Ummah Hajj & Umrah Service

Ummah Hajj & Umrah Service আমাদের কাছে আপনারা হজ্জ এবং ওমরাহ সহ সকল ধরনের ট্রাভেলিং সার্ভিস পেয়ে যাবেন।

✅যেকোনো ব্যবসা হালালভাবে করলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ আমাদের ব্যবসা হবে হালাল এবং কাস্টমার পাবেন সঠিক মূল্যে সকল সার্ভিস।

✅আসসালামু আলাইকুম উম্মাহ হজ্জ এবং উমরাহ ট্রাভেল এজেন্সি থেকে আপনাকে জানাই স্বাগতম।

✅আমাদের এখানে আপনি হজ্জ এবং উমরাহ জনিত সকল সার্ভিস পেয়ে যাবেন। আমরা আপাকে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি।

✅আমাদের বিগত কয়েকবছরের অভিজ্ঞতায় কাস্

টমার আমাদের সাথে কাজ করে হ্যাপি। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়। অথবা মেসেজ করুন ইনবক্স বা মোবাইলে।

13/10/2023
মক্কায় দুআ কবুল হওয়ার স্থানসমূহ:আমার জন্য দুআ করতে ভুলবেননা 😊
13/10/2023

মক্কায় দুআ কবুল হওয়ার স্থানসমূহ:
আমার জন্য দুআ করতে ভুলবেননা 😊

12/10/2023

আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুর থেকে
পরবর্তি প্যাকেজ নভেম্বর.ডিসেম্বর ১৫-২০ তারিখে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছে।
আমাদের কাফেলা অভিজ্ঞ ও বিশ্বস্ত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে রওয়ানা হবে। যারা যেতে চান দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ থাকল।

👉 এছাড়াও আলাদা উমরাহর ভিসা ও এয়ার টিকেটিং করা হয়।
👉 ২০২৪ সালের হজ্জের জন্য প্রাক নিবন্ধন

✈️✈️ সফরের সম্ভাব্য তারিখ নভেম্বর,ডিসেম্বর মাসের ১৫-২০ তারিখের মধ্যে ইনশাআল্লাহ।
🕋🕋এছাড়াও যেকোনো সময় উমরাহ আদায় করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🎁🎁 ১৪ দিনের প্যাকেজে যা যা থাকবে:

👉 মুফা ও ভিসা।

👉 টিকিট:
আপ-ডাউন। ফ্লাইট ট্রানজিট বিমানে।

👉 ফ্লাইট শিডিউল :
ট্রানজিট ফ্লাইটে :- ঢাকা থেকে কাতার বা ধুবাই হয়ে জেদ্দা, ফিরত : জেদ্দা হয়ে কাতার বা ধুবাই হয়ে ঢাকা।

👉 হোটেল:
মক্কায়- স্টার মানের, দূরুত্ব : ৬০০-৭০০ মিটারের মধ্যে। মদিনায়ও স্টার মানের । দূরত্ব : ৩০০- ৪০০ মিটারের মধ্যে।(এছাড়াও আলোচনা সাপেক্ষে যাত্রীদের সুবিধামত যেকোন হোটেল বা ফাইভ স্টার হোটেলের ব্যবস্হা করা যাবে।)

👉 প্রতি রুমে ৪ জন (১/২/৩ জনের জন্য খরচ বাড়বে)

👉 ভিতরের ট্রান্সপোর্ট:
জিদ্দা- মক্কা,মক্কা-মদিনা,মদিনা হতে এয়ারপোর্ট পর্যন্ত বড় এসি বাস করে ও জিয়ারার ট্রান্সপোর্ট।

👉 জিয়ারাহ: মক্কা ও মদিনার স্মৃতিবিজরিত স্থান
পরিদর্শন।

🕋🕋 বিশেষ জিয়ারাহ :-
সাধারণত তায়েফ জিয়ারার অন্তর্ভুক্ত থাকেনা। কিন্তু আমরা নিজ খরচে আল্লাহ পাকের মেহমানদের তায়েফ জিয়ারাহ করাবো,ইনশাআল্লাহ।

