Let's Camp

Let's Camp Let's Camp - Outdoor activities, Cycle Riding, Tour planing and executing and many more. Every step We Promote Tourism and Adventure Activities in Bangladesh .

Page Rules:
As we notice that there are a number of members continuously posting various types of articles and events in this page/group and our honorable valuable members are suggesting us to impose rules & regulations for the page/group, the core committee of Let's Camp has decided to follow the following rules strictly.

# Dear member, we are suggesting you to read these very carefully.

1. An

y thing related to other than tourism (adventure or pleasure) can not be placed on the page/group wall.

2. Post related to commercial tourism is strictly prohibited

3. Posting of Photos which may resume contradictory utterance will be subjected to immediate removal. In this case everyone have to get permission from the person who appears in the picture.

4. Any advertisement, web link related to advertisement, jokes with no connection to tourism will be subjected to clear removal.

5. Facebook IDs which are responsible for the above mentioned rules will be subjected to 'BAN' without any prior notice/warning. These rules are effective from 00 hour 10 December 2015. Moderators of the page/group are requested to fulfill this work immediately. These rules are a matter of continuous change. The members are requested to suggest rules for Let's Camp page/group. The core committee will cordially welcome your suggestion. With regards,
Let's Camp Team.

05/12/2022

যারা কলকাতা ট্যুরে যেতে চাচ্ছেন পোস্টটা তাদের জন্য।

কিছু অভিজ্ঞতা শেয়ার করি

১. ডিরেক্ট বাস নাকি ভেঙ্গে যাবেন?
- প্রথমবার আর বাজেট ইস্যু না হলে ডিরেক্ট বাস ভালো অপশন। ডিরেক্ট বাস গ্রিন লাইন, শ্যামলী আর রয়েল কোচের। ভুলেও শ্যামলী না। সার্ভিস অত্যন্ত খারাপ। বেনাপোল থেকে লোকাল যাত্রী নিবে সিট ফাকা থাকলে। ভাড়া ২০০০ টাকা ঢাকা থেকে আর ১৬০০ রুপি কলকাতা থেকে।

২. থাকবেন কোথায়?
- মারকুইস স্ট্রিটের আশেপাশে মুসলিম হোটেল আছে বেশ কয়েকটা। নামার পর অসংখ্য দালাল আপনাকে ধরবে। বাজেট বেশি হলে DK, Pushpok, hotel Afsha আর বাজেট কম হলে প্লাজার ভিতরে সম্রাট অথবা ডিউক,অথবা কলিং লেইনে - সিদরা গেষ্ট হাউজ। ২ জন ১২০০ রুপি, ৩ জন ১৪০০ আর ৪ জন ১৬০০-১৮০০ টাকা। ভুলেও দালালের হাতে পরে ৮০০ টাকার রুম নিয়েন না।

৩. খাবেন কোথায়?
- খালেক এন্ড সন্স একটা হোটেল পাবেন মারকুইস স্ট্রিটের শেষ দিকে। বাজেটের মধ্যে বেস্ট। দাওয়াত, কাস্তুরি ওভাররেটেড, অথবা চিটাগং হোটেল, ঢাকা মেজবান কলিং লেইন

৪. ঘুরবেন কোথায়?
- ভিক্টোরিয়া ম্যামরিয়াল, ন্যাশনাল মিউজিয়াম, তারামন্ডল, সেন্ট পলস ক্যাথেড্রাল। এগুলা সব পাশাপাশি জায়গায়।
এরপর মেট্রো দিয়ে দমদম, গার্ডেন সিটি, হাওড়া ঘুরে আসেন রাতে।

