01/05/2024
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ৪২ দেশে যাওয়ার কাল্পনিক কাহিনির মূল রহস্য🤔
আসলেই কি একজন সাধারণ মানুষ চাইলেই এ ৪২ টা দেশে যেতে পারে? আসুন জেনে নেই বিনা ভিসায় ৪২ টা দেশের প্রকৃত সত্য। 🙂
কিছু মানুষ যারা জীবনে ভারত ছাড়া কোথাও যায় নাই। তারা সারাদিন এই পোস্ট শেয়ার করে বেড়ায় বিভিন্ন গ্রুপে। আর মানুষকে বিভিন্ন উপদেশ দিয়ে বেড়ায়। ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্টে ৪২ টা জেতে পারবেন ☺️ বিষয়টা কি আসলেই তাই? আসেন এর প্রকৃত হিসাব জানি।
উত্তর ও দক্ষিন আমেরিকার এবং ওশিনিয়াক কোন দেশে যেতে পারবে না কেউ। এইগুলা দেশে যেতে আপনাকে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য র ট্রানজিট ভিসা নিতে হবে যার কোনটাই সাধারণ মানুষ পায় না।
এখানে আছে ১১ +৮+১ টা = ২০ টা দেশ শেষ।
আফ্রিকার গুলো যেগুলো আছে সেগুলা খুবই খারাপ অবস্থা। সেইগুলাতে কেউ যায় না। সেগুলা পর্যটনের জন্যও তেমন জনপ্রিয় না। এমনকি খুব বেশি নিরাপদও না। তাই ২০+১৬= ৩৬ নাই।
কম্বোডিয়া গেলে ডিটেলশন রুমে নিয়া ২/৪ ঘন্টা জেরা করবে। ভালো ট্রাভেল হিস্ট্রি আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে পরের ফ্লাইটে দেশে ব্যাক করবে। ভালো ব্যাকগ্রাউন্ড না থাকার কারনে ইমিগ্রেশনে হেনস্তা হবার নিউজ আমরা নিয়মিত দেখি। ৩৬+১= ৩৭ নাই ।
উপরের ৩৭ টার সাথে বাকি পূর্ব তিমুর । আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আর ভালো কোন কারন জব/ব্যবসা না থাকলে ঢাকা বিমানবন্দর ছাড়বে না। তাই ৩৭+১= ৩৮ টা দেশ নাই।
বাকী ৪ টা ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ। এ হচ্ছে প্রকৃত হিসাব।
জেনে নেওয়া যাক এসব দেশের নাম-
এশিয়া: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা: বলিভিয়া।
আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া।
ক্যারিবিয়ান অঞ্চল: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়া অঞ্চল: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু এবং কিরিবাতি।
প্রকৃত সত্য আর হিসেব না জেনে সাংবাদিক ভাইয়ারা পোষ্ট না করাই ভালো🤔