JUNGLEBARI - জঙ্গলবাড়ি

JUNGLEBARI - জঙ্গলবাড়ি watch the nature - save the nature

জঙ্গলবাড়ি প্রকৃতি পর্যবেক্ষকদের একটি সাময়িক ঠিকানা।
নগর সভ্যতার পর্যটন ও পর্যটক নামের পাশ কাটিয়ে প্রকৃতির মধ্যে অস্থায়ী স্থানটির নাম জঙ্গলবাড়ি নেচার ক্যাম্প। প্রকৃতিকে জয় নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়ে প্রকৃতি সংরক্ষণে একসাথে চলা জঙ্গলবাড়ির মূল লক্ষ্য। জ্ঞানার্জনের সাথে প্রকৃতির রূপ রহস্য উন্মোচনে জঙ্গলবাড়ি দেশের ৩৪টি ক্যাম্পে পরিভ্রমন করে। পাহাড়-নদী-সাগর-হাওর-বাওর-খাল-বিল থেকে প্লাবন ভূমি পর্যন্ত

আছে জঙ্গলবাড়ি। টিকে থাকার কৌশলীদের জঙ্গলবাড়ি ডেকে থাকে ‘ক্যাম্পার’ বলে। আর সে ক্যাম্পারের বয়স যে কোন স্তরের হতে পারে। থাকতে হয় তাঁবু তলে। চলতে হয় নিয়ম ও ছন্দের তালে।

24/01/2024

সেন্টমার্টিন সৈকতে ভয়ংঙ্কর ফাঁদ

প্রকৃতি শিক্ষা হোক সবার জন্য নিরাপদ
20/01/2024

প্রকৃতি শিক্ষা হোক সবার জন্য নিরাপদ

আমরা শোকাহত
প্রকৃতিপ্রেমি কাউকে আমরা হারাতে চাইনা। প্রকৃতিশিক্ষা হোক সবার জন্য নিরাপদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বান্দরবানে বেড়াতে যাওয়া ৫৭ জনের একটি গ্রুপ ৪টি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে,

শনিবার ২০ জানুয়ারী সকালে রুমা উপজেলার কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যায় ফিরোজা খাতুন ও জয়নব নামে দুই পর্যটক। আহত হন আরও ১০ পর্যটক।

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর বলেও জানা গেছে।

নিচের ছবিটি আজ সকালেই তোলা হয়েছে। দলবন্ধনের ছবি থেকে এরিমধ্যে হারিয়ে গেলেন দুজন। আমরা অন্তর থেকে দোয়া করি আহতদের আর কেউ যেন হারিয়ে না যান। 🙏🍀☘️

শুভেচ্ছা হে প্রকৃতি মানব
19/01/2024

শুভেচ্ছা
হে প্রকৃতি মানব

পেশা ও পোশাকে তিনি একজন পুলিশ কর্মকর্তা। তবে অন্তরে একজন প্রকৃতি মানব। সম্প্রতি ঢাকার চানখার পুলের পুলিশ বক্সের পাশে তিনি একটি বটবৃক্ষ রোপন করছেন। বৃক্ষটি পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্বও নিয়েছেন।

মধু প্রকাশ নামক মানুষটি,
প্রকৃতি পাঠশালা’র একজন গর্বিত সদস্য। প্রকৃতি পাঠশালা’র পক্ষ থেকে তাকে অভিবাদন। 🦜☘️🍀

#প্রকৃতির_পাঠশালা
#দেশের_বৃহত্তম_নেচার_ক্যাম্পাস

বন্যপ্রাণীর উপর সহিংসতা রুখো প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও সচেতনতায় প্রতিবাদযাত্রা ও সমাবেশনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত ২০...
23/12/2023

বন্যপ্রাণীর উপর সহিংসতা রুখো
প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও সচেতনতায় প্রতিবাদযাত্রা ও সমাবেশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত ২০ ডিসেম্বর সীমান্ত পেরিয়ে আসা দুর্লভ প্রজাতির একটি চিতাবাঘকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে উল্লাস করে কিছু মানুষ।

