Travel Tracker

Travel Tracker Tour Package
Air Ticket
Visa Process
Hotel Booking
Rent a car
Travel Related Everything in 1 Place TRAVEL TRACKER – Let’s Travel Differently!
(107)

With this simple moto we want to grow; grow bigger and better, by giving you different experiences of travelling. Let's take you into a new life!

💥 Thank you so much for taking the time to share your experience and write such a wonderful review!
11/12/2023

💥 Thank you so much for taking the time to share your experience and write such a wonderful review!

💥 ‘‘তুমিও ঘুরে দেখ কাশ্মীর! তুমিও ভেবে দেখো যাবে কি না আমার ‍সাথে?’’ কিন্তু ঘুরবেন কার সাথে? Travel Tracker এর সাথে অবশ্...
11/12/2023

💥 ‘‘তুমিও ঘুরে দেখ কাশ্মীর! তুমিও ভেবে দেখো যাবে কি না আমার ‍সাথে?’’ কিন্তু ঘুরবেন কার সাথে? Travel Tracker এর সাথে অবশ্যই।

আমরা আপনাকে সাশ্রয়ী মূল্যের প্যাকেজে দিচ্ছি শ্রীনগর, পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ ঘুরে দেখার আকর্ষনীয় সুযোগ।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

11/12/2023

Dhaka - Cox's Bazar
One way flight ✈️
Only 4449 tk
✅01976-449413✅

ব্যাপারটা আপনার চোখে কেমন?
11/12/2023

ব্যাপারটা আপনার চোখে কেমন?

💥 অসম্ভব সুন্দর শহর মালদ্বীপ ☺️মালে, মালদ্বীপ অসম্ভব সুন্দর না বললেই না। কিছুটা হেটে কিছুটা টেক্সি করে ঘুরবেন। একটুও খার...
11/12/2023

💥 অসম্ভব সুন্দর শহর মালদ্বীপ ☺️

মালে, মালদ্বীপ অসম্ভব সুন্দর না বললেই না। কিছুটা হেটে কিছুটা টেক্সি করে ঘুরবেন। একটুও খারাপ লাগবে না, বেশ সুন্দর। মালে শহরের মূল দেখার জায়গা হল-গ্রান্ড ফ্রাইডে মাসজিদ, মালে স্টেডিয়াম, সুনামি মনুমেন্ট, ফিস মার্কে, ফ্রুট মার্কেট, হুলুমালের (এয়ারপোর্টে) সাথে মালের সংযোগ ব্রিজ, এছাড়াও এই শহরের রাস্তাঘাট, লোকাল দোকানপাট। আছে বেশ কিছু সী সাইড খাবার দোকান।
মালে শহরে বেশি দেখবেন মালদিভিয়ান, চেন্নাই এবং অনেক বাংলাদেশী। বলা যায় আরেক বাংলাদেশ। মালদ্বীপের জনসংখ্যার তিন ভাগের এক ভাগ ই বাংলাদেশী।

যারা মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্যে শুভ কামনা। যদি কোনো আইল্যান্ডে না যান তবে হোক না শুধু মালে সিটি সফর।

১ ইউএসডি = ১৫ মালদ্বীপের রুপাইয়া। মালদ্বীপে ডলার রুপাইয়া দুটোই চলে। কিন্তু রুপাইয়া ব্যবহার করলে আপনি জিতবেন।

🔥 ধরুণঃ
আপনি যদি টেক্সি চড়লেন মালে শহরে, ভাড়া ৫৫ রুপাইয়া আসল। সেখানে যদি আপনি ডলার দিতে চান তবে ৪ ডলার ই দিতে হবে, ৩৫ সেন্ট/ ৫ রুপাইয়া বলে কিছু ফেরত পাবেন না। তাই লোকাল রুপাইয়া মালদ্বীপে ব্যবহার করার জন্য ভালো হবে।

রুপাইয়া মালদ্বীপ ছাড়া অন্য কোথাও এক্সচেঞ্জ করবার সুযোগ নেই। তাই আসার আগে ডলার করে নিবেন।

মালদ্বীপের সব কিছুই আমদানি করা। তাই দাম খানিক টা বেশি, কিছু ক্ষেত্রে দিগুন এর ও বেশি। তবে সামুদ্রিক খাবার সাধ্যর মধ্যেই।

আপনি কি খাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন! তার উপর খরচ নির্ভর করছে।

মালদ্বীপ ট্যুর এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 মরুভূমির ফিল ভিয়েতনামে 😲খুব কম মানুষই জানেন ভিয়েতনাম এও মরুভূমির ফিল পাওয়া সম্ভব। মুইনে তে যেতে হবে আপনাকে তার জন্য। ...
10/12/2023

💥 মরুভূমির ফিল ভিয়েতনামে 😲

খুব কম মানুষই জানেন ভিয়েতনাম এও মরুভূমির ফিল পাওয়া সম্ভব। মুইনে তে যেতে হবে আপনাকে তার জন্য। মুইনে হো চি মিন থেকে খুব বেশি দূরে না। ৬ ঘন্টা লাগে বাস এ যেতে। খুব ই আন্ডাররেটেড একটা জায়গা। আপনাদের মধ্যে এখনো যদি কেউ দুবাই / রাজস্থান এ মরুভূমির স্বাদ না পেয়ে থাকেন তাহলে ভিয়েতনাম ট্রিপ এ এই জায়গাটা মিস করাটা ভুল হবে।

🔥 কিভাবে যাবেনঃ

যেটা মাত্র বললাম হো চি মিন থেকে খুব বেশি দূরে না। ৬ ঘন্টা লাগে বাস এ যেতে। আর বাস ভাড়া ৬-৮ ডলার এর মতো পড়বে। তাই আপনি যদি ভিয়েতনাম এ হো চি মিন থেকে ঢুকেন তাহলে এই জায়গাটা মিস করবেন না। আর যদি আপনি হ্যানয় থেকে আসতে চান তাহলে একটু কষ্ট হবে। কারণ হ্যানয় থেকে বাস এ ৩০+ ঘন্টা লাগবে তাছাড়া আপনি হ্যানয় থেকে হই আন প্লেন এ আসতে পারেন তারপর হই আন ঘুরে শেষ করে ঐখান থেকে বাস এ আসতে পারেন এখানে। সময় লাগবে প্রায় ১২-১৪ ঘন্টা আনুমানিক। বাস ভাড়া প্রায় ২০ ডলার এর মতো পড়বে।

