Visa Advisor

Visa Advisor আমরা ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইউকে, পোল্যান্ড, লিথুনিয়া ও মধ্যপ্রাচ্যের ভিসা প্রসেস করে থাকি। We also process Europe tourist visas.

We use individual contacts to make reservations that aren't available online or through typical booking methods. Hotels and airlines give Tourist advisors first dibs on the best travel products and incidents worldwide.

সৌদি আরবে নিয়োগ বিজ্ঞপ্তি 🇸🇦সৌদি আরবের কম্পানি নুন ডটকমে যেতে আমাদের সাথে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মে...
18/12/2024

সৌদি আরবে নিয়োগ বিজ্ঞপ্তি

🇸🇦সৌদি আরবের কম্পানি নুন ডটকমে যেতে আমাদের সাথে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
👉শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বেসিক ইংরেজি জানতে হবে)
👉হোয়াটসআপঃ +8801798-968691

#সৌদিআরব #কম্পানিভিসা #নুনডটকম

   #রাশিয়া
07/11/2024

#রাশিয়া

🇸🇦সৌদি আরবের বিখ্যাত কয়েকটি কম্পানিতে নিয়োগ🇸🇦👉 সৌদি আরবের বিখ্যাত কয়েকটি কম্পানিতে  বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ চলছে। আগ্র...
29/04/2024

🇸🇦সৌদি আরবের বিখ্যাত কয়েকটি কম্পানিতে নিয়োগ🇸🇦

👉 সৌদি আরবের বিখ্যাত কয়েকটি কম্পানিতে বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীকে অফিসে এসে সরাসরি কথা বলার অনুরোধ রইলো।

শর্তাবলীঃ
১। প্রার্থীর বয়স ২১-৩৫ বছরের মধ্যে হতে হবে।
২। কিছু পদে বেসিক ইংরেজী জানতে হবে।

কাজের ধরণঃ
১। হাউজ কিপিং (আবাসিক হোটেল)
২। ওয়্যার হাউজ (ফ্যাক্টরি ওয়ার্কার)
৩। টিস্যু ফ্যাক্টরি
৪। ফার্নিচার ফ্যাক্টিরি
৫। মেইন্টেন্যান্স লেবার।

সুযোগ-সুবিধাঃ
১। বেতনঃ ৮০০/১০০০/১১০০/১৩০০ রিয়েল
২। কাজঃ ৮-১০ ঘন্টা
৩। থাকাঃ কম্পানি
৪। খাবারঃ নিজ

📲আগ্রহীরা সরাসরি অফিস ভিজিট করুন অথবা হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801921-082819

🏠আল-হেরা ওভারসীজ (আরএল-১৫৬৮):
সিকদার প্লাজা, হাউজ-৭৯, ৩য় তলা, ব্লক-এম০১, বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা-১২১৩

সৌদি আরবে কাজের সময়ে আমাদের সৌদি প্রতিনিধিসহ তাদের সার্বিক খোঁজখবর নেয়ার মুহুর্ত।
21/03/2024

সৌদি আরবে কাজের সময়ে আমাদের সৌদি প্রতিনিধিসহ তাদের সার্বিক খোঁজখবর নেয়ার মুহুর্ত।

10/03/2024

জয়েনিং এর পূর্ব মুহুর্তে আমাদের প্রেরনকৃত জনশক্তি…

আলহামদুলিল্লাহ, আগামীকাল সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন আমাদের ১৫ জন কর্মী।
10/03/2024

আলহামদুলিল্লাহ, আগামীকাল সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন আমাদের ১৫ জন কর্মী।

কম খরচে সৌদি আরবের বড় কম্পানিতে যাওয়ার সুযোগ ❤️‍🔥🇸🇦সৌদি আরবের স্বনামধন্য Jussur Emdad কম্পানিতে জরুরী ভিত্তিতে কিছু জনশ...
05/03/2024

