দিগন্ত - Digonto Travel Freak

দিগন্ত - Digonto Travel Freak Continuous learning & Accumulated rich experience in tourism. Most professional about service. To pr Digonto Travel freak is resolute to make your trip perfect.
(38)

Make your trips with us. We provide service almost everything about Travel and Tourism. Such as Transportation, Accommodation, Air tickets ( Domestic/ International), tour package including day tours, Travel Gadgets Etc. Every week We arrange an Event which is Hosting by our team members. In Events, anyone with a family or without family can join to travel to different places around the country an

d abroad. We have packages also for an abroad tour. Traveling is our passion and Digonto Travel freak is very familiar with their members. So there is no compromise about security issues. We assuring a highly secured Trip for you and your family. Happy Traveling.

31/12/2023

I wish you and your family a year of growth, positivity, and achieving your goals. May each day of 2024 be a step towards a brighter future. Happy New Year

30/12/2023

আগামী মাসে কই যেতে চান?
আমিয়াখুম নাকি
কিউক্রাডং?

29/12/2023

এ বছরের শুরুটা
কোথায় ভ্রমণ করে শুরু করবেন ? ?

ঘুরে আসুন সেন্ট মার্টিন থেকে আর উপভোগ করুন নারিকেল জিঞ্জিরা। আমাদের কাছে বাস,শীপ টিকেট, রিসোর্ট/হোটেল রুম বুকিং করতে পার...
26/12/2023

ঘুরে আসুন সেন্ট মার্টিন থেকে আর উপভোগ করুন
নারিকেল জিঞ্জিরা।

আমাদের কাছে বাস,শীপ টিকেট, রিসোর্ট/হোটেল রুম বুকিং করতে পারবেন। শুধুমাত্র একটা ফোন কলেই পেয়ে যাবেন আপনার সেন্টমার্টিন ভ্রমণের যাবতীয় সমাধান

বিস্তারিত জানতে কিংবা
বুকিং করতে যোগাযোগ করুন - 01888-001281

⚜ অফিশিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের অন্যতম চূড়া, যদিও আনফিশিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩২৩৫ফ...
25/12/2023

⚜ অফিশিয়ালভাবে কেওক্রাডং বাংলাদেশের অন্যতম চূড়া, যদিও আনফিশিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। উচ্চতা প্রায় ৩২৩৫ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর' , ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।
✅ টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক এরসাথে বাংলাদেশের ৫ম সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং জয় এবং বগালেক ভ্রমণ-

>>⏱ যাত্রার তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৩ রাতে ঢাকা হতে রাত ১০ টায় ।

>>⏱ ফেরার তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২৩ সকালে ঢাকায় পৌছাব (আনুমানিক ৬ টা )
>>⚡ ভ্রমণের স্থান সমুহঃ
==================
১. বগালেক
২. কেওক্রাডং
৩. দার্জিলিং পাড়া ইত্যাদি।
========বিস্তারিত ভ্রমণ প্লানঃ=======

✴দিন- ০ঃ (⭐২৮ ডিসেম্বর )
ফকিরাপুল/ সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাতের বাসে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা।

✴দিন-১ঃ (⭐২৯ ডিসেম্বর )
সকালে বান্দরবান নেমে নাস্তা করে রিজার্ভ চান্দের গাড়িতে করে আমরা রওয়ানা দিব রুমার উদ্দ্যেশে । রুমা বাজারে আর্মি চেকপোস্টে রেজিস্ট্রেশন শেষ করবো। তারপর চান্দের গাড়ি বগালেক পর্যন্ত নিয়ে যাবে । দুপুরে বগালেকে গোশল করে নিব। বগালেকে লাঞ্চ করে কেওক্রাডং এর উদ্দ্যেশে যাত্রা শুরু করবো। বিকালটা কাটাব হেলিপ্যাড থেকে সূর্যাস্ত দেখে। কেওক্রাডংয়ে রাত্রি যাপন করবো।

✴দিন-২ঃ (⭐৩০ ডিসেম্বর )
খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখে বগালেকের উদ্দ্যেশে রওনা
দিব । দুপুরে রুমায়/বগালেকে লাঞ্চ করব। তারপর চান্দের গাড়ি করে বান্দরবন ফিরে আসবো। তারপর ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দ্যেশে রওনা দিব ।

✴দিন-৩ঃ (⭐৩১ ডিসেম্বর )
সকালে ঢাকায় পৌছে ট্যুরের সমাপ্তি ঘটবে।
💟 #ইভেন্ট_ফিঃ ৭,০০০ টাকা জন প্রতি
==========================
⭐ #কনফার্ম_করার_শেষ_তারিখঃ - ⭐সিট থাকা সাপেক্ষে
=================================
📍 *** বুকিং সিস্টেম
◘ পুরোপুরি কনফার্ম থাকলে এডভান্স ৪০৮০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেট /নগদ এর মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।

ব্যাংকের মাধ্যমে বুকিং করতে :-

*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না। বাদ বাকি টাকা ইভেন্টের দিন কালেক্ট করা হবে।.

