ARAF International

ARAF International "Your Trusted Visa Consultant, Making Your Dreams of International Travel, Study & Work Permit Visa Come True. Best Travel Agency in Bangladesh You Can Trust."

আরাফ ইন্টারন্যাশনাল - আপনার বিশ্বাস ও আস্থার একটি ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান।

সত্যি বলতে দাতব্য প্রতিষ্ঠান / এনজিও ছাড়া সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা, কিন্তু এখানে আরাফ ইন্টারন্যাশনালের লক্ষ্য কিছুটা ভিন্ন।

আল্লাহর রহমতে মুনাফা করার পাশাপাশি আমাদের সর্বোচ্চ গুরুত্বের বিষয় হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের কাছে সার্ভিস নিয়ে থাকে যারা প্রবাসে তাদের ক্যারিয়ার গঠনের জন্য

আমাদের সরনাপন্ন হয় - তারা সঠিকভাবে লাভবান হচ্ছে কিনা? তারা তাদের সঠিক প্রাপ্য সার্ভিসটা পাচ্ছে কিনা? সেটা সর্বোচ্চ গুরুত্বের সাথে মানদন্ড ঠিক রেখে তাদেরকে লাভবান করা।

আসুন, দেখুন, কথা বলুন - সততার সাথে স্মুথ সার্ভিস পেতে, ভ্রমনে ও প্রবাসে নিজের ক্যারিয়ার গড়তে আমাদের সঙ্গী করুন।

ইন শা আল্লাহ কথা দিচ্ছি আশাহত হবেন না।

আমাদের সার্ভিস সমূহঃ
১. ভিসা কনসালটেন্সী।
২. ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং।
৩. এয়ার টিকেট।
৪. হোটেল বুকিং।

08/12/2024

অভিনন্দন...!!
"বুলগেরিয়া ও রোমানিয়া"
১লা জানুয়ারি ২০২৫ থেকে সেনজেন দেশের তালিকায়।

ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ফেলোশিপ, মাসে ২৫০০ ইউরো-পরিবার ভাতাসহ নানা সুযোগ:ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউ...
08/12/2024

ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ফেলোশিপ, মাসে ২৫০০ ইউরো-পরিবার ভাতাসহ নানা সুযোগ:

ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫ বা ১০ মাসের ফেলোশিপ দেয়। ‘পলিসি লিডার ফেলোশিপ’-এর আওতায় এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ২৫০ শব্দে সংক্ষিপ্ত জীবনী, সর্বোচ্চ ১০০০ শব্দে মোটিভেশন লেটার ও সর্বোচ্চ ২৫০০ শব্দে কাজের পরিকল্পনা লিখতে হবে।

ফেলোশিফের সুযোগ-সুবিধা:
মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে ২ হাজার ৫০০ ইউরো মিলবে। (১ ইউরো সমান ১২৬ টাকা ৫২ পর্যসা ধরে বাংলাদেমি মুদ্রায় মিলবে ৩ লাখ ১৬ হাজার ৩০০ টাকা। ৭ ডিসেম্বর সন্ধ্যার হিসাবে।)

১) স্বাস্থ্যবিমা মিলবে

২) পারিবারিক ভাতা প্রদান করবে

৩) সন্তানদের জন্য ভাতা ২০০ ইউরো প্রতি মাসে

৪) যাতায়াতের জন্য বিমানভাড়া

আবেদনের যোগ্যতা:

১) আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

২) সব জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন

৩) সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি ও বেসরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে আগ্রহী প্রার্থীদের সুযোগ

৪) ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোয়েফল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি)

প্রয়োজনীয় কাগজপত্র:

১) পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি: সর্বোচ্চ ৩ পৃষ্ঠা);

২) সংক্ষিপ্ত জীবনী (সর্বোচ্চ ২৫০ শব্দ);

৩) মোটিভেশন লেটার (সর্বোচ্চ ১,০০০ শব্দ);

৪) দুটি রেফারেন্স লেটার;

৫) কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ);

৬) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের অনুলিপি

সিদ্ধান্ত আপনার...!!
05/12/2024

সিদ্ধান্ত আপনার...!!

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা...!!ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া,...
04/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা...!!
ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।
আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!
• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!
আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

30/11/2024

Address

55/B, Noakhali Tower (Level # 8, Suit/9/A2, Room # 107), Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAF International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share