কম খরচে সৌদি আরবের বড় কম্পানিতে যাওয়ার সুযোগ ❤️‍🔥

🇸🇦সৌদি আরবের স্বনামধন্য Jussur Emdad কম্পানিতে জরুরী ভিত্তিতে কিছু জনশিক্তি প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা পাসপোর্টসহ দ্রুত যোগাযোগ করুন।

👉বেতনঃ ক্লিনার- ৫০০+ ২০০ রিয়েল
লেবার- ৭০০+ ২০০ রিয়েল
👉থাকাঃ কম্পানি
👉খাবারঃ নিজ
👉কাজঃ ৮ ঘন্টা+ ওটি

** অন্যান্য সুযোগ সুবিধা সৌদি সরকারের নিয়ম অনুযায়ী।

📲আগ্রহীরা সরাসরি অফিস ভিজিট করুন অথবা হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801921082819

🏠 ঢাকা অফিস:
৩৭/এ, লিফটের ৬, সাহারা সেন্টার, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।

#সৌদি #সৌদিআরব

সৌদি আরবে সোলার প্রজেক্টে নিয়োগ🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কম্পানিতে সোলার প্রজেক্টে কিছু জনশিক্তি প্রয়োজন। আগ্রহী প্রার্থীর...
24/02/2024

সৌদি আরবে সোলার প্রজেক্টে নিয়োগ

🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কম্পানিতে সোলার প্রজেক্টে কিছু জনশিক্তি প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা পাসপোর্টসহ দ্রুত যোগাযোগ করুন। মেডিকেল ফিট কার্ড ও পুলিশ ক্লিয়ারেন্স যাদের রেডি আছে তারা প্রায়োরিটি পাবে।

👉বেতনঃ ২০০০-২৫০০
👉থাকাঃ কম্পানি
👉খাবারঃ নিজ
👉কাজঃ ১০ ঘন্টা

** অন্যান্য সুযোগ সুবিধা সৌদি সরকারের নিয়ম অনুযায়ী।

📲আগ্রহীরা সরাসরি অফিস ভিজিট করুন অথবা হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801921082819

🏠 ঢাকা অফিস:
৩৭/এ, লিফটের ৬, সাহারা সেন্টার, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।

#সৌদি #সৌদিআরব

সৌদি আরবে নিয়োগ (হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপ)🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কয়েকটি কম্পানিতে হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপের বিভিন্ন ...
24/02/2024

সৌদি আরবে নিয়োগ (হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপ)

🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কয়েকটি কম্পানিতে হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপের বিভিন্ন বিভাগে জরুরী ভিত্তিতে কিছু জনশিক্তি প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা পাসপোর্টসহ দ্রুত যোগাযোগ করুন।

👉বেতনঃ ১৪০০ রিয়েল + ওটি
👉থাকাঃ কম্পানি
👉খাবারঃ নিজ
👉কাজঃ ১০ ঘন্টা

** অন্যান্য সুযোগ সুবিধা সৌদি সরকারের নিয়ম অনুযায়ী।

📲আগ্রহীরা সরাসরি অফিস ভিজিট করুন অথবা হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801921082819

🏠 ঢাকা অফিস:
৩৭/এ, লিফটের ৬, সাহারা সেন্টার, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।

#সৌদি #সৌদিআরব

সৌদি আরবে নিয়োগ (হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপ)🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কয়েকটি কম্পানিতে হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপের বিভিন্ন ...
31/01/2024

সৌদি আরবে নিয়োগ (হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপ)

🇸🇦সৌদি আরবের স্বনামধন্য কয়েকটি কম্পানিতে হোটেল/ রেস্টুরেন্ট/ কফিশপের বিভিন্ন বিভাগে জরুরী ভিত্তিতে কিছু জনশিক্তি প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা পাসপোর্টসহ দ্রুত যোগাযোগ করুন। মেডিকেল ফিট কার্ড ও পুলিশ ক্লিয়ারেন্স যাদের রেডি আছে তারা প্রায়োরিটি পাবে।