🎪 >> # #যা_সরবরাহ_করা_হবেঃ
======================
✅ ঢাকা - বান্দরবান - ঢাকা বাসের টিকিট (নন এসি)
✅ রিজার্ভ চান্দের গাড়ি (বান্দরবান টু কেওক্রাডং ভায়া বগালেক আপ-ডাউন)
✅ ৬ বেলা খাবার
✅ কেওক্রাডং চূড়ায় কটেজে থাকা
✅ অভিজ্ঞ গাইড সেবা
🔴 >> #যা_থাকবে_নাঃ
================
❎ব্যক্তিগত মেডিসিন ও ব্যক্তিগত খরচ।
❎যাত্রা পথে ও যাত্রা বিরতিতে কোন খাবার দেয়া হবে না।
❎উপরে উল্লেখিত "যা সরবরাহ করা হবে" তার বাইরের সবকিছু।
______________________________________
** #যা_যা_সাথে_নেওয়া_উচিতঃ
=======================
- NID কার্ডের ফটোকপি (৪ কপি)
- টেলিটক/রবি/এয়ারটেল সিম
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- প্রয়োজনীয় ঔষধ
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
- টর্চ লাইট
- এংকলেট
- ট্র্যাকিং স্যান্ডেল
- পলিথিন
** #শর্ত_সমুহঃ
===========
- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- খুব হালকা ব্যাগ প্যাকিং করতে হবে। ব্যাগ ভারী হলে ট্যুরে যেয়ে প্যারা খাবেন। আর নিজের ব্যাগ নিজেকেই ক্যারি করতে হবে। পোর্টার দ্বারা ব্যাগ ক্যারি করালে পোর্টারের আলাদা চার্জ আপনাকে বহন করতে হবে।
- যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে বদ্ধ পরিকর।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
- আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
- দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
- বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
** এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবেন, তবে অবশ্যই পুরোটা পড়ে নিয়ে নিজেদের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে কনফার্ম করতে হবে।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন....
➡️ 01888-001281

ভারতীয় ভিসা নেওয়ার এক অদ্ভুতুরে নিয়ম করেছে! তাদের ট্রাভেল কার্ড(অতীব জঘন্য)  জিনিস, ছাড়া তারা এখন আর ভিসা এপ্লিকেশন নিচ্...
14/12/2023

ভারতীয় ভিসা নেওয়ার এক অদ্ভুতুরে নিয়ম করেছে!
তাদের ট্রাভেল কার্ড(অতীব জঘন্য) জিনিস, ছাড়া তারা এখন আর ভিসা এপ্লিকেশন নিচ্ছে না!!
এই কার্ড প্রায়শ কাজ করেনা যদিও! তাও কেন বাধ্যতামূলক নেওয়া লাগবে!!!

আমাদের Coral Island Resort St.martin এর রাতের আলোকসজ্জার ভিউ । ঘরোয়া পরিবেশে বীচের কাছাকাছি সেন্টংমার্টিন ভ্রমণের অন্যত...
11/12/2023

আমাদের Coral Island Resort St.martin এর রাতের আলোকসজ্জার ভিউ । ঘরোয়া পরিবেশে বীচের কাছাকাছি সেন্টংমার্টিন ভ্রমণের অন্যতম ভালো একটি অপশন ।

পরিবার ,আত্বীয় ,বন্ধুরা এবং প্রিয়জনকে নিয়ে থাকার জন্য মান সম্মত্ত পরিবেশে নিশ্চিন্তে বুকিং করতে পারেন আমাদের কাছে ।

আমাদের রয়েছে
৪ টি ডাবল রুম
৫টি কাপল রুম

যা যা সার্ভিস আমাদের রয়েছে ঃ-

১/সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা৷
২/ জেনারেটর ব্যবস্থা।
৩/টয়েটল টিস্যু।
৪/শাবান।
৫/শ্যাম্পু।

৬/ একটা কমপ্লিমেন্টারি পানির বোতল ।
৭/ সার্বক্ষনিক রুম বয় সার্ভিস।

বীচ থেকে মাত্র একমিনিটের দূরত্ব।

Call For Reservation

01888-001281

টিম দিগন্ত  যাচ্ছে বিজয় দিবসের ছুটিতে সাজেক ভ্যালিতে।১৫,১৬ তারিখ থাকবো সাজেক ভ্যালিতে। 🔘প্যাকেজের বিবরনঃ-আমরা ঘুরে বেড়াব...
11/12/2023

টিম দিগন্ত যাচ্ছে বিজয় দিবসের ছুটিতে সাজেক ভ্যালিতে।

১৫,১৬ তারিখ থাকবো সাজেক ভ্যালিতে।

🔘প্যাকেজের বিবরনঃ-
আমরা ঘুরে বেড়াব - ৪ রাত/ ৩ দিন
ঢাকা - সাজেক - ঢাকা
>>⏱ যাত্রার তারিখঃ-১৪ই ডিসেম্বর ২০২৩ইং রাতের বাসে।
>>⏱ ফেরার তারিখঃ-১৮ই ডিসেম্বর ২০২৩ইং ভোর সকালে।



বুকিং/ভ্রমন সংক্রান্ত যে কোন তথ্য জানতে কল করুনঃ-
☎️ 01888-001281
☎️ 01880-089102

Heaven beach Resort Saintmartin ❤️Call For Reservation :- 01888-001281
07/12/2023

Heaven beach Resort Saintmartin ❤️

Call For Reservation :- 01888-001281

Call For Reservation 01888-001281
07/12/2023

Call For Reservation
01888-001281

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক যাচ্ছে নেপালে ❤️ মারদি হিমাল ট্রেক ❤️ ➡️মারদি হিমাল বেইজক্যাম্প ট্রেক। ➡️ Call For Reservation ...
06/12/2023