🕋🕋 সাধারণ জিয়ারাহ :-
#মক্কায়_জিয়ারার_স্পটগুলো_হলো:
🚌 নবীজির বাড়ী
🚌 আবু লাহাবের বাড়ী,
🚌 জাবালে সাওর( যে পাহারে নবীজি স. ৩ দিন লুকিয়ে ছিলেন)
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহার)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা( খাদিজা রা. কবর মোবারক)
🚌 জিন মসজিদ

#মদিনা_শরিফে_জিয়ারার_স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ, ( জান্নাতের বাগান)
🚌 জান্নাতুল বাকী ( সাহাবীদের কবরস্থান)
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
এছাড়াও আশপাশের অনেক স্হান রয়েছে।

🕋🕋 সাথে থাকছে অভিজ্ঞ ও ইলমি আলেম বা মুফতি মুয়াল্লিম।

👋👋👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।

🤲🤲🤲 আল্লাহ পাক আমাদের সকলের সফরকে নিরাপদ করে উমরাহকে কবুল করে নিন।

আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুর থেকে পরবর্তি প্যাকেজ নভেম্বর.ডিসেম্বর ১৫-২০ তারিখে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছে। আমাদের কাফেলা...
12/10/2023

আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুর থেকে
পরবর্তি প্যাকেজ নভেম্বর.ডিসেম্বর ১৫-২০ তারিখে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছে।
আমাদের কাফেলা অভিজ্ঞ ও বিশ্বস্ত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে রওয়ানা হবে। যারা যেতে চান দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ থাকল।

👉 এছাড়াও আলাদা উমরাহর ভিসা ও এয়ার টিকেটিং করা হয়।
👉 ২০২৪ সালের হজ্জের জন্য প্রাক নিবন্ধন

✈️✈️ সফরের সম্ভাব্য তারিখ নভেম্বর,ডিসেম্বর মাসের ১৫-২০ তারিখের মধ্যে ইনশাআল্লাহ।
🕋🕋এছাড়াও যেকোনো সময় উমরাহ আদায় করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🎁🎁 ১৪ দিনের প্যাকেজে যা যা থাকবে:

👉 মুফা ও ভিসা।

👉 টিকিট:
আপ-ডাউন। ফ্লাইট ট্রানজিট বিমানে।

👉 ফ্লাইট শিডিউল :
ট্রানজিট ফ্লাইটে :- ঢাকা থেকে কাতার বা ধুবাই হয়ে জেদ্দা, ফিরত : জেদ্দা হয়ে কাতার বা ধুবাই হয়ে ঢাকা।

👉 হোটেল:
মক্কায়- স্টার মানের, দূরুত্ব : ৬০০-৭০০ মিটারের মধ্যে। মদিনায়ও স্টার মানের । দূরত্ব : ৩০০- ৪০০ মিটারের মধ্যে।(এছাড়াও আলোচনা সাপেক্ষে যাত্রীদের সুবিধামত যেকোন হোটেল বা ফাইভ স্টার হোটেলের ব্যবস্হা করা যাবে।)

👉 প্রতি রুমে ৪ জন (১/২/৩ জনের জন্য খরচ বাড়বে)

👉 ভিতরের ট্রান্সপোর্ট:
জিদ্দা- মক্কা,মক্কা-মদিনা,মদিনা হতে এয়ারপোর্ট পর্যন্ত বড় এসি বাস করে ও জিয়ারার ট্রান্সপোর্ট।

👉 জিয়ারাহ: মক্কা ও মদিনার স্মৃতিবিজরিত স্থান
পরিদর্শন।

🕋🕋 বিশেষ জিয়ারাহ :-
সাধারণত তায়েফ জিয়ারার অন্তর্ভুক্ত থাকেনা। কিন্তু আমরা নিজ খরচে আল্লাহ পাকের মেহমানদের তায়েফ জিয়ারাহ করাবো,ইনশাআল্লাহ।

