ আমাদের স্বর্গে গল্প হবার জন্য স্বাগতম আপনাকে। ☘️
কান্ট্রি রোডস এর সাথে ঝর্ণা আর পাহাড়ের দেশ মেঘালয় ভ্রমণ
----------------------------------
আমাদের এবারের গল্প হবে দেশের বাইরে মেঘের বাড়ি মেঘালয় এ। আসুন মেঘের রাজ্য মেঘালয় নিয়ে কিছু তথ্য জানি। মেঘালয় (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। একে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এখানে প্রায় সারা বছরই মেঘ খেলা করে। আর বর্ষায় মেঘ যেনো এ বাড়ি ও বাড়ির উঠোন ছুয়ে যায় এখানে৷ সর্বমোট ১১ টি জেলা নিয়ে মেঘালয় রাজ্য গঠিত। আমরা প্রায় চষে ফেলব এ রাজ্য এবারের ট্যুরে। শিলং, চেরাপুঞ্জী, সোনাংপেডাং, সোহরা, প্রচলিত ট্যুরিস্ট স্পট গুলা তো থাকবেই সাথে সারপ্রাইজ হিসেবে অপ্রচলিত কিছু ট্যুরিস্ট স্পট।
--------------------------------------------
★যাত্রা শুরু: ৯ ই জুন সন্ধ্যা ৬ টায় ( ঢাকা থেকে)
★যাত্রা শেষ: ১৪ ই জুন সকাল ৬ঃ৩০ ( ঢাকা )
ট্যুর ডিউরেশন: ৫ রাত ৪ দিন
--------------------------------------------
ট্রিপ ফেয়ার :
ঢাকা থেকে - ১২৫০০/- প্রতি জন।
--> কনফার্ম করার শেষ সময়ঃ ২ জুন
--> কনফার্ম করার পদ্ধতি: ৫১০০/- টাকা bKash করেই সাথে সাথে 01629035717 (কাব্য), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকাংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়।
--------------------------------------------
★★ বুকিং করতেঃ
★ Bkash/Nagad/Rocket - +8801629035717 (Personal)
★★Bank payment :
Pay to - Kazi Ashraf
Bank - Dutch Bangla Bank LTD.
AC No- 7017516462715
Bank- City Bank LTD.
AC No - 2302906545001
Bank- Eastern Bank LTD.
AC No - 546008425785301
-------------------------
সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
★উমক্রেম ফলস,
★ বোরহিল ফলস,
★ মাওলিলং ভিলেজ,
★ ব্যালেন্সিং রক
★ নোহয়েট ভিউ পয়েন্ট
★ উই সি ডং ফলস
★ মাউসুমাই ফলস
★ মুয়েসমাই গুহা
★সেভেন সিস্টার ফলস
★ওকাবা ফলস
★নুকায়কালী কাই ফলস
★ ক্রাংসুরি ফলস
★ উমগট নদী,
★ সাসপেনশন ব্রীজ,
★ স্নোনেংপেডেং গ্রাম,
★ লাইটলুম ক্যানিয়ন
★ ডাবল রুট ব্রিজ
★ রেইনবো ফলস
★ ন্যাচারাল সুমিং পুল
_________________________________________________________________
** ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ
- ট্রাভেল ট্যাক্স এবং ভিসা জনিত খরচ, বর্ডার খরচ।
- কোন ব্যক্তিগত খরচ,
- কোন ঔষধ,
- কোন স্পটে ঢুকার এন্ট্রি ফি ও ক্যামেরা ফি,
- আমাদের নির্ধারিত সুবিধার বাহিরের কোন খরচ।
- রুম হিটার ও গিজার খরচ ব্যক্তিগত
** এই খরচের বাহিরে কোন হিডেন খরচ নেই।
প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবেঃ
---------------------------------------
১/ পাসপোর্ট সাইজ ছবি (৫ কপি)
২/ ভিসার পাতার কপি (৫ কপি)
৩/ পাসপোর্ট এর ২, ৩ নং পাতার কপি (৫ কপি
★★ যা সাথে নেওয়া উচিতঃ
- অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাধে ঝোলানো) ।
- মেঘালয় শীত প্রধান এলাকা, তাই সাথে মোটা কাপড় রাখতে হবে।
এরপর লাগলে নিজ খরচে কিনে নিতে হবে।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হোন) ।
- প্রয়োজনীয় ঔষধ।
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
- ছাতা রাখলে ভাল হয়।
--------------------------------------------------
★ সম্ভাব্য ট্যুর প্লানঃ
১ম দিনঃ
তামাবিল বর্ডারে পৌছে নাস্তা করে ইমিগ্রেশন এর জন্য যাব। কাজ শেষ করে আমরা চলে যাব সাইটসিন করতে করতে চেরাপুঞ্জি। রাতে সেখানেই থাকা হবে। দুপুরের খাবার মাওলিলং ভিলেজে, ডিনার রাতের হোটেলের কাছাকাছি। এদিন আমরা মাওলিলং ভিলেজ, বোরহিল ফলস, উমক্রেম ফলস, নওয়িয়েট ভিউ পয়েন্ট, ব্যালেন্সিং রক দেখব।
🍲 Food: Breakfast, Lunch, Dinner.