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক যাচ্ছে নেপালে ❤️

মারদি হিমাল ট্রেক ❤️
➡️মারদি হিমাল বেইজক্যাম্প ট্রেক।

➡️ Call For Reservation :- 01888-001281

🗨️একটি ছোট কিন্তু অদ্ভুত সুন্দর জংগল ও রিজের সমন্বিত হাই অল্টিটিউড ট্রেক ।যাদের সময় ছুটি কম তাদের জন্য মারদি হিমাল বেইজক্যাম্প পারফেক্ট ট্রেক হতে পারে। ঘন জংগল পার হয়ে পাহাড়ের রিজ ধরে ৩ দিন হেটে হেটে এই ট্রেকে দেখা মিলবে অন্নপূর্ণা ১,২,৩,অন্নপূর্ণা সাউথ, হিউনচুল্লি,গংগাপূর্না,ধাউলাগিরি,আর বিখ্যাত মাছাপুছারে! মুলত মাছাপুছারে টার্গেট করেই আগাতে হয় এখানে। এবং মাচ্ছাপুচ্ছরের পাদদেশে গিয়েই আমাদের ট্রেকের সমাপ্তি।

মারদি হিমাল বেইজক্যাম্প ট্রেক বিগেনার লেভেলের ট্রেক...তবে যারা নিয়মিত ট্রেক করেন তাদের জন্য।যারা একদম ট্রেকিং হাইকিং করেন না তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট,তবে হান্টার রা আছি। হয়ে যাক আপ্নাদের হিমালয়ান ট্রেকের হাতেখড়ি ও পর্বতের প্রেমে পড়ার যজ্ঞ যাত্রা।
মোটামুটি ফিটনেস আর হালকা হাটাহাটি করার অভ্যাস থাকলেই আপনি এই ট্রেকে অনায়াসে যুক্ত হতে পারবেন।
এই ট্রিপের জন্য কোন শর্ত আরোপ থাকবে না। তবে অবশ্যই গ্রুপ মিটিংয়ে উপস্থিত থাকতে হবে।

সম্ভাব্য যাত্রার তারিখ- ২৫ ডিসেম্বর ২০২৩ ইং
( তবে ফাইনাল ডেট ঠিক করা হবে সবার সাথে আলোচনা করে)
-----------------------------------------

আইটিনারি
----------------

✔️১ম দিন #
ঢাকা টু কাঠমুন্ডু ফ্লাইট, রাতের বাসে পোখরার উদ্দেশ্যে যাত্রা।

✔️২য় দিন #
খুব সকালে পোখরা নেমে নাস্তা সেরে পারমিট করে নিবো। এর পরে জিপে করে চলে যাবো ,কালি মাটি। সেখান থেকেই ট্রেক শুরু। ২ ঘন্টা ট্রেক করে চলে যাবো ফরেস্ট ক্যাম্প। অথবা,
(পোখারা থেকে জিপে পিত্তম দেউরালি,সেখান থেকে ৪ ঘন্টায় দোদ খাড়কা/ফরেস্ট ক্যাম্প)

✔️৩য় দিন #
দোদ খাড়কা/ফরেস্ট ক্যাম্প থেকে ৫-৬ঘন্টায় বাদল ডাডা।

✔️৪থ দিন #
বাদল ডাডা থেকে ১.৫ ঘন্টা ট্রেক করে হাইক্যাম্প। বাকি সারা টা দিন আমাদের রেস্ট ডে বা এক্লিমাটাইজেশন ডে।

✔️৫ ম দিন #
হাই ক্যাম্প থেকে এইদিন আমরা মারদি হিমাল বেইজক্যাম্প ঘুরে এসে বাদল ডাডা বা লোয়ার ক্যাম্পে চলে আসবো।

✔️৬ঠ দিন #
বাদল ডাডা/লোয়ার ক্যাম্প থেকে সিডিং ভিলেজ হয়ে লুমরে। সেখানে আমাদের জন্য জীপ রেডি থাকবে। জীপে করে পোখরা চলে আসবো। পোখারায় ফিরে লাঞ্চ সেরে রাতের বাসে কাঠমান্ডুর উদ্দ্যেশ্যে রওনা।

✔️৭ম দিন #
কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট।

➡️নোট:- টিমের সুবিধার জন্য আইটিনারি চেঞ্জ হতে পারে। কেউ অতিরিক্ত দিন থাকতে চাইলে নিজ খরচে থাকতে পারবে। তবে অবশ্যই সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

➡️ইভেন্ট প্রাইজ - ৩০০ ইউএস ডলার ( কাঠমুন্ডু থেকে কাঠমুন্ডু)

✔️এই খরচে যা যা থাকবে
=================
***কাঠমুন্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
*** প্রতিদিন ৩ বেলা খাবার ( ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
*** অভিজ্ঞ ও প্রশিক্ষণ গাইড। বাংলাদেশ থেকে ট্রেক লিডার।
*** পোখরায় মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা।

✔️যা যা থাকবে না
===========
*** বিমান ভাড়া।
***কোভিড টেস্ট খরচ
***ভিসা প্রসেসিং ফি ( যদি লাগে)
*** রুট পারমিট+ টিপস ( ২০০০ রুপি)
*** মেনুর বাইরে যেকোন খাবার
*** মিনারেল ওয়াটার, চা, কফি
*** পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
*** গাইড পোর্টার টিপস
*** উপরে উল্লেখিত নয় এমন কিছু।

★প্যামেন্ট পলিসি:
ডিসেম্বর মাসের ০৫ তারিখের মধ্যে ১০০ ইউ এস ডলার( অফেরতযোগ্য) অগ্রিম প্রদান করে আপনার যাত্রা নিশ্চিত করতে হবে।

