ভ্রমণের স্বপ্ন পূরণ

ভ্রমণের স্বপ্ন পূরণ সাধ্যের মধ্যে প্রকৃতি ঘুরিয়ে দেখানোই আমাদের মূল লক্ষ
সাধ্যের মধ্যে ঘুরবো বেশ,দেখবো ঘুরে বাংলাদেশ

ভ্রমণের স্বপ্ন পূরণ
পরিচিতিঃ- ভ্রমণের স্বপ্ন পূরণ - দিচ্ছে দেশের সবচেয়ে কম মূল্যে আপনার জন্য বিভিন্ন ট্যুর সেবা। ভ্রমণ বিষয়ক যেকোন জিজ্ঞাসা, প্যাকেজ ট্যুর, কাস্টমাইজ ট্যুর, রিলাক্স ট্যুর,কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের নিয়ম ও শর্তাবলিঃ-

গোপনীয়তাঃ-

আমরা কখনো আমাদের সেবাগ্রহণকারীদের কোন তথ্য বাইরে প্রকাশ করি না। আমাদের ট্রাভেল সেবা নেওয়া সকলের তথ্য আমরা শতভাগ গোপনীয় রাখি



বুকিং নিয়মাবলিঃ-

গ্রাহক চাইলে সরাসরি আমাদের অফিসে এসে বুকিংমানি প্রদান করে আমাদের সেবা নিতে পারবে অথবা অনলাইনে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিংমানি দিতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহক সরাসরি অফিস বুকিং করলে মানি রিসিট বুঝে পাবে এবং অনলাইনে বুকিং করলে লিখিত বা মৌখিক কনফার্মেশন পাবে।

রিফান্ড নিয়মাবলিঃ-

আমাদের কোন সার্ভিস যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জাতীয় সমস্যার কারণে ব্যাহত হয় তাহলে আমরা সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেই অথবা গ্রাহক চাইলে পরবর্তী যেকোন সময় আগের বুকিংমানি এর টাকা দিয়ে আমাদের সেবা গ্রহণ করতে পারবে। এছাড়াও যদি ব্যক্তিগত কোন দূর্ঘটনাজনিত কারণে গ্রাহক আমাদের সেবা গ্রহণ না করতে পারে ও তার সমস্যা সম্পর্কে আমাদের সঠিক তথ্য দেয় তাহলে আমরা রিফান্ড করে দেই। গ্রাহক যদি কোন কারণ ছাড়া আমাদের বুকিং ক্যান্সেল করে ও সঠিক তথ্য না দিতে পারে তাহলে বুকিংমানি অফেরতযোগ্য।

new page campaign result
05/10/2024

new page campaign result

বন্যা পরিস্থিতি ভয়াবহ ! চারদিকে আঁটকিয়ে পড়া মানুষের হাহাকার! আর্তনাদ ! বন্যার্তদের পাশে দাঁড়াতে কাজ করছে আমাদের টিম। প্র...
23/08/2024

বন্যা পরিস্থিতি ভয়াবহ ! চারদিকে আঁটকিয়ে পড়া মানুষের হাহাকার! আর্তনাদ ! বন্যার্তদের পাশে দাঁড়াতে কাজ করছে আমাদের টিম। প্রবল বৃষ্টির কারণে ফেনী,কুমিল্লা,নোয়াখালী,ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন যায়গা জলাবদ্ধ! শহর গুলোতে মুভ করা যাচ্ছে না। বন্যা কবলিত মানুষের অবস্থা আল্লাহই ভালো জানেন। গায়েবি সাহায্য ছাড়া আর কিছু করার নাই। লাখো পানিবন্দির আহাজারি

31/12/2023
10/12/2023

সিনেমা দেখতে গিয়ে অতি আবেগে কেউ কান্দে মিডিয়া সেটি দেখায়, কিন্তু বাজার করতে গিয়ে সাধারণ মানুষ বাস্তবে কান্দে সেটি দেখায় না ।

28/08/2023

AIT & CM Work Solutions এর ট্যুরের কিছু অংশ 🇧🇩 ২০২০

১৯ সেপ্টেম্বর ঘুরে আসুন মাএ ৯৯৯ টাকায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, নাপিতাছড়া ট্রেইল ভ্রমণের স্বপ্ন পূরণ টিম এর সাথে🇧🇩
26/08/2023

১৯ সেপ্টেম্বর ঘুরে আসুন মাএ ৯৯৯ টাকায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, নাপিতাছড়া ট্রেইল ভ্রমণের স্বপ্ন পূরণ টিম এর সাথে🇧🇩

14/08/2023

সাজেক ভ্রমণের কিছু অংস।অতিশীগ্রই পুরো ভিডিও আসবে।🧐😀

10/08/2023

কক্সবাজার ভ্রমণ আর কিছু সংখ্যক সিট খালি আছে এখনি বুকিং করে ফেলুন।অতিসিগ্রই আসন পূরন হয়ে যাবে।

সাজেক ভ্যালি আমার দেখা অসাধারণ একটি জায়গা। #সাজেক
06/08/2023

সাজেক ভ্যালি আমার দেখা অসাধারণ একটি জায়গা।
#সাজেক

01/08/2023

মাএ ১১৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণ ডে লং ট্যুর

30/07/2023

ভ্রমণ সাধারণত একটি অসাধারণ অভিজ্ঞতা এবং উপভোগ করার একটি সহজ পরিকল্পনা হিসাবে পরিচিত। ভ্রমণ একটি সুন্দর মাধ্যম যার মাধ্যমে আপনি নতুন জায়গা দেখতে পারেন, অদেখা সম্পদ অন্বেষণ করতে পারেন, নতুন মানুষের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের সাথে পরিচিত হতে পারেন। ভ্রমণের মাধ্যমে আপনি নতুন অনুভূতি এবং স্মৃতি সংগ্রহ করতে পারেন, যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
তারপর ট্রিপ আত্মবিশ্বাস জন্য কিছু সহায়ক টিপস
1. ভ্রমণের পরিকল্পনা করুন প্রথমে আপনার পছন্দের গন্তব্য, সময়সীমা এবং বাজেট নির্ধারণ করুন। এটি আপনাকে একটি সঠিক গন্তব্য নির্বাচন করতে এবং আপনার জিজ্ঞাসিত সময় এবং বাজেটের মধ্যে পরিকল্পনা করতে সহায়তা করে। ভ্রমণের স্বপ্ন পূরণ বাংলাদেশের পর্যটন খাতে একটি বিশ্বস্ত নাম। আমাদের প্রধান আদর্শ হল সব পেশার মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ট্রিপ ওপেনিং দেওয়া। আমরা সবসময় আমাদের অতিথিদের আড়ম্বরপূর্ণ পরিষেবা দিতে চেষ্টা করি৷ তবে, আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে আমাদের পরিষেবাগুলি নিতে পারেন৷ , তুমি যদি চাও.

ভ্রমণের স্বপ্ন পূরণ প্রথম উদ্দেশ্যে বাংলাদেশ ঘুরানো
27/07/2023

ভ্রমণের স্বপ্ন পূরণ
প্রথম উদ্দেশ্যে বাংলাদেশ ঘুরানো

Address

প্রীতিরাজ ভবন ১০০/১/এ পশ্চিম রসুলপুর ঝাউলাহাটির চৌরাস্তা, কামরাঙ্গীরচর , ঢাকা ।
Dhaka
১২১১

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণের স্বপ্ন পূরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণের স্বপ্ন পূরণ:

Videos

Share

Category