ARAF International

ARAF International "Your Trusted Visa Consultant, Making Your Dreams of International Travel, Study & Work Permit Visa Come True. Best Travel Agency in Bangladesh You Can Trust."

আরাফ ইন্টারন্যাশনাল - আপনার বিশ্বাস ও আস্থার একটি ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান।

সত্যি বলতে দাতব্য প্রতিষ্ঠান / এনজিও ছাড়া সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা, কিন্তু এখানে আরাফ ইন্টারন্যাশনালের লক্ষ্য কিছুটা ভিন্ন।

আল্লাহর রহমতে মুনাফা করার পাশাপাশি আমাদের সর্বোচ্চ গুরুত্বের বিষয় হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের কাছে সার্ভিস নিয়ে থাকে যারা প্রবাসে তাদের ক্যারিয়ার গঠনের জন্য

আমাদের সরনাপন্ন হয় - তারা সঠিকভাবে লাভবান হচ্ছে কিনা? তারা তাদের সঠিক প্রাপ্য সার্ভিসটা পাচ্ছে কিনা? সেটা সর্বোচ্চ গুরুত্বের সাথে মানদন্ড ঠিক রেখে তাদেরকে লাভবান করা।

আসুন, দেখুন, কথা বলুন - সততার সাথে স্মুথ সার্ভিস পেতে, ভ্রমনে ও প্রবাসে নিজের ক্যারিয়ার গড়তে আমাদের সঙ্গী করুন।

ইন শা আল্লাহ কথা দিচ্ছি আশাহত হবেন না।

আমাদের সার্ভিস সমূহঃ
১. ভিসা কনসালটেন্সী।
২. ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং।
৩. এয়ার টিকেট।
৪. হোটেল বুকিং।

*** জাপান জব ভিসার সুবর্ণ সুযোগ ***আপনি কি জাপানে কাজ করতে আগ্রহী? তবে এই পোস্টটি আপনার জন্য…!!কেন জাপান:বর্তমান বিশ্ব অ...
02/02/2025

*** জাপান জব ভিসার সুবর্ণ সুযোগ ***

আপনি কি জাপানে কাজ করতে আগ্রহী? তবে এই পোস্টটি আপনার জন্য…!!

কেন জাপান:
বর্তমান বিশ্ব অর্থনীতি তে সেরাদের সেরা জাপান। বিশ্বশান্তি সূচকে জাপান প্রথম, এবং প্রযুক্তিবিদ্যার দেশ ও সভ্য দেশ খ্যাত। জাপানে চাকরীর সুযোগ আপনার জীবনে দিবে এক নতুন উচ্চতা, পরিবর্তন হবে আপনার অর্থনৈতিক অবস্থারও, এর সাথে সাথে আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হয়ে উঠবেন এক নতুন আশার ঠিকানা।
- উচ্চ বেতন
- উন্নত ও নিরাপদ জীবন-যাপন
- উন্নত চিকিৎসা ব্যবস্থা
- স্বল্প সময়ে পরিবার জাপানে নিয়ে বসবাস
- ৫ বছরের মধ্যে জাপানের পাসপোর্ট
- দীর্ঘমেয়াদী কাজের সুযোগ
- সহজ ইমিগ্রেশন নিয়ম-কানুন

ভিসা পাওয়ার ট্রাম্পকার্ড:
- ডিগ্রী / অনার্স / মাষ্টার্স পাশ।
- কোন কোম্পানী তে নূন্যতম কাজের অভিজ্ঞতা।

প্রয়োজনীয় কাগজপত্র:
- বৈধ পাসপোর্ট
- পূর্বের পাসপোর্ট (যদি থাকে)
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- কাজের অভিজ্ঞতার সনদ
- ছবি

আমাদের সাপোর্ট সমূহঃ
- এক্সপার্ট টিমের মাধ্যমে এসেসমেন্ট
- জাপানে ট্রান্সলেশন এবং ফাইল প্রসেস
- জাপানীজ কোম্পানীর কাজের অফার
- দক্ষ ইমিগ্রেশন ল’ইয়ারের মাধ্যমে জাপানে আবেদন
- VFS Global এর এপয়েন্টমেন্ট
- ভিসা আবেদন
- আবেদনের গাইডলাইন

