18/03/2022
ভ্যাকসিন নিলে বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা লাগবে না
করোনা ভাইরাসের জন্য টিকা নিলে বাংলাদেশে প্রবেশে করতে করোনা পরীক্ষা করে আসতে হবে না। ৮ মার্চ ২০২২ তারিখে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না। যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনের তালিকা নিচে দেওয়া হয়েছে।
আর যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষারও বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।
বেবিচক জানিয়েছে, টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলের সাতদিন আইসোলেশনে থাকতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।
নির্দেশনায় এয়ারলাইনগুলোকে বলা হয়েছে, ফ্লাইটে করোনা আক্রান্ত যাত্রী ধরা পড়লে আলাদা বসার জন্য ছোট আকারের উড়োজাহাজে শেষের রো-র এর সব সিট খালি রাখতে হবে। যেসব বড় উড়োজাহাজে ৩০০ জন যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে ৯৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যেসব বড় উড়োজাহাজে ৩০০ জনের বেশি যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনের তালিকা:
১. Pfizer BioNTech (BNT162b2/COMIRNATY Tozinameran),
২. AstraZeneca (AZD1222 Vaxzevria)
৩. Covishield (ChAdOx1_nCoV-19)
৪. Janssen (Ad26.COV2.S)
৫. Moderna Biotech (mRNA-1273)
৬. Sinopharm (SARS-CoV-2 Vaccine (Vero Cell), Inactivated (lnCoV))
৭. Sinovac (Vero Cell), Coronavac
৮. Bharat Biotech,(SARS-CoV-2 Vaccine/ Vero Cell/ COVAXIN)
৯. NVX-CoV2373/Covovax
১০. NVX-CoV2373/Covovax
১১. Sputnik V
১২. Sinopharm (Inactivated SARS-CoV-2
Vaccine (Vero Cell)
১৩. CanSinoBio (Ad5-nCoV)
১৪. CoV2 preS dTM-AS03 vaccine
১৫. SCB-2019 (Clover Biopharmaceuticals)
১৬.Recombinant (CHO Cell)
১৭. CovIran vaccine (Shifa Pharmed - Barkat, Iran)
১৮. Abdala
১৯. Biological E (Corbevax)
২০. SK Bioscience (GBP510)
২১. WestVac (Recombinant Vaccine)
২২. Nanogen (Nanocovax)
২৩. Cinnagen (SpikoGen)
২৪. R-PHARM (Vaccine R-COVI)
২৫. SK Bioscience ( Nuvaxovid prefilled
syringe)
২৬. Medicago (COVIFENZ)
২৭. Zorecimeran (CVnCoV/CV07050101)
২৮. EpiVacCorona
২৯. SARS-CoV-2 Vaccine,(Vero Cell)
৩০. Soberana 01/ Soberana 02 / Soberana Plus
*
*
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস