Bangladesh Parjatan Corporation

Bangladesh  Parjatan Corporation Bangladesh Tourism Corporation (Bangladesh Parjatan Corporation) was established in 1972 as the NTO
(261)

Bangladesh Tourism Corporation(Bangladesh Parjatan Corporataion) was established in 1972 as a pioneer in the tourism sector in Bangladesh. As national tourism organization, the foremost objectives are to promote tourism in Bangladesh, build up positive image of the country abroad, elevate infrastructure, and provide services to the tourists.

13/12/2024
বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্টলে মাননীয় উপদেষ্টা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ. এফ....
22/11/2024

বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্টলে মাননীয় উপদেষ্টা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ. এফ. হাসান আরিফ আজ BICC আগারগাঁও তে চলমান এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন এর স্টল পরিদর্শন করেন৷ তাঁর সাথে আরো ছিলেন উক্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশন এর নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় মিজ সায়েমা শাহীন সুলতানা, ট্যুরিজম বোর্ড এর সিইও মহোদয় জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, পর্যটন করপোরেশন এর পরিচালক মহোদয়গণ৷ এছাড়া সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা মহোদয় বাংলাদেশ পর্যটন করপোরেশন এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান National Hotel & Tourism Training Institute এর প্রশিক্ষণার্থীদের তৈরি করা দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও পিঠা-পায়েস খেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর নতুন চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা (৫৮৩৩), অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্য...
19/11/2024

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর নতুন চেয়ারম্যান

মিজ সায়েমা শাহীন সুলতানা (৫৮৩৩), অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মহোদয় কে গতকাল বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

11/11/2024

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

BICC, Agargaon তে চলছে Asia International Trade Fair। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মেলাটিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনি সংস্করণ বলা যায়। এই মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

আমাদের স্টলের উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাসরীন জাহান৷

31/10/2024

খুলে গেছে রাঙ্গামাটির দরজা! ❤️

১লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটির বন্ধ দরজা। এখনই রাঙ্গামাটি ভ্রমণের জন্য দারুণ সুযোগ! ডিসেম্বরে ফাঁকা পাবেন না।

পর্যটন হলিডে কমপ্লেক্স এবং ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির অন্যতম প্রধান আকর্ষণ।

অগ্রীম বুকিং এর জন্য যোগাযোগ করুন।
ফোন- ০২-৩৩৩৩৭১৮৫৩
মোবাইল: ০১৮৬৩-২৩১১৮৫.
ইমেইল: [email protected].
ওয়েবসাইট: www.hotels.gov.bd

11/10/2024

পর্যটন মোটেল সোনা মসজিদের পাশে তহাখানা

বিশিষ্ট ইসলাম প্রচারক শাহ নেয়ামত উল্লাহর সমাধিসৌধ যা তহাখানা নামে অধিক পরিচিত। অবশ্য তহাখানা ছিলো তাঁর বৈঠকখানা বা কাছারি। এই কমপ্লেক্সে রয়েছে তাঁর মাজার ও মসজিদ। এটি নির্মাণ করেন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। শাহ নেয়ামত উল্লাহ ছিলেন শাহ সুজার আধ্যাত্মিক গুরু৷ চাপাইনবাবগঞ্জে পর্যটন মোটেল সোনা মসজিদের চারিদিকে এরকম বহু মুঘল স্থাপত্য রয়েছে। আমবাগান তো রয়েছেই৷

মোটেলের তথ্যঃ https://parjatan.gov.bd/site/page/f63febe4-bdb5-4950-98dd-c73f7ceeee1b/-

09/10/2024

আমের রাজধানী আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দারুণ সমাহার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ। এইসব নিদর্শন ও আমবাগানের মাঝখানে নির্মিত হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর মোটেল। মাত্র ২০০০/- থাকতে পারবেন এসি কক্ষে৷ সাথে সকালের নাস্তা ফ্রি৷

05/10/2024

বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত প্রবাসী ও বিদেশিদের নিয়ে বিশেষ ট্যুরে সুন্দরবনের পিয়ালী রিসোর্টের সহায়তায় বনের গভীর থেকে পর্যটকগণ মধু আহরণ করে৷ সেই রোমাঞ্চকর ঘটনার ভিডিও আপনাদের জন্য আপলোড করা হলো।

বিশ্ব পর্যটন দিবসের বর্ণিল উদযাপন২৭ সেপ্টেম্বর ২০২৪ সমগ্র বিশ্বের সাথে একযোগে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর প্রধান কার্যাল...
29/09/2024

বিশ্ব পর্যটন দিবসের বর্ণিল উদযাপন

২৭ সেপ্টেম্বর ২০২৪ সমগ্র বিশ্বের সাথে একযোগে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর প্রধান কার্যালয় পর্যটন ভবন আগারগাঁওতে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে উদযাপনের আয়োজন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরজিম বোর্ড। সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালীতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থার সকল সরকারি কর্মকর্তাগণ, অংশীজন ও তাদের সংগঠনসমূহ, ছাত্রছাত্রীসহ সকল স্তরের মানুষ। এরপর পর্যটন ভবনের নীচতলায় পর্যটন করপোরেশন এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান NHTTI এর আয়োজনে Live Cooking অনুষ্ঠিত হয়। দুই পর্বের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় সচিব বেগম নাসরীন জাহান। এরপর পর্যটন ভবনের অডিটোরিয়াম শৈলপ্রপাত এ পর্যটন দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাতে মাননীয় সচিব বেগম নাসরীন জাহান প্রধান অতিথি, ড. মোঃ মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান প্রতিপাদ্য উপস্থাপন করেন ট্যুরিজম বোর্ডের সিইও জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান জনাব একেএম আফতাব হোসেন প্রামানিক (গ্রেড-১)।

27/09/2024

বিশ্ব পর্যটন দিবস '২৪ এর শুভেচ্ছা। ❤️

Address

Parjatan Bhaban, Plot: E-5 C/1, West Agargaon, Sher-e-Bangla Nagar Administrative Area, Dhaka/
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880241024218

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Parjatan Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share