MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler

MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler, Tour guide, South Kutubkhali Bazar, Dania, Dhaka.

MilkyWay Express is an online tour organizing platform from Bangladesh that always ready to organize amazing tour events and packages on different charming tourist spots at a reasonable cheapest cost over home and abroad

26/12/2024

Koh Yao Noi island 🏝️ Phuket Thailand

26/12/2024

Koh Yao Yai island 🏝️ Phuket Thailand

08/10/2024
ঢাকা কক্সবাজার ট্রেনের এসি কেবিন ২৬ মে থেকে দেশে প্রথমবারের বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করেছে কোরিয়ান এসি কেবিন কোচ সমূহ।...
10/06/2024

ঢাকা কক্সবাজার ট্রেনের এসি কেবিন

২৬ মে থেকে দেশে প্রথমবারের বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করেছে কোরিয়ান এসি কেবিন কোচ সমূহ। 😊

কক্সবাজার এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মহানগর গোধূলি/প্রভাতী এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এই ০৬ ট্রেনে যুক্ত হবে সমান ০৩টি করে মোট ১৮ টি কোরিয়ান এসি কেবিন কোচ।

এইসব এসি কেবিনের সিটপ্লান নিয়েই এই লেখা......

প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।

√ দিনের হিসেবে (এসি সিট) ০৪টা ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ (১-২-৩; ৪-৫-৬) (৭-৮-৯; ১০-১১-১২) (২২-২৩-২৪; ২৫-২৬-২৭) (২৮-২৯-৩০; ৩১-৩২-৩৩)
সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ ১৩-১৪-১৫; ১৬-১৭-১৮; ১৯-২০-২১।
এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

√ রাতে ভ্রমনের সময় (এসি বার্থ) ০৫টি সিঙ্গেল কেবিন এবং ০২টি ডাবল কেবিন থাকবে৷

সিঙ্গেল কেবিন গুলো হলোঃ (১-২) (৭-৮) (৯-১০) (১১-১২) (১৭-১৮)

ডাবল কেবিন গুলো হলোঃ (৩-৪-৫-৬) (১৩-১৪-১৫-১৬)

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭-১৮।

অনলাইনে সহজ ডট কম এর দেয়া সিটপ্লান দেখে কেউ বিভ্রান্ত হইয়েন না। 😊

কাপলদের সিঙ্গেল কেবিন- ডাবল কেবিন বিড়ম্বনা যে কতটা ভয়াবহ, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। 🤐

Copied from Cox's Bazar Express কক্সবাজার এক্সপ্রেস

01/05/2024

বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ৪২ দেশে যাওয়ার কাল্পনিক কাহিনির মূল রহস্য🤔

আসলেই কি একজন সাধারণ মানুষ চাইলেই এ ৪২ টা দেশে যেতে পারে? আসুন জেনে নেই বিনা ভিসায় ৪২ টা দেশের প্রকৃত সত্য। 🙂
কিছু মানুষ যারা জীবনে ভারত ছাড়া কোথাও যায় নাই। তারা সারাদিন এই পোস্ট শেয়ার করে বেড়ায় বিভিন্ন গ্রুপে। আর মানুষকে বিভিন্ন উপদেশ দিয়ে বেড়ায়। ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্টে ৪২ টা জেতে পারবেন ☺️ বিষয়টা কি আসলেই তাই? আসেন এর প্রকৃত হিসাব জানি।
উত্তর ও দক্ষিন আমেরিকার এবং ওশিনিয়াক কোন দেশে যেতে পারবে না কেউ। এইগুলা দেশে যেতে আপনাকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য র ট্রানজিট ভিসা নিতে হবে যার কোনটাই সাধারণ মানুষ পায় না।
এখানে আছে ১১ +৮+১ টা = ২০ টা দেশ শেষ।
আফ্রিকার গুলো যেগুলো আছে সেগুলা খুবই খারাপ অবস্থা। সেইগুলাতে কেউ যায় না। সেগুলা পর্যটনের জন্যও তেমন জনপ্রিয় না। এমনকি খুব বেশি নিরাপদও না। তাই ২০+১৬= ৩৬ নাই।
কম্বোডিয়া গেলে ডিটেলশন রুমে নিয়া ২/৪ ঘন্টা জেরা করবে। ভালো ট্রাভেল হিস্ট্রি আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে পরের ফ্লাইটে দেশে ব্যাক করবে। ভালো ব্যাকগ্রাউন্ড না থাকার কারনে ইমিগ্রেশনে হেনস্তা হবার নিউজ আমরা নিয়মিত দেখি। ৩৬+১= ৩৭ নাই ।
উপরের ৩৭ টার সাথে বাকি পূর্ব তিমুর । আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আর ভালো কোন কারন জব/ব্যবসা না থাকলে ঢাকা বিমানবন্দর ছাড়বে না। তাই ৩৭+১= ৩৮ টা দেশ নাই।
বাকী ৪ টা ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ। এ হচ্ছে প্রকৃত হিসাব।
জেনে নেওয়া যাক এসব দেশের নাম-
এশিয়া: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা: বলিভিয়া।
আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া।
ক্যারিবিয়ান অঞ্চল: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া অঞ্চল: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু এবং কিরিবাতি।
প্রকৃত সত্য আর হিসেব না জেনে সাংবাদিক ভাইয়ারা পোষ্ট না করাই ভালো🤔