*** আপনি যদি জাপানে কাজ করতে আগ্রহী হন, তাহলে আমাদের অফিস ভিজিট করুন, কথা বলুন এবং জাপানের জব ভিসার জন্য প্রস্তুতি নিন এখনি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

আমাদের অফিসঃ
আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার
(লেভেল - ৮, স্যুইট - ৯/এ২, রুম - ১০৭),
পুরানা পল্টন, ঢাকা।
মোবাইলঃ 01747258225 (হোয়াটসঅ্যাপ)।

*** জাপান ট্যুরিস্ট ভিসা, সহজ এবং নো ভিসা ফি ***আপনি যদি প্রতিনিয়ত ট্যাক্স প্রদান করে থাকেন, ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি ...
02/02/2025

*** জাপান ট্যুরিস্ট ভিসা, সহজ এবং নো ভিসা ফি ***

আপনি যদি প্রতিনিয়ত ট্যাক্স প্রদান করে থাকেন, ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি ভালো থাকে এবং মোটামুটি ট্রাভেল হিস্ট্রি থাকে, তবে ঘুরে আসুন পৃথিবীতে প্রযুক্তিবিদ্যার দেশ ও সভ্য দেশ খ্যাত জাপানে।

কেন জাপান:
বিশ্বশান্তি সূচকে জাপান প্রথম, যা প্রযুক্তিবিদ্যার দেশ ও সভ্য দেশ খ্যাত। যেখানে ভ্রমন আপনার চিন্তা শক্তিকে নতুন করে জীবন দিবে, আপনার ক্যরিয়ারের জন্য অথবা আপনার ভবিষ্যত প্রজন্মের পরিকল্পনার জন্য এই একটি ভ্রমন স্মরনীয় হয়ে থাকবে।

ভিসা পাওয়ার ট্রাম্পকার্ড:
- মিনিমাম ৩ বছরের ট্যাক্স পেমেন্ট করা থাকতে হবে।
- ০৬ মাসের হেলদি ব্যাংক স্টেটমেন্ট।
- মিনিমাম ট্রাভেল হিস্ট্রি।

প্রয়োজনীয় কাগজপত্র:
- বৈধ পাসপোর্ট
- পূর্বের পাসপোর্ট (যদি থাকে)
- ছবি (২” x ২”)
- ট্রেড লাইসেন্স / এমপ্লয়মেন্ট সার্টিফিকেট
- ব্যাংক স্টেটমেন্ট (০৬ মাস)
- ইনকাম ট্যাক্স সার্টিফিকেট (০৩ বছর)

আমাদের সাপোর্ট সমূহ:
- VFS Global এর এপয়েন্টমেন্ট
- আবেদন
- হোটেল বুকিং
- এয়ার টিকেট বুকিং
- ট্যুর প্ল্যান
- ইনভাইটেশন / গ্যারান্টি লেটার (শর্ত প্রযোজ্য)
- আবেদনের গাইডলাইন

*** আমাদের অফিস ভিজিট করুন, কথা বলুন এবং জাপানের ভিসার জন্য প্রস্তুতি নিন।

আমাদের অফিস:
আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার
(লেভেল - ৮, স্যুট - ৯/এ২, রুম - ১০৭),
পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল: 01747258225 (হোয়াটসঅ্যাপ)।

আলহামদুলিল্লাহ...!!
01/02/2025

আলহামদুলিল্লাহ...!!

আলহামদুলিল্লাহ, ১ লক্ষ লাইক ফলোয়ার...!! ”আরাফ ইন্টারন্যাশনাল” এখন ১ লক্ষের পরিবার...!!আপনাদের ভালোবাসা, সমর্থন ও ভরসার জ...
01/02/2025

আলহামদুলিল্লাহ, ১ লক্ষ লাইক ফলোয়ার...!!
”আরাফ ইন্টারন্যাশনাল” এখন ১ লক্ষের পরিবার...!!
আপনাদের ভালোবাসা, সমর্থন ও ভরসার জন্য কৃতজ্ঞ, তাই সততার সাথে সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ...!!

06/01/2025

আলহামদুলিল্লাহ, ৫০ হাজার লাইক ফলোয়ার...!!
আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ এবং সততার সাথে সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ...!!

