Tabriz Trip & Travels

Tabriz Trip & Travels Travel & Explore The World

04/10/2024
তেতুলিয়া থেকে।। কার্শিয়াং এর  অপরুপ রাতের সৌন্দর্য
02/10/2024

তেতুলিয়া থেকে।। কার্শিয়াং এর অপরুপ রাতের সৌন্দর্য

*নেপাল ভিসা : অন এরাইভাল ও স্টিকার ভিসা প্রসেসিং*সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল (Nepal) তার হিমালয়ের অপার সৌন্দর্য নিয...
25/09/2024

*নেপাল ভিসা : অন এরাইভাল ও স্টিকার ভিসা প্রসেসিং*

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল (Nepal) তার হিমালয়ের অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে পর্যটকদের জন্য সহস্র বছর ধরে। আনন্দের বিষয় হলো নেপাল ভ্রমণ যেমন চোখের জন্য স্বস্তিদায়ক তেমনি পকেটের জন্য সাশ্রয়ী বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য। বিদেশ ভ্রমণের সময় এবং খরচ সাপেক্ষ একটি দিক হলো গমনরত দেশটির ভিসা প্রসেসিং (Visa Processing)। এদিক দিয়ে নেপাল সার্কের অন্যান্য দেশগুলোর নাগরিকদের জন্য রেখেছে ঝামেলাহীন কিছু সুবিধা। বাংলাদেশ থেকে বিমানে নেপাল ভ্রমণে অন এরাইভাল ভিসা সুবিধা চালু আছে। আর বাই রোডে ইন্ডিয়া হয়ে গেলে স্টিকার ভিসা নিয়ে নেপালে যেতে হবে।

অন এরাইভাল ভিসা
নেপালে ভ্রমণ করতে হলে পাচ্ছে অন এরাইভাল ভিসার (On Arrival Visa) সুবিধা। অর্থাৎ দেশটিতে যাবার আগে নিজ দেশে থাকা অবস্থায় কোন প্রকার এম্বাসির দরজায় দৌড়োদৌড়ি , কাগজ পত্রের ঝামেলা, ছবি তোলা এ সমস্ত কিছুই করার প্রয়োজন নেই। অন্য অনেক দেশেই এই সুবিধা আছে কিন্তু এক্ষেত্রে এয়ারপোর্টে নেমে আন্তর্জাতিক মূল্যে দিতে হয় ভিসা ফি। নেপাল সার্ক এর নাগরিকদের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত থাকার জন্য দিচ্ছে বিনা ভিসা ফিতে সেখানে থাকবার সুযোগ।

অনেকেই আছেন যারা মনে করেন নিজে নিজে ভিসা প্রসেসিং এর কাজ করাটা অনেক কঠিন বা এই জন্য সাথে করে অনেক অনেক কাগজপত্র নিয়ে ঘুরতে হবে বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হবে। যেহেতু নেপাল শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের এই সুবিধা দিচ্ছে তাই সেখানে লম্বা অপেক্ষার লাইনে দাঁড়াবার প্রয়োজন নেই এবং প্লেন থেকে নামার পর অন এরাইভাল ভিসা পেয়ে ইমিগ্রেশন পার হতে সর্বোচ্চ পনের মিনিট লাগবে যদি আগে থেকেই আপনার ধারণা থাকে কি কি করতে হবে। নিচে নেপালের অন এরাইভাল ভিসা প্রসেস করবার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। অন এরাইভাল ভিসা পাবার জন্য সাথে কিছু জিনিস আগে থেকে নিয়ে যেতে হবে।

রিটার্ন টিকেট
এক কপি পাসপোর্ট সাইজ ছবি
আগে থেকে পূরণ করে নিয়ে যেতে পারেন

ইমিগ্রেশন কার্ড
ভিসা আবেদন পত্র (এই লিঙ্ক https://bit.ly/2Iy87QB এ ভিসার আবেদন পত্রটি পাবেন)
আগে থেকে ফরম পূরণ করে নিতে না পারলেও সমস্যা হবেনা, সেই ক্ষেত্রে আপনার ফ্লাইটের সময়ই ইমিগ্রেশন কার্ড ও ভিসার আবেদনপত্র দিবে আপনাকে।

