20/04/2022
দীর্ঘ ২ বছর পরে বাই রোডে চালু হয়েছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য প্রথমেই আপনাকে অনলাইনে ভিসা ফরম পূরণ করতে হবে (লিংকঃ https://indianvisa-bangladesh.nic.in/visa/)। নিজের কম্পিউটার ইন্টারনেট থাকলে নিজেই আবেদন করুন। দোকান থেকে করলে নিজে পাশে বসে থেকে আবেদন করুন, আবেদন ফরমে কোন ভুল করা যাবে না। দোকানে এরকম আবেদন করতে ২০০/- নিবে প্রতি পাসপোর্ট। অনলাইনে আবেদন শেষে আবেদনের কপি প্রিন্ট করে নিন, অনলাইনেই ফি পরিশোধ করুন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ ইত্যাদি অনেক গুলো মাধ্যমে ভিসা আবেদন ফি জমা দেয়া যাবে (ফি জমা দেয়ার লিংকঃ https://payment.ivacbd.com/)। ভিসা ফি জমার কপি প্রিন্ট করে নিন।
এবার দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
২। অনলাইন এপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি (ফরমে আঠা দিয়ে ছবি লাগিয়ে দিতে হবে, ছবি স্ট্যপল করা যাবে না)
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) /১৫০ ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ভিসা ফি প্রদানের কপি
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন। ঢাকায় ভিসা ফি জমা দিতে খুব ভোরে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে চলে যাবেন। ভিসা সেন্টার খোলে সকাল ৯.০০ টায়, কিন্তু রাত ৩.০০ টা থেকে মানুষ লাইনে দাঁড়ায়। দুপুর ১.০০ টার পরে আর কোন ভিসা আবেদন জমা নিবে না। প্রতিদিন হাজার খানেক লোক লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা দিতে পারেন না।
দেখে নিন আপনি বাই রোডে কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।
Payment.ivacbd.com takes online payment of indian visa application. You can use your bank cards, mobile banking, online wallet to pay your indian visa application fees