বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশে ভ্রমণ সম্পর্কিত সব তথ্যের ?
(2)

12/07/2023

ভারতের ভিসা আবেদনে আইভ্যাকের নতুন নোটিশ:

আমাদের ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, আমরা ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছি:

(১) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা ১০ই জুলাই ২০২৩ পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময় বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন তাদেরকে আগামী ২০ই জুলাই ২০২৩ এরমধ্যে অতিসত্তর আইভ্যাক এ ভিসা আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিপ্ট ভিসা আবেদন এর সাথে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
(৫) আবেদনকারী যে এপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাক এ আসতে হবে।

ভারতের ভিসা আবেদনে এখন শুরুতেই পাসপোর্ট জমা দিতে হবে না
12/07/2023

ভারতের ভিসা আবেদনে এখন শুরুতেই পাসপোর্ট জমা দিতে হবে না

ঢাকা-কোলকাতা আর ঢাকা-নিউজলপাইগুড়ি রেলের নতুন ভাড়া
03/07/2023

ঢাকা-কোলকাতা আর ঢাকা-নিউজলপাইগুড়ি রেলের নতুন ভাড়া

23/05/2023

BBQ Momo

রাঙামাটিতে ফুল বিজু
12/04/2023

রাঙামাটিতে ফুল বিজু

দীর্ঘ ২ বছর পরে বাই রোডে চালু হয়েছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য প্রথমেই আপনাকে অনলাইনে ভিসা ফরম পূ...
20/04/2022

দীর্ঘ ২ বছর পরে বাই রোডে চালু হয়েছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য প্রথমেই আপনাকে অনলাইনে ভিসা ফরম পূরণ করতে হবে (লিংকঃ https://indianvisa-bangladesh.nic.in/visa/)। নিজের কম্পিউটার ইন্টারনেট থাকলে নিজেই আবেদন করুন। দোকান থেকে করলে নিজে পাশে বসে থেকে আবেদন করুন, আবেদন ফরমে কোন ভুল করা যাবে না। দোকানে এরকম আবেদন করতে ২০০/- নিবে প্রতি পাসপোর্ট। অনলাইনে আবেদন শেষে আবেদনের কপি প্রিন্ট করে নিন, অনলাইনেই ফি পরিশোধ করুন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ ইত্যাদি অনেক গুলো মাধ্যমে ভিসা আবেদন ফি জমা দেয়া যাবে (ফি জমা দেয়ার লিংকঃ https://payment.ivacbd.com/)। ভিসা ফি জমার কপি প্রিন্ট করে নিন।
এবার দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
২। অনলাইন এপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি (ফরমে আঠা দিয়ে ছবি লাগিয়ে দিতে হবে, ছবি স্ট্যপল করা যাবে না)
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) /১৫০ ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ভিসা ফি প্রদানের কপি
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন। ঢাকায় ভিসা ফি জমা দিতে খুব ভোরে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে চলে যাবেন। ভিসা সেন্টার খোলে সকাল ৯.০০ টায়, কিন্তু রাত ৩.০০ টা থেকে মানুষ লাইনে দাঁড়ায়। দুপুর ১.০০ টার পরে আর কোন ভিসা আবেদন জমা নিবে না। প্রতিদিন হাজার খানেক লোক লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা দিতে পারেন না।
দেখে নিন আপনি বাই রোডে কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

Payment.ivacbd.com takes online payment of indian visa application. You can use your bank cards, mobile banking, online wallet to pay your indian visa application fees

11/04/2022

চকবাজার সেই মসলাদার মোঘলাই খাবারের ঐতিহ্য বহন করে আসছে বছরের পর বছর। রমজান মাসে বিক্রেতাদের দম ফেলার সময় থাকে না.....

11/04/2022

সয়া, ছানা, পনির রান্না খেতে চাইলে আপনার গন্তব্য হতে পারে জগন্নাথ ভোজনালয়এখানে যা যা পাবেন-ছানার রসা, সয়াবিন রসা, ফু....

23/03/2022

ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ খরচ নিয়ে চিন্তিত? ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ অল্প খরচে সেরে আসুন। খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) - নিউ জলপাইগুড়ি (ভারত) এর মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চালু হচ্ছে। আর এই ট্রেনে করেই আপনি ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং ঘুরে আসতে পারেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ মাস পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিকে ঢাকা-কলকাতা ট্রেন চলবে। তবে সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সপ্তাহে চারদিন চলাচল করবে ট্রেনটি। নিউজলপাইগুড়ি (ভারত) থেকে মিতালী এক্সপ্রেস ছাড়বে প্রতি রবিবার ও বুধবার। অন্যদিকে ক্যান্টনমেন্ট ( বাংলাদেশ) থেকে ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার।
মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়াও হলদিবাড়ি ও চিলহাটি স্টেশন ধরবে।
মালামাল বহনের সম্ভাব্য খরচ
৫ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে : সর্বোচ্চ ২০ কেজি ওজনের মালামাল বিনামূল্যে বহন করা যাবে। ২০ কেজির ওপরে কিন্তু ৩৫ কেজির নিচে ওজন হলে প্রতি কেজিতে ২ ডলারের সমপরিমাণ টাকা এবং ৩৫ কেজির উপরে ওজন হলে প্রতি কেজিতে ১০ ডলারের সমপরিমাণ টাকা অতিরিক্ত যুক্ত হবে।
প্রাপ্ত বয়সের যাত্রীর ক্ষেত্রে : সর্বোচ্চ ৩৫ কেজি ওজনের মালামাল বিনামূল্যে বহন করা যাবে। এর বেশি ওজনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত হারে অতিরিক্ত খরচ যুক্ত হবে।
সম্ভাব্য টিকেট প্রাপ্তির স্থান
১। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা
২। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম
৩। কলকাতা টার্মিনাল স্টেশন, কলকাতা
৪। ফেয়ারলীপ্লেস রেলওয়ে বিল্ডিং, কলকাতা
ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের ভাড়া
এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা
উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০% ভাড়া প্রযোজ্য হবে।

21/03/2022

Address

Green Road
Dhaka
1205

Telephone

008801711873718

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ভ্রমণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category