বৃত্ত-Britto Travel & Tourism

বৃত্ত-Britto Travel & Tourism গোল এই পৃথিবীতে ঘুরতে ঘুরতে একদিন না একদিন দেখা হবেই...
(230)

আমরা ঘুরতে চাই সবাইকে সাথে নিয়ে কিন্তু অবশ্যই প্রকৃতি'কে নষ্ট করে নয়। প্রকৃতি'কে বাঁচতে দিলে, পরিবেশটাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও দেখাতে পারবো।

আমাদের প্রতিটি ট্যুরকে successful করতে আমরা committed & dedicated. আমরা-আপনারা নিয়েই কিন্তু "বৃত্ত" । ঘুরবো আমরা বৃত্তে থেকেই কিন্তু সীমানা থাকবে বৃত্তেরও বাইরে!

হ্যাপি ট্র্যাভেলিং :)

15/01/2025

বাংলাদেশের কোথায় আপনার বারবার যেতে ইচ্ছে করে ??

দুবলার চর নিয়ে পূর্বে কোন ধারনাই ছিল না তারা দেখে নিতে পারেন কি বিশাল এক ব্যাবসায়ীক কলোনী এটা। একপাশে ঘন ম্যানগ্রোভ বন আ...
15/01/2025

দুবলার চর নিয়ে পূর্বে কোন ধারনাই ছিল না তারা দেখে নিতে পারেন কি বিশাল এক ব্যাবসায়ীক কলোনী এটা। একপাশে ঘন ম্যানগ্রোভ বন আর অন্য পাশে বিস্তীর্ন এক চরে গড়ে উঠেছে কি বিশাল শুটকী পল্লী। নিচ থেকে দেখে বিন্দুমাত্র অনুমান করতে পারিনি, উপর থেকে দেখে স্রেফ হা হয়ে গেছি।

© Masum Ameer

২০১৭ সাল থেকে নিয়মিত বৃত্ত'র অতিথিরা থাকতো কিংশুক রিসোর্টে...সকলের প্রিয় সেই কিংশুক রিসোর্ট পুড়ে শেষ😭গতকাল রাত ২:৪০ এর দ...
15/01/2025

২০১৭ সাল থেকে নিয়মিত বৃত্ত'র অতিথিরা থাকতো কিংশুক রিসোর্টে...

সকলের প্রিয় সেই কিংশুক রিসোর্ট পুড়ে শেষ😭

গতকাল রাত ২:৪০ এর দিকে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম বীচের দুই রিসোর্ট কিংশুক এবং বীচ ভ্যালি একদম পুরে ছাই হয়ে যায়।

সেন্ট মার্টিনে কোন ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা নেই; কোস্টগার্ড আর স্থানীয় ও ভ্রমণে আসা পর্যটরা মিলে ভোরের দিকে আগুন নিভাতে পারে কিন্তু এর মাঝেই সব শেষ হয়ে যায় কিংশুক ও বীচ ভ্যালি রিসোর্টের সব কিছু। 😭😭

বেড়াতে আসা সকল পর্যটক সুস্থ আছেন। রাতেই তাদেরকে আশেপাশের রিসোর্ট এবং স্থানীয়দের বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

আল্লাহ ভাইদের ধৈর্য্য দিক এই শোক সহ্য করার, এবং এই ক্ষতি কাটিয়ে উঠার।

বিঃদ্রঃ আগুনের কারণ প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট।

মধ্য রাতের আগুনে সেন্টমার্টিনে কিংশুক, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই...😭
14/01/2025

মধ্য রাতের আগুনে সেন্টমার্টিনে কিংশুক, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই...😭

14/01/2025

স্বরুপকাঠি থেকে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী নিহত ও আহত😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

14/01/2025

"লবণ মানে নুন"
লাউ মানে কদু"
পারলে এই রকম আরেক'টা বলেন...

আগামী সপ্তাহের পূর্ণিমায় রয়েছে আমাদের সাজেক ট্রিপ।নিরিবিলি রিসোর্ট নিয়ে সাজানো হয়েছে এই ট্রিপটি।৪-৫ জন যেতে পারবেন এই ট্...
14/01/2025

আগামী সপ্তাহের পূর্ণিমায় রয়েছে আমাদের সাজেক ট্রিপ।

নিরিবিলি রিসোর্ট নিয়ে সাজানো হয়েছে এই ট্রিপটি।

৪-৫ জন যেতে পারবেন এই ট্রিপে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
শুভ: 01685-309156,
শাওন: 01811-444438.

These are not fighters, these are doctors and nurses , These are the medical staff at K'amal Ad'wan Hospital.
13/01/2025

These are not fighters, these are doctors and nurses , These are the medical staff at K'amal Ad'wan Hospital.