🕋🕋 সাধারণ জিয়ারাহ :-
#মক্কায়_জিয়ারার_স্পটগুলো_হলো:
🚌 নবীজির বাড়ী
🚌 আবু লাহাবের বাড়ী,
🚌 জাবালে সাওর( যে পাহারে নবীজি স. ৩ দিন লুকিয়ে ছিলেন)
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহার)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা( খাদিজা রা. কবর মোবারক)
🚌 জিন মসজিদ

#মদিনা_শরিফে_জিয়ারার_স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ, ( জান্নাতের বাগান)
🚌 জান্নাতুল বাকী ( সাহাবীদের কবরস্থান)
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
এছাড়াও আশপাশের অনেক স্হান রয়েছে।

🕋🕋 সাথে থাকছে অভিজ্ঞ ও ইলমি আলেম বা মুফতি মুয়াল্লিম।

👋👋👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।

🤲🤲🤲 আল্লাহ পাক আমাদের সকলের সফরকে নিরাপদ করে উমরাহকে কবুল করে নিন।

Call: +8801774907777 01534372222
Dinajpur sadar Dinajpur
Mail :[email protected]

ঢাকা থেকে হজ্বের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরে একের পর এক ধাপ সমুহ- ওমরাহ্ -♦ মক্কায় প্রবেশ করলে আপনাকে ওমরাহ্ করতে হবে। ✔ ...
06/10/2023

ঢাকা থেকে হজ্বের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরে একের পর এক ধাপ সমুহ-

ওমরাহ্ -

♦ মক্কায় প্রবেশ করলে আপনাকে ওমরাহ্ করতে হবে।

✔ হজের ফ্লাইট-এর নির্দিষ্ট সময়ের ১২/১৪ ঘন্টা আগে হজ্ব ক্যাম্প এ রিপোর্ট করতে হয়। এই সময়টা বিশাল লাইন এ দাঁড়িয়ে ব্যাগ চেকিং, পেপার চেক করা, এরপর বড় ব্যাগ গুলো আপনার
এয়ারলাইনস রেখে দিবে।

✔ ছোট হ্যান্ড ব্যাগ সহ আপনাকে বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাবে। সেখানে ইমিগ্রেশন এর কাজ শেষ করে ফ্লাইট এর জন্য অপেক্ষা করতে হবে।

♦♦ হজ ক্যাম্প এবং এয়ারপোর্টের এই ১২/১৪ ঘন্টা সময় আপনার হ্যান্ডব্যাগ যা থাকা দরকার :
✔শুকনা খাবার - কেক, বিস্কিট, খেজুর, বাদাম।
★★ (হজ্ব যাত্রী এয়ারপোর্ট এর খাবার কেনার দোকানে যেতে পারবেন না। )

✔ যাদের ডায়াবেটিক আছে, অবশ্যই জরুরী ওষুধ, ইনশুলিন সাথে রাখবেন।

✔ পানি,স্যালাইন- (প্লেন এ বসার ৪০/৫০মিনিট পর পানি পাবেন। তাই, ১২/১৪ ঘন্টার হিসাবে পানি সাথে নিতে পারেন।)
✔ মেডিসিন - ৩দিন এর জরুরী মেডিসিন (প্রেসার, ডায়াবেটিক), ইনহেলার নিজের সাথেই রাখবেন।

✔ ট্রাভেল পিলো ক্লান্ত হলে যাতে চেয়ারে বসে একটু ঘুমাতে পারেন। এই পিলো আপনার ৪০দিনের পুরো সফরে অনেক কাজে লাগবে।)
✔ পাতলা জায়নামাজ, তাইমুম এর মাটি,

✔ টয়লেট পেপার (এয়ারপোর্ট এর বাথরুম এ নাও থাকতে পারে) ,
✔ গন্ধছাড়া সাবান (এহরাম অবস্থায় হাত দোয়ার জন্য),
✔এক সেট কাপড় (প্রয়োজনে হলে)