তুরস্ক সরকারের বৃত্তি: টিউশন ফি, উপবৃত্তি, বিমান টিকিটসহ মিলবে নানা সুবিধা:তুরস্ক বিশ্ববাসীর কাছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ...
02/01/2025

তুরস্ক সরকারের বৃত্তি: টিউশন ফি, উপবৃত্তি, বিমান টিকিটসহ মিলবে নানা সুবিধা:

তুরস্ক বিশ্ববাসীর কাছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য অন্যতম পরিচিত একটি দেশ। ইউরোপ ও এশিয়ায় অবস্থিত সমৃদ্ধ দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরণের বৃত্তি দেয়। এমনি একটি স্কলারশিপ তুরস্ক সরকারি বৃত্তি বা তুর্কিয়ে বুরস্‌লারি। আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির জন্য মিলবে বৃত্তি। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ), বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ হাজারের বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে তুরস্ক সরকারের এই বৃত্তিতে। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য তুরস্ক সরকারের এই বৃত্তিটি মেধাবী বিদেশি শিক্ষার্থীদের দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়। এই বৃত্তির আওতায় মাসিক উপবৃত্তি, ফ্রি টিউশন ফি, যাতায়াতের বিমান টিকিট, স্বাস্থ্যবিমা, বাসস্থানসহ বিভিন্ন খরচ বহন করে তুরস্ক সরকার।

বৃত্তির সুবিধা—
*ফ্রি টিউশন ফি

*মাসিক উপবৃত্তি

*স্বাস্থ্যবিমা

*বাসস্থান

*যাওয়াতের বিমান টিকিট

*এক বছরের তুর্কি ভাষাশিক্ষা কোর্স

মাসিক উপবৃত্তির পরিমাণ—

*আন্ডারগ্র্যাজুয়েট: প্রতি মাসে ৭০০ তুর্কি লিরা

*মাস্টার্স: প্রতি মাসে ৯৫০ তুর্কি লিরা

*পিএইচডি: প্রতি মাসে ১ হাজার ৪০০ তুর্কি লিরা

*গবেষণার জন্য: প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা

বৃত্তিতে আবেদনের যোগ্যতা—
ভাষা: ইংরেজি বা তুর্কি ভাষায় দক্ষতা থাকতে হবে

জাতীয়তা: তুর্কি নাগরিক বা যাঁরা তুর্কি নাগরিকত্ব হারিয়েছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। এ ছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তুরস্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন।

প্রোগ্রামের সময়কাল
আন্ডারগ্র্যাজুয়েট: ৪–৬ বছর

মাস্টার্স: ২ বছর

পিএইচডি: ৪ বছর

একাডেমিক স্কোর—

স্নাতক: ন্যূনতম ৭০%

মাস্টার্স এবং ডক্টরেট: ন্যূনতম ৭৫%

স্বাস্থ্যবিজ্ঞান (মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি): ন্যূনতম ৯০%

আবেদনের বয়সসীমা—
*আন্ডারগ্র্যাজুয়েট: ২১ বছরের কম

*মাস্টার্স: ৩০ বছরের কম

*ডক্টরেট: ৩৫ বছরের কম

*রিসার্চ: ৪৫ বছরের কম

আবেদনে যা যা লাগবে—

*বৈধ পাসপোর্ট

*সাম্প্রতিক সময়ে তোলা আবেদনকারীর একটি ছবি

*জাতীয় পরীক্ষার ফলাফল (যদি থাকে)

*ডিপ্লোমা অথবা অস্থায়ী পরীক্ষার সার্টিফিকেট

*ট্রান্সক্রিপ্ট

*আন্তর্জাতিক পরীক্ষার ফলাফল (GRE, GMAT, SAT ইত্যাদি) যুক্ত করতে হবে যদি নির্ধারিত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে থাকে।

*প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার (TOEFL, DELF) সনদ।

*পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে একটি গবেষণার প্রপোজাল এবং প্রার্থী ইতিমধ্যে সম্পন্ন করেছেন, এমন একটি গবেষণার প্রমাণ দাখিল করতে হবে।

বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেশি যেভাবে প্রস্তুতি নিলে—
*সময়ের আগেই শুরু করুন: আবেদনের সময়সীমার অপেক্ষায় না থেকে আগেভাগেই আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা শুরু করুন। আপনি যে বিষয়ে পড়তে চান, তার জন্য কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে, কী কী লাগবে, এসব আগেই তৈরি করতে থাকুন।