👉বেতনঃ ১২০০+২০০ রিয়েল + ওটি
👉থাকাঃ কম্পানি
👉খাবারঃ নিজ
👉কাজঃ ১০ ঘন্টা

** অন্যান্য সুযোগ সুবিধা সৌদি সরকারের নিয়ম অনুযায়ী।

📲আগ্রহীরা সরাসরি অফিস ভিজিট করুন অথবা হোয়াটসআপে যোগাযোগ করুনঃ +8801921082819

🏠 ঢাকা অফিস:
৩৭/এ, লিফটের ৬, সাহারা সেন্টার, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।

#সৌদি #সৌদিআরব

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই ভ্রমণে যেতে পারেন..... এশিয়া - ৬টি দেশ - নেপাল,ভুটান, শ্রীলংক...
25/01/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই ভ্রমণে যেতে পারেন.....

এশিয়া - ৬টি দেশ - নেপাল,ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ,কম্বোডিয়া ও পূর্বতিমুর।

দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।

উত্তর আমেরিকা- ১১ টি দেশ - বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ত্রিনিডাড ও টোব্যাগো।

ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সামোয়া, ভানুয়াটু, টুভালু।

আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

তথ্যসূত্র: visaguide.world

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক সিটি!ব্রিটিশ সাময়িকী টাইম আউট বিশ্বের সেরা ৫০টি শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে রয়েছ...
25/01/2024

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক সিটি!

ব্রিটিশ সাময়িকী টাইম আউট বিশ্বের সেরা ৫০টি শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। তবে ৫০ শহরের তালিকায় স্থান পায়নি ঢাকা শহরের নাম। মূলত শহরের প্রাণবন্ত খাবারের সুযোগ সুবিধা, বিভিন্ন সাংস্কৃতিক আকর্ষণ ও প্রাণবন্ত নাইট লাইফের কারণে শহরটি শীর্ষ স্থান দখল করেছে।

নিউইয়র্ক শীর্ষ স্থানে থাকলেও দ্বিতীয় অবস্থানে চমক হিসেবে স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। লন্ডন, বার্লিন ও মাদ্রিদের মতো শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচে রয়েছে। আর প্রতিবেশী ভারতের শহর মুম্বাই এই তালিকার ১২ নম্বরে জায়গা করে নিয়েছে।
চলতি বছরের রেঙ্কিং মূলত জনসাধারণের সমীক্ষা ও টাইম আউট সাময়িকীর আন্তর্জাতিক দলের বিশেষজ্ঞদের পর্যালোচনার সমন্বয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যে শহরের বাসিন্দারা বেশি আনন্দিত ও পরিপূর্ণ নাগরিক জীবন উপভোগ করছে মূলত তারাই শীর্ষ স্থান দখল করেছে।

বিশ্বব্যাপী সেরা শহরগুলোর তালিকা তৈরিতে ২০ হাজার শহুরে বাসিন্দার মধ্যে চালানো জরিপ, সাময়িকীর লেখক ও সম্পাদকদের বিস্তৃত নেটওয়ার্কের সুবিধার সমন্বয় কাজে লাগানো হয়েছে। তালিকা তৈরিতে কোনো একটি শহরের রন্ধনসম্পর্কীয় প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্যের বিস্ময় ও সাংস্কৃতিক সমৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তালিকা তৈরির উদ্দেশ্য হলো পর্যটকদের ভ্রমণের অনুপ্রেরণা যোগানো। যার মাধ্যমে কেউ কোনো শহরে ভ্রমণ করতে চাইলে সেই শহরের জীবনমান সম্পর্কে আগে থেকেই একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