🔥 এখন আসি থাকা খাওয়াঃ

আপনি চাইলে পার্সোনাল রুম নিয়ে থাকতে পারবেন। খরচ পড়বে ১২-২০ ডলার প্রতিদিন। তাছাড়া আপনি যদি বাজেট ট্রাভেলের হন আর একা হন তাহলে ডর্ম এও থাকতে পারবেন, হোস্টেল আছে বেশ কয়েকটা। খরচ পড়বে ৫-৮ ডলার প্রতিদিন। খাওয়াদাওয়া ও সস্তা। কমের ভিতর খেতে চাইলে ১০ ডলার এর ভিতরে আরামসে ৩ বেলার খাবার হয়ে যাবে তও খুব ভালো মতো। এর থেকে কমেও সম্ভব। এমনকি ৫ ডলার এ ও।

🔥 এখন আসি ঘুরার জায়গা গুলোঃ

বেশ কিছু দেখার জায়গা আছে ঐখানে। কিন্তু সব থেকে দেখার মতো জায়গা হলো মরুভূমির মতো স্যান্ড ডিউন্স গুলো। আপনার আসলেই মনে হবে আপনি মরুভুমি তে আছেন তাও ভিয়েতনাম এ। আপনি নিজে গাড়ি ভাড়া করে যেতে চাইলে খরচ বেশি পর্বে কিন্তু আপনি নিজের মতো করে ঘুরতে পারবেন। খরচ পরবে প্রায় ২৫-৩০ এমনকি হয়তো ৪০ ডলার সারাদিনের জন্য গাড়ি বুক করলে (গাড়ি ভেদে) আপনারা যদি কয়েকজন থাকেন তাহলে আরামসে এই খরচ দিতে পারবেন আশা করি। কিন্তু ২-১ জন থাকলে আপনাদের উচিত হবে ডে ট্রিপ টা নেয়া। যেটার খরচ প্রায় ১০ ডলার এর মতো পার পার্সন। এতে যেটা হবে টাইম টা ওরা ধরে দিবে তাছাড়া আর সমস্যা নাই।

ভিয়েতনামের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যাচ্ছি ভিয়েতনামে। তাছাড়া এখন থেকে নিয়মিত থাকবে আমাদের ভিয়েতনাম ট্যুর। তাই আর দেরি না করে এখনি আপনার ভিয়েতনাম ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

🙄
10/12/2023

🙄

10/12/2023

আপনার চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট কোনটি?

💥 মেঘালয় হচ্ছে মেঘেদের বাড়ি☺️মেঘালয় ইংরেজী (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে অসম ...
10/12/2023

💥 মেঘালয় হচ্ছে মেঘেদের বাড়ি☺️

মেঘালয় ইংরেজী (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে অসম (আসাম) রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং।

মেঘালয় হচ্ছে মেঘেদের বাড়ি। কবিদের অনুপ্রেরনার ও চিত্রকরদের ক্যানভাস। বেড়ানোর জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা। ২১ জানুয়ারী ১৯৭২ সালে রাজ্য হিসাবে ঘোষনা হয়। মেঘালয় ছবির মত সুন্দর একটি রাজ্য, কালচার ও ঐতিহ্যে সমৃদ্ধ মেঘের সমাবেশ। জীবনের কিছু রঙ্গিন মুহুত্ব কাটানোর জন্য উপযুক্ত জায়গা। মেঘালয় সেভেন সিস্টার খ্যাত উত্তর পূর্ব অঞ্চলে অন্যতম একটি সুন্দর রাজ্য। মেঘালয় পাঁচটি প্রশাসনিক জেলায় ভাগ হয়েছে- জয়িন্তা পাহাড়, পূর্ব এবং পশ্চিম গারো পাহাড়, পূর্ব এবং পশ্চিম খাসি পাহাড়। শিলং ও চেরাপুঞ্জির প্রধান বৈশিষ্ট্য হল এখানে প্রচুর বৃষ্টি হয়। আর একারণেই বর্ষার সিজনই উপযুক্ত সময় মেঘালয়ে বেড়াতে যাওয়ার। তাই মে থেকে অক্টোবরই ভাল সময়।

মেঘালয়ের ইতিহাস এবং সংস্কৃতির অনেকটাই খাসিয়া কেন্দ্রিক এবং সমৃদ্ধ। ভারতের এই রাজ্যটিকে এক কথায় খাসিয়াদের আস্তানা বলা চলে যদিও সেখানে আরোও অনেক উপজাতিরা বাস করে।

চলছে মেঘালয়ের সিজন। ঝর্না, ল্যান্ডস্কেপ এবং মাথা ঠান্ডা করার এই অমায়িক জায়গায় যাওয়ার সময় এখনই।

যারা গ্রুপ এর সাথে ট্যুর পছন্দ করেন না, নিজের পরিবার নিয়ে আলাদা করে ঘুরতে চান তাদের জন্য থাকছে প্রাইভেট ট্যুর এর ব্যবস্থা।

যোগাযোগ করুন এখনি এবং সাজিয়ে নিন আপনার পছন্দের ট্যুর। ২, ৩, ৪, ৫ দিন অথবা যে কোন ডিউরেশন এর।

বুকিং এর যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 সাজেক ভ্যালির অবস্থান☺️সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রা...
10/12/2023

💥 সাজেক ভ্যালির অবস্থান☺️

সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৮০০ ফুট ও আয়তন ৭০২ বর্গমাইল। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।

সাজেকের এমন সৌন্দর্য উপভোগ করতে এখন থেকে প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি সাজেকে। যারা যেতে চান জন্য যোগাযোগ করুনঃ

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

#সাজেক #সাজেকভ্যালি

💥 জল-জঙ্গলের সুন্দরবনে❤️সুন্দরবন ভ্রমণের বড় একটা অংশ কেটে যায় নদী-খালেই। যারা মনে করেন, সুন্দরবন মানেই সারাদিন বন-বাদাড়ে...
10/12/2023