আপনি যদি কোন প্রকার কাগজ পত্র সাথে নেবার ঝামেলায় না যেতে চান এবং আপনার পাসপোর্ট যদি মেশিন রিডেবল হয় তাহলে ভিসা প্রসেস করা আপনার জন্য আরও সহজ। প্লেন থেকে নেমে নেপাল ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার সহযাত্রীদের হাতে অসংখ্য কাগজ দেখে ঘাবড়ে যাবেন না। দিন দিন অন এরাইভাল ভিসা পদ্ধতি সহজ করবার জন্য এয়ারপোর্টে মেশিন রিডেবল পাসপোর্টধারীদের জন্য মেশিনেই অন এরাইভাল ভিসা ফর্ম ফিলাপের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে দেশ থেকে রওনা হবার আগে নেপালের যে কোন পর্যটন এলাকার একটি হোটেলের ঠিকানা নিয়ে যান। মেশিনে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ফ্লাইট নাম্বার, গন্তব্য এর ঠিকানা, রিটার্ন ফ্লাইট যদি চায় সে সমস্ত তথ্য দিয়ে , মেশিনে লাগানো স্ক্যানারে আপনার পাসপোর্ট স্ক্যান করে নিবেন এবং মেশিনের ক্যামেরায় আপনার ছবি উঠিয়ে নিবেন। এ ক্ষেত্রে কোন সমস্যার মুখোমুখি হলে আশেপাশে এয়ারপোর্ট কর্মীরা থাকে বিনা মূল্যে সাহায্য করবার জন্য। সমস্ত তথ্য মেশিনে দেবার পর মেশিন থেকে একটি স্লিপ বের হয়। সেটি এবং পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়ালেই আর অন্য কোন ঝামেলা নেই।

এক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন – আপনি ঠিক ভিসার লাইনে দাঁড়াচ্ছেন কিনা। ফ্রি ভিসার বোর্ড দেখে সেই লাইনে দাঁড়াতে হবে। ইমিগ্রেশন লাইনে সাধারণত কিছুই জানতে বা দেখতে চায় না। তবে আপনি যদি আগে থেকে হোটেল বুক করে যান তবে বুকিং এর কাগজপত্র এবং আপনার পেশা অনুযায়ী এন ও সি লেটার বা ট্রেড লাইসেন্স (ইংরেজি ট্রান্সলেট ও বাংলাটার ফটোকপি) এবং ভিসিটিং কার্ড সাথে রাখা ভাল। এবং বিনা ভিসা ফি ছাড়া এই ভ্রমণ শুধুমাত্র বছরে একবারের জন্য প্রযোজ্য।

দূতাবাস থেকে স্টিকার ভিসা
যারা দেশ থেকেই ভিসা প্রসেসিং এর ঝামেলা শেষ করে ভ্রমণ করতে চান অথবা বাই রোডে ইন্ডিয়া হয়ে নেপাল ভ্রমণ করতে চান তাদের জন্য নেপাল দূতাবাস স্বল্প সময়ে পাসপোর্টে স্টিকার ভিসা (Sticker Visa) প্রদান করে থাকে। এক্ষেত্রে সুবিধা হলো পিক সিজনে ভ্রমণের সময় অন এরাইভাল ভিসা নেবার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় যা এড়ানো সম্ভব হয় দূতাবাস থেকে ভিসা নিয়ে গেলে।

ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনের জাতিসংঘ রোডে নেপাল দূতাবাস অবস্থিত। সেখানকার গেটে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আবেদন পত্র বিনামূল্যে পাওয়া যায়। এছাড়া আগের লিংক থেকে ডাউনলোড করে ফরম পূরণ করে নিয়ে যেতে পারেন। পূরণকৃত ফর্মের সাথে সাথে মূল পাসপোর্ট ও তার এক কপি ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি লাগবে। প্রয়োজনে নেপাল যাওয়া আসার কনফার্ম বিমান টিকেটের ফটোকপি লাগতে পারে।

রবিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের কাজের দিঙ্গুলোর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনপত্র গ্রহন করে থাকে দূতাবাস এবং সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই ভিসা প্রদান করে। পাসপোর্ট গ্রহন করতে হয় বিকাল ৩টা থেকে ৩টা ৪৫। ভিসা ফি অন এরাইভাল ভিসার মতোই ফ্রি কিন্তু বছরে দ্বিতীয়বার ভ্রমণের ক্ষেত্রে আগের উল্লেখিত মূল্য প্রযোজ্য হবে। নেপাল দূতাবাস ভিসা প্রদানের ক্ষেত্রে ফোনে কোনোরকম ইন্টারভিউ নেয় না এমনকি কোন জিজ্ঞাসা থাকলে তার সেবা ফোনে প্রদান করেনা। এক্ষেত্রে আবেদনকারীকে স্বশরীরে হেল্প ডেস্কে উপস্থিত থাকতে হয়।

আরও পড়ুন : নেপাল ভ্রমণ গাইড

নেপাল ভিসা ফি
বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশ গুলোর জন্যে প্রতি বছর প্রথম ভিসার জন্যে কোন ভিসা ফি লাগবেনা। তবে একই বছরে দ্বিতীয় ভিসার জন্যে ভিসা ফি লাগবে। এক বছরে দ্বিতীয়বার ভ্রমণের ক্ষেত্রে ভিসা ফি –

১৫ দিনের মাল্টিপল ভিসার জন্য ৩২১০ টাকা
৩০ দিনের মাল্টিপল এন্ট্রির জন্য ৫৩৫০ টাকা এবং
৯০ দিনের মাল্টিপল এন্ট্রির জন্য ১৩৩৭৫ টাকা ।
নেপাল এম্বাসি ও প্রয়োজনীয় লিংক
Embassy of Nepal,
United Nations Road, Road No. 2
Baridhara Diplomatic Enclave
Dhaka – 1212, Bangladesh.

ইমেইল : [email protected], [email protected]
ওয়েবসাইট : https://bd.nepalembassy.gov.np
ভিসা ফর্ম : https://bit.ly/2Iy87QB
ভিসা সংক্রান্ত তথ্য : https://bd.nepalembassy.gov.np/visa/

নেপালের অন এরাইভাল বা দূতাবাস থেকে স্টিকার ভিসা দুটোই অন্যান্য দেশের তুলনায় পাওয়া সহজ। তাই সময় এবং সুযোগ অনুযায়ী মন মতো সিদ্ধান্ত নিয়ে ঘুরতে বেড়িয়ে আসুন নেপাল।

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়াআমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ ক...
31/07/2024

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়া

আমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সম্পন্ন করতে হয়। নিচে এই প্রক্রিয়া বিস্তারিতভাবে দেওয়া হলো:

১. ভিসার ধরন নির্ধারণ:
আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন। B1 ভিসা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং B2 ভিসা পর্যটন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন পরিদর্শন, চিকিৎসা ইত্যাদির জন্য দেওয়া হয়।

২. DS-160 ফর্ম পূরণ:
অনলাইনে DS-160 ফর্ম পূরণ করতে হবে। এটি আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার জন্য স্ট্যান্ডার্ড আবেদন ফর্ম।
- [DS-160 ফর্ম পূরণ
- ফর্ম পূরণের সময় আপনার ছবি আপলোড করতে হবে, যা নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে।

৩. আবেদন ফি পরিশোধ:
ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে, যা প্রায় ১৮৫ ডলার।

৪. ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ:
ফি পরিশোধের পর আপনাকে ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে হবে।