টাইম আউটের তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ৫০ শহর-
১. নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র ২. কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা ৩. বার্লিন, জার্মানি ৪. লন্ডন, যুক্তরাজ্য ৫. মাদ্রিদ, স্পেন ৬. মেক্সিকো সিটি, মেক্সিকো
৭. লিভারপুল, যুক্তরাজ্য ৮. টোকিও, জাপান ৯. রোম, ইতালি ১০. পোর্তো, পর্তুগাল ১১. প্যারিস ১২. মুম্বাই ১৩. লিসবন ১৪. শিকাগো ১৫. ম্যানচেস্টার
১৬. সাও পাওলো ১৭. লস এঞ্জেলেস ১৮. আমস্টারডাম ১৯. লাগোস
২০. মেলবোর্ন ২১. নেপলস ২২. সিঙ্গাপুর ২৩. মিয়ামি ২৪. ব্যাংকক ২৫. লিমা (পেরু) ২৬. বুদাপেস্ট ২৭. বেইজিং ২৮. দুবাই ২৯. মন্ট্রিল ৩০. গ্লাসগো
৩১. সিডনি ৩২. বুয়েনস আইরেস ৩৩. কুয়ালালামপুর ৩৪. ম্যানিলা ৩৫. সিউল
৩৬. হ্যানয় ৩৭. সান ফ্রান্সিসকো ৩৮. বার্সেলোনা ৩৯. আবুধাবি ৪০. নিউ অরলিন্স ৪১. ফিলাডেলফিয়া ৪২. অস্টিন ৪৩. বোস্টন ৪৪. আক্রা ৪৫. মার্সেই ৪৬. তাইপেই ৪৭. ইস্তাম্বুল ৪৮. ওসাকা ৪৯. হংকং ৫০. ভ্যাঙ্কুভার।
সূত্র : ইত্তেফাক অনলাইন

সৌদি আরবে নিয়োগ বিজ্ঞপ্তি-সৌদি আরবে কাজের ভিসায় যারা যেতে চান তারা যোগাযোগ করুন। আমরা সরাসরি কম্পানি ভিসা ছাড়াও ফ্রি ভি...
25/01/2024

সৌদি আরবে নিয়োগ বিজ্ঞপ্তি-

সৌদি আরবে কাজের ভিসায় যারা যেতে চান তারা যোগাযোগ করুন। আমরা সরাসরি কম্পানি ভিসা ছাড়াও ফ্রি ভিসার করে থাকি।

বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন।

হোয়াটসআপঃ 01921-082819

#সৌদিআরব

লিথুনিয়ার বর্তমান ইস্যু (পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন) আজকে আপনাদের লিথুনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে কী কী ...
25/01/2024

লিথুনিয়ার বর্তমান ইস্যু (পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন)

আজকে আপনাদের লিথুনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে কী কী ডকুমেন্ট লাগে এবং কীভাবে করবেন সে বিষয় বিস্তারিত আলচলা করবো।
ডবল বৈধকরণ সম্পর্কে তথ্য।

বৈধকরণের জন্য নথি দুটি উপায়ে জমা দেওয়া যেতে পারে:

1. সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগে, কুরিয়ারের মাধ্যমে, কিন্তু ডাকযোগে নয়। (দয়া করে মনে রাখবেন যে কুরিয়ার দ্বারা জমা দেওয়া নথিগুলি প্রাপ্তির ক্রমে বৈধ করা হয়, তবে কুরিয়ার দ্বারা প্রাপ্ত অত্যন্ত সংখ্যক নথির কারণে, তাদের

পরীক্ষা স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়)।

2. কূটনৈতিক মিশন এবং লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের কনস্যুলার প্রতিষ্ঠানের মাধ্যমে কনস্যুলার বিভাগে।

জমা দেওয়া নথি:

⚫ একটি দস্তাবেজ যা একটি অ্যাপোস্টিল দ্বারা বৈধ বা প্রত্যয়িত করা প্রয়োজন (এর আসল বা একটি নোটারাইজড কপি);