Chapai Nawabganj, located in Bangladesh, is home to several historical and architectural gems, including the Choto Sona ...
11/12/2023

Chapai Nawabganj, located in Bangladesh, is home to several historical and architectural gems, including the Choto Sona Mosque, Tahkhana, and Khania Dighi Mosque.
Choto Sona Mosque:
Choto Sona Mosque, also known as the Small Golden Mosque, is a remarkable structure built during the reign of Sultan Hussain Shah in the early 16th century. The mosque stands out for its intricate terracotta ornamentation, depicting scenes from daily life, floral patterns, and geometric designs. Although it is not covered in gold, its name is derived from the golden hue of the terracotta tiles used in its construction. The mosque's single dome, minarets, and prayer hall contribute to its architectural elegance, making it a significant historical and cultural attraction.
Tahkhana:
Tahkhana, which translates to "hidden treasure" or "underground chamber," is another historical site in Chapai Nawabganj. This structure is believed to have served as a hiding place for valuable items during times of war or invasion. The Tahkhana reflects the strategic planning and architectural ingenuity of the past, offering a glimpse into the challenges and security measures of that era.
Khania Dighi Mosque:
The Khania Dighi Mosque is another noteworthy architectural gem in Chapai Nawabganj. This mosque is located near a large pond or dighi, known as Khania Dighi. The mosque's proximity to the water source adds to its historical significance. Like Choto Sona Mosque, Khania Dighi Mosque features intricate terracotta embellishments, showcasing a blend of Persian and Bengali artistic styles. The mosque, with its unique design and historical context, stands as a testament to the cultural and religious heritage of the region.
These three landmarks collectively contribute to the rich historical tapestry of Chapai Nawabganj, attracting visitors, historians, and enthusiasts keen on exploring the architectural and cultural legacy of Bangladesh. Preserving these sites is essential for maintaining a connection to the past and ensuring that future generations can appreciate the significance of these historical treasures.
বাংলাদেশে অবস্থিত চাঁপাই নবাবগঞ্জে ছোট সোনা মসজিদ, তাহখানা এবং খানিয়া দীঘি মসজিদ সহ বেশ কিছু ঐতিহাসিক ও স্থাপত্যের রত্ন রয়েছে।
ছোট সোনা মসজিদ:
ছোট সোনা মসজিদ, ছোট সোনার মসজিদ নামেও পরিচিত, এটি ১৬ শতকের প্রথম দিকে সুলতান হোসেন শাহের শাসনামলে নির্মিত একটি অসাধারণ স্থাপনা। মসজিদটি তার জটিল পোড়ামাটির অলঙ্করণের জন্য আলাদা, যা দৈনন্দিন জীবনের দৃশ্য, ফুলের নিদর্শন এবং জ্যামিতিক নকশা চিত্রিত করে। যদিও এটি সোনায় আবৃত নয়, তবে এটির নির্মাণে ব্যবহৃত পোড়ামাটির টাইলসের সোনালি রঙ থেকে এর নামটি এসেছে। মসজিদের একক গম্বুজ, মিনার এবং প্রার্থনা হল এটির স্থাপত্য এটিকে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণ করে তুলেছে।
তাহখানা:
চাঁপাই নবাবগঞ্জের আরেকটি ঐতিহাসিক স্থান তাহখানা, যার অনুবাদ "গোপন ধন" বা "ভূগর্ভস্থ চেম্বার"। এই কাঠামো যুদ্ধ বা আক্রমণের সময় মূল্যবান জিনিসপত্র লুকানোর জায়গা হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়। তাহখানা অতীতের কৌশলগত পরিকল্পনা এবং স্থাপত্য দক্ষতাকে প্রতিফলিত করে, সেই যুগের চ্যালেঞ্জ এবং নিরাপত্তা ব্যবস্থার একটি আভাস দেয়।
খনিয়া দীঘি মসজিদ:
চাঁপাই নবাবগঞ্জের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য রত্ন খনিয়া দীঘি মসজিদ। এই মসজিদটি একটি বড় পুকুর বা দীঘির কাছে অবস্থিত, যা খানিয়া দীঘি নামে পরিচিত। পানির উৎসের সাথে মসজিদের নৈকট্য এর ঐতিহাসিক গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। ছোট সোনা মসজিদের মতো, খানিয়া দীঘি মসজিদে জটিল পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা ফার্সি ও বাংলা শৈল্পিক শৈলীর সংমিশ্রণ প্রদর্শন করে। মসজিদ, তার অনন্য নকশা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সহ, এই অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে।
এই তিনটি ল্যান্ডমার্ক সম্মিলিতভাবে চাঁপাই নবাবগঞ্জের সমৃদ্ধ ঐতিহাসিক টেপেস্ট্রিতে অবদান রাখে, যা বাংলাদেশের স্থাপত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার অন্বেষণে আগ্রহী দর্শক, ইতিহাসবিদ এবং উত্সাহীদের আকর্ষণ করে। অতীতের সাথে সংযোগ বজায় রাখার জন্য এবং ভবিষ্যত প্রজন্ম এই ঐতিহাসিক ধনসম্পদগুলির তাৎপর্য উপলব্ধি করতে পারে তা নিশ্চিত করার জন্য এই সাইটগুলি সংরক্ষণ করা অপরিহার্য।