♦♦প্লেনে করে জেদ্দা এয়ারপোর্ট এ পৌছালেনঃ

✔ প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন এ কাজ শেষ করে, লাগেজ খুজে নিতে হবে। (ঢাকা থেকে এয়ারপোর্টে রওনা দেওয়ার পূর্বে লাগেজে অবশ্যই আপনার নাম, পাসপোর্ট নাম্বার ও জরুরী কন্টাক্ট নাম্বার উপরে লিখে রাখবেন।)

✔ এরপর আপানকে পাঠিয়ে দিবে "হজ্ব প্লাজায়"। এখানে বাসের জন্য অপেক্ষা করতে হবে (১০মিনিট থেকে ২ঘন্টা)। বেশিও সময় লাগতে পারে। এই সময় সৌদি সিম সংগ্রহ করতে পারেন। এক পাসপোর্ট দুটো সিম নেয়ে যায়।
✔ হজ্ব প্লাজাতে টয়লেট থাকবে; তবে টয়লেট এ টিস্যু বা হ্যান্ডওয়াস অনেক সময় থাকে না।

✔টয়লেট এ পানি থাকবে, তবে এটা একটি পাইপ এর মত। কল খুললে, বুঝে ঊঠার আগেই আপনি গোসল হয়ে যাবেন।তাই, সাবধান এ পানির পাইপ খুলবেন।

✔ নামাজ এর জায়গা থাকবে। নামাজ এর ওয়াক্ত হলে নামাজ পড়ে নিতে পারবেন।

✔ আপনার লাগেজ মোয়াল্লেম এর সাহায্যে- বাংলাদেশি সাহায্যকর্মিরা নিয়ে নিবে। এই লাগেজ আপনাকে হোটেলে পোঁছে দিবে।

♥♥ এই সময় অনেকই পাসপোর্ট হারিয়ে ফেলেন, বা ভাষা না বুঝে অন্য দলের কাউকে পাসপোর্ট দিয়ে ফেলেন।
♥♥ শুধুমাত্র আপনার হজ্বের গাইডকেই/মোয়াল্লেমকেই পাসপোর্ট জমা দিবেন।

✔ আপনার দলের সাথে বাসে উঠবেন। বাস আপনাকে হোটেল এ নামিয়ে দিবে।
✔ হোটেলের এন্ট্রেস এ সবার লাগেজ রাখা থাকবে।আপনার ব্যাগ খুজে নিজেকে রুমে নিয়ে রাখতে হবে।

✔ ক্লান্ত থাকলে খাবার খেয়ে, বিশ্রাম করর নিন।তারপর ওমরাহ এর জন্য ক্বাবার দিকে রওনা করুন।
♦ দুপুরে অনেক রোদ থাকে। " মাগরিব এর পর থেকে ফজর পর্যন্ত " তাওয়াফ এর উত্তম সময়। তবে ওই সময়টা অনেক ভীর থাকে। সেক্ষেত্রে আসর সালাতের পরে সূর্যের তেজ কমে এলে উমরাহ করতে হারামের দিকে যাওয়া উত্তম।

♥♥ওমরাহ্ ঃ♥♥

ধরে নিচ্ছি আপনি ওমরাহ্ এর সকল নিয়ম যানেন। তাই এই সময় অন্য আর কি লাগবে সেটা বলে দিচ্ছি।