💥 জল-জঙ্গলের সুন্দরবনে❤️

সুন্দরবন ভ্রমণের বড় একটা অংশ কেটে যায় নদী-খালেই। যারা মনে করেন, সুন্দরবন মানেই সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানো; তাদের ধারণা অনেকটাই ভুল। জলপথ দিয়ে যখন আপনার সুন্দরবন যাত্রা শুরু হবে, তখন থেকে বেশিরভাগ সময় কাটবে পানিতে। পুরো সুন্দরবন জুড়ে প্রায় দু’শটির বেশি খাল মাকড়সার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট ছোট নৌকা দিয়ে যখন বনের ভেতরে প্রবেশ করবেন তখনই টের পাবেন সুন্দরবন কতটা সুন্দর! হিসেব করলে এটাও বেশ বড় ধরনের অ্যাডভেঞ্চার। তবে হ্যাঁ, মুখ বন্ধ রেখে মনের চোখগুলো খোলা রাখতে হবে। ‘এই বুঝি বাঘ এল’ এমনটাই মনে হবে তখন।

পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্টকে অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে গণ্য করা হয়। সুন্দরবনের প্রতিটি মুহূর্ত যেন রহস্য আর রোমাঞ্চে ঘেরা। এ বনের ছুটন্ত হরিণের পাল, গাছে ঝুলে থাকা বানর, জলে ওঁতপেতে থাকা কুমির, অবিরাম দুলতে থাকা শুকরের লেজ কিংবা বাঘমামার গর্জন জানিয়ে দেয়, সবেমাত্র অ্যাডভেঞ্চার শুরু, ওয়েলকাম টু দ্য জঙ্গল !

সুন্দরবনের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি হয়ে যান। আপনাদের সুন্দরবন ট্যুর কে আরো সহজ করার জন্য এখন থেকে নিয়মিত থাকবে আমাদের সুন্দরবন ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

#সুন্দরবন

💥 থাইল্যান্ড ভ্রমণ❤️থাইল্যান্ডের প্রতি আগ্রহ নেই এমন কোনও লোক খুঁজে পাওয়া দুষ্কর। বরাবরই এই দেশটি পর্যটন বান্ধব হিসেবে ...
10/12/2023

💥 থাইল্যান্ড ভ্রমণ❤️

থাইল্যান্ডের প্রতি আগ্রহ নেই এমন কোনও লোক খুঁজে পাওয়া দুষ্কর। বরাবরই এই দেশটি পর্যটন বান্ধব হিসেবে অধিক পরিচিতি। সাধারণত বাংলাদেশীরা সিঙ্গেল এন্ট্রি হিসেবে থাইল্যান্ডের ভিসা পেয়ে থাকে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই আপনি পাবেন রি এন্ট্রি ভিসা। হিসাব খুব সহজ - থাইল্যান্ড ভ্রমনে শেষে ইমিগ্রেশন এর আগে মাত্র ১০০০ বাথ মানে বাংলা টাকায় ৩৫০০ টাকা দিলেই পাচ্ছেন সিঙ্গেল এন্ট্রি - রি এন্ট্রি ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এয়ার টিকেট, কাস্টম ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এর জন্য ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 চিরহরিৎ অরণ্যের আস্তরণে - সিকিম সিকিম মানেই পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে যত উপরে উঠা। চিরহরিৎ অরণ্যের আস্তরণে পাহাড়, তাদ...
10/12/2023

💥 চিরহরিৎ অরণ্যের আস্তরণে - সিকিম

সিকিম মানেই পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে যত উপরে উঠা। চিরহরিৎ অরণ্যের আস্তরণে পাহাড়, তাদের গা বেয়ে নেমে এসেছে ছোট বড় অসংখ্য ঝোরার উজ্জ্বল রুপালি প্রবাহ। তাদের কেউ কেউ মাঝে মাঝে রাস্তার ধারে এসে হাজির। নীচে অসাধারণ উপত্যকার দৃশ্য। ক্ষণে ক্ষণে মেঘেদের জমাটি লুকোচুরি দেখতে দেখতে সর্পিল পাহাড়ি পথে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর হিমালয়ের হিমশীতলতা। কখন যে সে নদী তিস্তা ছেড়ে রানিখোলা হয়ে যাবে বোঝাও যাবেনা। সঙ্গে হাড় হিম করা ঠান্ডা বাতাস, মাঝে মাঝে দেখতে পাওয়া জলের স্রোত, এক স্বর্গীয় অনুভুতি।

আলপাইন সৌন্দর্যের জন্য একে প্রায়ই “পূর্বের সুইজারল্যান্ড” বলা হয়। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ।
গ্যাংটক তার বিচিত্র রূপের সমাহারে পর্যটকদের মুগ্ধ করে। প্রাসাদ, গুম্ফা, অর্কিড, কাঞ্চনজঙ্ঘার বাইরেও অনেক রূপের ঐশ্বর্য আছে তার নানান বাঁকে।

গ্যাংটক থেকে যেতে পারেন ছাঙ্গুর উদ্দেশ্যে কিমবা ওল্ড বাবা মন্দির। একই রাস্তায় তিনটি ঘোরার জায়গা ছাঙ্গু হ্রদ, নতুন বাবা মন্দির আর পুরানো বাবামন্দির বা বাবার বাঙ্কার। ছাঙ্গু লেকের স্থানীয় নাম সোমগো। যেতে পারেন লাচেন হয়ে গুরুডোংমার লেক। চাইলে যেতে পারেন ইয়ুমথাং। বলা হয় সিকিম পরিদর্শনের সেরা সময়‎: ‎মার্চ থেকে আগস্ট।

লোকাল সাইটসিয়িং এর মধ্যে আছে রুমটেক মনাস্ট্রি, টিবেটোলজি, চোর্তেন সৌধ, ফ্লাওয়ার শো, কটেজ ইন্ডাস্ট্রি, নামনাং ভিউ পয়েন্ট, তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক, গণেশ টক, জুওলজিকাল গার্ডেন, ইঞ্চে মনাস্ট্রি। সিকিমের হস্তশিল্প সংগ্রহে রাখার মত। ফারের টুপি, থাঙ্কা, কার্পেট, চা প্রভৃতি কেনার তালিকায় রাখা যায়।

এখন থেকে নিয়মিত গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর থাকবে সিকিমে। তাই আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 বৈদেশিক আয়ের অন্যতম মাধ্যম ট্যুরিজম নেপালেঃনৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল। হিমালয় কন্যা নেপাল। এই নেপালে রয়েছে ...
09/12/2023