⚫ বৈধ পাসপোর্ট বা নথি জমা দেওয়া ব্যক্তির অন্যান্য পরিচয় নথি (যদি আবেদনটি কুরিয়ারের মাধ্যমে জমা দেওয়া হয়- ব্যক্তিগত নথির একটি অনুলিপি, একটি নোটারি দ্বারা প্রত্যয়িত);

⚫ নথির বৈধকরণের জন্য একটি বিনামূল্যে-ফর্মের অনুরোধ, যে দেশে বৈধ নথি জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং আবেদনকারীর যোগাযোগের বিবরণ (ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর);

⚫ ব্যাংক স্থানান্তর বা নথি বৈধকরণের জন্য অর্থপ্রদানের রসিদ বা অ্যাপোস্টিল নিশ্চিতকরণ (1 নথির বৈধকরণের জন্য কনস্যুলার ফি 20 ইউরো)। ব্যক্তি যদি কুরিয়ারের মাধ্যমে নথি গ্রহণ করতে চান তবে ডাক/কুরিয়ার খরচও পরিশোধ করেন।

নথির বৈধকরণের জন্য অর্থ প্রদান করার সময়, অনুগ্রহ করে নিম্নলিখিত ডেটা প্রদান করুন:

পেমেন্ট কোড: 5320

ফি নাম: কনস্যুলার ফি

প্রাপক: Valstybinė mokesčių inspekcija prie Lietuvos Respublikos finansų Ministerijos

প্রাপকের কোড: 188659752

করদাতার নাম যাকে অর্থ প্রদান করা হয়েছে: (প্রথম নাম উপাধি বা কোম্পানির নাম)

আমি আজ খুশি:

AB Šiaulių bankas - LT51 7180 0000 0014 1084, SWIFT কোড - CBSBLT26

পরিষেবার পরিমাণ 20 ইউরো।

গুরুত্বপূর্ণ! অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করা হলে, ব্যাঙ্কে পেমেন্ট নিশ্চিত করুন এবং ব্যাঙ্কের রসিদ প্রদান করুন।

একজন ব্যক্তি একটি কুরিয়ার কোম্পানি থেকে নথি পিক-আপ পরিষেবার অর্ডার দেওয়ার পরে, বৈধ নথিগুলিও কুরিয়ার মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে।

লিথুনিয়ার বা ইউরোপে বিভিন্ন দেশের বিস্তারিত আপডেট পেতে আমাদের পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখুন 👍

  🇱🇹 লিথুনিয়াতে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। লিথুনিয়ার শ্রমিক আইন অনুযায়ী এখন থেকে নূন্যতম ৯২৪ ইউরো। 1 জানুয়ারী, গত...
25/01/2024

🇱🇹 লিথুনিয়াতে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। লিথুনিয়ার শ্রমিক আইন অনুযায়ী এখন থেকে নূন্যতম ৯২৪ ইউরো।

1 জানুয়ারী, গত গ্রীষ্মে লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের সরকার কর্তৃক গৃহীত রেজোলিউশন, 2024 সালে প্রযোজ্য ন্যূনতম মাসিক বেতন এবং ন্যূনতম ঘন্টায় মজুরি প্রতিষ্ঠা করে, কার্যকর হয়।

এই বছরের শুরু থেকে নতুন ন্যূনতম মাসিক বেতন হল ইউরো 924, ন্যূনতম ঘন্টা মজুরি হল 5.65 ইউরো৷

অভিবাসন বিভাগ মনে করিয়ে দেয় যে এই পরিবর্তনগুলি দেশে কর্মরত বিদেশীদের বাধ্যবাধকতাকেও প্রভাবিত করবে।

এর মানে হল যে বিদেশিরা, যখন একটি অস্থায়ী বসবাসের পারমিট ইস্যু বা পরিবর্তনের জন্য আবেদন করে, নিয়োগকর্তা বা চাকরির কার্য পরিবর্তনের অনুমতি, একটি স্থায়ী বসবাসের পারমিট ইস্যু করা, বা একটি জাতীয় ভিসা ইস্যু করার জন্য, একটি বৃহত্তর পরিমাণ প্রমাণ করতে হবে জীবিকা নির্বাহের উপলব্ধ উপায় - প্রতি মাসে EUR 924।