সেক্ষেত্রে ১০০ ডলারে সমপরিমাণ বাংলা টাকা বিকাশ ,রকেট করতে হবে অথবা ব্যাংক বা অফিসে এসেও সরাসরি দিতে পারবেন ।

এবং ট্রিপে ০৫ দিন আগে বাকি টাকা পরিশোধ করতে হবে।

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক এর নিজস্ব ইভেন্ট।বিজয় দিবসের ছুটিতে আমাদের এবারে গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে। আমরা টিম দ...
03/12/2023

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক এর নিজস্ব ইভেন্ট।বিজয় দিবসের ছুটিতে আমাদের এবারে গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে।
আমরা টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক পাহাড়ের রূপ বৈচিত্র দেখতে আর মেঘের সাথে খেলতে যাচ্ছি সাজেক ভ্যালীতে ।আপনি যদি সিউর যেতে চান তাহলে গুয়িং দিয়ে সাথেই থাকুন ।
⛔️পুরো ইভেন্ট ডিটেইলস পড়ে বুঝে শুনে বা ১০০% নিশ্চিত হয়ে ট্রিপে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।বুকিং বুঝে শুনে দিবেন ।কারণ বুকিং দেয়ার পর কোন কারণ বসত যেতে না পারলে ,বুকিং মানি ফেরতযোগ্য নয় ।
মেঘ ও পাহাড়ের স্বর্গ সাজেক!!
**পাহাড় ও মেঘের টানে সাজেক ভ্রমণ।
বাংলাদেশের পাহাড়ি এলাকায় অল্পদিনের মধ্যে পর্যটকদের কাছে আকর্ষণীয় ভ্রমণ-গন্তব্য হয়ে উঠেছে সাজেক। রাঙামাটি জেলার সর্বউত্তরে বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এই ‘সাজেক ভ্যালি’র ওপারে ভারতের মিজোরাম রাজ্য আর এপাড়ে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাক্ষেত্র এই এলাকা। ‘রুইলুই পাড়া’ এবং ‘কংলাক পাড়া’র সমন্বয়ে গঠিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল।
**পাহাড় সবসময় কোন না কোন ভাবে আপনাকে মুগ্ধ করবেই, তেমনি হঠাৎ বৃষ্টির সাথে আবির্ভূত রংধনু অথবা ভরদুপুরে চারিদিক আন্ধকারাচ্ছন্ন করে মেঘ ছুয়ে যাওয়া আপনাকে অনন্তকালের কোন কল্পনার আবেশে মুড়িয়ে দেবে। সাজেক শীতের মৌসুমে মেঘের স্পর্শও মেলে এখানে। এই আমাদের মেঘের দেশ সাজেক।
এমন কিছু সময়ের সাক্ষী হওয়ার আশায় আমাদের সাজেকের উদ্দেশ্যে যাত্রা।
🔘প্যাকেজের বিবরনঃ-
আমরা ঘুরে বেড়াব - ৪ রাত/ ৩ দিন
ঢাকা - সাজেক - ঢাকা
>>⏱ যাত্রার তারিখঃ-১৪ই ডিসেম্বর ২০২৩ইং রাতের বাসে।
>>⏱ ফেরার তারিখঃ-১৮ই ডিসেম্বর ২০২৩ইং ভোর সকালে।
>>⚡ ভ্রমণের স্থান সমুহঃ
=================
★ আলুটিলা গুহা
★ হাজাছড়া ঝর্ণা
★ সাজেক
★ রুইলুই পাড়া
★ কংলাক পাড়া
★ রিছাং ঝর্ণা
★ হর্টিকালচার পার্ক
**** #ভ্রমণ_পরিকল্পনাঃ ****
================================
✔️১৪ই ডিসেম্বরঃ-
ঢাকার ফকিরাপুল/ সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন-এসি বাসে যাত্রা শুরু।
✔️১৫ই ডিসেম্বরঃ-
সকাল বেলায় গাড়ি থেকে নেমে নাস্তা করেই সাজেক এর উদ্দেশ্যে চান্দের গাড়িতে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)।সাজেকে পৌঁছে রিসোর্টে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তারপর আমরা সাজেকের আশে পাশে ঘুরব। হেলিপ্যাড থেকে সূর্যাস্ত উপভোগ করব। রাতে BBQ Dinner করা হবে।
✔️১৬ই ডিসেম্বরঃ-
এইদিন আমরা পুরোটা দিন রেস্ট নিব। আসে -পাশে ঘুরবো। কংলাক পাড়ায় যাবো। ছবি তুলবো সাথে জম্পেস আড্ডা হবে।
✔️১৭ই ডিসেম্বরঃ-
তারপর এসে নাস্তা করবো। সকাল ১০:৩০ - ১১.০০টার আর্মি এসকর্টে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা। দুপুরে শহরে এসে লাঞ্চ করে আমরা রিসাং ঝরনায় ভিজে আর আলুটিলা গুহা জয় করে ,তারেং ঘুরে এসে রাতে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
✔️১৮ই ডিসেম্বরঃ-
ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাল্লাহ।
*** প্ল্যান চেঞ্জ হতে পারে যে কোন মুহুর্তে।
💰ইভেন্ট ফিঃ-
•===========•
💥৯,০০০ টাকা মাত্র জনপ্রতি (নন এসি বাস, এক রুমে চারজন শেয়ার বেসিসে প্রমিয়াম রুম)
💥১০,০০০ টাকা জনপ্রতি (নন এসি বাস, তিন জন শেয়ারিং বেসিসে থাকতে হবে। একই পরিবারের বা সেইম সার্কেলের ৩ জন হতে হবে)
💥১০,৫০০ টাকা মাত্র জনপ্রতি (নন এসি বাস, এক রুমে দুই জন শেয়ার বেসিসে)
[কেউ এসি বাসে যাওয়া আসা করতে চাইলে অবশ্যই আমাদের আগে থেকে জানাতে হবে সেক্ষেত্রে জনপ্রতি ১৭০০ টাকা এক্সট্রা দিতে হবে]
👧👦বাচ্চাদের আলোচনা সাপেক্ষে।
🤵 আসন সংখ্যাঃ ২৪ জন।
♦♦ বুকিং সিস্টেম ♦♦
*********************
◘ পুরোপুরি কনফার্ম থাকলে এডভান্স ৫,০০০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেট /নগদ /সরাসরি দেখা করার মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে
(কনফার্মের শেষ তারিখ: ১৪-১২-২০২৩ আসন খালি থাকা সাপেক্ষে )
✔️ব্যাংকের মাধ্যমে বুকিং করতে :-
Bank details

