16/12/2024
বিমানবাড়ি ৫ম বর্ষপূর্তির কৃতজ্ঞতা পত্র এবং বিশ্বস্ততার সাথে সর্বোচ্চ এবং আকর্ষণীয় ছাড় !
✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈ ✈✈
প্রিয় ভ্রমণ প্রেমী, বিমান বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিন।
আনন্দের সাথে জানাচ্ছি, ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস এর শুভ দিনে বিমান বাড়ি ৫ম বর্ষ পূর্তিতে পদার্পণ করছে। বিমানবাড়ি ৫ম বর্ষপূর্তি আমাদের জন্য নানা কারণেই একটু বিশেষ, কারণ এই ২০২৪ বছরটি ছিলো নানা ঘটনায় মোড়া । এই বছরে অনেক প্রতিষ্ঠান এবং নিয়মের অনেক পরিবর্তন, সংযোজন ও বিয়োজন ঘটেছে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী। প্রয়োজনের তাগিদে অনেক কিছু নির্মূল হয়েছে, আবার সৃষ্টি হয়েছে নতুন অনেক কিছু এবং নতুন বিশ্বাস।
এই ধ্বংস -সৃষ্টির চক্রেই আমরা অপরিমেয় বিশ্বাসকে সাথে নিয়েই এই গৌরবোজ্জ্বল সময়ে আপনাদের সাথে পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনাদের এই নিরন্তর সমর্থন আমাদের প্রতি মুহুর্তে সাহস যুগিয়েছে, প্রেরণা দিয়েছে আলহামদুলিল্লাহ। বিমান বাড়ি মানে বিশ্বাস, এই বিশ্বাসই আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায় এবং এটির জন্যই আমাদের আগামীর পথ চলতে সুবিধে হয়।
প্রিয়সুহৃদ,
কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের এই দীর্ঘ যাত্রা পথের বিভিন্ন সময়ে আপনাদেরকে সেবা করার সুযোগ দানের কথা। আমরা প্রতিটি সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনাদের সান্নিধ্য অনুভব করেছি। আপনাদের অকুন্ঠ সমর্থন ছাড়া আমরা কখনোই এতদূর আসতে পারতাম না এবং এতসব অর্জনও সম্ভব হতো না। আপনাদের প্রত্যাশা পূরণে এবং আপনাদের সবসময়ের পছন্দের ট্রাভেল এজেন্সি হতে, সামনের দিনগুলোতেও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। যদি আমাদের অজান্তে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তা সংশোধনের সুযোগ দিয়ে বাধিত করবেন। আমাদের স্বপ্ন, আপনাদের আরো উন্নত সেবা দানের মাধ্যমে বিমানবাড়ি এগিয়ে চলুক আগামীর পথে।
সর্বোচ্চ এবং আকর্ষণীয় ছাড় !
বিমান বাড়ি ৫ম বর্ষ পূর্তির এই বিজয়ের মাসে আমাদের নিকট হতে কোন সেবা গ্রহণ করলে একটি ক্ষুদ্রস্মারক প্রদান করা হবে এবং আরো রয়েছে বিশ্বস্ততার সাথে সর্বোচ্চ এবং আকর্ষণীয় ছাড় !
মহান আল্লাহর নিকট প্রার্থনা করি এভাবেই সাথে থেকে আমাদের প্রতি আপনাদের এই দোয়া ও আশীর্বাদ অটুট থাকুক। আমরা আপনার সপরিবারে ও সবান্ধবে সুস্বাস্থ্য, সুসমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।
হৃদয়ের অন্তস্তল থেকে আপনাদের জানাই – অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
................................................
মোঃ আরিফুল ইসলাম আরিফ
ব্যবস্থাপনা পরিচালক, বিমানবাড়ি
আবেদীনপ্লাজা, আন্ডার গ্রাউন্ড, গণেশতলা, মডার্ন মোড়, দিনাজপুর, বাংলাদেশ - ৫২০০।
প্রয়োজনেঃ ০১৭১২ ৭৫০ ৩৬৪