বিদেশী যদি পূর্ববর্তী ক্যালেন্ডার বছরে আবেদন জমা দিয়ে থাকে, তাহলে 2023 সালে প্রয়োগকৃত তহবিলের পরিমাণ প্রমাণ করার প্রয়োজনীয়তা বৈধ থাকবে। যদি একটি বিদেশী দেশের নাগরিক MIGRIS সিস্টেমে আবেদনটি পূরণ করেছেন, কিন্তু 2024 সালে মাইগ্রেশন বিভাগের গ্রাহক পরিষেবা বিভাগে বা একটি বহিরাগত পরিষেবা প্রদানকারীর বিভাগে আসতে চান, তার প্রয়োজন হবে এই বছরের জন্য অনুমোদিত উচ্চ ন্যূনতম মাসিক বেতন অনুসারে পর্যাপ্ত তহবিল প্রমাণ করতে।

জীবিকা নির্বাহের উপায় অবশ্যই এক বছরের জন্য পর্যাপ্ত হতে হবে। যদি এক বছরের কম সময়ের জন্য বৈধ ভিসা বা বসবাসের অনুমতির অনুরোধ করা হয়, তাহলে অনুরোধ করা নথির বৈধতার পুরো সময়কালের জন্য জীবিকা নির্বাহের উপায় যথেষ্ট হতে হবে।

যদি একজন বিদেশী লিথুয়ানিয়ায় বৈধভাবে কাজ করে এবং একটি বেতন পায় যা একটি ন্যূনতম মাসিক বেতনের কম নয়, তাহলে জীবিকা নির্বাহের উপায় নিশ্চিত করে একটি পৃথক নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।

📢 সুখবর লিথুনিয়ার ফাইল প্রসেসিং করতে যেন দেরি না হয় সেজন্য তারা সিস্টেম উন্নতি করেছে। ধীরে গতিতে আগানো কাজগুলো একটু তাড়...
25/01/2024

📢 সুখবর লিথুনিয়ার ফাইল প্রসেসিং করতে যেন দেরি না হয় সেজন্য তারা সিস্টেম উন্নতি করেছে। ধীরে গতিতে আগানো কাজগুলো একটু তাড়াতাড়ি করা সম্ভব হবে। সময় লস হবে কম'"

এক মুহূর্তের জন্যও থেমে নেই মাইগ্রিসের অভিবাসন তথ্য ব্যবস্থার বিস্তার।

গত বছরের শেষে, আমরা ইতিমধ্যে এই সিস্টেমের উন্নতি করার জন্য একটি প্রকল্প সম্পন্ন করেছি, এবং এখন আমরা একটি নতুন ধাপ শুরু করছি - একটি প্রকল্প যেখানে আমরা উদ্ভাবনী প্রযুক্তি সমাধান প্রয়োগ করব যা ডিজিটাল পরিষেবার গুণমান এবং অপারেটিং প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে।

জমা দেওয়া তথ্য মূল্যায়ন করার জন্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া? প্রাথমিক পর্যালোচনা প্রাপ্ত তথ্য? সম্ভাব্য জটিল পরিস্থিতির প্রাথমিক বিশ্লেষণ?

সূত্র : মাইগ্রিস ডিপার্টমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ।

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা!কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেনজ...
23/01/2024

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা!

কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেনজেন ভিসা।

আমরা দেশ ও দেশের বাহিরে ভ্রমণ করে থাকি একটা উদ্দেশ নিয়ে। সবার উদ্দেশ ভিন্ন ভিন্ন থাকে। কেউ দেখতে চায় ঝলমলে সৈকত আবার কেউ দেখতে চায় মন্ত্রমুগ্ধ স্থাপত্য। যদি আপনি শুধুমাত্র একটি ভিসা নিয়ে একাধিক গন্তব্যে ভ্রমণ করতে পারেন এবং এটি সব অভিজ্ঞতা অর্জন করতে পারেন?