Bank : Sonali Bank
Branch - Local Branch
Name: Mainul Islam
A/C : 000 2634 3253 78

আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় ।অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।
✔️সরাসরি দিতে :-
অফিসে এডমিনের কাছে দিতে পারবেন ।
🏢অফিস :- ব্লক - B,রোড - ২১,বাসা - ৭৪(লিফটের ৫), বনানী,ঢাকা-১২১৩।
🎪 প্যাকেজে_যা_থাকছেঃ-
•=================•
✅ ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি চেয়ার কোচ)
✅ প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
✅ দুই দিনের জন্য রিজার্ভ জিপ
✅ জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
✅ কটেজ রাত্রি যাপনের ব্যবস্থা।
✅ সাজেক ও আলুটিলায় এন্ট্রি টিকিট

🔴 প্যাকেজে_যা_থাকছে_নাঃ-
•====================•
❎বাস বিরতিতে কোন প্রকার খাবার
❎ব্যক্তিগত খরচ
❎কোন প্রকার মেডিসিনের খরচ
❎উপরে উল্লেখিত যা যা থাকছে এর বাইরে কোন জিনিস।
কিছু গুরুত্বপূর্ন কথাঃ
এই প্যাকেজের আওতায় থাকা ট্যুরিষ্টগনদের জন্য চাঁদের বাড়ির এবং তার সমমানের রিসোর্টে রাত্রিযাপন যাপন এর ব্যবস্থা করা হবে। চাঁদের বাড়ি ফুল বুকড হয়ে গেলে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হবে।
** নারী ট্রাভেলারদের নিরাপত্তা নিয়ে টিম দিগন্তের এর প্রথম প্রায়োরিটি।
** আগে বুকিং দিলে আগে সিট পাবেন ভিত্তিতে সিট প্ল্যান করা হবে।
** ট্যুরে এসে ট্যুরের বিস্তারিত না জেনে কেউ ঝামেলা করবেন না।
** ট্যুরের কোনো প্ল্যান পরিবর্তনের একমাত্র ক্ষমতা থাকবে শুধুমাত্র ট্যুর অপারেটর/ গাইডের।
** ট্যুরে এসে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিবেন না। সবসময় ট্যুর অপারেটর/ গাইডের নির্দেশিত পথে চলতে হবে।
** একা কোথাও গেলে এক মাত্র ট্যুর অপারেটর/গাইডের সাথে আলোচনা করে যাবেন।
** ট্যুর শেষ হবার আগে কেউ চলে যেতে চাইলে অপারেটর/গাইডের সাথে আলোচনা করে যাবেন। সেক্ষেত্রে ট্যুরের নিয়ম ভঙ্গ হয়েছে বলে বিবেচিত হবে। নিজ খরচে বাড়ি ফিরতে হবে।
** ট্যুরে এসে আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হলে বা ঝামেলার সৃষ্টি হলে এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাকবেন। এর সকল দায়-দায়িত্ব আপনার।
** ট্যুর প্ল্যানের বাহিরে ব্যক্তিগত খরচ আপনাকেই বহন করতে হবে।
** যেকোনো দরকারে অপারেটর/গাইডের সাথে আলোচনা করুন।
** সকলের সাহায্য সহযোগিতা ছাড়া টুর সম্পন্ন করা সম্ভব নয়, তাই সকলের সাহায্য কামনা করছি।
নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল , কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন.
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন....
01888001281

Congratulation To Team Bangladesh ❤️
02/12/2023

Congratulation To Team Bangladesh ❤️

01/12/2023

এইরকম কার কার সাথে হয়েছিল???

ইনশাআল্লাহ, নেপাল যাবো, ডিসেম্বরের ২৫ তারিখ 😜মারদি হিমাল বেইজক্যম্প ট্রেক,নেপাল।ছবি :- Fazlur Rahman Shamim ❤️
30/11/2023

ইনশাআল্লাহ, নেপাল যাবো, ডিসেম্বরের ২৫ তারিখ 😜

মারদি হিমাল বেইজক্যম্প ট্রেক,নেপাল।

ছবি :- Fazlur Rahman Shamim ❤️

যেও না সাথি ও ও ও 😁 চলেছ একলা কোথায় 🫣 রাতুল, এডমিন ও সাথে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল!!  Smoking Is Injurious For Health!! ...
09/11/2023

যেও না সাথি ও ও ও 😁
চলেছ একলা কোথায় 🫣
রাতুল, এডমিন ও সাথে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল!!

