Dekhi Bangladesh । দ্যাখি বাংলাদেশ

Dekhi Bangladesh । দ্যাখি বাংলাদেশ বিশ্ব দ্যাখার আগে দ্যাখি স্বদেশ এই স্?

আমরা ঘুরি কারন-
দুনিয়াতে যা কিছু আনন্দময় তার মধ্যে ভ্রমণ অন্যতম।সবাই স্বাধীনতা খুঁজে, ভ্রমণ করার মধ্যে যে স্বাধীনতা আছে তা তুলনাহীন।ভ্রমনে পুরো সময়টা নিজের মত করে কাটানো যায়। ভ্রমণ মানুষকে মানিয়ে চলা ও পরিস্থিতি মোকাবেলা করতে শিখায়।

মুড়াপাড়া জমিদার বাড়ি...রুপগঞ্জ...নারায়ণগঞ্জ...এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ...
11/04/2022

মুড়াপাড়া জমিদার বাড়ি...
রুপগঞ্জ...
নারায়ণগঞ্জ...

এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠেরঘাট জমিদার বাড়ি। যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। জমিদার বাড়ির প্রধান সড়কের পাশে পুরনো দুটি মঠ ও রয়েছে।

১৮৮৯ সালে প্রায় ৬২ বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জী কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জীর বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের উঁচুতলার কাজ করেছেন। মুড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমন্ডিত ৯৫ টি কক্ষ, মন্দির, ভান্ডার, কাছারি ঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে দুইটি পুকুর রয়েছে।

১৯৬৬ খ্রিষ্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই রাজবাড়ির দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে এই বাড়ি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত।

কিভাবে যাবেন ?

ঢাকা থেকে (মেঘলা, আসিয়ান ও গ্লোরি) বাসে ভূলতা অথবা রুপসী বাসস্ট্যান্ড নামুন, রুপসী বা ভূলতা থেকে রিক্সায় অথবা সিএনজিতে মুড়াপাড়া জমিদার বাড়ি।

দৃষ্টি আকর্ষণ : -
যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

📍বাঘা মসজিদ, রাজশাহী।
26/02/2022

📍বাঘা মসজিদ, রাজশাহী।

নিমগ্ন জীব তার রিজিক অন্বেষণে...নিঝুম দ্বীপ,হাতিয়া।
12/02/2022

নিমগ্ন জীব তার রিজিক অন্বেষণে...

নিঝুম দ্বীপ,হাতিয়া।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dekhi Bangladesh । দ্যাখি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category