*যথার্থ কাগজপত্র: নিশ্চিত করুন যে আপনার সব প্রয়োজনীয় কাগজপত্র আপ-টু-ডেট আছে এবং সেগুলো এমনভাবে সাজান, যাতে আপনার একাডেমিক সাফল্যগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়।

*শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP): একটি শক্তিশালী এসওপি (SOP) বৃত্তি পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়।

*শারীরিক যোগ্যতা: তুরস্কের সরকারি বৃত্তির জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া গুরুত্বপূর্ণ। তাই সেভাবেই প্রস্তুতি নিন।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://turkiyeburslari.gov.tr/

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

Happy New Year, 2025...!!ARAF International55/B, Noakhali Tower (Level - 8, Suite - 9/A2, Room - 107), Purana Paltan, Dh...
01/01/2025

Happy New Year, 2025...!!

ARAF International
55/B, Noakhali Tower
(Level - 8, Suite - 9/A2, Room - 107),
Purana Paltan, Dhaka.

01/01/2025

Happy New Year, 2025...!!

ARAF International
55/B, Noakhali Tower (Level - 8, Suite - 9/A2, Room - 107), Purana Paltan, Dhaka.

***ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে চার দেশে পড়াশোনা, মিলবে ১ লাখ ৮২ হাজার টাকা***ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জ...
29/12/2024

***ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে চার দেশে পড়াশোনা, মিলবে ১ লাখ ৮২ হাজার টাকা***

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ এ বৃত্তির যাত্রা শুরু ১৯৮৭ সালে। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। দুই বছর মেয়াদি এ বৃত্তির চার সেমিস্টার ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। নির্বাচিত শিক্ষার্থীরা উদ্ভিদ ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ পাবেন বৃত্তির নিয়ে পড়ার সময়ে। এ বৃত্তির কেতাবি নাম ‘ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫’।

সুযোগ-সুবিধা—
*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে

*আছে বিমার সুযোগ

*ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো মিলবে। ১ ইউরো সমান ১২৯ টাকা ৮৩ পয়সা ধরলে বাংলাদেশি মুদ্রায় মিলবে ১ লাখ ৮১ হাজার ৭৬২ টাকা।

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়—
পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি)।

প্রোগ্রামের ধরন—
প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পড়তে হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা—
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএসসির শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি
ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫-এর জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা বৃত্তিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ কবে: ৩১ ডিসেম্বর ২০২৪।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://opportunitiesforyouth.org/2024/10/03/applications-are-now-open-for-erasmus-mundus-joint-master-degree-programmes-at-ihe-delftfully-funded-scholarships/

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

নেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা সুবিধা:বিদেশে যাঁরা পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ...
28/12/2024

নেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা সুবিধা:

বিদেশে যাঁরা পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন।

ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি মেলা, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ অনেক শিক্ষার্থীর। সেই দেশটি দিচ্ছে এনএল বৃত্তি। ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা—

ইউরোপের দুটি গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া হল্যান্ড এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৫ হাজার ইউরো পান।

অধ্যয়নের বিষয়—

প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়—

দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিতবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে ইরাসমুস ইউনিভার্সিটি অব রটেনডাম, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়, রাডবউড বিশ্ববিদ্যালয় ও টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আবেদনের যোগ্যতা—

হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের কিছু মানদণ্ড পূরণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে আবেদনকারী শিক্ষার্থীদের। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ বৃত্তিতে আবেদন করা যাবে না।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.studyinnl.org/finances/nl-scholarship

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি:এশিয়ার দেশগুলোর মধ্য উচ্চশিক্ষার জন্য অনেকেই পাড়ি জমান সিঙ্গাপুরে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের...
28/12/2024

সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি:

এশিয়ার দেশগুলোর মধ্য উচ্চশিক্ষার জন্য অনেকেই পাড়ি জমান সিঙ্গাপুরে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। এর একটি হলো নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এ বৃত্তির ২০২৫ সালের জন্য আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি বিশ্বের নানা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫–৩০ এর মধ্যে জায়গা করে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

এশিয়ার দেশগুলোর মধ্য উচ্চশিক্ষার জন্য অনেকেই পাড়ি জমান সিঙ্গাপুরে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। এর একটি হলো নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এ বৃত্তির ২০২৫ সালের জন্য আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি বিশ্বের নানা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫–৩০ এর মধ্যে জায়গা করে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা:

- আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে;

- সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

- প্রার্থীর মধ্য অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলি থাকতে হবে;

- ৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে;

- রিকমেন্ডেশন লেটার।

সাক্ষাৎকার:

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। এ স্কলারশিপের সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪।

সাক্ষাৎকার:

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। এ স্কলারশিপের সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.ntu.edu.sg/admissions/undergraduate/scholarships

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

25/12/2024
24/12/2024

ব্রেকিং নিউজঃ
ফেব্রুয়ারী ২০২৫ থেকে দুবাইয়ের সকল ভিসা চালু হবে।।
বিস্তারিত কমেন্টে...