Smoking Is Injurious For Health!!
Saint Martin!!

এটি লীলাবতীর নিজস্ব কমার্শিয়াল ইভেন্ট।শীতের আগমনে লীলাবতী লাক্সারী হাউজবোটে টাঙ্গুয়ার হাওরে পূর্ণিমা বিলাস!হাওরের ইভেন্ট...
08/11/2023

এটি লীলাবতীর নিজস্ব কমার্শিয়াল ইভেন্ট।
শীতের আগমনে লীলাবতী লাক্সারী হাউজবোটে টাঙ্গুয়ার হাওরে পূর্ণিমা বিলাস!
হাওরের ইভেন্টে যা যা দেখবো :-
•===================•
✔️টাঙ্গুয়রাত হাওর
✔️ওয়াচ টাওয়ার
✔️টেকের ঘাট
✔️নীলাদ্রি লেক/শহীদ সিরাজ লেক
✔️যাদুকাটা নদী
✔️বারিক্কাটিলা
✔️শিমুল বাগান (যদিও এখন শিমুল ফুল পাওয়া যাবে না )
♻️ভ্রমন বিস্তারিতঃ-
•===========•
✔️১ম দিন (০৮/১১/২৩):-
রাতের নন এসি বাসে আমরা সুনামগন্জের উদ্দ্যেশে রওনা হবো ।
✔️২য় দিন (১০/১১/২৩):-
সকালে সুনামগঞ্জ নেমে,আমরা লেগুনার করে চলে যাবো ঘাটে। ঘাট থেকে হাউজবোটে উঠবো ।তারপর রিজার্ভ হাউজবোট নিয়ে আমরা প্রথমে শিমুল বাগান , যাদুকাটা ,টেকেরঘাট ঘুরে বেরাবো ।সারারাত আমরা লন্চের ছাদে বসে চাঁদ দেখবো আর আড্ডা ,গানে গল্পে রাত পার করে দিবো ।
✔️৩য় দিন(১১/১১/২৩):-সকালের সূর্যদয় দেখে আমরা ওয়াচ টাওয়ার ,নিলাদ্র লেক দেখে আবার চলে আসবো তাহিরপুর ।তারপর সুনামগঞ্জ এসে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠবো ।
✔️৪র্থ দিন (১২/১১/২৩):- সব ঠিক ঠাক থাকলে ভোরে এসে ঢাকা পৌছাবো ।
হাউজ বোট :- লীলাবতী - Lilaboti A Luxury House Boat.
👱‍♂️👩সম্ভাব্য সদস্য :-১২ জন ।
💰ইভেন্ট ফিঃ-
•==========•
৳৬,৫০০/- টাকা প্রতিজন (এক কেবিনে ২ জন )

[সুনামগঞ্জ টু সুনামগঞ্জ প্যাকেজ]
[যদি কেউ ঢাকা টু সুনামগঞ্জ টু ঢাকা প্যাকেজ নিতে চান সেই ক্ষেত্রে বাস ভাড়া এড হবে]
🔹যা যা পাচ্ছেন এই প্যাকেজে :-
•====================•
🚢⛴🛳দুইদিনের জন্য রিজার্ভ ট্রলার ।
🍽🍽🍽 পাঁচ বেলা খাবার।
🍽🍽 ৪ টা স্নাক্স।
☕️☕️সার্বক্ষন চায়ের ব্যাবস্থা।
🚍🚍🚍লোকাল যাতায়ত ভাড়া।
🔸যা থাকছে না প্যাকেজে :-
•=================•
১.ঢাকা টু সুনামগঞ্জ টু ঢাকা বাস টিকেট।
২.যে কোন ধরনের ব্যক্তিগত খরচ এবং ঔষুধ।
৩.যাত্রা বিরতিতে রাতের খাবার।
ফুড মেন্যুঃ ✅ওয়েলকাম টি -
🍽️১ম দিন :-
নাস্তা - চিকেন আখনী ,সালাদ ,আচার ,চা ,মিনারেল ওয়াটার ।
স্নাক্স :- সিজনাল ফুট্রস ,চা ।
দুপুরের খাবার :-
ভাত ,ভর্তা ,সবজি ,হাওরের মাছ ,মুরগি ,দই/কোক ,সালাদ , মিনারেল ওয়াটার ।
স্নাক্স :- নুডুলস ,কফি ।
রাতের খাবার :-
ভাত ,ভর্তা , হাঁস ভূনা , মিষ্টি/কোক ,মিনারেল ওয়াটার ।
🍽️২য় দিন :-
নাস্তা :- চিকেন খিচুরী ,ডিম ভাজা ,সালাদ ,চা ,মিনারেল ওয়াটার ।
স্নাক্স :- সিঙ্গারা ,সচ ,চা / ড্রাই কেক ,জুস ।
দুপুরের খাবার :-
ভাত ,ভর্তা, হাওরের মাছ ,মুরগি ,সালাদ ,মিনারেল ওয়াটার ।
স্নাক্স :- মূড়ী মাখা,চা অথবা সিজনাল ফুট্রস।
⚡️🚰বোটে সার্বক্ষণিক ফিল্টার/মিনারেল পানির ব্যাবস্থা থাকবে৷
☕️ফ্ল্যাক্সে চা এর ব্যাবস্থা থাকবে।
🔰ফুড মেন্যু অলমোস্ট সেইম থাকবে৷ এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে আইটেম আগে পরে হতে পারে৷
♦♦ বুকিং সিস্টেম ♦♦
*********************
◘ পুরোপুরি কনফার্ম ৫০% টাকা থাকলে এডভান্স করতে হবে। (অফেরত যোগ্য) বিকাশ/রকেট /নগদ /ব্যাংক/সরাসরি দেখা করার মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে
( আসন / ডেট খালি থাকা সাপেক্ষে)
নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
তাছাড়া ট্যুর সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন :-
☎️ 01888-001281
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে

08/11/2023

শেষ কবে সেন্টমার্টিন ঘুরতে গিয়েছেন?

