পদ্মাস্নান - Sports & River Cruise

পদ্মাস্নান - Sports & River Cruise "Life is better around the campfire."

৭ তারিখ রাতে আমরা যাত্রা শুরু করবো মাওয়া থেকে সুনামগঞ্জ। ৩ দিনের এই জার্নিতে আমরা পাড়ি দিবো মোট ৭ টি নদী ও ৭ টি জেলা। আম...
02/03/2024

৭ তারিখ রাতে আমরা যাত্রা শুরু করবো মাওয়া থেকে সুনামগঞ্জ। ৩ দিনের এই জার্নিতে আমরা পাড়ি দিবো মোট ৭ টি নদী ও ৭ টি জেলা। আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করতে পারেন আপনিও। যাদের কেবল শুক্র-শনিবার ম্যানেজ করা সম্ভব, তারাও জয়েন করতে পারেন। সেক্ষেত্রে জার্নি শেষ হবে কিশোরগঞ্জের ইটনা বা মিঠামইনে যেখান থেকে সহজেই ঢাকা ফেরত আসা যাবে।

10/02/2024

জলকুমারী - An Eco Houseboat

07/02/2024

আজকের গেস্ট ❤️

পদ্মাস্নানঃ রিভার ক্রুজ। এই শীতে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করুন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে! আমরা নিয়ে এসেছি হাউজবোটে করে পদ্...
28/11/2023

পদ্মাস্নানঃ রিভার ক্রুজ।

এই শীতে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করুন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে! আমরা নিয়ে এসেছি হাউজবোটে করে পদ্মানদী ভ্রমণের সুযোগ। সাথে থাকছে পদ্মার ইলিশ, বারবিকিউ ইভনিং এবং আরও অনেক মজাদারসব খাবার।

ডে লং, কিংবা নাইট স্টে, দুই ধরণের প্যাকেজেই বুকিং চলছে। ফ্যামিলি আউটিং, ফ্রেন্ড সার্কেল, কিংবা পিকনিক- যেকোন ধরনের অ্যারেঞ্জমেন্টের জন্য ইনবক্স করুন।

ডে-লংঃ
চেক ইন সকাল ৯:০০
চেক আউট সন্ধ্যা ৬:০০

ট্রিপ প্ল্যানঃ মৈনট- বিলাসপুর চর-নারকেলবাড়িয়া চর-নারিশ্যা-মৈনট

ফুডঃ ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, স্ন্যাক্স (বারবিকিউ), আনলিমিটেড চা।

একটিভিটিঃ
- ফুটবল
- ভলিবল
- সুইমিং

প্রাইসঃ
৮ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ৩০০০ টাকা
১২ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ২৫০০ টাকা
১৬ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ২২৫০ টাকা
২০ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ২১০০ টাকা

নাইট স্টেঃ
চেক ইন সন্ধ্যা ৭:০০
চেক আউট বিকাল ৫:০০

ট্রিপ প্ল্যানঃ মৈনট-বারহা-বিলাসপুর-নারকেলবাড়িয়া-আমিরাবাদ চর-পদ্মা সেতু- মৈনট

ফুডঃ স্ন্যাক্স, ডিনার (বারবিকিউ), ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, স্ন্যাক্স, আনলিমিটেড চা।

একটিভিটি
- ক্যাম্প-ফায়ার
- ক্যারম
- ব্যাডমিন্টন
- ফুটবল
- ভলিবল
- সুইমিং

প্রাইসঃ
৮ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ৪০০০ টাকা
১২ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ৩৩৫০ টাকা
১৬ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ৩০০০ টাকা
২০ জনের গ্রুপের ক্ষেত্রে, জনপ্রতি ২৮০০ টাকা

সেফটি মেজারসঃ লাইফ জ্যাকেট, লাইফবয়া, সিকিউরিটি গার্ড।

নোটঃ নাইট স্টে প্যাকেজে সর্বোচ্চ ৪৫ জনের থাকার ব্যবস্থা করা যাবে ৩টি হাউজবোটে।

নৌকার পোকা মাথায় ঢোকার পেছনে রবি ঠাকুরের ব্যক্তিগত হাউজবোট 'পদ্মাবোট' দারুণ ভূমিকা রেখেছে। কবিগুরু শিলাইদহে থাকাকালীন সম...
23/11/2023

নৌকার পোকা মাথায় ঢোকার পেছনে রবি ঠাকুরের ব্যক্তিগত হাউজবোট 'পদ্মাবোট' দারুণ ভূমিকা রেখেছে। কবিগুরু শিলাইদহে থাকাকালীন সময়ে প্রায়শই সপ্তাহের উপর হাউজবোটেই থাকতেন। নদীকেন্দ্রিক গ্রামীণ জীবন নিবিড়ভাবে পর্যবেক্ষণ আর কুঠিবাড়ি থেকে শাহজাদপুর কাছারিবাড়ি অবধিও যেতেন সেই হাউজবোটেই। কবিগুরুর মতো সকলের পক্ষে ব্যক্তিগত হাউজবোট মেইনটেইন করা হয়না বলে কি এমন সুযোগ অপূর্ণ থেকে যাবে? এমনই আইডিয়া থেকে মৈনট ঘাট থেকে পদ্মার হাওয়ায় হাওয়া ভেসে বেড়াতে আর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, টেগোর লজ আর লালন শাহের সমাধি ভ্রমণ করে আবার হাউজবোটেই ফিরতি যাত্রার একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে মাথায়।
প্ল্যানটা এমন।

