05/12/2022
যারা কলকাতা ট্যুরে যেতে চাচ্ছেন পোস্টটা তাদের জন্য।
কিছু অভিজ্ঞতা শেয়ার করি
১. ডিরেক্ট বাস নাকি ভেঙ্গে যাবেন?
- প্রথমবার আর বাজেট ইস্যু না হলে ডিরেক্ট বাস ভালো অপশন। ডিরেক্ট বাস গ্রিন লাইন, শ্যামলী আর রয়েল কোচের। ভুলেও শ্যামলী না। সার্ভিস অত্যন্ত খারাপ। বেনাপোল থেকে লোকাল যাত্রী নিবে সিট ফাকা থাকলে। ভাড়া ২০০০ টাকা ঢাকা থেকে আর ১৬০০ রুপি কলকাতা থেকে।
২. থাকবেন কোথায়?
- মারকুইস স্ট্রিটের আশেপাশে মুসলিম হোটেল আছে বেশ কয়েকটা। নামার পর অসংখ্য দালাল আপনাকে ধরবে। বাজেট বেশি হলে DK, Pushpok, hotel Afsha আর বাজেট কম হলে প্লাজার ভিতরে সম্রাট অথবা ডিউক,অথবা কলিং লেইনে - সিদরা গেষ্ট হাউজ। ২ জন ১২০০ রুপি, ৩ জন ১৪০০ আর ৪ জন ১৬০০-১৮০০ টাকা। ভুলেও দালালের হাতে পরে ৮০০ টাকার রুম নিয়েন না।
৩. খাবেন কোথায়?
- খালেক এন্ড সন্স একটা হোটেল পাবেন মারকুইস স্ট্রিটের শেষ দিকে। বাজেটের মধ্যে বেস্ট। দাওয়াত, কাস্তুরি ওভাররেটেড, অথবা চিটাগং হোটেল, ঢাকা মেজবান কলিং লেইন
৪. ঘুরবেন কোথায়?
- ভিক্টোরিয়া ম্যামরিয়াল, ন্যাশনাল মিউজিয়াম, তারামন্ডল, সেন্ট পলস ক্যাথেড্রাল। এগুলা সব পাশাপাশি জায়গায়।
এরপর মেট্রো দিয়ে দমদম, গার্ডেন সিটি, হাওড়া ঘুরে আসেন রাতে।
কলকাতা গেলে মুর্শিদাবাদ মাস্ট গো প্লেইস। সেখানে মোঘল আমলের নিদর্শন গুলা হাজারদুয়ারী, কাঠগোলা বাগানবাড়ি, সিমেট্রি, জগৎশেঠের বাড়ি, মতিঝিল প্রাসাদ দেখে আসেন। কলকাতা স্টেশন থেকে ৬ঃ৫০ এ হাজারদুয়ারী এক্সপ্রেসে করে চলে যাবেন। ভাড়া ১১৫ রুপি শোভন আর স্টেন্ডিং ৪৫ রুপি। ব্যাক করতে পারেন লালগোলা এক্সপ্রেসে ৩ঃ১০ এ অথবা ৫ঃ১৬ তে সেইম হাজারদুয়ারী এক্সপ্রেসে।
৪. কার্ড নাকি হুন্ডি?
- IFIC কার্ড বেস্ট। ৮০+ রেট পাবেন। হুন্ডি ৭৫-৭৭ টাকা অথবা ইসলামি ব্যাংক থেকে ডলার এন্ডোস।
৫. ট্যাক্সি নাকি উবার?
- উবার বেস্ট। হাটার অভ্যাস থাকলে আরো ভালো। শর্ট ডিস্টেন্সে হাটবেন।
৬. ২০ কেজির বেশি লাগেজ হলে সমস্যা কিনা?
- ২ টার বেশি লাগেজ না। ট্রেনে হলে ঝামেলা করবেই। বেনাপোলে লাগেজ বেশি হলে হয়তো ধরবে। টাকা থাকলে সব হবে.
"সংগৃহীত"