18/11/2024
আসছে সন্দীপ ভ্রমণের বিস্তারিত। অসম্ভব সুন্দর এই প্রকৃতি। একদম নতুন অভিজ্ঞতা। সারাজীবন মনে থাকবে স্মৃতির পাতায়। এজন্যই বলা হয়
"তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর"
💗💗Alhamdulillah💗💗
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপ ভ্রমণ। বঙ্গোপসাগরের বুকে একখণ্ড দ্বীপ - সন্দীপ। ৮০ বর্গ মাইল আয়তনের এই দ্বীপটিতে রয়েছে তিন লাখ মানুষের বসবাস। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা থেকে স্পিড বোটে সন্দ্বীপ পৌঁছে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। এরপর দ্বীপটির সৌন্দর্য উপভোগ করা যায়।
ইতিহাসে আছে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ১৩৪৫ খ্রিস্টাব্দে সন্দ্বীপে এসেছিলেন। ১৬৬৫ সালে ডেনমার্কের পর্যটক সিজার ফ্রেডরিকও সন্দীপ এসেছিলেন। ভ্রমণের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দ্বীপে আগমন করতেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সন্দীপ ভ্রমণের সময়েই মধুবালা গীতিনাট্য রচনা করেন। এমনকি সন্দ্বীপের বৃক্ষের ছায়াতলে বসেই কবি কাজী নজরুল ইসলাম 'চক্রবাক' কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন।
১৯৬৬ সালের ৬ দফার প্রচারণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্দ্বীপ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
দ্বীপটি একসময় লবণ শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত ছিল।
আপনারাও সময় নিয়ে সন্দ্বীপে ঘুরে আসতে পারেন।