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, কার্যকর জানুয়ারিতেইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্...
24/12/2024

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, কার্যকর জানুয়ারিতে

ইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে যাঁরা পড়তে ও অভিবাসনের জন্য যেতে চান, তাঁদের এ পরীক্ষা দিতে হয়। সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।

আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু এখন থেকে নতুন নিয়মের কারণে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়ত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রার্থীদের জন্য ভালো হবে। আমরা আমাদের কর্ম বা শিক্ষাজীবনের সব ক্ষেত্রেই কলম ব্যবহার করি। কলমের সঙ্গে প্রার্থীদের ইরেজার বা শার্পনার ব্যবহারের প্রয়োজন নেই। পেনসিল ধারালো করা বা লেখা মুছে ফেলার জন্য পরীক্ষায় যথেষ্ট সময় ব্যয় হয়। তাই কলম ব্যবহারের ফলে সময় বাঁচবে এবং প্রার্থীরা উত্তর তৈরিতে সেই সময় কাজে লাগাতে পারবেন। এটি একটি নতুন নিয়ম এবং এটি অনেক দেশেই দেওয়া হচ্ছে।

ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম প্রথম আলোকে বলেন, ‘নতুন এ নিয়মের ফলে প্রার্থীদের সঙ্গে কিছু নিয়ে আসতে হবে না। কোনো কিছু নিয়ে আসার ঝামেলা থাকবে না। পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং আরও দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। আমরা আমাদের প্রত্যাহিক জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, ফরম পূরণ বা স্বাক্ষরের জন্য কলম ব্যবহার করি। তাই আইইএলটিএস পরীক্ষায় এখন থেকে কলম ব্যবহারের ফলে প্রার্থীরা প্রত্যাহিক জীবনে কলম ব্যবহারের সুবিধা পরীক্ষাতেও পাবেন।’

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

থাইল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নে রয়্যাল থাই বৃত্তিথাইল্যান্ড মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গন্তব্য হতে পারে। দক্ষি...
23/12/2024

থাইল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নে রয়্যাল থাই বৃত্তি

থাইল্যান্ড মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গন্তব্য হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ আছে। এ স্কলারশিপের নাম রয়্যাল থাই স্কলারশিপ। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) ২০২৫ সালের জন্য এ বৃত্তি দিচ্ছে।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৫৯ সালে যাত্রা শুরু করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এআইটি। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়নসাধনে কাজ করে।

রয়্যাল থাই বৃত্তির সুযোগ-সুবিধা
* নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ;

* নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;

* আবাসনের সুবিধা;

* জীবনযাত্রার খরচ মিলবে ও

* আছে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ।

আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

* একাডেমিক সিজিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে;

* পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

* একাডেমিক সিজিপিএ স্নাতক ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে ও

* ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্য

* আবেদনকারীর সিভি;

* পাসপোর্ট;

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

* সনদ ও মার্কশিট;

* দুটি রেফারেন্স লেটার;

* ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ ও

* রিসার্চ প্রপোজাল।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://ait.ac.th/financial/royal-thai-government-scholarships

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

সুইডেনে SI Scholarship এ আবেদন করুনবিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:https://apply-scholarships.si.se/আরাফ ইন্টারন্...
22/12/2024

সুইডেনে SI Scholarship এ আবেদন করুন

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://apply-scholarships.si.se/

আরাফ ইন্টারন্যাশনাল
৫৫/বি, নোয়াখালী টাওয়ার,
লেভেল - ০৮, স্যুইট - ৯/এ২,
রুম - ১০৭, পুরানা পল্টন,
ঢাকা - ১০০০।

Address

55/B, Noakhali Tower (Level # 8, Suit/9/A2, Room # 107), Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAF International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share