৫. প্রয়োজনীয় ডকুমেন্টস:
সাক্ষাৎকারের জন্য নীচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখুন:
- পাসপোর্ট (যা ভ্রমণের পর কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ থাকতে হবে)
- DS-160 কনফার্মেশন পৃষ্ঠা
- ভিসা আবেদন ফি প্রদানের রসিদ
- সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পৃষ্ঠা
- পাসপোর্ট সাইজ ছবি (যদি অনলাইনে আপলোড করা ছবি গ্রহণ না হয়)
- ভ্রমণের উদ্দেশ্যের বিবরণ
- অর্থনৈতিক স্থিতি এবং সম্পর্কের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র ইত্যাদি)
- ভ্রমণের সময়সূচী এবং পরিকল্পনার প্রমাণ

৬. সাক্ষাৎকারের দিন:
নির্ধারিত দিনে ইউএস দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হোন। সাক্ষাৎকারে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হবে:
- ভ্রমণের উদ্দেশ্য
- আর্থিক সামর্থ্য
- আমেরিকায় থাকার সময়ের পরিকল্পনা
- নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা

৭. ভিসা অনুমোদন:
সাক্ষাৎকারে সফল হলে, আপনার পাসপোর্টে ভিসা সীলমোহর করা হবে এবং কয়েক দিনের মধ্যে এটি আপনাকে ফেরত দেওয়া হবে। সাক্ষাৎকারে অসফল হলে, আপনাকে পুনরায় আবেদন করতে হতে পারে।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি আমেরিকার ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারেন। সব ধাপ সঠিকভাবে এবং সতর্কতার সাথে সম্পন্ন করুন।

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন) গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স...
07/07/2024

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 fe

ব্রেকিং নিউজ...  *অক্টোবর মাস হতে কর্ণফুলী শীপ বিল্ডার্সের সকল ক্রুজ শিপ ইনানী-সেন্টমার্টিন-ইনানী এবং চট্টগ্রাম-সেন্টমার...
03/07/2024

ব্রেকিং নিউজ...

*অক্টোবর মাস হতে কর্ণফুলী শীপ বিল্ডার্সের সকল ক্রুজ শিপ ইনানী-সেন্টমার্টিন-ইনানী এবং চট্টগ্রাম-সেন্টমার্টিন-চট্টগ্রাম রুটে চলাচল শুরু করিবে।

সেপ্টেম্বর মাস হতে শুরু হবে টিকিট কার্যক্রম।

*বিশেষ দ্রষ্টব্য* : *এমভি কর্ণফুলি এক্সপেস*
ইনানী-সেন্টমার্টিন-ইনানী রুটে চলাচল করিবে।
*এমভি বারোআউলিয়া*
ইনানী-সেন্টমার্টিন-ইনানী রুটে চলাচল করিবে।
*এমভি বে-ওয়ান*
চট্টগ্রাম-সেন্টমার্টিন-চট্টগ্রাম রুটে চলাচল করিবে...

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন...
28/06/2024

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন। তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

আরো তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ।।

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়ে ১৫ ডলার নির্ধারণ করল ভুটান২০২২ সালের ২০ জুন পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসড...
07/06/2024

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়ে ১৫ ডলার নির্ধারণ করল ভুটান

২০২২ সালের ২০ জুন পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার আরোপ করে ভুটান সরকার। গত বছরের জুনে এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

বাংলাদেশি পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ১০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ১৫ ডলার নির্ধারণ করেছে ভুটান। গতকাল রবিবার (২ জুন) থেকে এ নীতি কার্যকর হয়েছে।

আজ সোমবার (০৩ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন ভ্রমণ নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি হিসেবে ১০০ মার্কিন ডলারের পরিবর্তে প্রতি রাতের জন্য এখন মাত্র ১৫ ডলার দিতে হবে। এটি ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য।

নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক এ ফি দিয়ে ভুটানে ভ্রমণ করতে পারবেন।

২০২২ সালের ২০ জুন পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার আরোপ করে ভুটান সরকার। গত বছরের জুনে এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে।

-:ভারত ভ্রমন যাত্রীদের জন্য সতর্ক বার্তা:-দর্শনা-গেদে চেকপোষ্ট দিয়ে যে সমস্ত সোনার বাংলাদেশী যাত্রী, ভারত ভ্রমন করছেন আ...
15/03/2024