কলকাতা গেলে মুর্শিদাবাদ মাস্ট গো প্লেইস। সেখানে মোঘল আমলের নিদর্শন গুলা হাজারদুয়ারী, কাঠগোলা বাগানবাড়ি, সিমেট্রি, জগৎশেঠের বাড়ি, মতিঝিল প্রাসাদ দেখে আসেন। কলকাতা স্টেশন থেকে ৬ঃ৫০ এ হাজারদুয়ারী এক্সপ্রেসে করে চলে যাবেন। ভাড়া ১১৫ রুপি শোভন আর স্টেন্ডিং ৪৫ রুপি। ব্যাক করতে পারেন লালগোলা এক্সপ্রেসে ৩ঃ১০ এ অথবা ৫ঃ১৬ তে সেইম হাজারদুয়ারী এক্সপ্রেসে।

৪. কার্ড নাকি হুন্ডি?
- IFIC কার্ড বেস্ট। ৮০+ রেট পাবেন। হুন্ডি ৭৫-৭৭ টাকা অথবা ইসলামি ব্যাংক থেকে ডলার এন্ডোস।

৫. ট্যাক্সি নাকি উবার?
- উবার বেস্ট। হাটার অভ্যাস থাকলে আরো ভালো। শর্ট ডিস্টেন্সে হাটবেন।

৬. ২০ কেজির বেশি লাগেজ হলে সমস্যা কিনা?
- ২ টার বেশি লাগেজ না। ট্রেনে হলে ঝামেলা করবেই। বেনাপোলে লাগেজ বেশি হলে হয়তো ধরবে। টাকা থাকলে সব হবে.
"সংগৃহীত"

Please like and share my page
01/10/2022

Please like and share my page

02/07/2022

ভারতীয় অভ্যন্তরীণ ট্রেনের E-ticket ক্রয় ও রিফান্ড সংক্রান্ত নিয়মাবলী-

১. দূরপাল্লার রুটে সকল ট্রেনেই স্লিপার ক্লাস হয়। SL মানে হচ্ছে NON-AC, 3AC মানে হচ্ছে একদিকে তিনটা - অন্যদিকে তিনটা সর্বমোট ছয়টা AC স্লিপার সিট থাকবে। 2AC এক্ষেত্রে দুটি করে সর্বমোট চারটি AC সিট থাকবে। 3AC হচ্ছে এসির সর্বশেষ ক্যাটাগরি। কেবিন সাধারণত ফার্স্ট ক্লাসে হয় মানে 1AC যার ভাড়া 4000-5500 Rs পর্যন্ত হয়ে থাকে।

২. ভারতীয় ট্রেনের নিয়ম -

** Superfast train রাজধানী, দুরন্ত, শতাব্দি এই সকল ধরনের ট্রেনের ক্ষেত্রে যাত্রার সময় যতো কাছে চলে আসবে ভাড়ার পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে যায়, অনেকটা বিমানের টিকিটের মতো। Superfast train অন্যান্য সাধারণ ট্রেনগুলো থেকে ভিন্ন।

*General Quota টিকিট সবাই নিতে পারে। Foreign quota টিকিট ভারতীয় নাগরিক ছাড়া সবাই নিতে পারে, এটার ভাড়া General থেকে একটু বেশি।
Tatkal quota টিকিট যাত্রার ১ দিন আগে পাওয়া যায়, এটার ভাড়া General থেকে একটু বেশি।

৩. Station counter ticket থেকে E-ticket এর দাম একটু বেশি হয়, তাই অযথা না বুঝে তুলনা করবেন না। E-ticket PDF ইমেইলে দেওয়া হবে, প্রিন্ট করে নিলেই হবে স্টেশনে গিয়ে নতুন ভাবে টিকিট নেবার প্রয়োজন নেই(ভারতীয় ট্রেনে PDF প্রিন্ট করার কোনো বাধ্যবাধকতা নেই, শুধু E-ticket স্ক্রিনশট এবং পাসপোর্ট দেখালেই হলো)

৪. টিকিটের Base fare Rupe(Rs) এর সাথে Convenience fee, payment gateway commission, our ticketing fee যোগ করে এরপর বাংলাদেশি টাকায় সম্পূর্ণ দাম নির্ধারণ করা হবে। টিকিট সরাসরি ক্রয় করতে হয় payment hold করার সিস্টেম ভারতীয় ট্রেনের নেই। Ticket confirmation এর পরে পেমেন্ট দিতে পারবেন ।