06/11/2023

বাবা -মা কে নিয়ে ঘুরতে যাবার ইচ্ছে কার কোথায়?
যদি স্বম্ভব হয়।

05/11/2023

বউ নিয়ে কই যাবেন ঘুরতে??

30/10/2023

কক্সবাজার-সেন্টমার্টিন শীপ টিকেট মাত্র ৮০০ টাকায়
⁨01888001281

সম্মানিত গেস্ট আসসালামু আলাইকুম  একটি বিশেষ বিজ্ঞপ্তি অত্যান্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আপনাদের বহুল কাঙ্ক্ষিত এমভি কর্...
29/10/2023

সম্মানিত গেস্ট আসসালামু আলাইকুম

একটি বিশেষ বিজ্ঞপ্তি
অত্যান্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আপনাদের বহুল কাঙ্ক্ষিত এমভি কর্ণফুলি এক্সপ্রেস ক্রুজশীপ ০১/১১/২৩ তারিখ রোজ বুধবার হতে।কক্সবাজার-সেন্টমার্টিন- কক্সবাজার রুটে প্রতিদিন চলাচল শুরু করিবে।

এছাড়া সকল শিপের টিকেট নিতে পারবেন আমাদের কাছে
🔸এম.ভি. কর্ণফুলী ক্রুজ লাইন
🔸এম.ভি. বারো আউলিয়া শীপ
🔸 আটলান্টিক ক্রুজ
🔸কেয়ারি ক্রুজ এন্ড ডাইন

সকল টিকেট নিতে পারবেন আমাদের কাছে।

বিস্তারিত জানতে/বুকিং করতে কল করুনঃ-
01888-001281

মাচাংনক রিসোর্ট,সাজেক - MachangNok Resort,Sajek একটি দিগন্ত ট্রাভেল ফ্রিক প্রোযজনা। Call For Reservation 01888-001281
29/10/2023

মাচাংনক রিসোর্ট,সাজেক - MachangNok Resort,Sajek

একটি দিগন্ত ট্রাভেল ফ্রিক প্রোযজনা।

Call For Reservation
01888-001281

25/10/2023

থাইল্যান্ড -সিঙ্গাপুর -মালেশিয়া ট্যুর -১৮টু ২৮ ডিসেম্বর

শুধু থাইল্যান্ড ট্যুর - ১৮ টু ২৩ শে ডিসেম্বর
কবে ইভেন্ট আসবে জানিনা 🫣

🥰🥰সুন্দরবন মানেই এডভেঞ্চার। চারিদিকে বন তাঁর মাঝ খানে বিলস বহুল জাহাজে রাত কাটানো সে এক অন্য রকম অনুভুতি। 🎉🎉সেই অনুভুতিক...
18/10/2023

🥰🥰সুন্দরবন মানেই এডভেঞ্চার। চারিদিকে বন তাঁর মাঝ খানে বিলস বহুল জাহাজে রাত কাটানো সে এক অন্য রকম অনুভুতি।

🎉🎉সেই অনুভুতিকে বাস্তবে রুপান্তর করতে ট্যুরন্ত নিয়ে এলো #সুন্দরবন এ ইভেন্ট। তাহলে চলুন ঘুরে আসি টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক এর সাথে বাঘ মামার বাড়ি সুন্দরবনে ।

ইভেন্ট লিংক - তিনদিনের ছুটিতে ফড়িংয়ের সাথে সুন্দরবন(২০শে অক্টোবর)

🚀🚀যাত্রা শুরু - ২০শে অক্টোবর সকালে খুলনা থেকে

✔ ভ্রমণ খরচ : (খুলনা-সুন্দরবন-খুলনা)
💰 ফ্রেন্ডস (৪বেড বাংকার) কেবিন: ৳৭৯৯৯ (জনপ্রতি)
💰 টুইন/কাপল কেবিন (কমন বাথ): ৯,০০০৳ (জনপ্রতি)
💰 ফ্যামিলি (৩বেড) কেবিন (এটাচ বাথ): ৯,৫০০৳ (জনপ্রতি)
💰 কাপল কেবিন (এটাচ বাথ): ১০,০০০৳ (জনপ্রতি)
👨‍👩‍👦চাইল্ড পলিসি: ৩-৭ বছর ৫০% ফি (পিতামাতার সাথে বেড শেয়ারিং করতে হবে)

💳💳আমাদের রয়েছে সুবিধা যা গ্রহন করতে পারবেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে।

বুকিং বা ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে কল করুন - 01888-001281

17/10/2023

ইন্ডিয়ান ভিসা এপ্লাই করেছিলেন?
ভিসা কয়দিনের ভেতর পেয়েছিলেন ?

