18/12/2024
আজ ১৮ ডিসেম্বর, নওগাঁ জেলা হানাদার মুক্ত দিবস !
নওগাঁ জেলা ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পরও নওগাঁয় যুদ্ধ চলতে থাকে। ১৭ ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধারা কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে নওগাঁ শহরের দিকে অগ্রসর হন এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হন। এই যুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
পরদিন, ১৮ ডিসেম্বর, বগুড়া থেকে মিত্রবাহিনীর মেজর চন্দ্রশেখর এবং পশ্চিম দিনাজপুরের বালুরঘাট থেকে পি বি রায়ের নেতৃত্বে যৌথবাহিনী নওগাঁয় প্রবেশ করে। সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁ কেডি স্কুল, পিএম গার্লস স্কুল, পুরাতন থানা চত্বর এবং এসডিও অফিস থেকে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেন।
এইভাবে, ১৮ ডিসেম্বর নওগাঁ সম্পূর্ণরূপে হানাদার মুক্ত হয় এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
Highlights Tv