নির্মম এ হত্যার প্রতিবাদে ২৪ ডিসেম্বর রবিবার সন্ধায় আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গের নীলফামারী অভিমুখে যাত্রা করবো কিছু বন্ধু। প্রাণ-প্রকৃতিকে ভালোবাসেন এমন যে কেউ আমাদের এই প্রতিবাদ যাত্রায় সামিল হতে পারেন। যাত্রাকালে ঢাকা থেকে শুধুমাত্র যাওয়া-আসার বাস ভাড়া নিজেকে বহন করতে হবে। এছাড়া নীলফামারী অবস্থানকালে থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হবে স্থানীয় বন্ধুদের সহযোগিতায়। প্রচণ্ড শীতের এই যাত্রায় স্থানীয় বন্ধুরা প্রান্তিক একটি গ্রামে সবার জন্য থাকার খাওয়ার আয়োজন করেছেন।

২৪ ডিসেম্বর সন্ধায় নীলফামারী অভিমুখে যাত্রা।

২৫ ডিসেম্বর সকাল ১১টা নীলফামারী প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ।

২৫ ডিসেম্বর বিকেল ৩টা কিশোরগঞ্জ উপজেলায় চিতা হত্যাকাণ্ড ঘটা গ্রামে প্রকৃতি সুরক্ষা সচেতনতা প্রচারণা এবং ভোট প্রার্থীদের সাথে আলোচনা।

২৫ ডিসেম্বর সন্ধা ৭টা প্রান্তিক মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও রাত্রিযাপন।

২৬ তারিখ সকাল ৭টা কুয়াশামাখা নানা গ্রাম পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়।

২৬ ডিসেম্বর দুপুরে গ্রামীণ প্রকৃতিতে দুপুরের খাবার গ্রহণ।

২৬ ডিসেম্বর সন্ধার পর নীলফামারী থেকে ঢাকা অভিমুখে ফিরতি যাত্রা।

প্রতিবাদের প্রতিভাষা :
প্রাণপ্রকৃতি সুরক্ষা ও বন্যপ্রাণী হত্যা বন্ধে আসছে নির্বাচনে ভোট প্রার্থীদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণী সহিংসতায় জবাবদিহি করতে হবে বনবিভাগকে। ব্যাখ্যা করতে হবে তাদের ব্যর্থতার কারণ।

এলাকাবাসীসহ স্কুল কলেজে প্রাণপ্রকৃতি সুরক্ষা বিষয়ক শিক্ষার প্রসার ঘটানো এবং সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে।

উত্তরের জেলাগুলোতে লাগাতার বন্যপ্রাণী হত্যা চলছে। এ ব্যাপারে এলাকায় ব্যাপক সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে।

বনবিভাগকে বন্যপ্রাণীর প্রতি সহিংস আচরণের জন্য ব্যক্তি কিংবা গোষ্ঠীকে বন্যপ্রাণী আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

যোগাযোগ
01711701017
01819808025

21/05/2023

ট্রেন নয় হাতি হত্যার দায় বনবিভাগের !

07/05/2023

গাছ কাটা বন্ধ কর!

27/10/2022

একমাত্র মানুষ পারে অন্য মায়ের সন্তানদের মুখে বিষ তুলে দিতে। আ একমাত্র মানুষের কারণে অন্য প্রাণীরা নিজের বাচ্চাকে বিষ খাওয়ায় এবং নিজেও খেয়ে মারা যায়। বড়ই নির্মম

23/08/2022
18/01/2022

হরিণ খেলে মানুষও খাবে ...

27/12/2021

পাহাড়ে হাসির ঝর্ণা

Address

Dhaka
Dhanmondi

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUNGLEBARI - জঙ্গলবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUNGLEBARI - জঙ্গলবাড়ি:

Share

Category