💥 বৈদেশিক আয়ের অন্যতম মাধ্যম ট্যুরিজম নেপালেঃ

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল। হিমালয় কন্যা নেপাল। এই নেপালে রয়েছে অসংখ্য পর্বতমালা। প্রতি বছর অসংখ্য মানুষ এইখানে আসেন এইসব সৌন্দর্য উপভোগ করতে। বাংলাদেশি পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় নাম।

নেপাল ল্যান্ডলক ছোট দেশ হলেও এর বৈদেশিক আয়ের অন্যতম মাধ্যম ট্যুরিজম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক হিমালয় কন্যার টানে আর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে আসে নেপাল। সুউচ্চ পাহাড়ে ট্রেকিং, বাঞ্জি জাম্প, খরস্রোতা নদিতে র‍্যাফটিং, পোখারার ফেউয়া লেক এগুলো পর্যটকদের আকর্ষন করে। কিন্তু যাদের সময় কম, বা বাঞ্জি জাম্প দেয়ায় অনাগ্রহ আছে তাদের জন্য বেস্ট হল, কাঠমুন্ডু, ধুলিখেল ও নাগরকোট এলাকা।

নেপালে ভারতীয় সংস্কৃতি আমাদের মতোই জালের মতো বিছিয়ে গেছে। ওদের বিভিন্ন পিকনিক, পার্টিতে অহরহ হিন্দি গান সাথে নাচ দেখা যায়। নেপালি ভাষার পাশাপাশি ওরা হিন্দি বুঝে ও অনেকে বলে।

এখন থেকে নেপালে নিয়মিত থাকবে কাস্টম ট্যুর। যেকোন দিন সর্বনিম্ন ১ জন হলেও পাবেন কাস্টমাইজ প্যাকেজ।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

09/12/2023

কি আছে আপনার
২০২৪ এর bucket list এ?

💥 বাংলার প্রথম রাজধানী- সোনারগাঁও❤️পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শবর্তী নারায়ণগঞ্জ জেলার মোগরাপা...
09/12/2023

💥 বাংলার প্রথম রাজধানী- সোনারগাঁও❤️

পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শবর্তী নারায়ণগঞ্জ জেলার মোগরাপাড়া পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরে প্রায় ২.৫ কিলোমিটার অদূরে সোনারগাঁও থানার একটি নিকটতম নগরী। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক একটি পানাম নগর।

বাংলাদেশীদের কাছে “হারানো নগরী” হিসাবে সুপরিচিত। ১৫ শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠে এই নগরী। ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় ১০০ টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়।

পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনীক শ্রেনীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্য ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় ৫২ টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে ৩১ টি এবং দক্ষিণ দিকে ২১ টি ভবন আছে। এই ভবন গুলো কোনটি এক তলা, কোনটি আবার দুই বা তিন তলা বিশিষ্ট। ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়া সেগুলি এখন বেশ ঝুঁকিপূর্ণ তাই নির্দেশনা অমান্য করে কোন ভবনের উপরে উঠবেন না।

আপনার সোনারগাঁও ট্যুরকে সহজ করার জন্য এখন থেকে প্রতি সপ্তাহে থাকবে আমাদের সোনারগাঁও ট্যুর। যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

#সোনারগাঁও #পানাম সিটি #সোনারগাঁওজাদুঘর

💥 Thank you so much for taking the time to share your experience and write such a wonderful review!
09/12/2023

💥 Thank you so much for taking the time to share your experience and write such a wonderful review!

💥 ভূস্বর্গের কাশ্মীর ❤️ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উ...
09/12/2023

💥 ভূস্বর্গের কাশ্মীর ❤️

ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়।

কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানেই সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের। ২০২২ সালের মার্চ মাসে রেকর্ড গড়ে আপাতত পর্যটন শিল্পে বড়সর ঢেউ তুলেছে কাশ্মীর। কাশ্মীর পর্যটন বিভাগের কাছে পরিসংখ্যান অনুসারে, ১০ বছরের মধ্যে প্রথমবারের মত উপত্যকাটি মার্চ মাসে প্রায় ১.৮ লক্ষ পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, “২০২২ সালের মার্চ মাসে, ১,৭৯,৯৭০ জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। যা গত ১০ বছরের সর্বোচ্চ রেকর্ড। এটি একটি রেকর্ড সংখ্যা। এর থেকেও আরও সংখ্যা বৃদ্ধি আশা করা হচ্ছে।

কাশ্মীর ভ্রমণ অনেকটা স্বপ্নের মতন, একবার গিয়ে কারো মন ভরবে বলে আমি মনে করিনা। আরা ঠিক সে কারণেই প্রতি বছরেই এত এত মানুষ সেখানে ভীড় করেন।

দর্শনীয় স্থান গুলোর মধ্যে একদম প্রথমেই আছে – লিডার ভ্যালী, বাঙ্গুস উপত্যকা, ডাকসুম উপত্যকা, গুলমার্গ, বেতাব উপত্যকা, গুরেজ ভ্যালি, পঞ্চ উপত্যকা, ইউসমার্গ উপত্যকা, শ্রীনগর, পেহেলগাম, সোনামার্গ।

ভূস্বর্গে গেলে যে সব জায়গা সবাই দেখে সে সব তো দেখবেনই, এর সঙ্গে কয়েকটা অফবিট অভিজ্ঞতাও মিস করবেন না যা আপনার এই কাশ্মীর ট্যুর কে আরো স্মরণীয় করে রাখবে। হিমালয়ান চিজ , শিকারায় শপিং, ট্রাউট ফিশিং, সেভেন লেক ট্রেক এসব জিনিস ট্রাই করার চেষ্টা অবশ্যই করবেন।

জাম্বুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানকার জাফরান ও বিশেষ ভাবে বিখ্যাত। এছাড়া কেনাকাটার জন্য জম্বুর রঘুনাথ টেম্পল বেশ পরিচিত। সেখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাওয়া যায়। পেহেলগাম থেকে মেয়েদের নানা জুয়েলারি, ব্যাগ, কয়েন বক্স ও শো-পিস কিনতে পারা যাবে। আর কাশ্মীরে গেলে পাবেন নানা মশলার খোজ যা রন্ধন প্রেমীদের নিঃসন্দেহে কাজে লাগবে। তবে কাশ্মীরি শাল কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কেননা অনেক নকল শাল ও পাওয়া যায়।

কাশ্মীর গিয়ে নানা ধরনের তাজা ফলের স্বাধ নিতে ভুল করবেন না। এছারাও কাশ্মীরের মাটন বিরিয়ানি বিখ্যাত। এখানকার ওজওয়ান (নানা ধরনের খাবারে সমৃদ্ধ এক প্লেটার), কাশ্মীরি কাবাব, মাটন রোগান জোশ, ভেড়ার মাংস, পনির চামান, আলুর দম, টক বেগুন, নাদরু ইয়াখনি বিখ্যাত। আর রফিক ক্যাফেটেরিয়ার কাবাব আর কুলফির স্বাদ ও মুখে লেগে থাকার মতন।

প্রতিটি মৌসুমেই কাশ্মীর এক ভিন্ন ভিন্ন রূপের ডালা নিয়ে সামনে হাজির হয় তবে শীতকাল ,পূজোর সময় আর বসন্তকালে এর সৌন্দর্য হয় বর্ণনাতীত। আর সে কারণেই মনে হয় একে ভূস্বর্গ বলা হয়ে থাকে।

এখন থেকে নিয়মিত থাকবে গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 ভ্রমণ প্রেমীদের পছন্দের দার্জিলিং🏡 এই পোস্ট আপনার কাছে এমনি এমনি আসে নি। আপনি একজন ভ্রমনপ্রেমী। আপনি ঘুরতে পছন্দ করেন ...
08/12/2023

💥 ভ্রমণ প্রেমীদের পছন্দের দার্জিলিং🏡

এই পোস্ট আপনার কাছে এমনি এমনি আসে নি। আপনি একজন ভ্রমনপ্রেমী। আপনি ঘুরতে পছন্দ করেন কিংবা প্রায়ই ঘুরাঘুরি করেন। পাহাড় কিংবা সমুদ্র একটি আপনার খুব পছন্দ। কিন্তু খেয়াল করেছেন কি পাহাড় বা সমুদ্র আপনি যাই পছন্দ করেন না কেনো দার্জিলিং আপনি এমনি পছন্দ করেন।

জী, দার্জিলিং এইরকমই একটি জায়গা যা কিনা সমুদ্র, পাহাড়, মরুভূমি বা তুশারপ্রেমী সবাইকেই আকৃষ্ট করে। আর তাই আমাদের এবারের আয়োজন "যেমন খুশী তেমন দার্জিলিং ট্যুর"

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

Did you know?
08/12/2023

Did you know?

সময়ের বিবর্তন টাকার বিবর্তন!!! কত সুন্দরই না আমাদের দেশের বিভিন্ন টাকার নোট.কিন্তু বলতে কি পারবেন - কত সালে, কোন নোটটি ...
08/12/2023

সময়ের বিবর্তন টাকার বিবর্তন!!!
কত সুন্দরই না আমাদের দেশের বিভিন্ন টাকার নোট.

কিন্তু বলতে কি পারবেন - কত সালে, কোন নোটটি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়?

💥 থাইল্যান্ডের ভিসা নিশ্চিত করুন আমাদের মাধ্যমে❤️বিদেশ ভ্রমণ করতে চান, কিন্তু ভিসার জন্য এপ্লাই করলে ভিসা পাচ্ছেন না? অন...
08/12/2023

💥 থাইল্যান্ডের ভিসা নিশ্চিত করুন আমাদের মাধ্যমে❤️

বিদেশ ভ্রমণ করতে চান, কিন্তু ভিসার জন্য এপ্লাই করলে ভিসা পাচ্ছেন না? অনেকেই এই সমস্যাটার নিয়মিত সম্মুখীন হচ্ছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলা যদি আপনি নির্ভুল ডকুমেন্ট দিয়ে থাকেন, আর যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটি সাবমিট করবেন, তারা যদি সঠিকভাবে আপনার ফাইলটি ready করে, এম্বাসিতে সাবমিট করে তাহলে আপনার ভিসা হবে নিশ্চিত। অধিকাংশ মানুষের ভিসা না পাওয়ার প্রধান কারণ হল ভুল ডকুমেন্ট দিয়ে আবেদন করা।

তাই আমরা বরাবর ই বলি, "যে নির্ভুল ডকুমেন্ট দিয়ে যান আর ভিসা নিয়ে যান"।

Travel Tracker এর ভিসা প্রসেসিং এর কাজ চলছে নিয়মিত। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, তুরস্ক, কম্বোডিয়া ইত্যাদি যে কোন দেশের টুরিস্ট ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আর যদি আপনার ডকুমেন্ট ready থাকে তাহলে দেরি না করে ডকুমেন্ট গুলো নিয়ে, সরাসরি আমাদের ধানমন্ডির অফিসে চলে আসুন।

তাছাড়া এয়ার টিকেট, হোটেল বুকিং, কাস্টম ট্যুর, গ্রুপ ট্যুর এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন❤️ সেন্টমার্টিন বাংলাদেশের  কক্সবাজার  জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ...
08/12/2023

💥 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন❤️

সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।

সেন্টমার্টিনের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য, এখন থেকে নিয়মিত থাকবে আমাদের সেন্টমার্টিন ট্যুর। যারা যেতে চান এখনই বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

🏖 #সেন্টমার্টিন #ছেড়াদ্বীপ

💥 স্যান্ডউইচ এর মত চীন এবং ভারতের মাঝখানে অবস্থান করতে দেখা যায় নেপাল কেঃবিশ্ব মানচিত্রে নেপালকে অনেকটা স্যান্ডউইচের মত...
08/12/2023

💥 স্যান্ডউইচ এর মত চীন এবং ভারতের মাঝখানে অবস্থান করতে দেখা যায় নেপাল কেঃ

বিশ্ব মানচিত্রে নেপালকে অনেকটা স্যান্ডউইচের মতো চীন এবং ভারতের মাঝখানে অবস্থান করতে দেখা যায়। নেপাল এবং চীনের সীমান্তজুড়ে যেসব অঞ্চল রয়েছে সেসব জায়গায় পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতের আটটি অবস্থিত। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল আরো এক কারণে বেশ গুরুত্বপূর্ণ। নেপাল বেড়ানোর জন্য প্রধান দর্শনীয় জায়গা হচ্ছে কাঠমান্ডু, পোখারা, নাগরকোট, জমসম, চিতওয়ান ন্যাশনাল পার্ক সহ আরও অনেক জায়গা। মন্দির, রয়্যাল প্যালেস, মাউন্ট এভারেস্ট, হেলিকপ্টার রাইড, লেক, ফলস, মাউন্টেইন মিউজিয়াম, গুহা, প্যারাগ্লাইডিং, নৌকা ভ্রমন - এই সবকিছু মিলিয়েই ভ্রমনের জন্যে নেপাল অতুলনীয়। এই ফিল নিতেই আর কয়েকটা দিন পরেই নেপালের উদ্দ্যেশ্যে বের হচ্ছি আমরা!