সকল লটবহর নিয়ে এক শুক্রবার ভোরে আমরা রওনা হবো মৈনট ঘাট থেকে। সারাদিন পদ্মায় ভেসে ভেসে সন্ধ্যা নাগাদ পৌছে যাবো শিলাইদহের কুঠিবাড়ি ঘাটে। পরদিন আধা দিন আমরা ঘুরবো কুঠিবাড়ি, টেগোর লজ, লালন সাঁই এর মাজার। সবাই চাইলে উন্নয়ন দর্শনে আরেকটু এগিয়ে যাবো রূপপুর পাওয়ার প্ল্যান্ট আর হার্ডিঞ্জ ব্রিজ দেখতে। এরপর ফিরতি যাত্রায় রওনা হয়ে যাবো সেদিন বিকেলে। রাত থাকবো কোন নিরাপদ ঘাটে। পরদিন আরিচা হয়ে যাবো নজরুলের স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ি। ইতিহাসের মজাটা এখানেই ঘটবে। নজরুল যখন প্রমীলা দেবীর সাথে ডেট করে বেড়াচ্ছেন যমুনার পূর্ব তীরের তেওতায়, তখনই হয়তো কবিগুরু হাউজবোট নিয়ে যমুনার পশ্চিম তীর হয়ে যাচ্ছেন শাহজাদপুর!

তেওতা থেকে পাটুরিয়া ঘাটে আমরা ফরমালি আমাদের ট্রিপ শেষ করবো। পাটুরিয়া থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো বলে এখানেই শেষ করার প্ল্যান।

মোটমাট দুই রাত তিন দিন হাউজবোটের জীবন যাপন আর সেই সাথে থাকছে লালন সাঁই, কবিগুরু আর বিদ্রোহী কবির স্মৃতিচারণের সুযোগ। সেই সাথে থাকছে পদ্মা নদীর টাটকা মাছে রসনা বিলাসের সুযোগ!

আগ্রহী হলে জানান এই পোষ্টে। খুব শীঘ্রই এই ট্রিপ আয়োজনের প্ল্যান ঘুরপাক খাচ্ছে।
মৈনট থেকে শিলাইদহ হয়ে আরিচা পর্যন্ত তিনদিন দুই রাতের এই যাত্রায় আমাদের ট্রিপ ফি ৭৫০০/-।
এতে তিনদিন দুই রাতে শেয়ার্ড কেবিনে একোমোডেশন, ফুড, আর কুষ্টিয়ায় বাই রোড সাইটসিয়িং ফি অন্তর্ভুক্ত থাকছে।

17/11/2023

পদ্মায় চলছে আমাদের প্রথম ট্রিপ!

14/11/2023

একটি ভিন্ন ধর্মী এক্সপেরিয়েন্স দিতে প্রস্তুত হচ্ছি আমরা।
আমাদের তিনটি বোটেই থাকছে স্থানীয় জেলেদের ধরা তাজা মাছ ও তাদের সাথে নদীতে গিয়ে মাছ ধরার এক্সপেরিয়েন্স নেওয়ার সুযোগ!
অপেক্ষা শুধু অল্প কিছুদিনের।

with services.

দোহারের পথে...
13/11/2023

দোহারের পথে...

09/02/2023

We've changed our page name GoCamp - Dohar Campsite & Activity Zone to "GoCamp - Campsite, Cottage, Activity & More"

Stay with us!

02/02/2023

আবার আসিব ফিরে পদ্মানদীর তীরে – আপনাদের দোহারে!

We will come back strongly!

12/06/2022

Peaceful Purulia!

মেনশন করুন আপনার প্রিয় বন্ধু/মানুষকে যাকে নিয়ে আপনি এ বর্ষায় ক্যাম্পিং এ যেতে চান!
11/06/2022

মেনশন করুন আপনার প্রিয় বন্ধু/মানুষকে যাকে নিয়ে আপনি এ বর্ষায় ক্যাম্পিং এ যেতে চান!

10/06/2022

Feel it!

Get Ready for This winter! 🤸
09/06/2022

Get Ready for This winter! 🤸

07/06/2022

Sunset or Sunrise?
Sunset is an opportunity to reset.

Address

Nayabari
Dohar
1330

Alerts

Be the first to know and let us send you an email when পদ্মাস্নান - Sports & River Cruise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পদ্মাস্নান - Sports & River Cruise:

Share


Other Dohar travel agencies

Show All