♦♦ তাওয়াফ - এর সময় যা লাগবেঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~
✔ ৭ দানার তসবি। (বাইতুল মোকারম এ পাবেন।) তবে আঙুলে কাউন্ট করা উত্তম।
✔ ২ ফিতার কাধের একটা ব্যাগ।(অবশ্যই নিবেন)
✔ মাটির ঢ্যালা- তাওয়ার এর মাঝে ওজু ভেংগে গেলে, যেনো তাড়াতাড়ি তাইমুম করতে পারেন।
✔এখানে জুতা পরা যাবেনা। মহিলারা মোজা (এন্টি স্লিপ) পরতে পারেন।
✔ রোদ থাকলে ছাতা, সানগ্লাস নিয়ে নিবেন।
✔ **জুতা রাখার জন্য পিঠের ব্যাগ।
✔ **খালি পানির বোতল- ওখানে জমজম পানি পাবেন।হোটেলে খাবার জন্য বোতল ভরে নিয়ে আসবেন। (অবশ্যই নিবেন)
✔ **শুকনা খাবার - খেজুর, বিস্কিট,চকলেট (অনেকেই হাটাহাটি করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পরেন।)

✔সায়ী - সাফা ও মারওয়া পাহাড়ে ৭বার চক্কর দেয়াকে সায়ী বলে।
✔ যেখানে সায়ী করবেন, পুরো পাহাড় এসি করা আর সেখানে ফ্লোরটাও পাথরের। তাই, ফ্লোর এতোটাই ঠান্ডা থাকে যে খালি পায়ে হাটা একটু কষ্ট। মহিলারা এন্টিস্লিপ মোজা পরতে পারেন।
✔ পানির বোতল,খাবার সাথে রাখবেন।
✔ চুল কেটে গোসল এর পর আপনি এহরাম মুক্ত হলেন।


উমরাহর পরের দিন
সম্মানিত হজ্জযাত্রীগন মক্কায় মসজিদ আল-হারামে পুরুষ মহিলা একই গেট দিয়ে ঢুকতে পারবেন, আর ভিতরে বা বাইরে নামাজের স্থান আলাদা করা আছে; পুরুষ মহিলা একসাথে নামাজ আদায় নিষেধ৷
মাতাফে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে অবশ্য জায়গার অভাবে অনেকেই এলোমেলো ভাবে দুই রাকাত নফল পড়েন; এখানে একটু সতর্ক থাকবেন৷

মদিনায় মসজিদে নববীতে পুরুষ মহিলা আলাদা গেট, একসাথে মসজিদে প্রবেশ করতে পারবেন না৷ আলাদা আলাদা নামাজের ব্যবস্থা ভিতরে বাইরে৷

হারিয়ে যাওয়ার ভয় পাবেন না, কে কোথায় নামাজ পড়বেন তা আগের থেকে ঠিক করে রাখতে পারেন, গেট নাম্বার চিহ্নিত করে রাখতে পারেন, মোবাইল ফোনে যোগাযোগ রাখতে পারেন, অথবা নামাজ শেষে একটা নির্দিষ্ট যায়গায় একত্রিত হবেন বা ফিরে আসবেন, হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বারসহ হোটেলের বিজনেস কার্ড সাথে রাখতে পারেন৷ প্রথম দুই একদিন সমস্যা হতে পারে, তারপর ঠিক হয়ে যাবে৷

আগের বছর সরকারি ভাবে হজ্জ গাইড/সাহায্যকারী/সহায়তাকারীদের মক্কা মদিনায় মিনা আরাফাত মুজদালিফায় রাস্তায় রাস্তায় দেখা যেতো, এই বছর কম সংখ্যক সহায়তাকারী যাচ্ছেন সরকারি হজ্জ টিমে৷ হারিয়ে গেলে উনাদের সহযোগিতা নিতে পারেন৷

পুরো মুসলিম উম্মাহর জন্য প্রান খুলে আল্লাহর কাছে দোআ করবেন ৷ হজ্বের পুরো সফরে ধৈর্যশীল এবং সহনশীল হবেন, আল্লাহ আমার এবং আপনাদের হজ্বকে কবুল করুন।

Address

চাউলিয়া পট্টি মোড় (শিক্ষা দপ্তর মসজিদ সংলগ্ন) দিনাজপুর সদর, দিনাজপুর
Dinajpur
5200

Telephone

+8801774907777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Hajj & Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah Hajj & Umrah Service:

Share

Category