১৩ জানুয়ারি ২০১৭"টিম বৃও" Travelers Cricket Tournament (Season-2) এর প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় লাভ করেছিল। বৃত্ত-Britto ...
13/01/2025

১৩ জানুয়ারি ২০১৭

"টিম বৃও" Travelers Cricket Tournament (Season-2) এর প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় লাভ করেছিল।

বৃত্ত-Britto Travel & Tourism

13/01/2025

আপনি আমাকে এমন একজন বাংলাদেশী দেখান, যে এখন পর্যন্ত "সিলেট" যায়নি! 🙂

"আগামীকাল আপনি মারা যাবেন - এটা জানতে পারলে আপনি কি করবেন?", একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এরকম।  প্রার্থী জবাব দিল, বেছ...
13/01/2025

"আগামীকাল আপনি মারা যাবেন - এটা জানতে পারলে আপনি কি করবেন?", একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এরকম।

প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব।

উত্তর শুনে ভাইভা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন?

জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন, তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না - তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে।

ব্যাপারটা গুরুত্বপূর্ণ।

আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়! কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে।

প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ; ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হল। আর যদি গালির জবাবে হাসিমুখে তাকে 'শুভকামনা' জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়।

আমি যখন কিছু লিখি, তখন 'সহমত' কমেন্ট দেখলে খুশি হই। তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন; দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে - এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা। আর সতর্কতা সফলতার জন্য প্রচন্ড দরকারি! কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে, আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না; বরং বড় হবেন।

ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, সবাই।

(সংগ্রহীত)

12/01/2025

আপনি আমাকে এমন একজন বাংলাদেশী দেখান, যে এখন পর্যন্ত "কক্সবাজার" যায়নি! 🙂

আজকে রিলাক্স ট্রিপের তৃতীয় দিন, আমরা সাজেক থেকে খাগড়াছড়ি পৌছাই দুপুরে। দুপুরের খাবার শেষে আমরা ঘুরে বেড়াই খাগড়াছড়ির ...
12/01/2025

আজকে রিলাক্স ট্রিপের তৃতীয় দিন, আমরা সাজেক থেকে খাগড়াছড়ি পৌছাই দুপুরে। দুপুরের খাবার শেষে আমরা ঘুরে বেড়াই খাগড়াছড়ির পর্যটন স্পট আলু টিলা গুহা, জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ। এখন আমরা রাতের খাবার শেষে রওয়ানা হয়েছি ঢাকার উদ্দেশ্যে।

দোয়া করবেন আমাদের জন্য...

Ariful Islam Rony
Tour Coordinator
বৃত্ত-Britto Travel & Tourism

12/01/2025

আপনি আমাকে এমন একজন বাংলাদেশী দেখান, যে এখন পর্যন্ত "সাজেক" ভ্যালি যায়নি! 🙂

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারব...
12/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন:

✅ এশিয়া:
✓ ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নেপাল: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।
✓ কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:
✓ কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, তবে প্রবেশ পারমিট প্রয়োজন।
✓ সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:
✓ কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:
✓ বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:
✓ বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ উল্লেখযোগ্য তথ্য:
✓ ভ্রমণের আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

✓ কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং নির্দিষ্ট স্বাস্থ্য বীমা থাকতে পারে।

✓ ভ্রমণের আগে প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে অবগত হওয়া গুরুত্বপূর্ণ।

✅ নোট: এই তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত, এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করা সুপারিশ করা হচ্ছে

লেখাঃ সংগৃহীত

আলহামদুলিল্লাহ সাজেক রিলাক্স ট্যুরের দুই দিন দুই রাত সাজেকে থেকে আমরা এখন খাগড়াছড়ির পথে... আমরা ঘুরেছি লুসাই গ্রাম, হেলি...
12/01/2025

আলহামদুলিল্লাহ সাজেক রিলাক্স ট্যুরের দুই দিন দুই রাত সাজেকে থেকে আমরা এখন খাগড়াছড়ির পথে...

আমরা ঘুরেছি লুসাই গ্রাম, হেলিপ্যাড, কংলাক পাড়া, রুইলুই পাড়া। ইনশাআল্লাহ আজকে খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা ভ্রমন করে রাতের বাসে ঢাকার উদ্দেশে রওনা করবো।

দোয়া করবেন আমাদের জন্য...

Ariful Islam Rony
Tour Coordinator
বৃত্ত-Britto Travel & Tourism

📍 নীলগিরি, বান্দরবান। 💙
11/01/2025

📍 নীলগিরি, বান্দরবান। 💙

আলহামদুলিল্লাহ ২০২৫ সালের প্রথম সাজেক ট্যুরের গেস্ট নিয়ে সাজেক পৌঁছে গেছি দুপুরবেলা।Ariful Islam RonyTour Coordinatorবৃত...
10/01/2025

আলহামদুলিল্লাহ ২০২৫ সালের প্রথম সাজেক ট্যুরের গেস্ট নিয়ে সাজেক পৌঁছে গেছি দুপুরবেলা।

Ariful Islam Rony
Tour Coordinator
বৃত্ত-Britto Travel & Tourism

Address

Sat Masjid Super Market (2nd Floor, Room-317), Mohammadpur Bus Stand
Dhaka
1207

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801811444438

Alerts

Be the first to know and let us send you an email when বৃত্ত-Britto Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৃত্ত-Britto Travel & Tourism:

Share

Category