তাছাড়া এখন থেকে নিয়মিত হবে গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর। যেকোন দিন সর্বনিম্ন ১ জন হলেও পাবেন কাস্টমাইজ প্যাকেজ।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 সুন্দর সাজেক☺️সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জে...
08/12/2023

💥 সুন্দর সাজেক☺️

সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৮০০ ফুট ও আয়তন ৭০২ বর্গমাইল। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।

সাজেকের এমন সৌন্দর্য উপভোগ করতে এখন থেকে প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি সাজেকে। যারা যেতে চান জন্য যোগাযোগ করুনঃ

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

#সাজেক #সাজেকভ্যালি

💥 বিলাসি মালদ্বীপ ট্যুরঃমালদ্বীপ ট্যুরের জন্য আপনার ঢাকা থেকে যাওয়া-আসা বাবদ ধরে রাখতে হবে আনুমানিক ৩৫ থেকে ৪৫ হাজার টা...
07/12/2023

💥 বিলাসি মালদ্বীপ ট্যুরঃ

মালদ্বীপ ট্যুরের জন্য আপনার ঢাকা থেকে যাওয়া-আসা বাবদ ধরে রাখতে হবে আনুমানিক ৩৫ থেকে ৪৫ হাজার টাকার প্লেন ভাড়া। এরপরের খরচটা আপনার নিজের উপর। আপনি যদি শহরের দিকে থাকেন তাহলে দৈনিক ৫-৬ হাজার টাকায় আপনার থাকা এবং খাওয়া হয়ে যাবে। অন্যদিকে আপনি যদি খরচ করতে চান তাহলে আপনি থাকতে পারেন বিচ/ ওয়াটার ভিলাতে। যেখানে বিচ ভিলা গুলোতে দৈনিক আপনার খরচ যাবে ৮০০০ - ২০০০০ টাকা। অন্যদিকে দ্বীপভেদে ওয়াটার ভিলাতে থাকার খরচ দৈনিক ৪০,০০০.০০ টাকা থেকে শুরু করে ১৫০,০০০.০০ টাকা পর্যন্ত হয়। এমনকি মালদ্বীপে আন্ডারওয়াটার ভিলাও আছে। যেখানে থাকতে দৈনিক আপনাকে গুনতে হবে ৪,৫০,০০০.০০ (৪ লাখ ৫০ হাজার) টাকা।

খাওয়াতে সাধারণত ৭০০ থেকে ১২০০ টাকাতে আপনি আরাম করে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার কখনো কোন কোন দ্বীপে এক বেলার খাবার এ ২০,০০০.০০ টাকাও আপনার কম মনে হতে পারে।

তবে সহজ ভাষায় বলতে গেলে মালদ্বীপ কম টাকায় ঘুরতে গেলে যেমন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকাতে ঘুরা যায়। আবার আবার ৪/৫ লাখ টাকাও অনায়াসেই ব্যয় হয়ে যায়। আপনাকে ঠিক করতে হবে আপনি কি রকম খরচ করে মালদ্বীপ ঘুরে আসতে চান।

💥 গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

Good news are coming….
07/12/2023

Good news are coming….

07/12/2023

ট্যুরে গিয়ে কি করতে সবথেকে বেশি ভালো লাগে?

💥 নো টেনশন - দার্জিলিং ট্যুরঃআপনাদের মধ্যে অনেকেই দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন কিন্তু বিভিন্ন কারনে যেতে পারছেন না❌- ক...
07/12/2023

💥 নো টেনশন - দার্জিলিং ট্যুরঃ

আপনাদের মধ্যে অনেকেই দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন কিন্তু বিভিন্ন কারনে যেতে পারছেন না❌- কিভাবে যাবেন, জানা নেই❌, খরচ এর আইডিয়া নেই❌, প্রোপার প্ল্যান করতে পারছেন না❌, নতুন জায়গা তাই ভয় পাচ্ছেন❌, গ্রুপের সাথে যেতে চান না❌, অফিসের প্রেসারে প্ল্যান সাজাতে পারছেন না❌, কোথায় থাকতে হবে জানা নেই❌, কোথায় ভালো খাবার পাওয়া যা্‌য়, জানা নেই❌, দালালের খপ্পরে পড়তে চাচ্ছেন না❌, নিজের পরিবার নিয়ে যাবেন তাই বিশ্বাসযোগ্য কোনো এজেন্সি খুঁজছেন, গতানুগতিক ট্যুরে যেতে চান না❌নিজের মত কাস্টম দার্জিলিং ট্যুর করতে চান !!!

উপরের কোনো একটি ঘটনা যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি 💯ভাগ ঠিক জায়গায় এসেছেন✅।

আমরা ২০১৭ সাল থেকে দার্জিলিং এ ট্যুর অপারেট করি✅। ভালো মানের সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের গেস্টদের কাছে বিশ্বস্ত একটি নাম✅। একবারে ৫০০ টাকার হোটেল থেকে ৩০০০০ টাকার রুম নিয়ে আমরা কাজ করি। দার্জিলিং এর অলি গলি আমাদের চেনা✅। কোথায় ভালো খাবার পাওয়া যায়✅, কোথায় ঘুরে আমরা বাংলাদেশীরা বেশী মজা পাই✅, কোন কোন স্পটে একদম না গেলেই না✅, কোন গাড়িতে কম টাকায় ঘুরা যায়✅, কিভাবে ঘুরলে আরামদায়ক ট্যুর হয়, কোথায় হালাল খাবার পাওয়া যায়✅, কোন হোটেলের রুম ভালো✅, নাইট লাইফ কোথায় বেশি সুন্দর✅ ইত্যাদি সবই আমাদের জানা✅ !!!