৩ দিনের পুজার ছুটিকে কেন্দ্র করে পরিবার নিয়ে মাত্র ৭৯৯৯ টাকায় ( প্যাকেজ শুরু ) ঘুরে আসতে পারেন সুন্দরবনে...। 😃✅ যাত্রা শ...
12/10/2023

৩ দিনের পুজার ছুটিকে কেন্দ্র করে পরিবার নিয়ে মাত্র ৭৯৯৯ টাকায় ( প্যাকেজ শুরু ) ঘুরে আসতে পারেন সুন্দরবনে...। 😃

✅ যাত্রা শুরু- ২০ অক্টোবর খুলনা থেকে সকাল ৭ টায়
✅ যাত্রা শেষ- ২৩ অক্টোবর খুলনায় বিকেল ৫ টায়।
✔ইভেন্ট ফি : (খুলনা-সুন্দরবন-খুলনা)
💰ফ্রেন্ডস (৪বেড বাংকার) কেবিন: ৭৯৯৯ টাকা (জনপ্রতি)
💰টুইন/কাপল কেবিন (কমন বাথ): ৮,৯৯৯৳ (জনপ্রতি)
💰ফ্যামিলি (৩বেড) কেবিন (এটাচ বাথ): ৯,৫০০৳ (জনপ্রতি)
💰কাপল কেবিন (এটাচ বাথ): ১০,৯৯৯ টাকা (জনপ্রতি)
👨‍👩‍👦চাইল্ড পলিসি: ৩-৭ বছর ৫০% ফি (পিতামাতার সাথে বেড শেয়ারিং করতে হবে)
যা যা থাকবেঃ-
✅ খুলনা- সুন্দরবন- খুলনা ২ রাত ৩ দিনের ভ্রমণ।
✅ টোটাল ১৪ বেলা খাবার থাকছে আমাদের এই ট্রিপে।
✅ সবার জন্য থাকছে প্রাইভেট কেবিনে থাকার সুবিধা।
✅ ক্রেডিট কার্ড পেমেন্টে পাচ্ছেন EMI সুবিধা।
✅ থাকছে অভিজ্ঞ গাইডিং সুবিধা।
🏞ভ্রমণ স্থান সমূহঃ-
✅ হাড়বাড়িয়া/আন্ধারমানিক
✅ কটকা অফিস পাড়া
✅ জামতলা সী বীচ
✅ কচিখালী
✅ ডিমের চর
✅ করমজল
এছাড়া আমাদের রেগুলার ইভেন্ট ছাড়াও যেকেনো কাস্টমাইজ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কর্পরেট ট্যুর অথবা গ্রুপ ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
🏢অফিসের ঠিকানাঃ- H-1035,R-9(Main Road), Avenue-9,Mirpur DOHS, Dhaka.

বুকিং অথবা যেকোনো প্রয়োজনে কল করুনঃ-
01888-001281

বিশ্বের দরবারে বিশাল ব্যাবধানে শুরু হলো জয় দিয়ে।অভিনন্দন টিম বাংলাদেশ!তোমরা জিতলে জিতে যায় পুরো বাংলার মানুষ।Bangladesh ...
07/10/2023

বিশ্বের দরবারে বিশাল ব্যাবধানে শুরু হলো জয় দিয়ে।

অভিনন্দন টিম বাংলাদেশ!
তোমরা জিতলে জিতে যায় পুরো বাংলার মানুষ।

Bangladesh Cricket : The Tigers

টানা ০৩ দিনের ছুটিতে কে কোথায় যাচ্ছেন?
27/09/2023

টানা ০৩ দিনের ছুটিতে কে কোথায় যাচ্ছেন?

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক যাচ্ছে টাঙ্গুয়ার হাওর আগামী ২২/২৩ সেপ্টেম্বর। বুকিং চলছে আমাদের।01888-001281
21/09/2023

টিম দিগন্ত ট্রাভেল ফ্রিক যাচ্ছে
টাঙ্গুয়ার হাওর আগামী ২২/২৩ সেপ্টেম্বর।
বুকিং চলছে আমাদের।

01888-001281

Address

Eastern View Commercial Complex, 50 DIT Extention Road, Naya Paltan
Dhaka
1000

Telephone

+8801888001281

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিগন্ত - Digonto Travel Freak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিগন্ত - Digonto Travel Freak:

Videos

Share

Our Story

জীবনটা খুব ছোট ,আমাদের এই ছোট জীবনে আমাদের অনেক সখ থাকে ঘুরাঘুরি করার,সেটা দেশে হউক

কিংবা দেশের বাহিরে। দিগন্তে আমাদের পথচলা শুরু নিজেদের ঘুরাঘুরি দিয়ে।দেশে ও দেশের বাহিরে নিয়মিত ঘুরাঘুরি করতাম ,সবাই আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন।চা খেতে খেতে মাঝেমাঝেই নিজের মনে মাথাচাড়া দিতো এইরকম অনেকেই আছেন যারা ঘুরাঘুরি করতে পছন্দ করেন কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে সিধান্ত নিতে ভগেন।কিংবা দেশের সাধারণ ৫/৬ টা স্পট বাদে কেউ আর অন্য কোথাও যেতেন না।তাই আমরা ভাবলাম এই তরুণ সমাজ কি ণ পারে ? যদি সথিকভাবে পরিকল্পনা করে আগাতে পারে অবশ্যই তারা তাদের পথচলা আরও দীরঘায়িত করতে পারবে।আর,সেখান থেকেই নাম আসে দিগন্ত ট্র্যাভেল ফ্রিকের ।