-:ভারত ভ্রমন যাত্রীদের জন্য সতর্ক বার্তা:-

দর্শনা-গেদে চেকপোষ্ট দিয়ে যে সমস্ত সোনার বাংলাদেশী যাত্রী, ভারত ভ্রমন করছেন আপনারা অনুগ্রহ করে একটু সতর্ক হন।

১. ডক্টর অ্যাপোটমেন্ট: ভিসা আবেদন করার আগে কোন হসপিটালে, কোন ডক্টর দেখাবেন সেটি নির্ধারিত করুন তাছাড়া অন্য কোন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন না। (Frro থেকে পরিবর্তন করতে পারবেন)

২. মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসা (Medical Attendant Visa):

পেসেন্ট ব্যাতিত ওনার অ্যাটেনডেন্ট ভিসা প্রাপ্ত ব্যক্তি যদি ভারতে প্রবেশ করতে চান, সেই ক্ষেত্রে পেশেন্টের পাসপোর্ট ও ভিসার ফটো কপি সাথে রাখুন (ডিজিটাল ফোটো থাকলেও হবে)

>>> ব্রেকিং নিউজ
07/03/2024

>>> ব্রেকিং নিউজ

পর্যটকদের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা-সীমান্ত সড়কের ভিউ পয়েন্ট !! আলীকদম বান্দরবান পার্বত্য জেলা।
05/02/2024

পর্যটকদের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা-সীমান্ত সড়কের ভিউ পয়েন্ট !! আলীকদম বান্দরবান পার্বত্য জেলা।

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। ঢাকা কক্সবাজার আন্ত...
17/11/2023

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।

ঢাকা কক্সবাজার আন্তঃনগর ট্রেনের কোড, ভাড়া,টাইম টেবিলগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে

🌳ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার দূরত্ব ৫৫১ কিলোমিটার।

🌻১.শোভন চেয়ার ৫২৫৳ (ভ্যাট ছাড়া)
🌻২.এসি চেয়ার ১১৩২৳ (ভ্যাটসহ)
🌻৩.এসি কেবিন ১৩৬৩৳ (ভ্যাটসহ)
🌻৪.এসি বার্থ ২০৩৬৳ (ভ্যাটসহ)
--------------------------------------------------

👉ট্রেনের কোড নং ৮১০
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
👉ঢাকা পৌঁছাবে রাত ৯.১০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৪
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে রাত ১০.৩০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে ভোর ৬.৪০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৫
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮.৩০ টায়
👉ঢাকা পৌঁছাবে ভোর ৪.৩০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৬
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে সকাল ৬.১৫ টায়
👉কক্সবাজার পৌঁছাবে দুপুর ২.২০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০৫ ঘন্টা

সৌদি আরবের রাজকীয় দূতাবাসঢাকাবিজ্ঞপ্তিঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তিসৌদ...
04/10/2023

সৌদি আরবের রাজকীয় দূতাবাস

ঢাকা

বিজ্ঞপ্তি

ঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তি

সৌদি আরবে কর্মসংস্থানের জন্য সকল ভিসার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে যা গতকাল থেকে শুরু হয়েছে। যেকোনো পাসপোর্ট যা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হবে তা গ্রহণ করা হবে না।

কর্মসংস্থান ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সলিউশনস অ্যান্ড ট্রাভেল (তাশির) সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা হলে পাসপোর্টটি গ্রহণ করা হবে। এরপর, অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য নির্ধারিত দিনে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

আন্তরিক শুভেচ্ছান্তে,
কনস্যুলার বিভাগ .