বুলেট ট্রেন ভ্রমন, ট্রেনের ভিতরের অবস্থা -Afrosiyob Train Uzbekistan. https://youtu.be/0E4xq63ahw8                      ...
25/04/2023

বুলেট ট্রেন ভ্রমন, ট্রেনের ভিতরের অবস্থা -Afrosiyob Train Uzbekistan. https://youtu.be/0E4xq63ahw8

►►...

13/04/2023

►► PLEASE SHARE THIS WITH YOUR FRIENDS ◄◄ ►►!! ATTENTION !! ◄◄ Please Don't click on This link! : https://bit.ly/WayFarerMamun YOU CAN CHECK OUT►► SUPPORT ...

30/03/2023

তাসখন্দের হিপ্পোড্রোম একটি বিখ্যাত বাজার যেখানে আপনি খুব সস্তা দামে প্রায় সব কিছু কিনতে পারবেন । টেক্সটাইল, কার...

21/03/2023

তাশকেন্ট থেকে বিশকেক ফ্লাইট-Tashkent to Bishkek flight

পরীদের সাথে ২০ লক্ষ ফুলের মেলায় সময় কাটালাম !!
28/02/2023

পরীদের সাথে ২০ লক্ষ ফুলের মেলায় সময় কাটালাম !!

প্রতি বছর তাসখন্দ আলিশার নাভোই ন্যাশনাল লাইব্রেরির চত্বরে ফুল উৎসবের আয়োজন করে। এই উৎসবের জন্য উজবেকিস্তানের .....

উজবেকস্তানে কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হয় !!
25/02/2023

উজবেকস্তানে কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হয় !!

১৯৯১ সালের ৩১ আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে এবং ১ সেপ্টেম্বরকে উজবেকিস্তান....

18/02/2023



Ecobozor – Modernized traditional Uzbek bazaar. An indoor, clean, comfortable, and nice place for grocery shopping.

17/02/2023



15/02/2023

terte

18/08/2022

ঢাকাসহ সারাদেশের অনেক হোটেল মালিকরা নিজেদের হোটেলকে ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল বলে দাবি করে থাকেন। অনেকে আবার ‘ফাইভ স্টার সমমানের সেবা’ শব্দটিও ব্যবহার করেন। এ নিয়ে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্তিতে পড়েন।
তাই জনসাধারণের জন্য সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেল
১. সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (১ নং মিন্টু রোড, ঢাকা-১০০)।
৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)।
৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন ঢাকা- প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা)।
৫. হোটেল সারিনা লিমিটেড (হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩)।
৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)।
৭. লা মেরিডিয়ান ঢাকা (৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)।
৮. রেনেসান্স হোটেলস (প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা)
৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার)।
১০. ওশান প্যারাডাইস লিমিটেড (প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার)।
১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার)।
১২. রেডিসন ব্লু বে ভিউ (এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম)।
১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার)।
১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার)।
১৫. মম ইন লিমিটেড (নওদাপাড়া রংপুর রোড, বগুড়া)।
১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০)।
১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)।

Address

South Kutubkhali Bazar, Dania
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MilkyWay Express -ছায়াপথ পরিবহন: The Extreme Traveler:

Videos

Share

Category