৫. যেদিন বাংলাদেশি টাকায় মূল্য বলা হবে, সেদিনের কারেন্সি রেট অনুযায়ী বলা হয়ে থাকে। কারেন্সি রেট RBI, axis bank, HDFC এর অনুসরণ করা হয়। আপনি গুগোল রেটে হিসাব করলে হবে না এই রেটে কোন আন্তর্জাতিক লেনদেন হয় না।

৬. যাত্রার ৭২ ঘন্টা পূর্বে ক্যানসেল করলে Base fare থেকে ক্যান্সলেশন চার্জ কাটার পর অবশিষ্ট রুপি উক্ত দিনের কারেন্সি রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় ফেরত পাবেন। রিফান্ড এর টাকা আমাদের কাছে আসার পরে আপনাকে ফেরত দেওয়া হবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে দশ থেকে পনের দিন হতে পারে।

বি:দ্র: একটি বড় গ্রুপ তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে, তাই কেউ চাইবে না নিজের রেপুটেশন নষ্ট করতে। অতএব আপনার ভ্রান্ত , উদ্ভট চিন্তা পরিহার করুন ।

12/05/2022

এবার ঈদের ছুটিতে অনেকেই ইন্ডিয়া ঘুরতে যাচ্ছেন। কারো #পাসপোর্ট যদি ভুলবশত হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন জেনে নিন?

যেভাবে পাসপোর্ট হারিয়ে যাবার পরেও এক্সিট পার্মিট নিয়ে দেশে আসা যায় সেই পদ্ধতি সম্পর্কে আসুন জানি। অনেকের কাজে লাগতে পারে।

প্রথমেই বলে নেই, যাই করেন না কেন, পাসপোর্ট টা হারাইয়েন না। সতর্কতার সাথে যত্নে রাখবেন। এইটা অনেক বড় একটা মানসিক অশান্তি।

যাইহোক,
পাসপোর্ট দিল্লিতে হারিয়ে ছিল। কিন্তু কলকাতা এসে এক্সিট পার্মিট নিয়ে দেশে আসার একটি ঘটনা শেয়ার করি, এবং সেটা ২০১৮ সালে।

অন্য প্রদেশের ওদের সিস্টেম আলাদা হতেও পারে আমি বলতে পারিনা।

সাজেশন ইন্ডিয়াঃ
ইন্ডিয়া এন্ট্রি নেয়ার পরপরই যতো তাড়াতাড়ি সম্ভব পুরো পাসপোর্ট এর ফটোকপি করে নিবেন। এইটা সবার জন্য। ভিসা, বাংলাদেশ থেকে ডিপার্চার, ইন্ডিয়া তে এন্ট্রি সিল সহো অন্যান্য ভিসা থাকলে সেটাও, পুরো পাসপোর্ট ফটোকপি করে নিবেন। এইগুলা থাকার কারনে আমি খুভ সহজে এবং দ্রুত ট্রাভেল পাস এবং এক্সিট পারমিট পেয়েছিলাম।

ধাপঃ
১. প্রথমেই নিকটস্থ থানায় পাসপোর্ট কপি দিয়ে জিডি করবেন। (আমার দিল্লিতে হারালেও আমি কলকাতা নিউমার্কেট থানায় করি, ওখানে হারিয়ছে বলে)
সাজেশনঃ ঘুষ চাইতে পারে, দেয়ার কোন দর্কার নেই।

২. যেই বর্ডার দিয়ে ইন্ডিয়া ঢুকেছেন, সেই বর্ডারে গিয়ে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসা লাগে। যে আপনি আসলেই এই বর্ডার দিয়ে ঢুকেছেন। ফ্লাইটে গেলে টিকিট এর কপি দিলেই হবে। বর্ডারে যাওয়া লাগেনা।