আপনার Schengen ভিসা করা থাকে তাহলে ইউরোপ ভ্রমণ খুব সহজেই করতে পারবেন। একটি Schengen ভিসার মাধ্যমে আপনি ২৭ টি ইউরোপীয় দেশ পরিদর্শন করতে পারবেন। আরও মজার বিষয় হল এই ২৭টি দেশ ছাড়াও আপনি আরও ১৩টি দেশে যেতে পারেন। অর্থাৎ আপনি Schengen ভিসা নিয়ে মোট ৪০টি দেশে যেতে পারেন।

সেনজেন ভিসার জন্য যা ডকুমেন্ট লাগবে-

১। ভিসা আবেদনপত্র ফর্ম- আবেদনকারীর স্বাক্ষর ফর্মে থাকতে হবে।

২। বর্তমান সময়ের ২ কপি ছবি

৩। বৈধ পাসপোর্ট। পুরাতন পাসপোর্ট থাকলে জমা করতে হবে।

৪। রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা আপনার সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা (যাত্রাপথ)। ভ্রমণের তারিখ এবং ফ্লাইট নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।

৫। ভ্রমণ বীমা পলিসি, ন্যূনতম ৩০,০০০ ইউরোর কভারেজ সহ।
আবাসনের প্রমাণ, অর্থাৎ সেনজেন দেশগুলিতে আপনার থাকার সময় আপনি কোথায় থাকবেন তা দেখানো একটি নথি।

এটা হতে পারে -

*হোটেল/হোস্টেল বুকিং
* ভাড়া বা ভাড়াটে চুক্তি
* আমন্ত্রণ পত্র
* আর্থিক স্বচ্ছলতার প্রমাণ, যেমন ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা স্পনসরশিপ চিঠি। স্পনসরশিপ পত্রের সাথে স্পনসরের একটি ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে। আপনি চাইলে উভয়ের সংমিশ্রণে আর্থিক স্বচ্ছলতার প্রমাণও দেখাতে পারেন।
* ভিসা ফি প্রদানের প্রমাণ - Schengen ভিসার জন্য ভিসা ফি প্রাপ্তবয়স্কদের জন্য €80 এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য €45
আপনাকে আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন:
* চাকরির চুক্তিপত্র
* ব্যাংকের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* এন ও সি
* আয়কর রিটার্ন (ITR) ফর্ম

স্ব-নিযুক্ত পেশার জন্য, যেমন ব্যবসায়ী:

* ব্যবসায়িক লাইসেন্সের একটি কপি
* কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* আয়কর রিটার্ন (ITR)

শিক্ষার্থীদের জন্য:

*ছাত্রত্বের প্রমাণ।
* স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার।

অবসরপ্রাপ্তদের জন্য:

গত ৬ মাসের পেনশন বিবৃতি।

একটি বৈধ সেনজেন ভিসার মাধ্যমে সেনজেনের অংশ নয় এমন দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন।

দেশগুলো হল-

*আলবেনিয়া
* বসনিয়া
* হার্জেগোভিনা
* উত্তর সাইপ্রাস (তুর্কি সাইপ্রাস)
* জর্জিয়া
* কসোভো
* মন্টিনিগ্রো
* উত্তর মেসিডোনিয়া
*রোমানিয়া
* সার্বিয়া
* তুরস্ক
* আফ্রিকা
* সাও টোমে এবং প্রিন্সেপ
*উত্তর আমেরিকা
* মেক্সিকো
*অ্যান্টিগুয়া ও বার্বুডা
*ক্যারিবিয়ান অঞ্চল

Address

37/A, Sahara Center(6th Floor), Bijoynagar, Kakrail, Dhaka-1000
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Advisor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share