২য় দিনঃ
আমরা খুব সকালে চলে যাব ডাবল রুট ব্রিজ, রেইনবো ফলস, ন্যাচারাল সুইমিং পুল দেখতে।
সন্ধ্যার পর ফিরে আসব চেড়াপুঞ্জিতে।
এদিন অনেক হাটতে হবে। তাই সকালের নাস্তা খেয়ে বের হতে পারি আবার পথেও করতে পারি। দুপুরে এদিন শুকনো খাবার ব্যক্তিগত। রাতে আবার হোটেলের কাছে ডিনার করব।
🧆 Food: Breakfast, Dinner.
৩য় দিনঃ
সকালে চেরাপুঞ্জি হোটেল চেক আউট করে চেরাপুঞ্জি সাইট সিন করতে করতে শিলং যাব। রাতে শিলং থাকব। আর সবাই এদিন কিছু কিনার থাকলে কিনে নিব। সময় করে নাস্তা, দুপুরের খাবার ও রাতের ডিনার করে নিব। এদিন আমরা মাওসায়া ফলস, মাওসোয়ামাই কেভ, সেভেন সিস্টার্স ফলস, নোয়াকালিকাই ফলস, ওয়াকাবা ফলস,উই স্নাডং ফলস দেখব।
🥙 Food: Breakfast, Lunch, Dinner.
৪র্থ দিনঃ
শিলং এর ২ টা প্লেস দেখতে দেখতে আমরা চলে যাব স্নোনেংপেডেং গ্রামে। ফিরার পথে ক্রাংসুরি ফলস দেখে নিব।
খাবার পথে করে নিব সময় করে।
🍔 Food: Breakfast, Lunch,Dinner
*** তবে অবস্থা বিচারে প্লান আগ পিছ হতে পারে। তবে প্লেস এগুলো থাকবে।
** ** পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে। প্রকৃতিগত কারন বা স্থানীয় কোন কারনে অতিরিক্ত কোন খরচ প্রয়োজন হলে অতিরিক্ত খরচ সবাই সমান ভাবে বহন করবে, হোস্টের খরচ সহ।
--------------------------------------------------
ট্যুর সংক্রান্ত কিছু জরুরী তথ্য:
★ মেঘালয় ট্রিপের জন্য আপনার ডাউকি বর্ডার দিয়ে ভিসা করানো থাকতে হবে। ভিসায় ডাউকি বর্ডার না থাকলে ৩০০ টাকার বিনিময়ে এড করা যাবে৷
★ যেহেতু গ্রুপ ট্যুর, তাই অবশ্যই গ্রুপে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যে কোনো সমস্যায় এডমিন কে জানাতে হবে।
★ বিদেশ ভ্রমনে গেলে অনেকে অনেক রকম এক্টিভিটি করে থাকেন, এসকল এক্টিভিটির খরচ এবং দুর্ঘটনায় দায়ভার নিজেকে বহন করতে হবে।
★ ভারত ভ্রমণে অবশ্যই আপনাকে ভ্যাকসিনের ডাবল ডোজ দেওয়ার সার্টিফিকেট নিতে হবে।
★ ভ্রমণের পার্মিশন ও অন্যান্য আমরা ব্যবস্থা করে দিবো। আপনাকে কো-অপারেট করতে হবে।
★ যেকোন পরিস্থিতিতে ট্যুর প্ল্যান এ পরিবর্তন হতে পারে। এ ব্যাপারে সবার মতামত নেয়া হবে। তবে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত।
★ যদি প্রাকৃতিক দূর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর ক্যান্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
★ কোন কারনে কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেষ্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি ম্যানেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
--------------------------------------------------
ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন:
★ পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ৬ মাস বাকি থাকতে হবে।
★ বর্তমান বাসার বিদ্যুৎ/গ্যাস/পানি/টেলিফোন বিলের কপি।
★ ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (২০০ ডলার)।
★ চাকুরীজিবী হলে NOC, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO.
★ জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।
★ দুই কপি ২"/২" সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি।
★ পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
★ পূরণকৃত ভিসার আবেদন ফর্ম।
------------------------------------------
★★ যেকোন জিজ্ঞাসা, বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ
কান্ট্রি রোডস - +8801629035717 (কাব্য)
Email : [email protected]
page : Country Roads BD
Facebook Group : Country Roads