এই সব অভিজ্ঞতা নিয়ে আমরা সাজাই এক একটি দার্জিলিং ট্যুর, যাতে আপনি থাকেন ঝামেলা মুক্ত। তাই নিজের দার্জিলিং ট্যুরকে স্মরণীয় করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

07/12/2023

27 DEC 2023
SIKKIM Premium tour - Tk.22999/head
Anyone Interested?

💥 ডিসেম্বর মাসকে আপনার কাছে আলাদাভাবে সুন্দর মাস মনে হয় না?ডিসেম্বর আসলেই সুন্দর। একটা শীত শীত উৎসব থাকে। শিক্ষার্থী যার...
07/12/2023

💥 ডিসেম্বর মাসকে আপনার কাছে আলাদাভাবে সুন্দর মাস মনে হয় না?

ডিসেম্বর আসলেই সুন্দর। একটা শীত শীত উৎসব থাকে। শিক্ষার্থী যারা আছে, পরীক্ষা শেষে ছুটি কাটায়। ১৬ ই ডিসেম্বর, ২৫ ই ডিসেম্বর এইসব দিনগুলো উপলক্ষে চাকুরিজীবী যারা আছেন তারাও মোটামুটি বেশ ভালো একটা সময় কাটাতে পারেন। তাই বিশেষভাবেই বলা যায়, ডিসেম্বর হচ্ছে ভ্রমণের মাস।

এই মাসের ভ্রমণ হিসেবে আমাদের সাথে ঘুরে দেখতে পারেন সুন্দরবন। কারন ডিসেম্বর মাসের ১৫-১৬ তারিখের টানা ছুটিতে আমরা যাচ্ছি সুন্দরবন।

সুন্দরবন ট্যুর মানেই ভরপুর রিলাক্স, আরাম আভিজাত্যের সাথে মুখরোচক খাবার। তাই এই ছুটিতে পরিবার, বন্ধুবান্ধব কিংবা অফিস কলিগদের নিয়ে ঘুরে আসতে পারেন রয়েল বেঙ্গল টাইগারের ঘাটি সুন্দরবন থেকে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

#সুন্দরবন

💥 মেঘালয়ের ঝর্ণা সমূহ ❤️Waterfalls In Meghalaya: মেঘালয়ের অপরূপ সৌন্দর্য্য লুকিয়ে আছে এর ঝর্ণা গুলোর মধ্যে যা আপনার চোখ...
07/12/2023

💥 মেঘালয়ের ঝর্ণা সমূহ ❤️

Waterfalls In Meghalaya: মেঘালয়ের অপরূপ সৌন্দর্য্য লুকিয়ে আছে এর ঝর্ণা গুলোর মধ্যে যা আপনার চোখ এবং মন দুটোকেই শান্ত আর মুগ্ধ করবে। কিছু ঝর্ণার নাম নিচে দেওয়া হলঃ

🔥 সেভেন সিস্টার ঝর্ণা:
ভারতের এই অন্যতম উচ্চতর জলপ্রপাত খাসি পাহাড়ের কাছে অবস্থিত। ১০৩৩ ফুট উচ্চ এই জলপ্রপাতের দৃশ্যকে দেখার আদর্শ সময় হল জুলাই থেকে সেপ্টেম্বর।

🔥 এলিফ্যান্ট ঝর্ণা:
জলের পাদদেশে থাকা হাতি আকৃতির বিশাল পাথরের জন্য ব্রিটিশরা নাম দিয়েছিল এলিফ্যান্ট। মেঘালয়ের শিলং-এর কাছে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতকে স্থানীয়রা বলে 'কা কশাইদ লাই পাতেং খোহসিউ', যার অর্থ হল তিন ধাপের জলপ্রপাত।

🔥 নোহকালিকাই ঝর্ণা:
চেরাপুঞ্জির কাছে অবস্থিত মেঘালয়ের এই অন্যতম সুন্দর জলপ্রপাত। নোহকালিকাই জলপ্রপাত থেকে তৈরি হওয়া গভীর জলাশয়ের জল গ্রীষ্মকালে থাকে সবুজ এবং শীতকালে হয় নীল।

🔥 লাংশিয়াং ঝর্ণা:
নংস্টোইনের কাছে সাংরিয়াং এর ঘন সবুজ জঙ্গলের কাছে অবস্থিত এই জলপ্রপাত পশ্চিম খাসি পাহাড় থেকে কাইন্সি নদী পড়ে গঠিত হয়েছে। লাংশিয়াং জলপ্রপাতের এই মনোরম দৃশ্যকে উপভোগ করা যায় মাওপন গ্রাম থেকে।

🔥 মাওফলাং ঝর্ণা:
মাওফলাং সেক্রেড ফরেস্টের কাছে অবস্থিত মেঘালয়ের এই নির্মল জলপ্রপাত। মাওসিনরাম-শিলং রাস্তা দিয়ে প্রায় ২৫ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই মনোরম জলপ্রপাত। আবার অরণ্যযুক্ত এই রাস্তায় রয়েছে ট্রেকিং করারও সুযোগ।

চলছে মেঘালয়ের সিজন। ঝর্না, ল্যান্ডস্কেপ এবং মাথা ঠান্ডা করার এই অমায়িক জায়গায় যাওয়ার সময় এখনই।

যারা গ্রুপ এর সাথে ট্যুর পছন্দ করেন না, নিজের পরিবার নিয়ে আলাদা করে ঘুরতে চান তাদের জন্য থাকছে প্রাইভেট ট্যুর এর ব্যবস্থা।

যোগাযোগ করুন এখনি এবং সাজিয়ে নিন আপনার পছন্দের ট্যুর। ২, ৩, ৪, ৫ দিন অথবা যে কোন ডিউরেশন এর।

বুকিং এর যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 সিকিম এর সৌন্দর্য ❤️❤️পাহাড়ের প্রকৃতি, চোখধাঁধানো তুষারশৃঙ্গ, নজরকাড়া নদী ও ঝর্না, মনোমুগ্ধকর সরোবর,গভীর অরণ্য,নানারক...
07/12/2023

