Anuj Sarkar

Anuj Sarkar মানুষ মানুষের জন্য।

14/04/2024
24/10/2023

শারদীয় দুর্গা পুজা-২০২৩ খ্রিঃ বিজয়া দশমী

23/10/2023

সকলকে শারদীয় দুর্গা পুজোর মহানবমী'র শুভেচ্ছা।

21/10/2023

শুভ সপ্তমী।

09/09/2023

1. আমরা ৪০০০ হাজার টাকার দূর্নীতি মেনে নিতে পারি, ৪টাকার জন্য বাস কন্ডেকটার পিটাই।
2. আমরা ছেলেরা অনেক মেয়ের সত্বিত্ত নষ্ট করি, আর বিয়ের সময় সতী মেয়ে চাই।
2. আমরা মেয়েরা ছেলেদের টাকা দেখে বিয়ে করি, তার পর বলি ও
আমার মন বোঝে না।
04. আমরা অন্যের মা বোনকে নিয়ে আজেবাজে কথা বললে its ok, আর কেউ আমাদের মা বোনকে নিয়ে কিছু বললে রক্ত গরম।
5. নিজের মেয়েকে রাজকন্যার মত পালন করি, আর যৌতুকের কারনে অপরের মেয়ের গায়ে আগুন দিতে হাত কাপেঁ না।
6. কোন মেয়ে পেটের দায়ে শরীর বেচলে পতিতা, আর মডেল হতে শরীর দিলে সেলিব্রেটি।
7. মেয়েরা ইচ্ছা করে অনেক ছেলের জীবন নষ্ট করে, আর কোন মেয়ে আমার ভাইয়ের জীবন নষ্ট করলে আর তাতে নিজ পরিবারে র্দূযোগ এলে আমরাই গালি দেই।
8. টাকা থাকলেই গাদা গাদা শিক্ষক দিয়ে বাচ্চার HW টাও করাই শিক্ষককে দিয়ে, তার পর বলি বাচ্চার Basic হচ্ছে না।
10. কেহ সামনে পিস্তল ঠেকিয়ে টাকা নিলে মাস্তান, আর সই করে নিলে স্যার।
11. সব সময় চাই আমাদের সন্তান আমাদের সম্মান করুক, আর তার সামনেই নিজের বাবা মাকে অসম্মান করি।
12. বাচ্চাদের উপদেশ দেই বড়দের সম্মান করবে, আর তার সামনে বাবার বয়সি রিক্সওয়ালাকে থাপ্পর দেই।
---------------- সংগৃহীত।

(ডিএমপি মিডিয়া পেজ হতে সংগীত) রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপিরাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার ম...
15/04/2023

(ডিএমপি মিডিয়া পেজ হতে সংগীত) রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপি

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিউমার্কেটে আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে। নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে ডিএমপির ওয়াটার ক্যানন ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণ ও ফায়ার সার্ভিসের গাড়ির দ্রুত গমনাগমনে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করছে ডিএমপি।

বৈশাখের উদযাপন
11/04/2023

বৈশাখের উদযাপন

07/04/2023
02/04/2023
30/03/2023

Address

Dhaka

Telephone

+8801718468462

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anuj Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anuj Sarkar:

Videos

Share

Category