৩. সেই জিডি কপি এবং বর্ডার ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ দূতাবাসে যাবেন। সেখানে একটা ফর্ম আছে সেটা পুরন করে আবার জমা দিবেন। সকালের মধ্যে দিলে, যেদিন জমা দিবেন আশাকরি সেইদিনই একটা ট্রাভেল পাস দিবে আপনাকে। যেটা টেপম্পরারি পাসপোর্ট এর কাজ করে।

৪. আপনি যে হোটেলে থাকেন সেই হোটেল থেকে একটা সি ফর্ম নিবেন। হোটেলে বললেই আপনাকে দিয়ে দিবে।

৫. এইবার সব ডকুমেন্ট নিয়ে অনলাইনে FRRO তে আবেদন করবেন। আপনি নিজে না পারলেও কলকাতা যেখানে FRRO অফিস আছে সেখানে অনেক সাইবার ক্যাফে আছে যারা অনলাইনে আবেদন করে দিবে। আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে সব আপ্লোড দিবে। (জিডি কপি, পাসপোর্ট কপি, ভিসা কপি, এন্ট্রি কপি, দূতাবাস থেকে যে ট্রাভেল পাস দিবে সেটা, সি ফর্ম, বর্ডারের ক্লিয়ারিফিকেশন, নাইলে এয়ার টিকিট যদি এয়ারে যান, এবং কবে ইন্ডিয়া থেকে বের হতে চান তার একটি তারিখ। মনে রাখবেন, কিছু দিতে ভুলবেন না, নাইলে আবার নতুন করে আবেদন করতে হবে।

৬. আবেদন পরে FRRO থেকে আপনাকে ডাকবে ইন্টারভিউ এর জন্য। সেটা ২-৫ দিনও সময় লাগতে পারে।

৭. ইন্টারভিউ এর দিন আবার সব ডুকুমেন্ট সাথে নিয়ে যাবেন। তারা সব চেক করবে। ঠিক থাকলে একটা এক্সিট পার্মিট দিবে। সেটা দিয়েই দেশে আসবেন।

বলে রাখি, সরকারি কাজ, ধৈর্য হারা হবেন না। ওদের ছুটি অনেক থাকে। তাই টোটাল প্রসেসে ৮/১০/১২ দিন ও লাগতে পারে। আবার ৪/৫দিনেও হতে পারে।
#সংগ্রাহীত

20/04/2022

ভারতের ভিসার পোর্ট কোনটি নির্বাচন করবেন। ডিফল্ট পোস্ট কোনটা থাকে। বাই রোড, বাই এয়ার, বাই ট্রেন, ভিসা। কোন পোর্ট থা.....

Address

Dhaka
1216

Telephone

+8801711084586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Camp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Camp:

Share

Category

Our Story

Promote Tourism and Adventure Activities in Bangladesh . Page Rules: As we notice that there are a number of members continuously posting various types of articles and events in this page/group and our honorable valuable members are suggesting us to impose rules & regulations for the page/group, the core committee of Let's Camp has decided to follow the following rules strictly. # Dear member, we are suggesting you to read these very carefully. 1. Any thing related to other than tourism (adventure or pleasure) can not be placed on the page/group wall. 2. Post related to commercial tourism is strictly prohibited 3. Posting of Photos which may resume contradictory utterance will be subjected to immediate removal. In this case everyone have to get permission from the person who appears in the picture. 4. Any advertisement, web link related to advertisement, jokes with no connection to tourism will be subjected to clear removal. 5. Facebook IDs which are responsible for the above mentioned rules will be subjected to 'BAN' without any prior notice/warning. These rules are effective from 00 hour 10 December 2015. Moderators of the page/group are requested to fulfill this work immediately. These rules are a matter of continuous change. The members are requested to suggest rules for Let's Camp page/group. The core committee will cordially welcome your suggestion. With regards, Let's Camp Team.