💥 সিকিম এর সৌন্দর্য ❤️❤️

পাহাড়ের প্রকৃতি, চোখধাঁধানো তুষারশৃঙ্গ, নজরকাড়া নদী ও ঝর্না, মনোমুগ্ধকর সরোবর,গভীর অরণ্য,নানারকমের পাখি ও জন্তু-জানোয়ার,দৃষ্টিনন্দন অর্কিড-ক্যাকটাস-ফুল দেখা যাবে সিকিম ভ্রমণে। বরফে মোড়া এই জণপদটি ভ্রমণ পিপাসুদের অনেক পছন্দের। সাত হাজার বর্গ কিলোমিটার আয়তনের সিকিমের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ। সিকিম ভারতীয় রাজ্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম এই চার জেলার সমন্বয়ে গঠিত সিকিম চমৎকার পাহাড়ি ঝর্ণা, গভীর উপত্যকা, ঔষধি গাছের বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিপূর্ণ। আলপাইন চারণভূমি, পাহাড়, হিমবাহ ও হাজারো বুনো ফুলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের মতো উপশহরের প্রতিটি স্থান পর্যটকদের মুগ্ধ করে। আর পুর্ব সিকিমের অপার সৌন্দর্যের ধারক সাঙ্গু লেক এই শহরের আরেক বিশেষ আকর্ষণ।

এখন থেকে নিয়মিত গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর থাকবে সিকিমে। তাই আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

💥 বহুরূপী কাশ্মীর ❤️পৃথিবীর স্বর্গ খ্যাত বলতে একটি জনপ্রিয় জায়গা আছে.... হ্যাঁ আমি আমি কাশ্মীরের কথা বলছি -  কাশ্মীর স...
06/12/2023

💥 বহুরূপী কাশ্মীর ❤️

পৃথিবীর স্বর্গ খ্যাত বলতে একটি জনপ্রিয় জায়গা আছে.... হ্যাঁ আমি আমি কাশ্মীরের কথা বলছি - কাশ্মীর সম্পর্কে এই কথা বললে মনে হয় ১৪ আনা নয় বরং ১৬ আনা কথাই সত্যি হবে। বাংলাদেশী অনেকের এই জায়গায় বেড়ানোর স্বপ্ন আজ নতুন কিছু নয়, সে গ্রুপ ট্যুর হোক বা হানিমুন ট্যুর। এত সুন্দর শ্বেত শুভ্র তুষার, সাথে টিউলিপ গার্ডেন, ডাল লেকের সৌন্দর্য বাংলাদেশী ভ্রমণ পাগলাদের কাছে একটি জনপ্রিয় নাম। এক কাশ্মীরের দুই সিজনে দুই রূপ দেখতে পাবেন।

তবে এটাও সত্যি যে, কাশ্মীরের যে কোন সিজনের রূপ'ই আপনার জীবনের সেরা দিনগুলোর একটি হবে।

আপনার দিনটাকে স্মরণীয় করে রাখতে এখন থেকে কাশ্মীরে নিয়মিত থাকবে আমাদের গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টম ট্যুর। যারা যেতে চান এখনি যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

06/12/2023

Which airport gave
you the WORST 😡experience?

💥 ছেড়াদ্বীপ সৌন্দর্য❤️আপনি যদি শুধু সেন্টমার্টিনের অপরুপ সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়ে থাকেন তবে বলবো, মুগ্ধ হওয়া এখনও বাকি ...
06/12/2023

💥 ছেড়াদ্বীপ সৌন্দর্য❤️

আপনি যদি শুধু সেন্টমার্টিনের অপরুপ সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়ে থাকেন তবে বলবো, মুগ্ধ হওয়া এখনও বাকি আপনার। অধিকাংশ ট্যুরিস্ট একদিনেই সেন্টমার্টিন ঘুরে চলে আসেন। কেয়ারিগুলোতে গিয়ে পৌছাতেই ১২ টা বাজে। ফিরতে হয় সাড়ে ৩ টার দিকে। এতে সেন্টমার্টিনের সৌন্দর্যের কিছুই দেখা হয় না।ফিরে এসে বলা যায় গিয়েছিলাম সেন্টমার্টিন এটুকুই।

সুতরাং, কমসে কম দু দিন থাকার প্ল্যান করে তারপর যান। আপনার হাতে সময় না থাকলে ভালো, কক্সবাজারেই ঘোরার অনেক যায়গা আছে। সেখানে সময় কাটান। তবে সেন্টমার্টিন গেলে অবশ্যই রাত থাকবেন। যেদিন যাবেন সে দিনটা ওখানে পুরোটা সময় কাটিয়ে পরদিন ভোরে চলে যেতে পারবেন ছেড়া দ্বীপ। বোটে ২৫০/৩০০ (পিক সিজনে) নিবে যাওয়া-আসা দিয়ে। দেড় থেকে দুই ঘন্টা কাটিয়ে ওই বোটেই ফিরে আসবেন। ভাটার সময় সেন্টমার্টিন থেকে সাইকেলে করেও চলে যাওয়া যায়।

ছেড়াদ্বীপ গেলেই বুঝতে পারবেন বাকি কোন সৌন্দর্য্যের কথা বলেছি প্রথমে। ছেড়াদ্বীপ সেন্টমার্টিন থেকে অনেক বেশি সুন্দর। চারিদিকে শুধু নীল জলরাশি আর প্রবাল পাথরের মাঝে নিজেকে আবিষ্কার করবেন।

সেন্টমার্টিনের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য, এখন থেকে নিয়মিত থাকবে আমাদের সেন্টমার্টিন ট্যুর। মজার ব্যাপার হচ্ছে এখন থেকে আমাদের সকল সেন্টমার্টিন ট্যুর হবে মাথা নষ্ট সব রিসোর্টে। যারা যেতে চান এখনই বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

বুকিং এর জন্য যোগাযোগঃ
wa.me/01976449413
wa.me/01511449413
wa.me/01972449413

📷 Corporate Tour Madina Group

🏖 #সেন্টমার্টিন #ছেড়াদ্বীপ

Ghost Apples -It's an unusual phenomenon where freezing rain coats rotting apples before they fall, then when the apple ...
06/12/2023

Ghost Apples -
It's an unusual phenomenon where freezing rain coats rotting apples before they fall, then when the apple turns mushy it eventually slips out and leaves the icy shell still hanging on the tree.

Address

BVCL Tower, Level/4, House/101, Road/32, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 12:00 - 19:30
Tuesday 12:00 - 19:30
Wednesday 12:00 - 19:30
Thursday 12:00 - 19:30
Saturday 12:00 - 19:30
Sunday 12:00 - 19:30

Telephone

+8801976449413

Alerts

Be the first to know and let us send you an email when Travel Tracker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Tracker:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All