হলফ করে বলতে পারি বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবেনা। বন্দরনায়েকে এয়ারপোর্ট থেকে দ্রুততম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে ক...
02/09/2023

হলফ করে বলতে পারি বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবেনা। বন্দরনায়েকে এয়ারপোর্ট থেকে দ্রুততম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে কোন জ্যাম ছাড়াই হোটেলে পৌঁছে গেছি। সৌন্দর্যমন্ডিত মসৃন রাস্তায় পাইনি কোন খোঁড়াখুঁড়ির আলামত। নেই কোন অবৈধ অটো’র অত্যাচার, তেলচালিত বেবী ট্যাক্সিই একমাত্র ছোট বাহন, নেই মোটর সাইকেলের দৌরাত্ম্য। চৌদ্দগুষ্টির স্তুতিবাক্য নিয়ে লটকে থাকা কোন প্যানাফ্লেক্স ব্যানার সাইনবোর্ড দেখিনি। চোখে পড়েনি কোন রাজনৈতিক গার্বেজ সভাপতি সম্পাদক টাইপ উপ সহ কিংবা পাতি নেতার অখাদ্য প্রচার প্রচারনার নমুনা। বিদ্যূতের সাময়িক সঙ্কট পুরোপুরি কেটে গেছে।

কলম্বো থেকে চার ঘন্টার দূরত্বে ক্যান্ডি যাওয়ার পথও ছিল মসৃন। গাড়ীর হর্ন শোনারও সৌভাগ্য হয়নি। দ্রব্যমূল্য নিয়ে সৃষ্ট সাময়িক উষ্মাও গায়েব, দেখেছি উৎসবমুখর পরিবেশ। একটা ডাবের দাম বাংলাদেশী ষোল টাকা, পানিটা একটু বেশীই সুস্বাদু লাগলো। রাস্তার পাশে নেই কোন অপরিকল্পিত টং দোকান, পথের ধারে দেখিনি ময়লা আবর্জনা খালি বোতল পলিথিন। গ্যালারী থেকে বের হওয়ার সময় সবাই যার যার শেষ হয়ে যাওয়া খাবারের প্যাকেট, খালি পানির বোতল হাতে করে নিয়ে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলছে।

এখানে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জাতি জিম্মী নয়। ৬০% বৌদ্ধ, ২০% হিন্দু, ১০% মুসলিম, ১০ % খ্রীষ্টানের দেশে নেই খুন ধর্ষণ গুম হত্যা মামলাবাজী, অথচ ৯২% মুসলমানের বাংলাদেশে এসবের সাথে রয়েছে খাদ্য ভেজালকারী, সুদখোর ঘুষখোর আর ভূমিদস্যুর রাহুগ্রাস। দেশ খোকলা করে দেয়া ঐতিহাসিক ব্যাংক লুটেরা আর চাটার দল নেই। মাঝখানে যে কয়দিন পরিবারকেন্দ্রিক রাজনৈতিক জমিদারী ছিল, তারা জনরোষে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে। জাপানের টাকায় নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ের সামান্য কাজ টাকার অভাবে বন্ধ আছে, তারা ঋণ করে ঘি খাওয়া জাতি না, টাকা জমলে বাকী কাজ শেষ করবে। রাতগভীরে ক্যান্ডি থেকে আসার পথে কয়েকবার গাড়ী থেমেছে, ফাঁকা রাস্তায় বেকুবের মত রেড সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম।

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা, কারন এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুতেই শেষ হয়ে গেছে। বিশ বছরের গহযুদ্ধ তাদের নিঃশেষ করতে পারেনি। তারা কথিত রাবনের অনুসারী হিসেবে রাক্ষসের জাত, আর আমরা মানুষরুপে রাক্ষসের বাপ খোক্কসে পরিণত হয়েছি। আর এই একটা কারনেই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা।

ভালবাসা অবিরাম…
কার্টেসীঃ আসিফ আকবর

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল!বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু ক...
29/08/2023

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল!

বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে হিমালয়ের দেশ নেপাল।

নেপালের ঢাকাস্থ দূতাবাসের ফেসবুক পেজে রোববার (২৭ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করা হয়েছে। রোববার থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।

তবে ভিসার আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত রয়েছে ব‌লে জানিয়েছে দেশটির দূতাবাস।

উল্লেখ্য, ভ্রমণের জন্য নেপাল অনেক বিখ্যাত। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতের ৮টিই অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অবস্থানও নেপালেই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tabriz Trip & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category